Brahmanbaria.tv ব্রাহ্মণবাড়িয়া টিভি

Brahmanbaria.tv ব্রাহ্মণবাড়িয়া টিভি প্রতি মুহুর্তের খবর পেতে আমাদের ফেসব?

25/12/2023

হোমনায় ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু ..

গ্রামের প্রতিটা মেঠোপথ প্রায় একই ধরনের। গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে ভালো লাগে 🙂
19/12/2023

গ্রামের প্রতিটা মেঠোপথ প্রায় একই ধরনের।
গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে ভালো লাগে 🙂

19/12/2023

" #কুয়েতের আমিরের জানাযা"
ইমাম সাহেব জানাযার শুরুতে বলে দিলেন, প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করতে হবে।

#প্রথম তাকবীর সুরা ফাতিহা
#দ্বিতীয় তাকবীর দুরুদ ইব্রাহিম
#তৃতীয় তাকবীর মাইয়াত এর জন্য দো'আ
#চতুর্থ তাকবীর সালাম।আর এটাই হলো সহী নিয়ম।
আর আমাদের দেশের কথিত হানাফিরা সুরা ফাতিহা পাঠ না করেই জানাযা আদায় করে থাকেন।

মেঘনা নদী থেকে নবীনগরে বালু উত্তোলনকে কেন্দ্র করে চাদা দাবি:: সন্ত্রাসীদের গুলিতে ২ জন গুলিবিদ্ধ!মিঠু সূত্রধর পলাশ, নবী...
19/12/2023

মেঘনা নদী থেকে নবীনগরে বালু উত্তোলনকে কেন্দ্র করে চাদা দাবি:: সন্ত্রাসীদের গুলিতে ২ জন গুলিবিদ্ধ!

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে ২ জন বালু শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন উপজেলার ধরাভাঙ্গা গ্রামের মকবুল হোসেন (৪৩) ও মুক্তারামপুরের সোহেল মিয়া (৩২)। গুলিবিদ্ধ অবস্থায় আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলার বড়িকান্দি ইউনিয়নের সোনাবালুয়া ঘাট এলাকায় গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. এমরান হোসেন আজ সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসির সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ মৌজায় অবস্থিত মেঘনা নদী থেকে সম্প্রতি বালু উত্তোলনের ইজারা পায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ শোভনের মালিকানাধীন মুন্সি এন্টার প্রাইজ। ইজারা পাওয়ার পর মেঘনা নদীর জাফরাবাদ ও নতুন চর বালু মহাল থেকে বালু উত্তোলন শুরু করে ইজারাদারের লোকজন। কিন্তু ইজারাদারের লোকজনের অভিযোগ, বালু উত্তোলন শুরুর পর থেকে মেঘনা নদীর ওপারে অবস্থিত নরসিংদীর রায়পুরা উপজেলার তীর ঘেঁষে কিছু লোক (বালু ব্যবসায়ী) এই এলাকা থেকে বালু উত্তোলন করতে গেলে তাদের (রায়পুরা) মোটা অংকের চাঁদা দিতে হবে বলে বারবার দাবি করে আসছিলেন।

এলাকার লোকজন জানান, এ অবস্থায় গতকাল রবিবার সন্ধ্যার পরপর মেঘনা নদীর অপর প্রান্ত থেকে সশস্ত্র দুর্বৃত্তরা ৩/৪টি স্পীডবোটযোগে নদীর নবীনগর প্রান্তে এসে বালু মহালের ক্যাশ কাউন্টারে হামলা চালায়। এসময় শ্রমিকদের উপর অতর্কিতভাবে গুলি ছুঁড়তে থাকে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে বালু শ্রমিক মকবুল হোসেন ও সোহেল মিয়া গুলিবিদ্ধ হন। এদেরকে পরে হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বালু মহালের ইজারাদার জেলা ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন শোভন বলেন, ‘ইজারা পাওয়ার পর বালু উত্তোলনের শুরু থেকেই নদীর অপর প্রান্তে থাকা রায়পুরা উপজেলার কিছু সন্ত্রাসী আমাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না দেওয়ায়, সশস্ত্র সন্ত্রাসীরা গতকাল আচমকা হামলা চালিয়ে ২ জনকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায়। আমরা এ বিষয়ে আইনী ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে রায়পুরার চরমধুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান শিকদার দৈনিক যুগান্তরকে বলেন, ‘এই বালু মহালে ৩% শেয়ার সূত্রে আমিও মালিক। এই ঘটনা আমি শুনেছি কিন্তু কে বা কারা এই হামলা চালিয়েছে আমার জানা নেই। তবে আমি এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি’।

স্থানীয় ধরাভাঙ্গা গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন,’আমরা এখন আতংকিত। অন্য উপজেলা থেকে সশস্ত্র সন্ত্রাসীরা গতকাল ৩/৪টি স্পীডবোট নিয়ে মেঘনা নদী যুগে যেভাবে গুলি ছুঁড়তে ছুঁড়তে আমাদের এলাকায় প্রবেশ করতে শুনেছি, এরপর এসব চাঁদাবাজদের হাতে আমরা কতটা নিরাপদ থাকতে পারবো, সেটিই এখন ভাবছি।’
এ বিষয়ে রায়পুরা এলাকার কয়েকজন বালু ব্যবসায়ীর সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নবীনগরের ইউএনও তানভীর ফরহাদ শামীম বলেন,’ঘটনাটি রাতেই শুনেছি। এ বিষয়ে গুলী বর্ষণকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।’
এ বিষয়ে নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম আজ সকালে বলেন,’গুলাগুলির ঘটনার পর এলাকার পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফের বাড়ল স্বর্ণের দাম...এক দফা কমার পর ফেরও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হা...
19/12/2023

ফের বাড়ল স্বর্ণের দাম...

