Titas24 TV

Titas24 TV Welcome to Titas24 Tv

যাদের ৪র্থ ডোজ টিকা নেয়ার মেসেজ পেয়েছেন টিকা কার্ড ডাউনলোড করে ৪র্থ ডোজ টিকা দিয়ে আসুন   নিজের হাতে থাকা স্মার্ট ফোনের স...
22/07/2023

যাদের ৪র্থ ডোজ টিকা নেয়ার মেসেজ পেয়েছেন টিকা কার্ড ডাউনলোড করে ৪র্থ ডোজ টিকা দিয়ে আসুন

নিজের হাতে থাকা স্মার্ট ফোনের সাহায্যে টিকা কার্ড ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত এই লিংকে 👉

দেখুন কিভাবে টিকা কার্ড ডাউনলোড করবেন। How to download vaccine card || টিকা কার্ড ডাউনলোড || Vaccine tika card download || Titas24 TV || How to get vaccine ...

Stay strong.
14/07/2023

Stay strong.

ডিজিটাল মার্কেটিং সিলেবাস👇১ম কমেন্টে দেখুন 😚   #ডিজিটাল_মার্কেটিং
24/02/2023

ডিজিটাল মার্কেটিং সিলেবাস👇
১ম কমেন্টে দেখুন 😚
#ডিজিটাল_মার্কেটিং

যারা গুগল ফরমে সরাসরি আবেদন করতে আগ্রহী তাহা এই চিঠিতে বর্নিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়...
24/01/2023

যারা গুগল ফরমে সরাসরি আবেদন করতে আগ্রহী তাহা এই চিঠিতে বর্নিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারী ২০২৩। https://forms.gle/KacWBGNmbAFHxe8Z6

সরকারি খরচে ড্রাইভিং প্রশিক্ষণ
14/01/2023

সরকারি খরচে ড্রাইভিং প্রশিক্ষণ

28/12/2022

যে কথা প্রতিনিয়ত বলি, সে কথা আবার আলাদা করে শেখার কী আছে? 🤔

কথা বলার আর্ট শেখার আপনার জার্নির পার্ট হতে নতুন বছরে 10 Minute School নিয়ে এলো নতুন সারপ্রাইজ!

শিক্ষক তাহসান খান ফিরছেন 10 Minute School-এ। নিজের ১২ বছরেরও বেশি সময়ের Teaching Experience কে কাজে লাগিয়ে এবার তিনি আপনার Personal ও Professional Life Easier করবেন 10 Minute School এর এক্সক্লুসিভ কোর্স Communication Masterclass by Tahsan Khan এর মাধ্যমে। 🔥

ছোট্টবেলায় কথা বলার শেখা শুরু হলেও আমরা এখনও অনেকেই জানি না কোন জায়গায়, কার সাথে, কখন কীভাবে কী বলতে হয় বা কী বলা ঠিক নয়! আর এই Communication Skill না জানার কারণে হাতছাড়া হয় অনেক সুযোগ, ভাঙ্গে অনেক সম্পর্ক! 😐

💥 Communication Masterclass-এ তাহসান খান নিজের Experience থেকে বাস্তব পরিস্থিতি ও উদাহরণের মাধ্যমে আপনাকে শেখাবেন Personal, Professional এবং Social – সব ক্ষেত্রেই কীভাবে সবার সাথে সহজ ও সুন্দরভাবে Communicate করতে হয়, তার Tricks & Strategies! 🙌

নতুন বছরে নতুন করে কমিউনিকেশন স্কিলে সেরা হয়ে ওঠার শুরু হোক 10 Minute School-এ Communicator তাহসান খানের সাথে। 💯

