RedioBrahmanbaria

RedioBrahmanbaria Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RedioBrahmanbaria, Media/News Company, Brahmanbaria.

20/09/2024

মেধাবীদের ভাতের হোটেল
এখানে জীবনের দামে ভাত পাওয়া যায়! 😢😢

08/02/2022

ছিঃ ছিঃ ছিঃ এই কোন ভারতবর্ষ ? যারা ক্যামেরার সামনে এসে নারীর অধিকার দিতে তিন তালাক প্রথা উঠেছে বলে গর্ববোধ করে। তারাই আবার নারীরা কি পোশাক পরিধান করবে নির্নয় করে‼️

এই কেমন অধিকার দেওয়া যার মধ্যে ব্যক্তি তার নিজের ইচ্ছে মত পোশাক পরিধান করতে পারবে না❓এদেরকে কি রাষ্ট্রবাদী বলা হয়❓যারা দেশের পতাকা মানে না, দেশের সংবিধান মানে না তারাই কি রাষ্ট্রবাদী❓

আমি মনে করি এমন কাজ গুলি দেশের সংবিধানে উল্লেখিত গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও ব্যক্তি স্বাধীনতা শব্দ গুলির অবমাননা❗

আমি এই দেশের সংবিধান এর মান্যতা দিয়ে এই সব দেশদ্রোহীদের তীব্র নিন্দা জানাই।

ছিঃ ছিঃ ছিঃ
বিঃদ্রঃ -মোহনদাস করমচাঁদ গান্ধী,সুভাষচন্দ্র বসু, আবুল কালাম আজাদ,ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা,সৈয়দ আহমদ খান,চন্দ্রশেখর আজাদ,গোপালকৃষ্ণ গোখলে এবং খান আব্দুল গফফার খান প্রভৃতি স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের ভারতবর্ষ কি এমন হবে ভেবে ছিলেন❓

উনাদের আত্মত্যাগের বিনিময়ে কি দিলাম আমরা❓ প্রশ্নটা রাষ্ট্রবাদীদের কাছে রেখে গেলাম❓✍️ Mai Shan.... স্যালুট বোন আপনাকে, শত কুকুরের বাচ্চার ছেয়ে বাঘের বাচ্চা একটাই যাতেষ্ট।

25/12/2020

স্পেন জরুরি অবস্থা ঘোষণা করেছে যা ২০২১ সালের মার্চ পর্যন্ত বাড়তে পারে।

* যুক্তরাজ্য 1 মাসের লকডাউন ঘোষণা করেছে।
* ফ্রান্স 2 সপ্তাহ
* জার্মানি 4 সপ্তাহের জন্য।
* ইতালিও শিগগিরই অনুসরণ করবে।

* এই সমস্ত দেশ কনফার্মড দ্বিতীয় ওয়েভ আরও ডেডলি !!!

অতএব আমরা যত্নবান হই এবং সমস্ত স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

*কোভিড -১৯ সেকেন্ড ওয়েব গুরুত্বপূর্ণ তথ্য

সংক্রমণের পরে তৃতীয় দিন থেকেই লক্ষণগুলি দেখা দেয় (ভাইরাল লক্ষণগুলি)।

➙ প্রথম স্তর
1. শরীরে ব্যথা
2. চোখের ব্যথা।
3. মাথা ব্যথা।
4. বমি বমি ভাব।
5. ডায়রিয়া।
6.নাক বা অনুনাসিক প্রবাহ
7. পঁচন।
8. চোখ জ্বলন্ত।
9. প্রস্রাব করার সময় পোড়ানো।
10. জ্বর অনুভূতি।
১১) গলা ফাটা

Symptoms:
লক্ষণের দিনগুলি গণনা করা খুব গুরুত্বপূর্ণ: প্রথম, দ্বিতীয়, তৃতীয়।

জ্বর শুরুর আগে পদক্ষেপ নিন।
সতর্কতা অবলম্বন করুন।
প্রচুর পরিমাণে তরল, বিশেষত বিশুদ্ধ পানি পান করা খুব গুরুত্বপূর্ণ।

