Netlan Global Ltd.

Netlan Global Ltd. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Netlan Global Ltd., Digital creator, B-12, Stadium Super Market, Stadium Road, Chandpur.

19/02/2023

আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের নেটল্যান গ্লোবাল লিঃ এর নতুন পণ্য যোগ করতে যাচ্ছি যে, থ্রিপিচ, পাঞ্জাবী, জুতা, শাড়ী, বিদেশী কসমেটিক ইত্যাদি.......... এই বিষয়ে সকলের সাথে আগামী ২১ ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখ বিকাল ৩ ঘটিকার সময় জরুরী মিটিং এর আয়োজন করা হয়েছে। সকলে উপস্থিত থাকবেন।

পরিসংখ্যান বলছে,তাকে দেখে হাহা রিএক্টের সংখ্যা দ্রুত কমে আসছে। দ্রুত কমে আসছে তুচ্ছতাচ্ছিল্য- উপহাস করা কমেন্টের সংখ্যাও...
30/01/2023

পরিসংখ্যান বলছে,
তাকে দেখে হাহা রিএক্টের সংখ্যা দ্রুত কমে আসছে। দ্রুত কমে আসছে তুচ্ছতাচ্ছিল্য- উপহাস করা কমেন্টের সংখ্যাও ! সে এগিয়ে যাচ্ছে, আমরা মেনে নিচ্ছি! মেনে নিতে বাধ্য হচ্ছি, কেননা সে অযোগ্যতার উপর ভর করে যোগ্য হয়ে উঠছে, সে শূন্যের উপর দাড়িয়ে অসংখ্য সংখ্যা লিখছে।

অদূর ভবিষ্যতে আপনার বিশ্ববিদ্যালয়ে মোটিভেশান স্পিকার হিসেবে সে দাড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে যদি বলে বসে,
"হিরো আলম পারলে, আপনিও পারবেন!"
শুনে অবাক হবেন?

বিরুদ্ধ তুফান স্রোতে সাঁতরে কিভাবে নিজের স্বপ্নজয়ের পথে অক্লান্তভাবে ছুটতে হয় তা তিনি দেখাচ্ছেন, শেখাচ্ছেন!

আপনার একটি পোস্টে একটি বিরূপ কমেন্ট নিয়ে তর্ক বিতর্ক হলে সারাদিন আপনার শরীর রাগে গিজগিজ করে, আপনি একটি কাজে দু-তিনবার ফেল মারলেই হতাশা চলে আসে, আপনাকে নিয়ে আশপাশের কেউ কটুক্তি করলেই বিরক্তি আসে, থেমে যেতে ইচ্ছে করে। সেখানে এই মানুষটা কি করছে? আগুন নাহ? জাস্ট আগুন নাহ?
সব পুড়িয়ে দিচ্ছে! 💪🔥

তার প্রচেষ্টাকে আপনার সম্মান জানাতেই হবে, আজ না হয় পরশু, স্বইচ্ছায় অথবা বাধ্য হয়ে। কিন্তু সম্মান আপনাকে জানাতেই হবে!

নিরন্তর শুভকামনা
আশরাফুল ইসলাম (হিরো আলম)

সংগৃহীতL

22/01/2023

অফার! অফার! অফার!
প্রিয়, Natlan Global Ltd. এর সদস্যবৃন্দ,
আস্সালামু আলাইকুম।
আগামী ২০ ফেব্রুয়ারী ২০২৩ইং তারিখ ব্যবসায়িক ট্যুর এর আয়োজন করা হয়েছে।
২০ ফেব্রুয়ারীর মধ্যে যারা ২ ম্যাচিং করবেন ৩০% ডিস্কাউন্ট।
৫ ম্যাচিং এ ৫০% ডিস্কাউন্ট
১০ ম্যাচিং এ ১০০% ফ্রি যেতে পারবেন।
বিস্তারিত জানতে কল করুন- 01812294417

31/12/2022

যা বিশ্বাস করেন তাই করুন
(আবি রাজ সিয়াম)


