Brahmanbaria Crush & Confession

Brahmanbaria Crush & Confession ❝ একটি নিরাপদ প্রেম নিবেদন কেন্দ্র ❞

এখানে আর্জেন্ট/ইমার্জেন্সি বলতে কোনো শব্দ নাই। যদি অপেক্ষা করতে পারেন তবেই ইনবক্সে নক দিবেন। প্রথম রিপ্লেতে লিখা রুলস ফলো করে কনফেশন লিখে পাঠিয়ে রাখবেন। এডমিন ফ্রি হয়ে, পোস্ট চেক করে গ্রহণযোগ্য হলে এপ্রুভ করবে। পেইন দেওয়া থেকে দূরে থাকুন। ধন্যবাদ..

05/01/2025

মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে।

- মেজর ডালিম।

তারপর! ইলিয়াস, মেজর ডালিমের লাইভস্ট্রিম কে কে দেখলেন?
05/01/2025

তারপর! ইলিয়াস, মেজর ডালিমের লাইভস্ট্রিম কে কে দেখলেন?

Tahsan edit korse.
05/01/2025

Tahsan edit korse.

(তিনটা সেড ইমুজি)
05/01/2025

(তিনটা সেড ইমুজি)

ডিভোর্স হচ্ছেনা আপাতত ! রাজ-পরীকে মিলিয়ে দিয়েছেন অপু বিশ্বাস। ভক্তদের জন্য আশার বাণী, আবারো সোশ্যাল মিডিয়ায় এই জুটিকে একসাথে প্রেমময় পোস্ট দিয়ে বেড়াতে দেখা যাবে !

04/01/2025

:'(

04/01/2025

তারপর! Rafiath Rashid Mithila বউদি, কী অবস্থা আপনার?

এইভাবে ছবি তোলার জন্য হলেও একটা বিয়ে করা দরকার!
04/01/2025

এইভাবে ছবি তোলার জন্য হলেও একটা বিয়ে করা দরকার!

তাহসানও চাঁদের আলো পাইলো।  শুধু তুমিই আমার হইলা না!☹️
04/01/2025

তাহসানও চাঁদের আলো পাইলো।
শুধু তুমিই আমার হইলা না!☹️

অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন Tahsan ❤️পাত্রীর নাম 'রোজা!' উনি বাংলাদেশ/আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট। সবাই বলতেছে ...
04/01/2025

অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন Tahsan ❤️
পাত্রীর নাম 'রোজা!' উনি বাংলাদেশ/আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট। সবাই বলতেছে অবশেষে আসলেই 'চাঁদের আলো' পেয়ে গেলেন তাহসান!

'অপেক্ষার ফল' ভালো হয়! তাহসান জিতছে ❤️

03/01/2025

যারা কইতো এত ভয় কিসের ভাইয়া, তারাই আজ অন্ধকারে মাস্ক লাগায়া মিছিল করে। আহারে গীবন🥲

03/01/2025

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে সর্বসাধারণের অংশগ্রহণের পাশাপাশি আন্দোলন সফল করার অন্যতম শক্তি ছিলো সামাজিক যোগাযোগ মাধ্যম।

সামাজিক যোগাযোগ মাধ্যম 'ফেইসবুক' নামক প্লাটফর্ম ছিলো বলেই এতদ্রুত সারাদেশের মানুষকে এক করা সম্ভব হয়েছিলো।

আজ (আন্দোলনের ৫ মাস পর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর অফিসিয়াল ফেইসবুক পেইজে দেখলাম অনলাইন প্লাটফর্ম এর সাইবার যোদ্ধাদের প্রতি কেন্দ্র থেকে কৃতজ্ঞতা জানিয়েছে।

আমি মনে করি যারা সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করে তারা কেউ ক্রেডিট পাওয়ার প্রয়োজনবোধ করে না। তবে কে ক্রেডিট পাইলো, কে ক্রেডিট না পাইলো সেটার থেকে বড় কথা হচ্ছে- বিপ্লবীদের অবমূল্যায়ন করে ভন্ডদের জায়গা করে দিলে তারাই একদিন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে, ০৫ আগস্টের আগে যারা পিছু টেনেছে তারাই জায়গা দখল করছে। দায়িত্বশীল বাটপাররা নিজের পাল্লা ভাড়ি করতে গিয়ে সিস্টেমেটিক ভাবে বিপ্লবীদের মাইনাস করছে।

একটা ভবিষ্যৎ বাণী দিয়ে রাখলাম, এভাবে চলতে থাকলে একদিন পিছন ফিরে দেখা যাবে কেউ নাই। যারা থাকার কথা ছিলো, তাদেরকে পাশে রাখতে পারেন নি।

03/01/2025

আরও পাউডার লাগিয়ে দাও আম্মু🤗

01/01/2025

জাতীয়তাবাদী বেহেশতী দল!😍

01/01/2025

চাচার কথার সাথে আমি একমত। আর আপনি?🤔

01/01/2025

তারপর, কেমন ছিলো আপনার জীবনে ২০২৪ সাল?

দু-এক লাইনে রিভিউ দিন।

01/01/2025

জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত।

- কুমিল্লায় চান্দাদল নেতা🥲

31/12/2024

অসাধারণ সেলিব্রেশনের সাথে পাখি, শিশু ও অন্যান্য প্রাণীদের অভিশাপ দিয়ে বছরটা শুরু করলেন।

সৃষ্টিকর্তা যেন পুরো ৩৬৫ দিন আপনাকে এর উপযুক্ত প্রতিদান দেন।

31/12/2024

এই জাতি'কে কখনো সভ্য বানানো সম্ভব না।

Address

Brahmanbaria
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanbaria Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share