এক দফা কমার পর ফেরও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা (প্রতি ভরি)। আজ সোমবার পর্যন্ত দাম ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।

সোমবার (১৮ ডি‌সেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৪ হাজার ৫৩৩ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়া‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা।

কমলার সফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন প্রবাস ফেরত আলমগীর ভূঁইয়াব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার দুলালপুর গ্রা...
19/12/2023

কমলার সফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন প্রবাস ফেরত আলমগীর ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার দুলালপুর গ্রামে বাণিজ্যিকভাবে কমলা চাষ করে সাড়া ফেলেছেন প্রবাস ফেরত কৃষক আলমগীর ভূঁইয়া। জেলার প্রথম ব্যক্তি হিসেবে সফলভাবে কমলার চাষ করে ব্রাহ্মবাড়িয়ার কৃষি ব্যবস্থার এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন আলমগীর। আলমগীরের বাগানজুড়ে ছেয়ে আছে সুস্বাদু রসালো ফল কমলা। গাছের থোকায় থোকায় রসে টই টম্বুর কমলার নয়নাভিরাম দৃশ্য। স্বাদে ও গুণে অতুলনীয় এসব কমলা কিনতে প্রতিদিন দুর-দূরান্ত থেকে বাগানে আসছেন ক্রেতারা। প্রতি কেজি কমলা বিক্রী হচ্ছে ২শ টাকা দরে। প্রতিদিন ২/৩শ কেজি কমলা বিক্রী হচ্ছে এ বাগানে। আলমগীরের এ সফলতায় উদ্বুদ্ধ হয়ে এখন অনেকেই কমলা চাষে আগ্রহী হচ্ছেন। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, কমলার আবাদ বৃদ্ধিতে নতুন উদ্যোক্তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।

সাইপ্রাসে থাকাকালীন অবস্থায় সেখানকার কমলা বাগান দেখে আকৃষ্ট হন আলমগীর ভূঁইয়া। ২০১৮ সালে দেশে ফিরে সিদ্ধান্ত নেন কমলা বাগান করার। সেজন্য বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের একটি টিলায় দুই বিঘা জমি বর্গা নেন তিনি। এরপর ২০১৯ সালে চুয়াডাঙ্গা থেকে চায়না জাতের কমলার ১৮০টি চারা সংগ্রহ করে কমলার চাষ শুরু করেন আলমগীর। প্রথম দুই বছর বাগানে ফলন না আসলেও গত বছর থেকে বাগানে ফলন আসতে শুরু করে। প্রথম দফায় সাড়ে ৪ লাখ টাকা খরচ করে পৌণে পাঁচ লাখ টাকার কমলা বিক্রী করেন তিনি। তবে চলতি মওসুমে ফলন এসেছে দ্বিগুনেরও বেশী। এবার ৩ লাখ টাকা খরচ করে যে ফলন এসেছে তাতে ১০/১২ লাখ টাকা মিলবে বলে আশাবাদী আলমগীর। এছাড়াও কমলা চাষে সফল হওয়ায় আলমগীর নতুন করে আরো ৩ বিঘা জমি নিয়ে শুরু করেছেন কেনু কমলা আর মাল্টার চাষ।

কমলা বাগানে ঘুরতে আসা দর্শনার্থী ও ক্রেতারা বলেন, এ বাগানের কমলা অনেক মিষ্টি ও সুস্বাদু। আমরা বাগান থেকে কমলা খেয়েছি এবং পরিবারের জন্য কিনেছি। তাছাড়া বাগানটি অনেক সুন্দর পরিবেশে করা হয়েছে সেজন্য প্রকৃতির অপরুপ সৌন্দর্য্য ফুটে উঠেছে এখানে। এসময় ক্রেতারা বলেন, আলমগীরের এ সফলতা বেকার যুবকদের আলোর দিশারি হয়ে কাজ করবে।

কমলা চাষী ও সফল উদ্যোক্তা আলমগীর ভূঁইয়া বলেন, সাইপ্রাসে থাকাকালীন অবস্থায় সেখানকার কমলা বাগান দেখে আমি বাংলাদেশে আমার নিজ গ্রামে কমলা বাগান করার সিদ্ধান্ত নেই। দেশে ফিরেই বাগান করার কাজ শুরু করে দেই। তারপর বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের একটি টিলায় দুই বিঘা জমি বর্গা নিয়ে সেখানে চুয়াডাঙ্গা থেকে চায়না জাতের কমলার ১৮০টি চারা সংগ্রহ করে কমলার চাষ শুরু করি। প্রথম দুই বছরে আমার বাগানে কমলার ভালো ফলন না আসলেও গত বছর থেকে বাগানে ফলন আসা শুরু করে। আমি প্রথম দফায় সাড়ে ৪ লাখ টাকা খরচ করে পৌণে পাঁচ লাখ টাকার কমলা বিক্রী করি। তারপর চলতি মৌসুমে ৩ লাখ টাকা খরচ করে যে ফলন এসেছে তাতে আশা করি ১০/১২ লাখ টাকা পাবো। পাশাপাশি আমি নতুন করে আরো ৩ বিঘা জমি নিয়ে কেনু কমলা আর মাল্টার চাষ শুরু করেছি।