বিস্তারিত 👇https://10ms.io/6r6vAl

16/12/2022
08/11/2022

সরকারি খরচে ফ্রিলান্সিং প্রশিক্ষণ Digital Marketing

07/11/2022

সরকারি খরচে ফ্রিলান্সিং প্রশিক্ষণ Graphics Design

ফ্রি প্রশিক্ষণ সেই সাথে থাকা খাওয়া ও ফ্রি।সকল জেলার যুবদের জন্য সুবর্ণ সুযোগ।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ঢাকার সাভারে...
05/11/2022

ফ্রি প্রশিক্ষণ সেই সাথে থাকা খাওয়া ও ফ্রি।
সকল জেলার যুবদের জন্য সুবর্ণ সুযোগ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ঢাকার সাভারে
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দুই মাস মেয়াদি নিম্নবর্ণিত দুইটি বিষয়ে প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে।

১। Graphics Design and Multimedia
২। Digital Marketing

কোর্সের মেয়াদ ২৮-১১-২০২২ হতে ২৬-০১-২২

কোর্সে অংশগ্রহনের জন্য কমপক্ষে এইচ. এস সি পাস ও ০৩ (তিন) মাসের বেসিক কম্পিউটার কোর্স সম্পন্নকারী হতে হবে।

বয়স- ১৮ থেকে ৩৫ বছর

প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক নারী ও পুরুষ সবাইকে ২১-১১-২০২২ তারিখ বিকাল ৪:০০ টার মধ্যে নিচের লিংকে দেয়া গুগল ফর্মটি পূরণ করতে হবে ।

বিঃদ্রঃ আবেদনকারীর নিজস্ব ল্যাপটপ থাকতে হবে।

📒 আবেদনপত্র পাওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা ২৩-১১-২০২২ খ্রিঃ তারিখে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের www.shniyd,gov,bd ওয়েব সাইটে প্রকাশ করা হবে

আবেদনের গুগল ফরমলিংক কমেন্টে।

ইউটিউবের নতুন আপডেটের পর "ডিসকাশন ট্যাব" উঠিয়ে দিয়ে সবার চ্যানেলে " কমিউনিটি ট্যাব " ফিচারটি এনাবেল করে দিয়েছে। যাদের চ্...
01/11/2022

ইউটিউবের নতুন আপডেটের পর "ডিসকাশন ট্যাব" উঠিয়ে দিয়ে সবার চ্যানেলে " কমিউনিটি ট্যাব " ফিচারটি এনাবেল করে দিয়েছে। যাদের চ্যানেলে এখনো এডভান্সড এই ফিচার টি চালু হয়নি তারা আমার ট্রিকস টা কাজে লাগাতে পারেন।২৪ ঘন্টার মধ্যে এনাবেল হবে। সাবস্ক্রাইবার লাগবে না।তবে কয়েক মাস পুরোনো চ্যানেল হতে হবে।ট্রিকস প্রথম কমেন্টে 😍

20/10/2022

আজকের কুইজ
ইউটিউব কত সালে আবিষ্কার হয়?
Titas24 TV

গত শুক্রবার ইলন মাস্কের একজন অনুসারী তাঁর অ্যাকাউন্টে রয়টার্সের একটি প্রতিবেদন টুইট করেন। রয়টার্সের ওই প্রতিবেদনে সোমবার...
18/10/2022

গত শুক্রবার ইলন মাস্কের একজন অনুসারী তাঁর অ্যাকাউন্টে রয়টার্সের একটি প্রতিবেদন টুইট করেন। রয়টার্সের ওই প্রতিবেদনে সোমবার থেকে বি–৫২ বোমারু বিমানে করে ন্যাটোর পারমাণবিক অস্ত্রের মহড়া শুরুর কথা জানানো হয়। টুইটটি রিটুইট করে ইলন মাস্ক রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে এ মন্তব্য করেছেন।