আপনি বিশ্বাস করেন আপনি কিছু করতে পারেন, তাহলে আপনি কিছু করার চেষ্টা করলেই আপনি কিছু করতে পারবেন।

31/12/2022

সাফল্য ও আনন্দে ভরা আর একটা বছর অতিক্রান্ত হল...
প্রত্যেক নতুন বছর নিয়ে আসে নতুন নতুন বাঁধা ও নতুন অনেক চ্যালেঞ্জ...
এই নতুন বছর যেন তোমায় নতুন সব বাঁধা অতিক্রম করার সাহস ও ক্ষমতা দেয়...
হ্যাপী নিউ ইয়ার...2023

30/12/2022

(আবি রাজ সিয়াম)
বিশ্বাস করুন –‘আপনি সফল হবেন
আপনি জানেন কি, আপনার সম্ভাবনা কতটুকু ? একবার ভাল করে ভেবে দেখুন? আপনার ইচ্ছা আপনার স্বপ্ন আর সম্ভাবনার তুলনা করুন। আপনি কি চান - সেটা ঠিক করুন। লক্ষ্যটাকে স্থির করুন। সফলতা তো আপনারই। আপনার ভিতরেও আছে অপার সম্ভাবনা। সেই সম্ভাবনাটাকে খুঁজে বের করতে হবে। আর এই খুঁজে বের করার দায়িত্বটা কিন্তু আপনারই। কিভাবে বুঝবেন, আপনার সম্ভাবনা কতটুকু? দেখুন আপনার সমস্যা অনেক। আপনার ভাল একটা লক্ষ্যও আছে। কিন্তু যখন কাজের কথা ভাবেন, তখন সমস্যাগুলো আপনার সামনে এমনভাবে হাজির হয় যে, কাজের চেয়ে বরং অকাজই হয় বেশি। হ্যাঁ, আমি জানি আমার- আপনার অনেক সমস্যা। শুধু সমস্যাই। আমি ভালভাবে কথা বলতে পারি না, আমার চেহারা ভাল না, স্বাস্থ্য ভাল না, আমার বিদ্যা- বুদ্ধির জোরও তেমন নেই। এরকম অনেক কিছুই আমার – আপনার সাথে জড়িত। আমাদের জীবনে অনেক না যুক্ত আছে। এই ‘না’ গুলো হয়তোবা আমাদের পক্ষে জীবন থেকে সরানোও সম্ভব না। তাই বলে তো এই ‘না’ এর দিকে চেয়ে থেকে পুরো জীবন হতাশায় কাটান যায় না।

একবার যদি ভাল করে ভেবে দেখেন, দেখবেন- বাহিরের যত না আছে তার চেয়ে ভিতরের যে ‘না’ টা সেটাই অনেক বেশি শক্ত। একটা কথা আছে – বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। কথাটা সত্য। মনের ‘না’ টাকে দূর করুন। একবারে না হক, দশবারে তো হবে। দেখুন, সৃষ্টিকর্তা আমাদের যে মস্তিস্ক দিয়েছেন, আপনি শুধু সেটার কথাই ভাবুন না কেন? দেখতে পারবেন, আপনার অপার সম্ভাবনা। বুঝতে পারবেন, আল্লাহ আপনাকে কত ক্ষমতাবান করে তৈরি করেছেন। স্পষ্ট হয়ে যাবে যে, আপাত দৃষ্টিতে যত সমস্যাই দেখেন না কেন, আপনার সম্ভাবনার তুলনায় তা কিছুই নয়। সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের এই মস্তিস্কের কথা সবাই জানেন। তারপরেও মনে করিয়ে দিচ্ছি। পাশাপাশি আমিও আমার একটু সম্ভাবনার হিসেব করিয়ে নিই। যাতে আপনার সাথে আমিও আরেকটু আশাবাদী আর সম্ভাবনাময় হয়ে উঠি।