আপনার গলা আর্দ্র রাখতে এবং ফুসফুস পরিষ্কার করতে সাহায্য করতে প্রচুর পরিমাণে পানি পান করুন।

➙ দ্বিতীয় পর্ব (চতুর্থ থেকে অষ্টম দিন পর্যন্ত) প্রদাহজনক।
1. স্বাদ এবং / বা গন্ধ ক্ষতি।
2. সর্বনিম্ন প্রচেষ্টা সহ ক্লান্তি।
৩. বুকের ব্যথা (পাঁজর খাঁচা)
৪) বুক শক্ত হওয়া।
5. নীচের পিছনে ব্যথা (কিডনি অঞ্চলে)।

➙ ভাইরাস স্নায়ু শেষ আক্রমণ করে।
ক্লান্তি এবং শ্বাসকষ্টের মধ্যে পার্থক্য: -
বাতাসের অভাব হয় যখন ব্যক্তি বসে থাকে - কোনও প্রচেষ্টা না করে - এবং শ্বাস ছাড়াই থাকে।
ক্লান্তি হ'ল যখন ব্যক্তি কিছু সাধারণ কাজ করতে ঘুরে বেড়ায় এবং ক্লান্ত বোধ করে।

➙ এটি প্রচুর পরিমাণে হাইড্রেশন এবং ভিটামিন সি লাগে

কোভিড -১৯ অক্সিজেনকে বেঁধে রাখে, তাই রক্তের মান কম অক্সিজেনের সাথে দুর্বল।

➙ তৃতীয় পর্ব - নিরাময়।
1. 9 দিনের দিন, নিরাময়ের পর্ব শুরু হয় যা 14 দিনের (অবধি) অবধি চলতে পারে।
2. চিকিত্সা বিলম্ব করবেন না, যত তাড়াতাড়ি আরও ভাল!

সবাইকে শুভকামনা!

এই সুপারিশ রাখা ভাল, প্রতিরোধ কখনও খুব বেশি হয় না!

১৫-২০মিনিটের জন্য রোদে বসে থাকুন
বিশ্রাম নিন এবং কমপক্ষে 7-8 ঘন্টা ঘুমান।
প্রতিদিন দেড় লিটার পানি পান করুন।
সমস্ত খাবার গরম খাওয়া উচিত (ঠান্ডা নয়)।

➙ আপনি কোভিড -১৯ কীভাবে বুঝবেন ?!
গলা চুলকানো
শুকনো গলা
শুকনো কাশি
উচ্চ তাপমাত্রা
শ্বাসকষ্ট
গন্ধ এবং স্বাদ হ্রাস

এই তথ্যটি কেবল নিজের জন্য রাখবেন না, এটি আপনার পরিবার এবং বন্ধুদেরকে দিন !!!

বিঃদ্রঃ সংগ্রহ করা পোস্ট আমি শুধু বাংলা করেছি সবার সুবিধার্থে।

18/10/2020

❤️

10/09/2020

জুমআর দিনের বিশেষ কিছু আমল

সূরা কাহফ পড়া, গোসল করা, সুগন্ধি লাগানো সুন্নাহ

জুমআর দিনে হাদিসে বর্ণিত গুরুত্বপূর্ণ আমলগুলো এমন:

১. গোসল করা।
২. ফজরের ফরজ নামাজে সূরা সাজদা ও সূরা দাহর/ইনসান তিলাওয়াত করা।
৩. উত্তম পোশাক পরা।
৪. সুগন্ধি ব্যবহার করা।
৫. আগেভাগে মসজিদে যাওয়া।
৬. সূরা কাহফ তেলাওয়াত করা। (বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময়ে)
৭. জুমআ'র সালাতে মসজিদে গিয়ে কমপক্ষে দুই রাকাত সালাত আদায় করা।
৮. ইমামের কাছাকাছি গিয়ে বসা।
৯. মনযোগ দিয়ে খুৎবা শোনা। খুৎবা চলাকালে কোনো কথা না বলা।
১০. দুই খুৎবার মাঝের সময়ে বেশি বেশি দুয়া করা।
১১. অন্য সময়ে দুয়া করা। কারণ এদিন দু’আ কবুল হয়।
১৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সারাদিন যথাসম্ভব বেশি দরূদ পাঠ করা।