ইলন মাস্ক টুইটারে লিখেছেন, ‘রাশিয়া ৩০ মিনিটেরও কম সময়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক একইভাবে এই সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইউরোপেরও আছে। অবাক করার মতো বিষয় হচ্ছে, বেশির ভাগ মানুষই এটা জানেন না। অবশ্যই এসব অস্ত্রের ব্যবহার করাটা হবে পাগলামি, কিন্তু এখন যে পরিস্থিতি বিরাজমান সেটিও আসলে পাগলামিই।’

তথ্য: প্রথম আলো

©prothomalo
10/10/2022

©prothomalo

08/10/2022

আগামীকাল বিরল এক রবিবার----
মুসলিমদের ঈদে মিলাদুন্নবী
হিন্দুদের লক্ষীপূঁজা
বৌদ্ধদের প্রবারনা পূর্ণিমা
খ্রিস্টানদের স্টার সানডে
পৃথিবীর সকল মানুষ সম্প্রীতির দিকে ঝুঁকে পড়ুক।

ব্যাংক খাতে বাড়ছে হতাশা। এক দিকে খেলাপি ঋণ বৃদ্ধি, অপরদিকে মূলধনের ঘাটতি।বর্তমানে মূলধন সঙ্কট দেখা দিয়েছে দেশের ১২টি বাণ...
09/09/2022

ব্যাংক খাতে বাড়ছে হতাশা। এক দিকে খেলাপি ঋণ বৃদ্ধি, অপরদিকে মূলধনের ঘাটতি।

বর্তমানে মূলধন সঙ্কট দেখা দিয়েছে দেশের ১২টি বাণিজ্যিক ব্যাংকে। এর মধ্যে রয়েছে ৭টি সরকারি ব্যাংক বাকি ৫টি বেসরকারি ব্যাংক। এই ব্যাংকগুলো ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করতে পারছে না।

ব্যাংকগুলো হলে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
আর বেসরকারি ব্যাংকের তালিকায় রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক ও বেঙ্গল ব্যাংক।

Source:Daily Naya diganta

অনলাইনে ডিপ্লোমা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তিঃ ০৩টি ডিপ্লোমা কোর্সের জন্য অনলাইনে আবেদন আহ্বান।শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস...
22/08/2022

অনলাইনে ডিপ্লোমা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তিঃ ০৩টি ডিপ্লোমা কোর্সের জন্য অনলাইনে আবেদন আহ্বান।

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট-এ ডিপ্লোমা কোর্সে অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তিঃ

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনিস্টিটিউট, সাভার, ঢাকায় ৬ মাস মেয়াদী নিম্নবর্ণিত

০১। Diploma In ICT
০২। Diploma In Web Application And Web Development
০৩। Diploma In Tourism And Hospitality Management সহ সর্বমোট ০৩ টি ডিপ্লোমা কোর্স অনুষ্ঠিত হবে।

কোর্সসমূহ আবাসিক। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ, আবাসন এবং খাবার খরচ সরকারি অর্থে নির্বাহ করা হবে।

০১। শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ। ১ ও ২ নং ক্রমিক এর প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে।

০২। ১ ও ২ নং ক্রমিকে বর্ণিত কোর্সে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড প্রদত্ত Computer Office Application (৩৬০ ঘন্টা) অথবা সরকারী কোন প্রতিষ্ঠান প্রদত্ত ৩ মাস মেয়াদী বেসিক কম্পিউটার বিষয়ক কোর্স সম্পন্নকারীগণ আবেদন করতে পারবে।

০৩। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে বেসিক কম্পিউটার কোর্সের সনদপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

০৪। আবেদনপত্র পাওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা ও ভর্তি সংক্রান্ত তথ্য শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

০৫। কোর্সে অংশগ্রহণের জন্য ১ ও ২ নং ক্রমিকের ক্ষেত্রে বেসিক কম্পিউটার কোর্স বিষয়ে এবং ৩ নং ক্রমিকের ক্ষেত্রে ইংরেজি বিষয়ে ভর্তি পরীক্ষা নেয়া হবে। ভর্তি পরীক্ষার সময় ১ ও ২ নং ক্রমিক এর ক্ষেত্রে Laptop সংগে আনতে হবে। পরীক্ষায় কৃতকার্যগণ কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবে।