আমাদের মস্তিস্ক কম্পিউটারের চেয়ে অনেক বেশি গুনে জটিল। গবেষণায় দেখা গেছে, মানুষের মত ক্ষমতার একটি এটমিক মস্তিস্ক তৈরি করতে প্রায় কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন। আরও বিস্ময়কর যে, এই রকম মস্তিস্ক চালাতে প্রায় এক হাজার কোটি কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন। এবং কর্ণফুলীর কাপ্তাইয়ের যে উৎপাদন, সে হিসেবে এর মত ৩২৫০ টি বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন হবে প্রতিদিন এটি চালু রাখার জন্য। প্রায় আঠারটি একশতলা দালানের সমান হবে এর আয়তন। মস্তিস্কের সবচেয়ে উপরের সাদা ঢেউ খেলানো কর্টেক্সকে সমান্তরালভাবে সাজালে এর আয়তন হয় প্রায় দুহাজার বর্গমাইল। স্নায়ুতন্ত্রের একক নিউরন। যার কয়েকশত একটি আলপিনের মাথায় একত্রে স্থান করে নিতে পারে। শরীরের বিভিন্ন অংশ থেকে ইলেক্ট্রনিক সিগন্যাল মস্তিস্কে বহন করা এবং মস্তিস্ক থেকে বিভিন্ন আদেশ অতি দ্রুত হাজার কোটি সেলে ছড়িয়ে দেওয়াই নিউরনের কাজ। ব্রেইনের এতসব কাজ ঘটতে পারে সেকেন্ডের লক্ষ ভাগের মাত্র একভাগ সময়ে।

মানব মস্তিস্কে রয়েছে শক্তিশালী মেমোরি সেল। এই স্মৃতি সংরক্ষণশালা প্রায় প্রতি সেকেন্ডে দশটি নতুন বস্তুকে স্থান করে দিতে পারে। সবচেয়ে আশ্চর্যের –পৃথিবীর সর্বকালের সর্বপ্রকারের যাবতীয় তথ্যকে একত্রে এই সেলে রাখা হলে এর লক্ষ ভাগের এক ভাগও পূরণ হবে না। কি, একেবারে চুপ হয়ে গেলেন যে! চলুন, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তা’আলার-‘আলহামদুলিল্লাহ’। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই মেমোরি সেলের হাজার ভাগের এক ভাগও কাজে লাগাতে পারি না। বিজ্ঞানীরা আরও বলেন- মানব মস্তিস্ক সর্বাধুনিক কম্পিউটারের চেয়েও প্রায় দশ লক্ষ গুন বেশি ক্ষমতা সম্পন্ন। দামের হিসেব করলে একটি কম্পিউটার যদি ৫০,০০০ টাকা হয়, তাহলে আমাদের একেকজনের ব্রেনের দাম দাঁড়াচ্ছে কমপক্ষে ৫,০০০ কোটি টাকা। তার মানে দাঁড়াই, আমরা যারা নিজেরাই নিজেদের অবহেলা করি, অবজ্ঞা করি এবং আমাদের দৃষ্টিতে যারা অনেক মেধাবী অর্থাৎ সবার ক্ষেত্রেই, সবার ঘাড়ের উপরেই একটি পাঁচ হাজার কোটি টাকার সম্পদ আছে।

তাহলে এবার ভেবে দেখুন- আপনার সম্ভাবনা কতটুকু? ভাবুন, ভাবুন এবং আরও ভাবুন। শুধু মাত্র এই মস্তিস্কের মূল্যায়নই যথেষ্ট আপনার সম্ভাবনা খুঁজে বের করার জন্য। আল্লাহ আপনাকে - আমাকে সব দিয়েছেন শুধু কাজে লাগাতে হবে আমাদের। তবেই সফলতা ধরা দিবে। গোমড়া মুখটা এবার হাল্কা করুন তো। একটু হাসুন। নিজের শক্তি, সম্ভাবনার সমন্বয়েই সফলতা। এবার কাজে নেমে পড়ুন। যে কোন ভাল কাজ। আপনাকে ঠেকিয়ে রাখার মত মনে হয় না- আর কোন বাঁধা আছে। এবার এগিয়ে যান। স্বয়ং সৃষ্টিকর্তাও আপনার সাথে আছেন। ইনশাআল্লহ, আপনি পারবেন।

