11/07/2022
নবীনগরে জিনদপুর ইউনিয়ন প্রবাসী"ইনভেস্টমেন্ট সোসাইটি গ্রুপ লিমিটেড এর অফিস উদ্বোধন!
একতা শক্তি একথায় বল,সুন্দর আলোকিত সমাজ গড়তে মিলে মিশে সবাই একসাথে চল।
এমন মানবিক বোধ নিয়ে নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে ৪০ জন প্রবাসী তাদের নিজেদের অর্থনৈতিক প্রবৃদ্ধি,সামাজিক নিরাপত্তা,টেকসই উন্নয়ন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সবাই মিলে মিশে প্রতিষ্ঠা করেন"ইনভেস্টমেন্ট সোসাইটি গ্রুপ লিমিটেড"নামক একটি প্রতিষ্ঠানের।
বিগত দুই বছর আগে থেকে অনানুষ্ঠানিক ভাবে এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন ৪০ জন সদস্য,যারা ইতোমধ্যে সৌদি আরবে ব্যবসায় এক কোটি টাকা বিনিয়োগ করছেন।
এলাকায় দুস্থ অসহায় মানুষের কল্যাণে মানবিক কাজ করার লক্ষ্যে একটি বেসরকারি হাসপাতালে প্রতিষ্ঠা করতে ইতোমধ্যে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের পাশে জিনদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যামল বাংলা সোসাইটি লেক এর ব্যানারে ২০ শতাংশ জমি ক্রয় করেছেন।
এখানে মানবতার সেবায় এই হাসপাতাল প্রতিষ্ঠা করবেন এই প্রতিষ্ঠানটি।
এছাড়াও এই প্রতিষ্ঠানের অর্থায়নে নবীনগর পৌর এলাকার ভোলাচং নতুন বাজারে ব্যাংক এশিয়া আউটলেট পরিচালনা করা হচ্ছে,তাদের নিজস্ব অর্থায়নে জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়নে কাজ করতে দেখা গেছে।
এছাড়াও এই প্রতিষ্ঠানের অর্থায়নে পরিকল্পিত নগরায়ন উন্নয়নে কাজ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা।
ভবিষ্যতেও ইউনিয়নের নিজস্ব অর্থায়নে হতদরিদ্র অসহায় মানুষের কল্যাণে পাশাপাশি মানবিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তারা।
সুদমুক্ত হালাল ব্যবসা করতে আনুষ্ঠানিক ভাবে তাদের যাত্রা শুরু হয় গত ১লা জানুয়ারি ২০২২ সালে।
এরপর নবীনগর উপজেলার জিনদপুর বাজারে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সোমবার বিকালে জিনদপুর হাজী কোহিনুর মার্কেটের নীচ তলায় এই অফিস উদ্বোধন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট সোসাইটি গ্রুপ লিমিটেড এর চেয়ারম্যান নুরুল আমিন,ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ আলম,
সহ ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ঝন্টু।
কোম্পানি সচিব খাইরুল ইসলাম
অতিরিক্ত সচিব আজমল হোসেন সোহাগ।
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারগন।
মিলাদ মাহফিল ও দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করা হয়েছে,এর আগে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ আলম বক্তব্য রাখেন।
তিনি এই প্রতিষ্ঠানের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা ঠিক ভাবে করে যেতে সংশ্লিষ্ট সকল সম্মানীয় শেয়ার হোল্ডার ও এলাকাবাসী দোয়া সহযোগিতা কামনা করেন।
পরে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।