চলুন এবার জুমআ সম্পর্কে কয়েকটি হাদীস জেনে নিই।

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

জুমু’আর দিন মসজিদের দরজায় মালাইকা (ফেরেশতাগণ) অবস্থান করেন এবং ক্রমানুসারে পূর্বে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার পূর্বে আসে সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি মোটাতাজা উট কুরবানী করে। অতঃপর যে আসে সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি গাভী কুরবানী করে। অতঃপর আগমনকারী ব্যক্তি মুরগী দানকারীর ন্যায়। অতঃপর আগমনকারী ব্যক্তি একটি ডিম দানকারীর ন্যায়। অতঃপর ইমাম যখন বের হন তখন মালাইকা (ফেরেশতাগণ) তাঁদের খাতা বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে খুত্‌বা শ্রবণ করতে থাকেন। (বুখারী ৯২৯

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমআ’র দিনের উল্লেখ করে বললেন, ‘এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে, কোন মুসলিম বান্দা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে নামায পড়া অবস্থায় আল্লাহ্ নিকট কোন কিছু চায়, তাহলে তিনি তাকে অবশ্যই তা দান করেন। আর তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত।’ (বুখারী ৯৩৫, মুসলিম ৮৫২)

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি সুন্দরভাবে ওযূ করল, অতঃপর জুমআর নামাজ পড়তে এল এবং মনোযোগ সহকারে নীরব থেকে খুতবাহ শুনল, সে ব্যক্তির এই জুমআ ও (আগামী) জুমআর মধ্যেকার এবং অতিরিক্ত আরো তিন দিনের (ছোট) পাপসমূহ মাফ করে দেওয়া হল। আর যে ব্যক্তি (খুৎবাহ্ চলাকালীন সময়ে) কাঁকর স্পর্শ করল (অর্থাৎ বেখেয়ালে একটা পরে থাকা পাথর স্পর্শ করল), সে অনর্থক কর্ম করল।’’ (অর্থাৎ সে জুমআর সওয়াব বরবাদ করে দিল।) (মুসলিম)

তাই খুতবা চলাকালীন সময়ে মসজিদের দানবাক্স চালানো, মোবাইলে কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা বা কথা বলা সব কিছুই জুমআকে নষ্ট করে দিবে। আমাদের উচিত জুমআর সময় সকল অনর্থক কাজ থেকে বিরত থাকা।

🕋 #লাব্বাইক_আল্লাহুম্মা_লাব্বাইক_সৌভাগ্যবান ১০ হাজার মুসল্লিকে নিয়ে মিনায় অবস্থানের মধ্য দিয়ে  #পবিত্র_হজ্জের 🕋আনুষ্ঠানি...
29/07/2020

🕋 #লাব্বাইক_আল্লাহুম্মা_লাব্বাইক_

সৌভাগ্যবান ১০ হাজার মুসল্লিকে নিয়ে মিনায় অবস্থানের মধ্য দিয়ে
#পবিত্র_হজ্জের 🕋আনুষ্ঠানিকতা শুরু।

আল্লাহ পবিত্র হজ্জের উছিলায় মহামারি করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে রক্ষা করুক🤲

👉সিজার কে না বলুন❌ সুস্থ থাকুন👈   #আপুরা  অল্প একটু সময় নিয়ে জেনে নিন।  #ভূল বলে থাকলে ক্ষমা করে দিবেন🙏 #আচ্ছা আপুরা সেল...
25/07/2020

👉সিজার কে না বলুন❌ সুস্থ থাকুন👈
#আপুরা অল্প একটু সময় নিয়ে জেনে নিন।

#ভূল বলে থাকলে ক্ষমা করে দিবেন🙏

#আচ্ছা আপুরা সেলাইএর জায়গা চুলকায় কেন? আপনাকে সিজারের সময় মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশনটা কে পুশ করেছিল মহিলা ডাক্তার নাকি পুরুষ ডাক্তার?
এই ইনজেকশনটায় পরবর্তীতে কি কি ক্ষতি হয় জানেন??