30/12/2022

( আবি রাজ সিয়াম)
জীবনে সফল হতে চান?
জীবনে সফলতা আসুক তা সকলেই চান। কিন্তু সফলতা কষ্ট ছাড়া অর্জন করা সম্ভব নয়। কিছুটা তো কষ্ট করতেই হবে। সেই সাথে বুদ্ধি করে চলতে হবে। সফল মানুষের জীবনী পড়লে অনেক কিছুই বুঝতে পারা যায়। তারা কিন্তু অনেক আগে থেকেই নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করেন। অনেকেই অনেক কম বয়স থেকে শুরু করেন নিজেদের পথচলা। তাই একটি ভালো ক্যারিয়ার গড়তে চাইলে কাজ শুরু করতে হবে আগে থেকেই। তা না হলে হয়তো দেরি হয়ে যাবে। তাই জীবনটা এলোমেলো হয়ে যাওয়ার আগেই গুছিয়ে নেয়ার চেষ্টা করতে হবে।

১) পড়ালেখা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না অনেকে মনে করেন অনার্স-মাস্টার্স শেষ করে এরপর কাজে যোগ দেবেন। কিন্তু ইদানীং এই পদ্ধতিটি একেবারেই কার্যকর কিছু নয়। কারণ এখন সব কোম্পানিতেই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ চেয়ে থাকেন। আপনি যদি পড়ালেখা একেবারে শেষ করে চাকরিতে যোগ দিতে চান আপনাকে এন্ট্রি লেভেল থেকেই শুরু করতে হবে। তাই যদি পড়ালেখার পাশাপাশি কোনো পার্ট টাইম চাকরি অথবা ঘরে বসে কিছু করতে পারেন তবে পড়ালেখা শেষে আপনার রিজুমিতে অভিজ্ঞতার লেবেল লাগাতে পারবেন।

২) পড়ালেখার পাশাপাশি নিজের দক্ষতা বাড়াতে কাজ করুন যদি চাকরি করতে না চান পড়ালেখার পাশাপাশি তবে এমন কিছু করুন যা আপনার কোনো একটি সাইডের দক্ষতা বাড়ায়। যেমন ধরুন আপনি নিজের ব্যবসা খুলতে ইচ্ছুক হলে সেই সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করুন। এবং কিছু হলেও পুঁজির ব্যাপারে ভাবতে থাকুন।

৩) আপনার যেদিকে দক্ষতা অর্জনের ইচ্ছা সেব্যাপারে কিছু কোর্স করে নিন আপনার যেদিকে নিজের ক্যারিয়ার গড়ার ইচ্ছা সে সম্পর্কিত কোর্স করুন পড়ালেখার পাশাপাশি। অল্প বয়সেই এই কাজটি সম্ভব। কারণ পরবর্তীতে হয়তো আপনার সময় হয়ে উঠবে না অথবা পরে সেই মানসিকতাও থাকবে না নানা চাপে। তাই এই কাজটির প্রতি গুরুত্ব দিন বয়স বিশের পর থেকেই।

৪) আলসেমি না করে সময় কাজে লাগান ছাত্র জীবনে প্রায় সকলেই আলসেমি করে থাকেন। এটি নতুন কিছু নয়। কিন্তু এই আলসেমিটাকে কিছুটা কমিয়ে নিয়ে কাজের দিকে মনোযোগী হয়ে উঠলে উন্নতি নিজেরই হবে। আলস্য করে যে সময়টুকু পার করেন সেসময়ে আপনি ক্যারিয়ার গঠন ভিত্তিক কোনো কাজ কিংবা জ্ঞান অর্জন করতে পারেন।