এদিকে বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাব্বির আহমেদ বলেন, আলমগীর ভূঁইয়ার সফলতায় উদ্বুদ্ধ হয়ে এখন অনেকেই কমলা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। পাশাপাশি কমলার আবাদ বৃদ্ধিতে কৃষি বিভাগের পক্ষ থেকে নতুন উদ্যোক্তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।

দীর্ঘ তিন বছর যাবত বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাটদীর্ঘ তিন বছরেরও বেশী সময় ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা তা...
19/12/2023

দীর্ঘ তিন বছর যাবত বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট

দীর্ঘ তিন বছরেরও বেশী সময় ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা তারাপুর-কমলসাগর সীমান্ত হাট। করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বন্ধ হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার তারাপুর-কমলসাগর সীমান্ত হাট। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও হাট চালু না হওয়ায় হতাশ ব্যবসায়ী ও ক্রেতারা। লতাপাতা আর আগাছায় আচ্ছন্ন হয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট। এদিকে দীর্ঘদিন কার্যক্রম না থাকায় অযত্নে ক্ষতিগ্রস্থ হচ্ছে হাটের অবকাঠামোগুলো। ভেতরের অবকাঠামোও আগাছায় ভরা। এক সময় যে হাট ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত থাকতো, সেই হাট আজ নীরব, নিস্তব্ধ হয়ে আছে। সে সাথে আর্থিকভাবে লোকসানে পড়েছেন হাটের ব্যবসায়ীরা। তবে কর্মকর্তারা বলছেন, হাট চালু করতে ভারত-বাংলাদেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।

২০১৫ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের কমলসাগর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্তে এ হাটটি যাত্রা শুরু করে। মূলত ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী ৫ কিলোমিটার অভ্যন্তরে বসবাসকারীদের কেনাকাটার সুবিধায় এ হাটটি চালু করা হয়। সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানা ভূমির উপর সপ্তাহের প্রতি রবিবার হাট বসত। উভয় অংশের ৫০টি দোকান ঘরে ১০০ জন ব্যবসায়ী তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।

সীমান্ত হাটের ব্যবসায়ীরা বলেন, করোনার কারণে তিন বছর ধরে হাটের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। দ্রুত এ হাট চালু না করলে পথে বসা ছাড়া আর কোন উপায় দেখছেন না ব্যবসায়ীরা। এ সময় তারা দ্রুত এ হাটটি চালু করতে দুই দেশের নীতি নির্ধারকদের প্রতি দাবী জানায়।

স্থানীয় ও দর্শনার্থীরা বলেন, পণ্য বেচাকেনার পাশাপাশি দুই বাংলার মানুষের মিলনমেলায় পরিণত হতো এ হাটটি। কিন্তু বিগত তিন বছর বন্ধ থাকায় আমরা কেনাকাটা করতে পারছি না। তাছাড়া ভারত থেকে আমাদের আত্মীয় স্বজনরা আসতো তাদের সাথেও দেখা করার সুযোগ পাই না। তারা আরো বলেন, অবিলম্বেই যেন এ সীমান্ত হাটটি চালু করা হয় তাহলে এ হাট থেকে পণ্য কিনতে পারবে এবং ওপার বাংলায় থাকা তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করার সুযোগ পাবে।

এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, হাটের কার্যক্রম শুরু করতে চলতি বছরের জুনে দু’দেশের এডিএম পর্যায়ের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত এলেই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুত হাট চালু করা হবে।

18/12/2023

ধোলাই চরের সংগ্রামী মানুষের ভাঙা গড়ার জীবন ও বেঁচে থাকার গল্প | Dholai Char | Faridpur |Village Life

সরাইলে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতারমোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দল...
02/12/2023

সরাইলে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাসেল মিয়া (৩৫) উপজেলা সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামের আবুল কাশেম এর ছেলে ও লুৎফর রহমান (৩০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের মো.রৌশন আলীর ছেলে ও একই এলাকার উম্মেদ আলীর ছেলে মো. জুবায়ের (২৫)।

জানা যায়, সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে অবস্থিত ভিক্টর ব্যাগ ফ্যাক্টরি লিঃ এর সম্মুখ হইতে অনুমান ৫ শত গজ পশ্চিম দিকে মহাসড়কের উত্তর পার্শ্বের রাস্তায় একত্রিত হয়ে ডাকাতের প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত), আ.স.ম আতিকুর রহমান নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/জয়নাল আবেদীন-২, এসআই (নিরস্ত্র)/রহমান খান পাঠান, এএসআই (নিরস্ত্র)/ মোঃ সফিউল ইসলাম, এএসআই (নিরস্ত্র)/রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ডাকাত দলের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করে।

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

নবীনগরে চালককে ছুড়িকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাইনবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ,ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আরাফাত হাসান...
02/12/2023

নবীনগরে চালককে ছুড়িকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আরাফাত হাসান (১৬) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১১ টার দিকে রতনপুর ইউনিয়ন খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আরাফাত হাসান, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের মো.এন্তাজ মিয়ার ছেলে।

স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকেল বেলায় আরাফাত হাসান তার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বাহির হয়।বৃহস্পতিবার রাতে গনিশাহ্ মাজার থেকে দুই জন যাত্রী তাকে মাঝিয়ারা বাজারে যাবে বলে নিয়ে যায়। ঐখান থেকে কৌশলে তাকে রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজের কাছে নিয়ে তাকে হাত-পা ও মুখ বেঁধে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। পরে স্থানীয়রা অটোচালক আরাফাতকে উদ্ধার করে অলিউর রহমান জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

কসবায় ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় গাঁজাসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্র...
06/08/2022