#বর্তমানে সিজারের শতভাগ কাজ কি মহিলা ডাক্তাররাই করেন? নাকি কিছু কাজে পুরুষ ডাক্তারের সাহায্য নিতে হয়?

#পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে?

#মানুষের সিজার লাগার কারণহলো, শশুর ফোন দিয়ে বলবে আমার মেয়ের কিছু হলে জামাই তোমাকে ছাড়বো না, শাশুড়ি বলে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করুন টাকা যা লাগে আমি দিবো। আর শালা শালি তো আছেই। তার পর ডাক্তারের কথা বললে তো আইডি আজই নষ্ট হবে।

#হাসপাতালে গর্ভবতীকে নেবার পরে, ডাক্তার দেখা মাত্র চেক-আপ করে... এই ৩ টি ডায়লগের যেকোনো একটি দিয়ে থাকেন।
১. বাচ্চা পানিশূন্যতায় আছে।
২. বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে।
৩. বাচ্চার পজিশন উল্টা।
এই কথাগুলোর যেকোনো একটা শোনার পর গর্ভবতীর এবং তার পরিবারের লোকে অবস্থা কি হতে পারে অনুমান করা কষ্টসাধ্য নয়।

#বাংলাদেশের সমস্ত প্রাইভেট হাসপাতালের গত ৫ বছরের ডেলিভারি রিপোর্ট দেখলে, দেখা যাবে প্রায় ৯০% সন্তান সিজারে ডেলিভারি করানো হয়েছে।

,,100 মহিলা ডাক্তার এর মধ্যে একজন মহিলা ডাক্তার সিজার ডেলিভারি হয়েছে এমন খুঁজে পাওয়া খুব কষ্টকর ,, আর সাধারণ মানুষ হসপিটালে যাওয়া মাত্রই সিজার সিজার সিজার,, সিজারে এতো টাকা বিল আসে কেন, যাচাই করার কোন উপায় কি আছে আমাদের দেশে। সিজারের সময় যে এক কার্টুন ঔষধ ও,টি,তে নেওয়া হয়, তা কি সব লাগে? বাকি ঔষধ কোথায়?

সিজার ডেলিভারির জন্য, আমাদের দেশের মায়েরা অর্ধপঙ্গু হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করুন।মা’কে বাঁচান, বাচ্চাকে বাঁচান।

তবে আমি মনে করি, কিছু কিছু ডাক্তার নিজের স্বার্থের জন্য হয়ত সিজার করতে বলেন। কিন্তু সব ডাক্তার নয়।

এখন সিজারের সংখ্যা কেন বেড়ে গেছে তার কারণটা আমার কাছে মনে হয় ব্যাপারটার উৎপত্তি আমাদের জন্ম থেকে। আপনি আপনার দাদা দাদী / নানা নানীর দিকে তাকান । উনারা দেখবেন , বুড়ো বয়সেও কত শক্তিশালী। আমাদের দাদা নানারা দেখবেন , ৭০ বছর বয়সেও অনেক দূর হেটে হেটে নামাজ পরতে যাচ্ছে , চা খেতে যাচ্ছে। আমার দাদা ৮০+ বয়স হওয়ার পরেও চশমা ছাড়া পেপার পরত । এবার আমাদের বাবা মায়ের দিকে তাকান। কিছু পরিবর্তন পাচ্ছেন ? উনাদের কোমর ব্যাথা , হাটু ব্যাথা , হাড় ক্ষয় হয়ে যাওয়া ধরনের অসুখ দেখতে পাচ্ছেন ?

