আমাদের কাইতলা

আমাদের কাইতলা আমাদের কাইতলার প্রকৃতি, সংস্কৃতি তুলে ধরা ও সামাজিক সব খবরা-খবর প্রচার করাই এ পেজের মূল উদ্দেশ্য।

শ্রী শ্রী শারদীয় দূগোৎসব উপলক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছা...
09/10/2024

শ্রী শ্রী শারদীয় দূগোৎসব উপলক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছা...

07/08/2024

সেনাবাহিনীর ক্যাম্পের সাথে যোগাযোগের নাম্বার

ব্রাহ্মণবাড়িয়া
০১৭৬৯-৩২২৪৯১
০১৭৬৯-৩৩২৬০৯

© Bangladesh Army

যে কোন প্রকার অন্যায়, লুট, ধ্বংসযজ্ঞ দেখলে উনাদের ইনফর্ম করবেন। সালাম দিয়ে সুন্দর করে আপনার এলাকার ঠিকানা দিবেন এবং সমস্যার কথা বলবেন আশা করি সর্বোচ্চ সহযোগিতা পাবেন।

05/08/2024

ভালো থাকুক আমার গ্রাম
ভালো থাকুক পাড়া
রাজনৈতিক প্রতিহিংসা
না দেয় সাড়া।

🌲“গাছ লাগান প্রকৃতি বাঁচান।”🌲যারা গাছ লাগাবেন তারা এই বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা করেন। কারণ বেস্ট সময়ে লাগালে survival rat...
25/04/2024

🌲“গাছ লাগান প্রকৃতি বাঁচান।”🌲

যারা গাছ লাগাবেন তারা এই বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা করেন। কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি হবে। হুজুগে লাগালেন কিন্তু গাছ বাঁচলো না, লাভও হল না৷

সকল গাছ সব জায়গায় লাগানোর জন্য উপযুক্ত নয়। ধরেন, এমন গাছ রাস্তার divider এ লাগালেন যেগুলোর শিকড় অনেক বড় হয় বা গভীরে যায়, তাহলে কিন্তু হবে না। খুব বেশি শাখা প্রশাখা হয় এমন গাছ লাগালেও দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হয়।

একটা লিস্ট দিচ্ছি, চাইলে ফলো করতে পারেন।

চারা সংগ্রহের সময় অবশ্যই ভালো কোয়ালিটির চারা নিবেন। এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা রাখি।

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

রাস্তার ধার :

#নিম🌿
#রেইন_ট্রি_জারুল
#কদম
#সিলভার_ওক
#সোনালু।

রাস্তার বিভাজক :

#জবা🌺
#কান্টিকারা
#রতনগাছ
#রাধাচূড়া
#দেবদারু।

পার্ক :

#বটগাছ
#কদম
#চাপালিশ
#কনকচাঁপা
#অশোক।

ফুটপাথ :

#পারুল
#সিঙ্গাপুরের_চেরি
#ক্রিসমাস_ট্রি🌲
#দেবদারু।

খোলা জায়গা :
#মেহগনি
#কৃষ্ণচূড়া
#শিমুল
#অর্জুন গাছ।

শিক্ষা প্রতিষ্ঠান :
আম
#কাঁঠাল
#জাম্বুল
বেল
#পাকুড়।

বাড়ির আঙ্গিনা :
নানান ফলের গাছ -
#আম
কাঁঠাল
লিচু
পেয়ারা
#নারিকেল 🌴
কলা গাছ
পপাই
জাম্বুল
কামরাঙ্গা
#বেল। 🌱

কিছু ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট থেকে মিক্স করেও লাগাতে পারেন। সবাই অন্তত ৫-১০ টি গাছ লাগানোর প্রস্তুতি নেই।

পরিশেষে এটাই বলব খুব বেশি প্রয়োজন ছাড়া গাছ না কাটি। প্রয়োজনে, ১০ টা গাছ লাগিয়ে একটা গাছ কাটি। ধন্যবাদ।

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এ “ কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় -এর শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করছে  স...
22/02/2024

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এ “ কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় -এর শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করছে স্কুল,কলেজ, রাজনৈতিক দল ও সংঠনের সংশ্লিষ্টরা।

সবাইকে মহান শহীদ দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।

আমাদের কাইতলা 'র পক্ষ থেকে ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা পরিষদের সকল সদস্যদের জানাই অ...
20/02/2024

আমাদের কাইতলা 'র পক্ষ থেকে ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা পরিষদের সকল সদস্যদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

07/01/2024

ব্রাহ্মণবাড়িয়া-১ একরামুজ্জামান
ব্রাহ্মণবাড়িয়া- ২ মঈনউদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া- ৩ মোকতাদির
ব্রাহ্মণবাড়িয়া- ৪ আনিসুল হক
ব্রাহ্মণবাড়িয়া- ৫ বাদল
ব্রাহ্মণবাড়িয়া- ৬ ক্যাপ্টেন তাজ

আমাদের কাইতলা এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।

আজ কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় -এনিছা সানবি ছাত্র কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা -২০২৩ ইং অনুষ্ঠি...
09/12/2023

আজ কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় -এ
নিছা সানবি ছাত্র কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা -২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে ৷

বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে তৈরি হয়েছে এক মহামিলন মেলা। ২৪ টি বিদ্যালয়ের প্রায় ১৩৪৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এবং খুবই আনন্দের সহিত বলতে হয় যে, উৎসবমুখর পরিবেশে নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আগামী দিনে আরো সুন্দর করে এই ধারা যেন অব্যাহত থাকে। সেই জন্য সকলের শুভকামনা ও সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদ।

18/11/2023

বিসমিল্লাহির রহমানির রহিম
সুপ্রিয় এলাকাবাসী,
আসসালামু আলাইকুম....

ঐতিহ্যবাহী কাইতলার অন্যতম কিন্ডারগার্টেন স্কুল #মেধা_বিকাশ_বিদ্যানিকেতন -এ ভর্তি চলছে....

ভর্তির জন্য আজ-ই যোগাযোগ করুন : +8801719-130556, +88801713-809366

20/09/2023

প্রশ্ন - ০২
কাইতলা (দঃ) ইউনিয়ন কত বর্গ কিলোমিটার?

20/09/2023

প্রশ্ন - ০১
কাইতলা (দঃ) ইউনিয়নে কয়টি গ্রাম এবং ওয়ার্ড আছে?

Address

Kaitola/Chargas Road
Brahmanbaria
3400

Telephone

+8801925731124

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের কাইতলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের কাইতলা:

Videos

Share


Other News & Media Websites in Brahmanbaria

Show All