কসবায় ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় গাঁজাসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কসবা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কাস মিয়া (৩৫), আবির হোসেন (২০) ও সুমন মিয়া (২০)। আটকের সময় তাঁদের কাছ থেকে ৩৫ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। কসবা থানার এসআই আমির হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। গতকাল শুক্রবার রাতেও তিনজনকে গাঁজাসহ আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

আশুগঞ্জে ৯০২ পিছ ভারতীয় শাড়িসহ চালক ও হেলপার আটকব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কার্ভাডভ্যান ভর্তি ভারতীয় শাড়িসহ কার্ভাডভ্যানের...
05/08/2022

আশুগঞ্জে ৯০২ পিছ ভারতীয় শাড়িসহ চালক ও হেলপার আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কার্ভাডভ্যান ভর্তি ভারতীয় শাড়িসহ কার্ভাডভ্যানের চালক ও হেলফার আটক।

শুক্রবার বেলা ১২ টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ১১ টি মডেলের ৯০২টি ভারতীয় শাড়ি ও কার্ভাডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আটককৃত কার্ভাডভ্যান চালক গাজিপুরের টঙ্গীর লোকমান হোসেনের ছেলে মাহবুব হোসেন (২৮) ও হেলপার একই এলাকার মৃত আব্বাস তালুকদারের ছেলে আল-আমিন (২০)।

পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় যে কার্ভাডভ্যান করে ভারতীয় শাড়ি আশুগঞ্জের দিকে আসছে। খবর পেয়ে আশুগঞ্জ টোলপ্লাজায় পুলিশ তল্লাশী চৌকি স্থাপন করে তল্লাশী চালিয়ে ভারতীয় শাড়ী, কার্ভাডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করেন।

আশুগঞ্জ থানার এসআই, মুফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজায় তল্লাশী চৌকি স্থাপন করে ভারতীয় শাড়িসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামাল ও আটককৃত চালক ও হেলপারের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান।আখাউড়া থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২জন মাদক মা...
04/08/2022

আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান।

আখাউড়া থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২জন মাদক মামলার পলাতক আসামী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সহ মোট ০৩ জন গ্রেফতার।

অভিযান- ০১
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করাকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ আজিজুর রহমান সহযোগে একটি বিশেষ টিম আখাউড়া থানার মামলা নং-২৬(০৫)২২ইং এর এজাহার নামীয় পলাতক আসামী ১। মোঃ ইমন প্রকাশ মতিন, পিতা-,মৃত ইদ্রিছ মিয়া, সাং-নুরপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে ০৫টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

অভিযান- ০২
আখাউড়া থানার এসআই এরশাদ মিয়া এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করিয়া জিআর- ১৯২/১৪ (মাদক) এর বিজ্ঞ আদালতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সুমন শিকদার (৩২), পিতা- দুলা মিয়া, সাং- দূর্গাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া কে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে ০১টি মাদক ও ০১টি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

অভিযান- ০৩
আখাউড়া থানার এসআই মো: কামরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করিয়া আখাউড়া থানার মামলা নং-১(০৭)২২ইং এর এজাহার নামীয় পলাতক আসামী জেসমিন আক্তার (৩০), স্বামী -মোঃ জজ মিয়া, সাং- রাজাপুর (উত্তর পশ্চিম পাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী বিজ্ঞ আদালতে ০৩টি মাদক মামলা বিচারাধীন আছে।

আখাউড়া থানা, ব্রাহ্মণবাড়িয়া।
প্রেস রিলিজ:-
০৪/০৮/২০২২খ্রি:

নবীনগরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন,ড্রেজার মেশিন অকেজো করে দিয়েছে প্রশাসনব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাক...
04/08/2022

নবীনগরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন,ড্রেজার মেশিন অকেজো করে দিয়েছে প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের পশ্চিম পাড়ায় অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন আটক করে অকেজো করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার(০৪ ই আগষ্ট)দুপুরে অবৈধ ভাবে মাটিকাটা বন্ধ করার লক্ষে এই অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন।এসময় নবীনগর থানা পুলিশের এএসআই কাওছার হামিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহায়তা করেন।

সূত্র জানায়,উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের জামাল মিয়ার ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের মহোৎসব চলছিল।গোপনীয় সংবাদের ভিত্তিতে সরেজমিনে অভিযানে গেলে মাটি কাটার মেশিন ফেলে দৌড়ে পালিয়ে যায় ড্রেজারের মালিক সহ সংশ্লিষ্টরা।পরে ড্রেজার মেশিন সহ ড্রেজারের পাইপ অকেজো করে দেওয়া হয়।

এই বিষয়ে সহকারি কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন সাংবাদিকদের বলেন,খবর পেয়ে সেমন্তঘর গ্রামে গিয়ে ঐ ড্রেজার মেশিন,পাইপ সহ আটক করে অকেজো করে দেওয়া হয়,অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।আটককৃত মালামাল নবীনগর থানা ও বিদ্যাকুট ইউনিয়ন ভূমি অফিস এর তত্ত্বাবধানে জিম্মায় রাখা হয়।এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

বাঞ্ছারামপুরে ১৩ বছরের মেয়েকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ১৩ বছরের মেয়ে ধর্ষন মামলার অভিযু...
04/08/2022

