SKEB TV

SKEB TV SKEB TV HD Channel এর পক্ষ হতে সবাইকে জানাই আন্তর?

https://www.facebook.com/107848330920801/posts/143514044020896/?sfnsn=mo
16/07/2020

https://www.facebook.com/107848330920801/posts/143514044020896/?sfnsn=mo

মসনবি শরিফ থেকে ১৯-টি বানী
••••••••••••••••••••••••••••••••••••••রুমি রহঃ]
আউলিয়ায়ে কেরামের শান ও মর্যাদা গুনাহ বলি মানুষের সামনে তুলে ধরেন।
যাহাকে বিশ্বের সকল ওলামায়ে কেরাম মানুষের তৈরী ফারসি ভাষায় কোরান বলে ঘোষণা দিয়েছেন।

নিন্মে কয়েকটি দেওয়া হলঃ-----হুবুহু
`````````````````````````````````````````````
১◆আগার খাহী হাম নশীনী বা খোদা
গো নাশিনাদ দর হুজুরে আউলিয়া

অর্থঃ তুমি যদি আল্লাহ পাকের সান্নিধ্য বা সামনে বসতে চাও, তবে কামেল অলীগণের
দরবারে বসে যাও।

২◆ মরদানে খোদাঘর খোদানা বাশাদ
ওয়া লেকেন আজ খোদা জুদা না বাশাদ

অর্থঃ মানুষ কে খোদা বল, মানুষ খোদা নয় কিন্তু মানুষ খোদা হতে পৃথক নয়।

৩◆ আল্লাহ আল্লাহ গোফতো আল্লাহ মিশওয়াদ
ইশখুনকার বাত্তর মরদম শাওয়াদ

অর্থঃ আল্লাহ আল্লাহ জপতে জপতে মানুষই আল্লাহময় হয়ে যায়, এ কথা কি হবে সাধারণ
লোক বিশ্বাস করবে।

৪◆ ছদ কিতাবো ছদ ওয়ারাক দর নারেকুন
সিনারা আজ নূরে হক গোলজারে কুন

অর্থঃ শত শত কিতাব আগুনে নিক্ষেপ কর। তোমার সিনাকে পীরের ধ্যান দ্বারা সত্য নূর দিয়ে ফুল বাগানে পরিণত কর।

৫◆এক জমানা ছোহবতে বা আউলিয়া
বেহতর আজ ছদ ছালা তা আত বেরিয়া

অর্থঃ এক মুহুর্ত আউলিয়ায়ে কেরামের সহচার্য লাভ করা, শত বছরের ত্রুটিহীন এবাদত
অপেক্ষা উত্তম।

৬◆গরতু খাহী হাম নশীনী বা খোদা
গো নশীনী আন্দর হুজুরে আউলিয়া

অর্থঃ তুমি যদি আল্লাহ পাকের সান্নিধ্য লাভের ইচ্ছা পোষণ কর, তবে আউলিয়া কেরামের
দরবারে বসে যাও।

৭◆ চশমে রওশন কুন যে যাকে আউলিয়া
তা বধিনি এবতেদাতা এন্দেহা

অর্থঃ তুমি যদি আউলিয়া কেরামের পদধূলি দ্বারা স্বয়ং চক্ষুকে জ্যোতিময় কর,
তবে তুমি আদি ও অন্ত সব কিছু দেখতে সক্ষম হবে।

৮◆ পেশে সোবহা পাস নেগাহ দারদে দেল
তা নাগর দেদ আয গুমানে বদ খাজেল

অর্থঃ অতএব, আল্লাহ পাকের গুনাহবলীতে গুনান্বিত লোকদের সামনে দেলকে ওয়াসওয়াসা ও কুধারণা হতে হেফাযতে রাখিও, যেন অন্তরের বদ গুমানির কারণে তোমাকে লজ্জিত হতে না হয়।

৯◆ নূর খাহী মুস্তায়েদ্দে নূর শাও
দূর খাহী খেশে বীনো দূর শাও

অর্থঃ তুমি যদি মারেফাতের নূর চাও, তবে মুশিদে কামেলের সাহর্চাযে থাকিয়া নূরের
প্রতিভা ও যোগ্যতা অর্জন কর। আর যদি আল্লাহর রহমত থেকে দুরে থাকিতে চাও, তবে
অহংকার ও খোদপছন্দী কর এবং অলীর দরবার থেকে দুর হয়ে যাও।

১০◆ চুঁ বাসে ইবলিসে আদম রোযে হাস্ত
পাস বাহার দাস্তে না বাইয়াদ দাদে দাস্ত

অর্থঃ যেহেতু মানুষের আকৃতিতে বহু শয়তান রয়েছে, তাই অনুসন্ধান না করে যে
কোন হাতে হাত দেওয়া বা বাইয়াত হওয়া উচিৎ নয়।

১১◆ তা তূ মীবীনী আযীযাঁ রা বশর
দাঁ কে মীরাসে বলীসাস্ত আঁ নজর

অর্থঃ তুমি যখন আল্লাহর সম্মানিত ওলীগণকে সাধারণ মানুষরুপে দর্শন কর, তখন মনে করিও এই দর্শন তুমি ইবলিস হতে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হইয়াছ।