এবার নিজের দিকে আর নিজের মায়ের দিকে তাকান। আপনার কি মনে হয় যে , আপনার এখন যতটা কর্মক্ষম , আপনি তার বয়সে এতটা থাকতে পারবেন ? এইবার বলুন , পার্থক্য বুঝতে পারছেন ?

আমরা দিনে দিনে অসুস্থ পরিবেশে বড় হয়ে উঠছি । আবার আমাদের শারীরিক পরিশ্রম দিনে দিনে কমে যাচ্ছে । খাবারে ভেজাল , বিষ । বাতাস দূষিত । দিনকে দিন জেনারেশন আগে যাচ্ছে আর তাদের শারীরিক কার্যক্ষম কমে যাচ্ছে। সবচেয়ে কঠিন বাস্তবতা কি জানেন??

বর্তমান বাংলাদেশে বেশী সংখ্যক "মা” দের পেট কেটে সিজার করে বাচ্চা বের করা হচ্ছে, এতে অনেক "মা" মারা যাচ্ছে। অথচ আমাদের দাদী-নানিরা ১০/১২ টা করে বাচ্চা জন্ম দিয়েছে, আল্লাহর রহমতে তেমন সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ.....
,
"হয়তো কেউ বলবেন "অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে বর্তমানে "সিজার" করতে হয়, আমি বলব আপনার ধারণা ভুল। তাই যদি হয় তাহলে তো আমাদের দাদি-নানিদের বিয়ে হয়েছে মাত্র ১১/১২ বছর বয়সে, কই তাদের তো কিছু হয়নি…!!
(দুঃখিত আমি তর্ক করতে চাচ্ছি না)
~ একটা সিজার মানে একটা মায়ের জীবন শেষ,,!!

- সিজার মানে একটা মায়ের মৃত্যুর আজ পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা,!
পার্থক্য টা খেয়াল করেন,, যাদের নরমালে বেবি ডেলিভারি হয় তাদের নাড়ী ছেঁড়া ধন হয়,,,, আর যাদের সিজার হয় তাদের হয়তো নারী ছেড়া হয়না,, কিন্তুু নাড়ী কাটা ধন হয়,,!!

অনেকের ভাবনা সিজার কি,,? যাস্ট পেট কাঁটা হয়,, জ্বি না শুধু পেট নয় সাথে সাতটা পর্দা কেটে বেবিটা কে দুনিয়াতে আনতে হয়,,!

হয়তোবা সিজার করানোর সময় এ্যানেসথেসিয়ার এর জন্য বুঝা যায়না পেট কাটাটা,,! খেয়াল করে দেখবেন আধাঘণ্টার মধ্যে তিনটা স্যালাইন শেষ হয়,,!

কিন্তুু মোটা সিরিন্জ দিয়ে মেরুদণ্ডে দেয়া ইনজেকশন টা প্রতিটা সিজারিয়ান মা কে সারাজীবন কষ্ট দেয়,!

মা গুলোর কখনো কখনো শরীরের বিভিন্ন জায়গা অবস হয়ে থাকে,, বসা থেকে উঠতে পারেনা,, সংসারের যাবতীয় কাজ করতে ওনাদের অনেক কষ্ট হয়,,! তবুও করতে হয়,,! কারন, ওনারা নারী জাতী,,!!

বিশ্বাস করেন,, যখন অবসের মেয়াদ টা চলে যায়,, তখন প্রতিটা মা গলা ছুলা মূরগীর মতো ছটফট করতে থাকে,, ২৪ ঘন্টা এক টানা সিজারিয়ান মায়ের শরীরে স্যালাইন চলে,,! শরীরের ও কাটা জায়গার ব্যাথার জন্য ক্যানোনিকাল স্যালাইন চলে টানা ২৪/৩২ ঘন্টা,,!! টানা ২ দিন শরীরে খিচুনি ও মাথা বাড়ি হয়ে বিছানায় পরে থাকতে হয় প্রতিটা মায়ের,,!!