০৬। আবেদনের শেষ তারিখ ও সময়: ০৪-০৯-২০২২খ্রি. তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

০৭। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ /ডিএ প্রদান করা হবে না।

৬ মাস মেয়াদি তিনটি ফ্রি কোর্সে আপনাকে স্বাগতম।

নূন্যতম শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক বা সমমান।

কোর্সগুলো সম্পূর্ণ আবাসিক এবং সরকারিভাবে খাবার ব্যয় নির্বাহ করা হবে।

আবেদন লিংক ঃ

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe5krsfC1D7XgkZjTWcQ8OqzOw2D5tEzY7IxkWVEVy7hH_aeg/viewform

আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিতদের তালিকা এবং কোর্সের সময় ও অন্যান্য নিয়ম-কানুন ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট, সাভার।৪ টি কোর্সে প্রাথমিক ভাবে নির্বাচিতদের তালিকা।   #যুব_উন্নয়ন
20/08/2022

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট, সাভার।
৪ টি কোর্সে প্রাথমিক ভাবে নির্বাচিতদের তালিকা।

#যুব_উন্নয়ন

ভর্তি বিজ্ঞপ্তিশেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনিস্টিটিউট, সাভার, ঢাকায়  আগামী ২৫/০৮/২০২২. খ্রিঃ তারিখ ( সম্ভাব্য )হতে ৪ সপ...
18/08/2022

ভর্তি বিজ্ঞপ্তি

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনিস্টিটিউট, সাভার, ঢাকায় আগামী ২৫/০৮/২০২২. খ্রিঃ তারিখ ( সম্ভাব্য )হতে ৪ সপ্তাহ মেয়াদী নিম্নবর্ণিত

১। SEO ( 4 weeks ) (২৫/০৮/২২ খ্রিঃ হতে ২১/০৯/২০২২খ্রিঃ )
২। Data Entry ( 4 weeks ) (২৫/০৮/২২ খ্রিঃ হতে ২১/০৯/২০২২খ্রিঃ ) সহ সর্বমোট ০২ টি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।

কোর্সে অংশগ্রহনের জন্য কমপক্ষে এইচ. এস সি পাস এবং সরকারি প্রতিষ্ঠান ( যেমন ১। কারিগরি শিক্ষাবোর্ড, ২।যুব উন্নয়ন অধিদপ্তর, ৩। সমাজ সেবা অধিদপ্তর ৪। অন্যান্য সরকারি প্রতিষ্ঠান) হতে কমপক্ষে ৩(তিন) মাসের বেসিক কম্পিউটার কোর্স সম্পন্নকারী সনদপ্রাপ্ত সকল জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুব ও যুবনারীদের মধ্য হতে অনলাইনে আবেদন আহবান করা হচ্ছে । ২১/০৮/২০২২. তারিখ বিকাল ২:০০ টার মধ্যে নিচের ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হলো ।

বিঃদ্রঃ আবেদনকারীর নিজস্ব ল্যাপটপ থাকতে হবে।

আবেদনপত্র পাওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা ২২/০৮/২০২২ খ্রিঃ তারিখে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের www.shniyd.gov.bd ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

প্রাথমিকভাবে নির্বাচিতদের অংশগ্রহনে বেসিক কম্পিউটারের উপর একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে । পরীক্ষায় কৃতকার্যরাই কোর্সে অংশগ্রহনের সুযোগ পাবে।

এখন থেকে জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মসনদ আর লাগবে না।
15/08/2022

এখন থেকে জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মসনদ আর লাগবে না।

📢  "ফ্রি প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি" "সবার জন্য উন্মুক্ত"সরাসরি অনলাইনে আবেদন। আবেদন করার পূর্বে পোস্টটি ভালো করে পড়ে ন...
10/08/2022

