আজ শাহবাজপুর মলাইশ ইউনিয়নের বিলে অবৈধ কারেন্ট জাল ও রিং জাল অভিযানের ভিডিও।
আজ শাহবাজপুর মলাইশ,ইউনিয়নে অবৈধ কারেন্ট জাল,রিং জাল অভিযানের ভিডিও।
একজন সিমান্ত রহ্মি যখন মাদকাসক্ত।
তখন দেশ তাদের কাছে কি আশা করতে
পারে। ৬০,ব্যাটালিয়নের (বিজিবি) সদস্য। নামঃ খায়রুল মুন্সি গ্রাম-গাং ভাংগা মোগড়া, ইউনিয়ন উপজেলা -আখাউড়া,উক্ত বিজিবি সদস্যের বিরুদ্ধে চাঁদা বাজি থেকে শুরু করে মাদক সেবন ও চোরাকারবারিদের থেকে টাকা ও ফেন্সিডেল নিয়মিত নিয়ে থাকেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর,সুহিলপুর ইউনিয়ন পরিষদের ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ।
ব্রাহ্মণবাড়িয়া সদর,সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের ইয়ামিন মোল্লা নামের এক ভুক্তভোগী অভিযোগ করেন। ডাটা এন্ট্রি অপারেটর ইমন আহমেদের বিরুদ্ধে, একটি জন্ম নিবন্ধন সংশোধন করতে দিলে,ইমন ভলিউমে সংশোধন না করে হাতে কলম দিয়ে ফর্মে কেটে সংশোধন করেন। তারপর ভুক্তভোগী ইয়ামিন ভলিউম দেখে বুঝতে পারেন। তারপর ইয়ামিন মোল্লা রাগান্বিত হয়ে ডাটা এন্ট্রি অপারেটর ইমন আহমেদ কে জিজ্ঞেসা করেন ভাই আপনি ভলিউম সংশোধন না করে কলম দিয়ে কেটে করলেন যে। তারপর ডাটা এন্ট্রি অপারেটর ইমন আহমেদ,ইয়ামিন মোল্লাকে জানান এটা এফিডেভিট করে সংশোধন করতে পাঁচ হাজার টাকা দিতে হবে। তা না হলে চলে যান,
সুহিলপুর ইউনিয়ন পরিষদে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় জন্ম নিবন্ধন করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ
দেখুন ব্রাহ্মণবাড়িয়া সিমান্ত ভর্তি এলাকায়
কি ভাবে মাদক নিয়ে আসছে, চোরাকারবারি।