যদি কোনো প্রতিষ্ঠান সিজারের প্রয়োজন নেই,, তাও ব্যবসার জন্য কোনো মা কে সিজার করায়,, তাহলে আল্লাহর কাছে তাদের কঠিন জবাবদিকরতে হবে,,!!

যত সম্বভ সিজার কে না বলুন,,!!
তথ্য টা একটু পড়ুন,
করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে সিজারের হার কমেছে। মায়ের মৃত্যুর হারও কমেছে, নরমালে জন্ম নিচ্ছে সুস্থ সবল শিশু।
করোনায় লকডাউনে দেশে ১ লাখ ৭৫ হাজার শিশুর জন্ম হয়েছে, এর মধ্যে মাত্র ৪ শতাংশ শিশুর জন্ম হয়েছে সিজার করে। বাকি ৯৬ শতাংশ শিশুর জন্ম হয়েছে নরমালে।

প্রিয় "মা" বাবা আমার হৃদয় নিংড়ানো সম্মান দিয়ে আপনাদের কিছু কথা বলতে চাই খারাপ লাগতে পারে, ক্ষমা করবেন। "প্রত্যেক বালা-মুসিবত আল্লাহর পরিক্ষা স্বরুপ এটা সবাইকে মানতে হবে। তবে সিজারের জন্যে ও বাচ্চা বড় হয়ে D J মার্কা হওয়ার পিছনে বেশির ভাগ আপনারাই দায়ী!

গবেষণায় দেখা গেছে, সিজারের বাচ্চাদের ভবিষ্যতে রোগ-বালাই বেশি হয়।
আগের গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় আল্লাহর উপর ভরসা করতো।
আর বর্তমান আপনার ভরসা ডাক্তারের উপর। দুই তিন মাস যেতে না যেতেই স্বামীকে বলেন, আমারে চেক-আপ করান, বাচ্চা মনে হয় উল্টা হয়ে আছে। ক্লিনিকে গেলে "কিছু কসাই ডাক্তার" আপনাকে ভয় দেখায়। ফলে আপনি মানুষিক ও শারীরিক ভাবে দুর্বল হয়ে পরেন।
আগের গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় পবিত্র কোরান পড়তো, নামাজ পড়তো, ঘরে বসে আল্লাহর জিকির-আজগার করতো।
আর আপনি বর্তমানে ঘরে বসে ২৪ঘন্টা ডিস লাইনের জিকির করেন। (কিছু মা)

আগের গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় সব ধরনের সাংসারিক কাজ করতো, এমনকি গর্ভাবস্থায় ঢেঁকিতেও ধান বানতো। (আবার এটা ভাইবেন না এগুলো আমি করতে বলতেছি)
আর আপনি বর্তমানে ফুলের বিছানা থেকে উঠতে চান না।

আগের গর্ভবতী "মা" দের চেহারা, পেট, পিঠ সহজে কোনো পরপুরুষ দেখতে পাইনি।
আর বর্তমান আপনার পেট পিঠ গঠনে সবার নজর লাগে, বেপর্দাই চলাফেরা করেন।
আপনার নিয়ত ঠিক নাই, আপনার সমস্যা তো হবেই,।

মেয়েদের শরীরের কিছু কিছু অংশ আছে যা নাকি স্বামী ব্যতিত অন্য কাউকে এমনকি নিজের গর্ভধারিনী মা-কেও দেখানো জায়েজ নাই। সে অঙ্গ আজ পরপুরুষ দেখতেছে। হায় আফসোস ‼

তাই আমার বোনদেরকে বলবো, ডিজিটাল পর্দা বাদ দিয়ে শরহী পর্দা করুন। বাচ্চা যাতে নরমাল ভাবে দুনিয়াতে আসে, এই জন্য বেশি বেশি আমল করতে থাকুন। আর দোয়া করতে থাকুন।

যিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের  নেক আমল করার মতো অধিক প্রিয়  আল্লাহ নিকট  আর কোন  আমল নেই! চলুন জেনে যেই ১০ টা আমলঃ_______...
20/07/2020

যিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের নেক আমল করার মতো অধিক প্রিয় আল্লাহ নিকট আর কোন আমল নেই!