📢 "ফ্রি প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি" "সবার জন্য উন্মুক্ত"
সরাসরি অনলাইনে আবেদন।
আবেদন করার পূর্বে পোস্টটি ভালো করে পড়ে নিন।

👉 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনিস্টিটিউট, সাভার, ঢাকায় আগামী ২৩/০৮/২০২২ খ্রিঃ তারিখ হতে ৪ সপ্তাহ মেয়াদী নিম্নবর্ণিত দুইটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।

১। Graphics Design (৩৫ জন)
২। Digital Marketing (৩৫ জন)

★ কোর্সে অংশগ্রহণের জন্য কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস ও ০৩ (তিন) মাসের বেসিক কম্পিউটার কোর্স সম্পন্নকারী সকল জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুব ও যুবনারীদের মধ্য হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে ।

★ ১৭/০৮/২০২২ তারিখ বিকাল ২:০০ টার মধ্যে নিচের ফর্মটি পূরণের মাধ্যমে সরাসরি আবেদন করার জন্য অনুরোধ করা হলো ।

https://forms.gle/RnEgBxTHWoXydYZ57

বিঃদ্রঃ আবেদনকারীর নিজস্ব ল্যাপটপ থাকতে হবে।

★ আবেদনপত্র পাওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা ১৮/০৮/২০২২ খ্রিঃ তারিখে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের www.shniyd.gov.bd ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

★ এইভাবে বিভিন্ন প্রশিক্ষণের আপডেট তথ্য পেতে পোস্টটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং নিজস্ব টাইমলাইনে রেখে দিন।
-
ফ্রি প্রশিক্ষণে সরকারিভাবে দৈনিক ৩০০/- টাকা খাবার ভাতা সহ থাকা ফ্রি, সেই সাথে নিজ নিজ বাড়ি থেকে সাভার পর্যন্ত যাতায়াত ভাতার ও ব্যবস্থা রয়েছে।

আরো বিস্তারিত জানতে নীচের লিংক এ ক্লিক করুন। ওয়েবসাইটে বর্ণিত মোবাইলে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
http://www.shniyd.gov.bd/site/view/officer_list/-

সবার জন্য শুভকামনা।

27/07/2022

দেশে ৩২ দিনের ডিজেল, ৯ দিনের অকটেন, ১৫ দিনের পেট্রোল মজুদ আছে

গ্যাস সংযোজক বিচ্ছিন্ন     #গ্যাস
25/07/2022

গ্যাস সংযোজক বিচ্ছিন্ন

#গ্যাস

24/07/2022

ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনে টিকেট কালোবাজারী এবং অবৈধভাবে রেলের ছাদে ভ্রমন নিয়ে এটিএন নিউজে প্রচাররিত আমাদের কথা।

সব মিলিয়ে অর্থনীতি চাপ, অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে আছে।
22/07/2022

সব মিলিয়ে অর্থনীতি চাপ, অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে আছে।

19/07/2022

বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে তা হল Balance of Payment সংকট। একটি দেশের আমদানির তুলনায় রপ্তানি কম হলে আমরা বলি দেশটিতে বাণিজ্য ঘাটতি চলছে। কিন্তু বাণিজ্য ঘাটতিই সব কিছু নয়। রেমিট্যান্স, ঋণ, অর্থ পাচার, বৈদেশিক বিনিয়োগ সহ যত প্রকার আন্তর্জাতিক লেনদেন আছে তাদের সকলকে একত্রে বলে ব্যালেন্স অফ পেমেন্ট।