বাঞ্ছারামপুরে ১৩ বছরের মেয়েকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ১৩ বছরের মেয়ে ধর্ষন মামলার অভিযুক্ত আসামী মনির হোসেনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে বিশেষ অভিযান চালিয়ে শরীফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো.নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ধর্ষণের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার আসামি মনির হোসেন উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন ওরফে জুলু মিয়ার ছেলে। অন্যদিকে মেয়েটি স্থানীয় একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ আগষ্ট ) বিকেলে প্রতিদিনের ন্যায় বিকাল ৩টার সময় মেয়েটি ছলিমাবাদ ইউনিয়নের মিরপুর বালুর মাঠে অন্যান্য মেয়েদের সাথে খেলাধুলা করে আনুমানিক ৬টার সময় বাড়ী ফিরছিলো,এমন সময় প্রতিবেশী মনির হোসেন মেয়েটিকে একা পেয়ে চাঁন মিয়ার ধইঞ্চা ক্ষেতের আইলে নিয়ে মেয়েটিকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পরনে থাকা ছেলোয়ার খুলিয়া ধর্ষণ করে। পরে মনির হোসেন মেয়েটিকে কু-কর্মের কথা কাউকে বললে বড় ধরনের ক্ষতি করবে বলিয়া ভয় ভীতি দেখাইয়া বাড়ীতে চলিয়া যাইতে বলে। এমন সময় মেয়েটি ও মনির হোসেন ধইঞ্চা ক্ষেতের আইল থেকে বাহির হইয়া রাস্তায় উঠার সময় মামলার ২ নং স্বাক্ষী আব্দুল আজিজ ও ৩ নং স্বাক্ষী জাকির হোসেন দুইজনকে দেখে ফেলায় মনির হোসেন দৌড়াইয়া পালাইয়া যায় আর মেয়েটি কাঁদতে থাকে,পরে ২ নং স্বাক্ষী ও ৩ নং স্বাক্ষী কি হয়েছে মেয়েটির কাছে জানতে চায়। তখন মেয়েটি কেঁদে কেঁদে মনির হোসেনের কু-কর্মের কথা জানায়।

বিষয়টি জানাজানি হলে আব্দুল আজিজ মিয়া বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয় পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পায় এবং পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মেয়েটির বাবা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় ধর্ষনের মামলা দায়ের করেন।

এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরে আলম জানান,আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আর মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাসিরনগরে মিথ্যা মামলা প্রমানিত হওয়ায় সাংবাদিক সহ ৬ জনের নাম প্রত্যাহারের প্রস্তাব করে আদালতে পুলিশের চার্জসীট প্রেরণনাস...
04/08/2022

নাসিরনগরে মিথ্যা মামলা প্রমানিত হওয়ায় সাংবাদিক সহ ৬ জনের নাম প্রত্যাহারের প্রস্তাব করে আদালতে পুলিশের চার্জসীট প্রেরণ

নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল ও শ্রীঘর দুই গ্রামের লোকের মাঝে লঙ্গন নদীরপাড়ে সংঘর্ষের দিন সংঘর্ষের ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিঃমিঃ দুরে গ্রমের ভেতর মসজিদের বারান্দায় মাথা ঘুড়ে পরে গিয়ে মারা যাওয়া মৃত সানু মিয়ার ছেলে নায়েব উল্লাহ খুন হয়েছে মর্মে প্রচারনা চালিয়ে একটি সংঘবদ্ব চক্র তাদের বাণিজ্যিক পায়দা হাসিল, রাজনৈতিক প্রতিহিংসা মেটানো ও মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার হীন উদ্দেশ্যে এশিয়ান টেলিভিশন ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নাসিরনগর উপজেলা শাখার সভাপতি সংঘর্ষের লাইভ ধারণ করা সাংবাদিক মোঃ আব্দুল হান্নান,তার দুই ভাই সহ আশুরাইল গ্রামের অনেক নিরপরাধী লোক সহ ৪৯ জনের নামে নায়েব উল্লার ভাই সাজু মিয়া বাদী হয়ে নাসিরনগর থানার মিথ্যা খুনের মামলা নং-১৯ জি,আর ৬৮ তারিখ ২৭ এপ্রিল ২০২২ দায়ের করে।

মামলার পর নিহতের মরদেহের ময়না তদন্ত শেষে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার জন্য পাঠানো হলে বাংলাদেশ পুলিশের চট্রগ্রাম বিভাগের সি,আই,ডির সহকারী রাসায়নিক পরীক্ষক ও কুমিল্লা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা নিরিক্ষা করেন।সি,আই,ডির ভিসারার রিপোর্টে বলা হয়েছে নায়েব উল্লার স্বাভাবিক মৃত্যু হয়েছে,আর প্যাথলজি বিভাগের আরেক রিপোর্টে বলা হয়েছে নিহত নায়েব উল্লাহর হার্টে দুটি ব্লক রয়েছে।তাছাড়াও ময়না তদন্তের প্রতিবেন ও সুরতহাল রিপোর্টেও এ সমস্ত তথ্য উঠে এসেছে।

মামলার দীর্ঘ তদন্ত শেষে নায়েব উল্লার খুন প্রমানিত না হওয়া মিথ্যা খুনের মামলার দায় থেকে সাংবাদিক মোঃ আব্দুল হান্নান সহ আরো ৬ জনের নাম বাতিলের প্রস্তাব করে সম্প্রতি নাসিরনগর থানা পুলিশ মারামারি সহ অন্যান্য ধারায় আদালতে ১১৭/১৯ একটি চার্জসীট প্রেরণ করেন।