চলুন জেনে যেই ১০ টা আমলঃ
___________________________________
(১) বেশি বেশি আল্লাহর জিকির করা যেমন এই ৪ টা জিকির ঃ-( সুবহান-আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর)
(সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ; ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার’)
(সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি)

(২) পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক ঠাক পড়া (জামায়াত এর সাথে) এই করোনাভাইরাস চলাকালীন কারো শারিরীক সমস্যা থাকলে মসজিদে না যাওয়া ই ভালো!

(৩) "সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকুন" (যেমন মোবাইল বা টেলিভিশন সেটে খারাপ দৃশ্য দেখা কারো হক নষ্ট করা মানে সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখুন)

(৪) "হজ্জ এবং ওমরা করা" ( আমাদের মাঝে অনেকেই আছি যাদের ওমরা বা হজ্জ করার সমর্থ নেই-)

(৫) "কোরবানি করা"

(৬) ১ম যিলহজ্জ এর আগে শরির এর কিছু লোম (বগলের লোম, নাভির নিচের লোম - নোখ কেটে ফেলা) এবং যিলহজ্জ এর ১০ তারিখ মানে কোরবানি করার পর আবার চুল নোখ দাড়ি কাটুন- দাড়ি কাটুন বলছে মুচ বা দাড়ির সাইড সাইজ করার কথা বুঝানো হয়েছে

এখানে সেইভ করার কথা বুঝানো হয়নাই-

(৭) 'আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ্। বেশি বেশি পড়া
(এটা পড়লেই ১ নম্বর এর আমল টা পূর্ণ হয়ে যাবে)

(৮) আরাফাতের দিন থেকে ইদের তৃতীয় দিন পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর ('আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ্।') এটা অন্তত একবার হলেও পাঠ করা

(৯) আরাফাত এর দিনে রোজা রাখা (আল্লাহ তায়ালা বলেছেন যে আরাফাত এর দিন রোজা রাখবে তার ফেলে আসা এক বছর এবং পরের বছরের যে গুনাহ করবে না করেছে সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ( ছোট খাটো গুনাহ -
তবে কবিরা গুনাহ বান্দার হক মেরে খাওয়া আল্লাহ মাফ করবেনা)

(১০) ইদের দিনে ফরজ আমল গুলোর সাথে সুন্নত আমল গুলো করা!

এবং ইদের দিনের সর্বপ্রথম খাবার কোরবানির গোস্ত দিয়ে শুরু করা!

আল্লাহ আমাদের সবাইকে এই আমল গুলা পালন করার তৌফিক দান করুক আমিন

Copy.....

 #সচ্চরিত্রতাযদি কেউ প্রশ্ন করে, 'ইসলামের সবচেয়ে সুন্দর দর্শন কী?' তাহলে তার উত্তরে বলা যায় যে, 'সচ্চরিত্রতা।'যদি পৃথিবী...
15/07/2020

#সচ্চরিত্রতা
যদি কেউ প্রশ্ন করে, 'ইসলামের সবচেয়ে সুন্দর দর্শন কী?' তাহলে তার উত্তরে বলা যায় যে, 'সচ্চরিত্রতা।'

যদি পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিককে জিজ্ঞাসা করা হয় যে, 'এক কথায় বিশ্বমানবতার চিকিৎসা কী?' তাহলে তার উত্তরে তিনি অবশ্যই বলবেন যে, 'সচ্চরিত্রতা।'

যদি ইউরোপের সমস্ত বিদ্বানগণ সমবেত হয়ে ইউরোপীয় সভ্যতার ব্যাপারে অধ্যয়ন করেন, অতঃপর তার ফলস্বরূপ যেটা তাঁরা পেতে চান, সেটা হল 'সচ্চরিত্রতা।'

