11/03/2024
পুত্র হত্যার বিচার চেয়ে মা মোছাঃ নার্গিস বেগম আসামীদের ভয়ভীতি ও হুমকির মুখে পড়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় পুত্র হত্যার বিচার চেয়ে মা মোছাঃ নার্গিস বেগম আসামীদের ভয়ভীতি ও হুমকির মুখে পড়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এই ঘটনায় প্রতিকার এবং জীবনের নিরাপত্তা চেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন যার ধারা (১০৭/১১৪/১১৭(গ)। জানা যায়, সদর উপজেয়ার বিহাইর গ্রামের জাহিদ মিয়াকে আত্নহত্যার প্ররোচনা দায়ার অভি্যোগে তার মা মোছাঃ নার্গিছ বেগম গত ১৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিহাইর গ্রামের প্রবাসী জামাল মিয়ার স্ত্রী শারমিন বেগম, একই এলাকার মুতি মিয়ার ছেলে আয়াত আলী এবং হালিম মিয়া সাইফুদ্দিনের ছেলে ইয়াহিয়াসহ ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে ৩০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামীরা বেপরোয়া হয়ে উঠেছে এবং মামলা তুলে নেয়ার জন্য বাদীকে নানা ধরনের ভয়ভীতি হুমকিসহ প্রকাশ্যে ঘুরাফেরা করছে। এমতাবস্থায় মোছাঃ নার্গিছ বেগম ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। তার প্রতিকার চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে জানমাল এবং বাদীসহ পরিবারের লোকজনের নিরাপত্তা চেয়ে মামলা দায়ের করেন।