নায়েব উল্লার প্রতিবেশী শ্রীঘর সাচ্চার পাড়ের দুলা মিয়ার মেয়ে মাসেরা বেগম জানায়,ঘটনার সময় মাসেরা বেগম, তার মাও বোনকে নিয়ে মসজিদের পাশে ধানের খড় শুকাচ্ছিলেন।এ সময় নায়েব উল্লাহ মানুষকে অশালিন ভাষায় গালি গালাজ করতে করতে মসজিদে গিয়ে ইমামকে খোঁজাখোঁজি শুরু করে।পরে ইমাম সাহেবকে না পেয়ে নিজেই মসজিদের মাইক হাতে নিয়ে শ্রীঘর গ্রামবাসীকে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নদীর পাড়ে ঝগড়ায় অংশ নেয়ার জন্য প্রচন্ড গরমের ভেতর স্বজোরে চিৎকার চেঁচামেচি করতে তাকে।এক সময় চিৎকার করতে করতে নায়েব উল্লাহ হঠাৎ মাথা ঘুরে মসজিদের বারান্দায় পরে ছটপট করতে শুরু করে।এ সময় মাসেরা বেগম,তার মা বোন ও প্রতিবেশী আরাে কয়েকজন লোকজন দৌড়ে এসে নায়েব উল্লার মাথায় পানি দিয়ে নাসিরনগর হাসপাতালে নিয়ে যাবার জন্য রওয়ানা দিলে হাসপাতালে যাবার আগে রাস্তাই নায়েব উল্লাহর মৃত্যু হয়। তাছাড়াও জুর মিয়া,নায়ের মিয়া সহ নাম প্রকাশে অনুচ্ছুক শ্রীর গ্রামের আরো বেশকিছু লোকজন জানান,নায়েব উল্লাহ যে মসজিদে মারা গেছে তা সমস্ত গ্রামবাসী এমনকি পার্শ্ববর্তী ইছাপুর আশুরাইল গ্রামের ও অনেকেই জানেন।

শ্রীঘর সাচ্চার পাড়েরর মৃত বলাই মিয়ার ছেলে মোঃ আরিছ মিয়া সহ নাম প্রকাশ না করার শর্তে আরো বেশ কয়েকজন এ প্রতিনিধিকে জানান,নিহত নায়েব উল্লা প্রবাসে থাকা কালে বাদী সাজু মিয়ার ছেলে নিহত নায়েব উল্লার স্ত্রী ৩ সন্তানের জননীকে পরকিয়া করে নিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে নায়েব উল্লাহ প্রবাসেই হার্ট এটাক করে।তারা বলেন ঘটনার প্রায় ১০/১৫ দিন আগেও নায়েব উল্লা হার্টএটাক করে একটি হাসপাতালের আই,সিও থেকে বেরিয়ে আসেন।

উল্লেখ্য গত ২৬ এপ্রিল ২০২২ রোজ মঙ্গলবার বেলা অনুমান আড়াই ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার লঙ্গন নদীর পাড়ে আশুরাইল গ্রামের পশ্চিম পাড়ের মৃত রাজু মিয়ার ছেলে মোঃ মারাজ মিয়া @সারাজ মিয়ার কাটা ধান ট্রাকে করে বাড়িতে নিয়ে দেয়ার জন্য শ্রীঘর গ্রামের সাচ্চার পাড়ের ট্রাক মালিক তাজুল ইসলামের ছেলে জুনাইদ মিয়ার সাথে কথা বার্তা হয়।জুনাইদ প্রতি ট্রাকের ভাড়া বাবদ ৬ শ টাকা আর মারাজ @সারাজ মিয়া প্রতিট্রাক কাটা ধান ৫০০ শত টাকা দিবে বলে জানায়।এ নিয়ে দুই জনের মাঝে দর কষাকষির এক পর্যায়ে জুনাইদ মারাজের ধান ট্রাকে না তুলে অন্যের ধান ট্রাকে ভর্তে শুরু করে।এ নিয়ে জুনাইদ ও মারাজ মিয়ার মাঝে কথা কাটাকাটি শুরু হলে পাশে তাকা আশুরাইল গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে জালাল মিয়া দৌড়ে এসে মারাজ মিয়ার পক্ষ নেয়।এই নিয়ে ৩ জনের মাঝের কথা কাটাকাটির এক পর্যায়ে নদীর পাড়ে থাকা দুই গ্রামের লোকজনের মাঝে সংর্ঘষ বাধে। প্রায় আধা ঘন্টা ব্যাপী সংর্ঘষে দুই গ্রামের প্রায় ২০ জন লোক আহত হয়।

এ বিষয়ে মামলার বাদী মোঃ সাজু মিয়ার সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করে সাংবাদিক আব্দুল হান্নান ও তার দুই ভাইকে কেন এ মামলায় আসামী করা হলো জানতে চাইলে,বাদী সাজু মিয়া বলেন হান্নান লাইভ করার সময় লাইভে শুধু শ্রীঘরের লোকজনকে দেখিয়েছে আশুরাইলের কোন লোককে দেখায়নি। সে মিথ্যা সংবাদ ও লাইভ প্রচার করেছে,তাছাড়াও হান্নান একজন সাংবাদিক হিসেবে মামলাটি সমাধানের কোন চেষ্টা না করে মারামারি করার অর্ডার দেয়ার কারনে তাকে আসামী করা হয়েছে বলে জানান সাজু ।পরে সাজু আরো বলেন আমার ভাই মারা গেছে,আমাদের মাথা ঠিকছিল না,কে কিভাবে সাংবাদিক হান্নানকে আসামী করেছে আমি জানি না।বাদী আরো বলেন আমি মাত্র একদিন পুলিশ নিয়ে আসামীদের বাড়িতে গিয়ে ছিলাম। দানা,মোজাম্মেল চক্রটি আমাকে বার বার মামলা চাপাতে বলে।কিন্তু আমি তাদের কথা শুনিনি।কারন মামলা চাপাতে গেলে চক্রটি আমাকে বলে টাকা দাও আবার অন্যদিকে পুলিশ দিয়ে আসামীদের হয়রানী করে তাদের কাছ থেকেও টাকা আদায় করবে। আমি মামলা চাপাতে যাইনা।