৫) বন্ধুরা মিলে একসাথে গঠনমূলক কাজ করুন অনেকেই আছেন পড়ালেখার পাশাপাশি বন্ধুরা মিলে ছোট কিছু কাজ করতে থাকেন। একা না পারলে এই ধরণের জিনিসটিও করতে পারেন। বন্ধুরা মিলে অল্প অল্প করে পুঁজি দিয়ে তা কাজে লাগিয়ে দেখতে পারেন। কিংবা নিজেরা যে কাজে দক্ষ সে বিষয়টি কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানির ছোট ছোট কাজ করে দেয়ার প্রোজেক্ট হাতে নিতে পারেন। বর্তমানে এমন অনেক কোম্পানি রয়েছে যারা এই সুবিধা দিয়ে থাকে। দরকার শুধু ইচ্ছা এবং বুদ্ধি খাটানো।

৬) একেবারে রোবট হয়ে যাবেন না জীবনকেও উপভোগ করুন অনেকে মনে করতে পারেন এতোসব বলে ছাত্রজীবনের মজাই নষ্ট করে দেয়া হচ্ছে। আসলে কিন্তু তা নয়। আপনাকে অনেক কাজ করে কঠিন একটি রুটিন তৈরি করে প্রতিদিন চলতে বলা হচ্ছে না। আপনি আপনার মতো জীবন উপভোগ করুন ঠিকই কিন্তু সেইসাথে বাড়তি কিছু সময় বের করে নিয়ে এইসকল ব্যাপার ভাবুন। কারণ জীবন আপনার।

25/12/2022
25/12/2022

জীবনে বসন্ত আসার চেয়ে
সাফল্য আসাটা জরুরি

সাফল্য আসলে বসন্ত এমনিই চলে আসবে!👌

24/11/2022

Netlan Global Ltd. রেজিষ্ট্রেশন পদ্ধতি

https://foravanews.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6...
15/02/2022

https://foravanews.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac/

ব্রাজিলিয়ান কিংবদন্তির বয়স ৮১ বছর। গত বছর তাঁর মলাশয়ের টিউমার অপসারণ করা হয়। এর পর থেকেই নিয়ে আসছিলেন কেমোথ...

https://foravanews.com/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%...
15/02/2022

https://foravanews.com/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9/

এবারের আইপিএল-নিলামে দলগুলোকে আগামী তিন মৌসুমের জন্য দল সাজাতে হয়েছে। সে কারণেই, বর্তমানের জন্য দল গঠন করার পাশ.....

https://foravanews.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a...
15/02/2022

https://foravanews.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

শুভেচ্ছাবার্তা যেন উপচে পড়ছে অনন্যার মুঠোফোন থেকে। অবিরাম বেজেই যাচ্ছে ফোনটা। নিশ্চয়ই প্রশংসা করতেই ফোন করেছ...

https://foravanews.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be-%e0%a...
12/02/2022

https://foravanews.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%81-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b/

শুভ কামনা জানাতে করে থাকে। মুসলমানরা হিন্দুদের জন্য প্রার্থনা করে, হিন্দুরা মুসলমানদের জন্য প্রার্থনা করে। এটি ....

https://foravanews.com/%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b8%e0%a7...
12/02/2022

https://foravanews.com/%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। দেশের খেলাধুলার পাশাপাশি এই চ্যানেল সার্বক্ষণিকভাবে সম্প্রচার...

https://foravalife.com/%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a...
25/01/2022

https://foravalife.com/%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%81%e0%a6%95/

‘আরিয়া’, ‘বেদাম’, ‘রেস গুরাম’, ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’র মতো ছবির কল্যাণে আগে থেকেই দক্ষিণ ভারতের মানুষের কাছে ব্য...

https://www.mohonatimes.com/?p=132
15/01/2022

https://www.mohonatimes.com/?p=132

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় শনিবার দুপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লে....

04/01/2022

Address

B-12, Stadium Super Market, Stadium Road
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Netlan Global Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Netlan Global Ltd.:

Videos

Share



You may also like