ইসলামে সচ্চরিত্রতার বৈশিষ্ট্য ও গুরুত্ব পৃথক ও অধিক বেশি। অন্য ধর্ম ও জাতির মানুষের মাঝেও সচ্চরিত্রতার গুরুত্ব আছে।

ইংরেজিতে বলা হয়,
'মনি লস ইজ নাথিং লস,
হেলথ লস ইজ সামথিং লস,
বাট কারেকটর লস ইজ এভরিথিং লস।'

বাংলাতে বলা হয়,
'যদি ধন নাশ হয়, তায় কিবা আসে যায়,
যদি স্বাস্থ্য নাশ হয়, তবে কিছু হয় ক্ষয়,
হইলে চরিত্র নাশ সর্বনাশ হয়।'

খাওয়ারিযমী বলেছেন,
'মানুষের মাঝে চরিত্র থাকলে সে ১ নম্বর থাকে।
অতঃপর তার মধ্যে রূপ থাকলে তার পাশে একটি শূন্য যোগ হয়ে ১০ হয়।
অতঃপর তার ধনবত্তা থাকলে আরো একটি শূন্য যোগ হয়ে ১০০ হয়।
অতঃপর তার কৌলীন্য থাকলে আরো একটি শূন্য যোগ হয়ে ১০০০ হয়।
কিন্তু ১ সংখ্যাটি অর্থাৎ চরিত্র বাদ পড়লে মানুষের মূল্য চলে যায় এবং পাশের শূন্যগুলি অকেজো হয়ে অবশিষ্ট থাকে।'

কবি বলেছেন,
'গুণহীন চিরদিন পরাধীন রয়,
নাহি সুখ ম্লানমুখ চিরদুখ সয়।
গুণবান মতিমান ধনবান হয়,
নাহি দুখ হাস্যমুখ সদা সুখময়।'

আরবী কবি বলেছেন,
وإنما الأمم الأخلاق ما بقيت فإن هم ذهبت أخلاقهم ذهبو
অর্থাৎ, জাতি ততক্ষণ পর্যন্ত সুপ্রতিষ্ঠিত থাকে, যতক্ষণ তার চরিত্র থাকে। জাতির চরিত্র গেলে সবাই ধ্বংস হয়ে যায়।

আল্লাহ তায়ালা বলেছেন;
অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ তার জন্য যে আশা রাখে আল্লাহ ও শেষ দিনের এবং আল্লাহকে বেশী স্মরণ করে। (সূরা আহযাব আয়াত ২১)

📖সচ্চরিত্রতা ও চারিত্রিক গুণাবলী
📝আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী
#আলোকিত_জ্ঞানী

30/06/2020

ব্রেকিং নিউজঃ
আখাউড়া আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত।
ব্যাংক লকডাউন।

22/05/2020

আজ ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে।
# কসবার মেহেরীতে ২ জন,কালিয়ারাতে ১ জন,কুটিতে ১ জন, সাকুরাতে ১ জন
# আশুগঞ্জ এর চরসোনাপুরে ১ জন
# সরাইল এর শাহবাজপুরে ২ জন
# নবীনগরের পশ্চিমপাড়ায় ৩ জন, জিনোদপুরে ১ জন,
সোনালী ব্যাংকের ৩ জন আনসার সদস্য
# আখাউড়ার আদমপুর মোগড়ায় ২ জন
# সদরের মেড্ডায় ১ জন।
এই ১৮ জনের মাঝে ১৩ জন ব্রাহ্মণবাড়িয়ার, ০২ জন কুমিল্লার,১ জন চট্রগ্রামের,১ জন বরিশালের,১ জন গাজীপুরের।
#সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়

 #দৈনন্দিন সমস্যার ঘরোয়া সমাধান....
10/05/2020

#দৈনন্দিন সমস্যার ঘরোয়া সমাধান....

Address

Brahmanbaria
799001

Website

Alerts

Be the first to know and let us send you an email when RedioBrahmanbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share