মিথ্যা খুনের মামলার বিষয়ে জানতে চাইলে সাংবাদিক মোঃ আব্দুল হান্নান তার প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, এই মিথ্যা খুনের মামলার কারনে তার শারীরিক,মানষিক,আর্থিক, ব্যবসায়ীক সব দিকে বিরাট ক্ষতি হয়েছে।তিনি আরো বলেন আমাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার প্রস্তাব করা হলেও মামলার তদন্তকারী কর্মকর্তার চাহিদা পুরন না করতে পারা আমার দুই নিরপরাধ ভাইকে চার্জসীট অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবাদিক হান্নান আরো বলেন বর্তমানে তিনি ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।সংঙ্গ বদ্ধ চক্রটি মামলার তদন্তকারী কর্মকর্তা বা পুলিশের সহযোগিতা নিয়ে তার পরিবারের লোকজনের যে কোন সময় যে কোন ধরনের ক্ষতি সাধিত করতে পারে।সাংবাদিক আরো বলেন মিথ্যা খুনের মামলা আর তদন্তকারী কর্মকর্তার চাপে তিনি গত ১লা আগষ্ট রাতে হার্টএটাক করে নাসিরনগর হাসপাতালে ভর্তি হন।সাংবাদিক ও তার পরিবারের লোকজনের নিরাপত্তা বিধানে তিনি মাননীয় প্রধানমন্ত্রী সহ পুলিশের উর্ধতন মহলের সহযোগিতা কামনা করছেন।

মিথ্যা খুনের মামলার চার্জসীট প্রেরণের বিষয়ে জানতে চাইলে সরাইল সার্কেলের সিনিয়রসহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান ও নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার আদালতে চার্জসীট প্রেরণের সত্যতা স্বীকার করে বলেন,খুন প্রমানিত না হওয়ায় মারামারি বা অন্যান্য ধারায় চার্জসীট প্রেরণ করা হয়েছে।অপরদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শ্রীবাস দাসের বক্তব্য রহস্যজনক মনে হচ্ছে।একই দিনে এবং একই সময়ে শ্রীবাস দাস বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রতিনিধিকে বলেন চার্জসীট প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলায় ওসি আরমানসহ ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলাভোলা সদর থানার ওসি (তদন্ত) আরমান হোসেনকে প্রধান আসামি করে ৩৬ জনের বিরুদ্ধে...
04/08/2022

ভোলায় ওসি আরমানসহ ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ভোলা সদর থানার ওসি (তদন্ত) আরমান হোসেনকে প্রধান আসামি করে ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হত্যা মামলাটি দাখিল করেন। এরই প্রেক্ষিতে হত্যার ঘটনা নিয়ে থানায় রক্ষিত মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্যাদি আগামী ৮ই সেপ্টেম্বর এর মধ্যে আদালতে প্রেরণের নির্দেশ দেন ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার কামাল। আগামী ৮ই সেপ্টেম্বর অধিকতর শুনানি শেষে মামলার বাকি আদেশ দিবেন বলে আদালত সূত্রে জানা যায়। এদিকে ভোলা ছাত্রদল সভাপতির লাশবাহী গাড়ি ভোলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। রাত ৯টায় শহরের চরনেওয়াবাদ আলতাজের রহমান কলেজের মাঠে জানাজা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ভোলা জেলা বিএনপি।

নাসিরনগরে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে ৩ জনকে কুপিয়ে আহত।ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বাড়ির পাশের সরকারী ডোবা থেকে কচুরীপে...
04/08/2022

নাসিরনগরে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে ৩ জনকে কুপিয়ে আহত।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বাড়ির পাশের সরকারী ডোবা থেকে কচুরীপেনা তুলাকে কেন্দ্র করে ৩ জনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে ৩ রা আগষ্ট ২০২২ রোজ বুধবার সকাল অনুমান ১০ ঘটিকার সময় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক গ্রামে।

ঘটনার বিবরনে জানা গেছে,ঘটনার সময়ে গ্রামের হাবিবুর রহমান(৫৮)ডোবা থেকে কচুরীপেনা তুলতে গেলে পূর্ব থেকে উৎপেতে বসে থাকা প্রতিবেশী সিরাজুল ইসলাম,সোহেল মিয়া,আক্তার মিয়া,মিনহাজ মিয়া মিলে তাদের হাতে থাকা ধারালো দা,লাঠি,পল,বল্লমও লোহার রড নিয়ে হাবিবুর রহমানের উপর হামলা চালিয়ে এ্যালোপাতারি ভাবে মারপিট ও কুপাতে থাকে।হাবিবুর রহমানের চিৎকার শোনে আজিজুর রহমান ও আনোয়ার হোসেন এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে এ্যালোপাতারি কুপাতে শুরু করে।পরে প্রতিবেশীরা দৌড়ে এসে দুর্বৃত্তদের হাত থেকে তাদের উদ্বার করে মুমূর্ষ অবস্থায় আহতদের নাসিরনগর হাসপাতালে নিয়ে আসে।পরে চিকিৎসা শেষে হাবিবুর রহমানকে নাসিরনগর হাসপাতালে ভর্তি ও আজিজুর রহমানের অবস্থা আশংকাজনক হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বর্তমানে হাবিবুর রহমান ও আজিজুর রহমান দুইজন দুই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তোফায়েল আহমেদ।

সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে পিকআপ চলাচল শুরুআশুগঞ্জ টু ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপর দিয়ে প্রায় ২১ বছর পর স্থানীয় যাত্র...
04/08/2022

সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে পিকআপ চলাচল শুরু

আশুগঞ্জ টু ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপর দিয়ে প্রায় ২১ বছর পর স্থানীয় যাত্রী সাধারণের দির্ঘদিনে দাবী যাত্রবাহী পিকাআপ চলাচলের উদ্বোধন হয়েছে।বৃহস্প্রতিবার দুপুরে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পূর্ব প্রান্ত আশুগঞ্জ গোলাচত্বরে যাত্রীবাহী পিকআপ চরাচলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি ফিতা কেটে পারাপার নামক যাত্রীবাহী পিকআপ চলাচলের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লা, ট্রাক ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. মাহআলম, তাবাসসুম মটরর্সয়ের সত্ত্বাধীকারী মো. ইবরাহিম খলিল,তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমূখ। এসময় উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি বলেন দির্ঘদিন যাবত এলাকার যাত্রী সাধারণের কষ্ট লাঘবের কথা চিন্তা করে মো. ইব্রাহীম খলিল আমিসহ দু’পাড়ের মানুষের সাথে পরামর্শ করে যে উদ্যোগটি নিয়েছে নিশ্চয় এটি একটি ভালো উদ্যোগ। কেননা দির্ঘদিন যাবত আশুগঞ্জ ও ভৈরবের মানুষ অনেক সময় মমূর্ষ রোগি নিয়ে অসহনীয় দুর্ভোগে ছিল।

জয়পুরহাট জেলার পুলিশ সুপার হলেন আশুগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ নূরে আলমব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের কৃতি সন্তান জয়পুরহাট জ...
04/08/2022

জয়পুরহাট জেলার পুলিশ সুপার হলেন আশুগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ নূরে আলম

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের কৃতি সন্তান জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসাবে পদায়ন হয়েছেন আশুগঞ্জের গর্ব মোহাম্মদ নূরে আলম। নূরে আলম আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের নাগড়পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আক্তারুজ্জামের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করছেন। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। তিরি রাঙ্গামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), পটুয়াখালী কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মানিকগঞ্জ শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), চট্টগ্রাম মেট্টো পলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার, সিলেট মেট্টো পলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান (র‌্যাব) এর অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ ও নারায়নগঞ্জের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি পুলিশের পোষাকে একজন সমাজ কর্মী। পুলিশ বিভাগে চাকরিতে আসার পর থেকে পেশাগত দায়িত্ব পালনে জনগনের সেবার বিষয়টি নিজের মেধা ও প্রজ্ঞা দিয়ে বিশ্লেষন করেন। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় স্বীকৃতি স্বরুপ নূরে আলমকে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসাবে পদায়ন হয়েছেন। নূরে আলমের ৫ ভাইদের মধ্যে নূরে আলম সবার বড়। বাকী ৪ জনের মধ্যে একজন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ও বাকীরা ব্যবসায়ী। ব্যাক্তি জীবনে স্ত্রী ও দুই ছেলে সন্তানের জনক তিনি। জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসাবে পদায়ন হওয়ায় মোহাম্মদ নূরে আলম দায়িত্ব পালনে সবার প্রতি দোয়া চেয়েছেন।
নূরে আলম জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসাবে পদায়ন হওয়ায় আশুগঞ্জ উপজেলা বাসী আনন্দিত। আগামীদিনে নিষ্ঠার সাথে আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা করে অভিনন্দন জানিয়েছেন “আশুগঞ্জ নাগরিক সমাজ” সংগঠনের সভাপতি নাজমুল হোসাইন হামদু ও সাধারন সম্পাদক সাংবাদিক ইসহাক সুমনসহ আশুগঞ্জের সর্বস্তরের জনসাধারণ।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অতিরিক্ত সচিব২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া (জেল...
04/08/2022

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অতিরিক্ত সচিব

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া (জেলা সদর হাসপাতাল) পরিদর্শণ করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের (হাসপাতাল অনুবিভাগ) অতিরিক্ত সচিব নাজমুল হক খান।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসপাতাল পরিদর্শনে গিয়ে বলেন, অতি শীঘ্রই হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতে আরও প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিটে গিয়ে পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের (হাসপাতাল অনু বিভাগ) অতিরিক্ত সচিব নাজমুল হক খান এবং স্বাস্থ্য অধিদপ্তর (হাসপাতাল) পরিচালক ডা. মো. বেলাল হোসেন বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় রোগী ও ডাক্তারদের আবাসন সমস্যা আছে সেগুলো নিয়ে খুব দ্রুত কাজ শুরু করবো।

তারা আরও বলেন, রাজধানীসহ দেশের বড়বড় বিভাগীয় শহরের রোগীর চাপ কমাতে পর্যায়ক্রমে প্রতিটি জেলার হাসপাতালের স্বাস্থ্যখাতকে উন্নত করার জন্য কাজ করছে স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য বিভাগ। প্রধান প্রধান জেলা গুলোতে মেডিক্যাল কলেজ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প হাতে আছে, অতিদ্রুত সেগুলো বাস্তবায়ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরামউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা. মো. ওয়াহিদুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ।

Address

Brahmanbaria District
Brahmanbaria
BRAHMANBARIADISTRICT3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanbaria.tv ব্রাহ্মণবাড়িয়া টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brahmanbaria.tv ব্রাহ্মণবাড়িয়া টিভি:

Videos

Share

Category


Other TV Channels in Brahmanbaria

Show All