Balance শব্দটির অর্থ দাঁড়িপাল্লা। আর payment শব্দটির অর্থ হচ্ছে প্রদান। একটি দাঁড়িপাল্লার উভয় পাশ যেমন সমান হয়, তেমনি বৈদেশিক মুদ্রার আদান প্রদানের উভয় পাশও সমান হতে হয়। কোন কারণে অর্জন বেশি হলে তা রিজার্ভ হিসেবে সঞ্চিত থাকে আর ব্যয় বেশি হলে কী হয় তা ব্যখ্যা করতে একটি প্রশ্ন করি। আপনার পরিবারের আয়ের তুলনায় ব্যয় বেশি হলে আপনি কি করেন?
১ সঞ্চয় ভেঙে খরচ করেন। অথবা
২ ঋণ নেন।

ঠিক তেমনি করে বর্তমান বিশ্বের কোন দেশের অর্জন করা বৈদেশিক মুদ্রা অপেক্ষা ব্যয় বেশি হলে দেশটি বৈদেশিক মুদ্রার সঞ্চয় (ফোরেক্স রিজার্ভ) থেকে খরচ করে অথবা বৈদেশিক ঋণ নেয় (আই এম এফ বা বিদেশি রাষ্ট্র থেকে)

কিন্তু যদি কোন দেশের রিজার্ভ না থাকে বা ইচ্ছা করেই রিজার্ভ খরচ না করে? সেক্ষেত্রে ঋণ নিতে হবে অথবা মুদ্রার মান পড়ে যাবে। ঠিক এই ঘটনাই ঘটছে বাংলাদেশে।

বর্তমানে কেবল বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এমন সমস্যা শুরু হয়েছে। তার একটি কারণ হচ্ছে জ্বালানি তেল, গ্যাস, ভোজ্য তেল, লোহা, কপার, এলুমিনিয়াম সহ বিভিন্ন প্রকার আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়া। এদিকে খনিজ সম্পদ বিক্রি করা দেশ যেমন সৌদি আরব, ইরান, রাশিয়া, অস্ট্রেলিয়ার লালে লাল অবস্থা। তবে বাংলাদেশের জন্যে আরেকটি সমস্যা হচ্ছে আমদানি অতিরিক্ত বেড়ে যাওয়া।

এই মুহূর্তে করণীয় কী? আমার মতে খুব দ্রুত দুইটি জিনিস করা যায়। এক আমদানি পণ্যের মূল্য বৃদ্ধি করে দেওয়া, এবং দুই বিদেশে অর্থ পাঠানোর উপর বিধিনিষেধ আরোপ করা। বর্তমানে আরামে থাকতে গিয়ে ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি হোক তা বাঞ্ছনীয় না। এর একটি উজ্জ্বল উদাহরণ হচ্ছে লেবানন।

সবশেষে, ব্যক্তি পর্যায়ে কী করা উচিত? টাকা বিক্রি করে ডলার বা সোনা কিনে ফেলা? উত্তরে আমি বলব এই কাজগুলো করলে দেশের অনেক ক্ষতি হবে। কারণ আমাদের দেশ ডলার বা সোনা তৈরি করে না তাই এই কাজগুলোর ফলে ডলারের রিজার্ভ শুণ্য হয়ে যাবে এবং টাকার পতন ত্বরান্বিত হবে। এগুলো না করে ব্যক্তি পর্যায়ে এই মুহূর্তে আমাদের উচিত যথা সম্ভব বিদেশি পণ্যের ব্যবহার কমানো। তেল, গ্যাস, বিদ্যুৎ হিসেব করে খরচ করা এবং যারা বিদেশে আছেন তাদের জন্য উচিত হবে বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগ করা।

দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। ১৮ কোটি মানুষকে পৃথিবীর কোন দেশ আদর করে নিবে না। তাই দেশের ভালো করেই নিজেকে ভালো থাকতে হবে।
......
মোহাইমিন পাটোয়ারী

12/07/2022
13/06/2022

জনশুমারিতে তথ্যদিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন।জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর টেলিভিশন কমার্শিয়াল ২.০

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Titas24 TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other TV Channels in Brahmanbaria

Show All