১২◆চুঁ খোদা খাহাদ কে পর্দা কাচ দারাদ মায়লা শান্দর তানা এ পাকাঁ বারাদ

অর্থঃ কোন মানুষ কে যদি আল্লাহ পাক লাঞ্চিত অপমানিত করতে চান, তবে
তার গতি ফিরিয়ে দেন নেক লোকদের কে বা অলীগণের দোষারুপ করার প্রতি।

১৩◆ছ্যাঁয়া এ ইআযদাঁ বুআদ বান্দা খোদা
মুর্দা এ ঈঁ আলম ও যেন্দা খোদা

অর্থঃ আল্লাহর বিশিষ্ট বান্দা পীরে কামেলই হন আল্লাহ পাকের কুদরুতি ছায়া, যারা দুনিয়ায়
মুর্দা স্বরুপ আল্লাহর রাস্তায়, তারাই জীবিত ও প্রাণ চঞ্চল!

১৪◆ গার বগয়্যাম শিম্মায়ে যা নগমাহা
জানেহা ছর বর্যানাদ আয দখমাহা

অর্থঃ অলীগনের বাতেনী বাণীর সামান্য পরিমাণ ও যদি আমি বয়ান করি, তবে ( মৃত)
আত্না সমূহ কবর থেকে উঠে আসবে।

১৫◆কাহরুবায়ে ফিক্রে দাহরাওয়াযে উস্ত
লজ্জতে এলহাম ও ওয়াহই ও রাযে উস্ত

অর্থঃ প্রকৃত পীর মুর্শিদ তথা তাঁর রুহানী ফয়েয বরকত তাঁর মুরিদের ভিতর হতে দুনিয়ার মোহকে চোষে নেয়, ঐ ফয়েজের বদৌলতেই ইলহাম, ওহী এবং তার গোপন রহস্যের স্বাদ অনুভব করে।

১৬◆ পীরেরা জাতে খোদা এক না দিদ
না মুরীদু না মুরীদু না মুরীদ

অর্থঃ পীরের জাত ও আল্লাহর জাত এক জাত, এই দুই নূরকে যে
এক রুপে দেখতে না পারবে সে মুরিদ নয়, সে মুরিদ নয়, সে মুরিদ নয়।

১৭◆খোদ ব’খোদ কামেল ন’শুদ মোল্লায়ে
তা গোলামে শমছে তিবরিজী ন’শুদ

অর্থঃ আমার মুর্শিদ কামেল শামছে তাবরিজীর গোলামী না করা পর্যন্ত আমি মাওলানা
রুমি কামেল হতে পারি নি।

১৮◆রও যে ছ্যাঁয়া আফতাবে রা বয়্যাব
দামানে মাহ শামছ তাবরিয বতাব

অর্থঃ যাও, আল্লাহ পাকের ছায়া তথা কামেল পীরের শিক্ষা ধরে আল্লাহ পাক
পর্যন্ত যাও। এই পথে মুর্শিদ সম্রাট শামছে তাবরিযীর জামা আকড়ে ধর।

১৯◆গরতু সঙ্গে খারাও মরমর শুভি
চুঁ বছাহেব দ্বিল রসি গও হার শুভি

অর্থঃ তুমি যদি কঠিন শিলা বা র্মাবেল পাথর ও হও, তুমি যখন কামেল পুরুষের
সান্নিধ্যে পৌঁছবে তখন তুমি মুক্তায় পরিণত হবে।
_____________________________
মাওলানা জালল উদ্দিন রুমি (রহঃ)
Collected

https://www.facebook.com/107848330920801/posts/142521080786859/?sfnsn=mo
13/07/2020

https://www.facebook.com/107848330920801/posts/142521080786859/?sfnsn=mo

আজকের বিষয় দুনিয়ার প্রতি নিন্দাঃ--

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ,আসসালাতু আসসালামু আলা সায়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া মাওলানা মোহাম্মদ। মজলিসে জিকিরে উপস্থিত সম্মানিত বাবারা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু। বাবারা আমার জানিয়া রাখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলিয়াছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত। তিনি আরো বলিয়াছেন দুনিয়া অভিশপ্ত, ইহার সবটাই অভিশপ্ত ,তবে সেইটুকু অভিশপ্ত নয় তাহা আল্লাহর জন্য হইয়া থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লিম আরো বলেন যে ব্যক্তি দুনিয়ার সহিত ভালোবাসা রাখে সে তার আখেরাত বরবাদ করে ফেলে। আর যে আখেরাতকে ভালোবাসে সে দুনিয়া বরবাদ করিয়া দেয়। তিনি আরো বলেন দুনিয়ার ভালোবাসা যাবতীয় পাপের উৎস। হযরত বলেন দুনিয়াকে পরিত্যাগ করার জন্য আমার পীর ও মুর্শিদ হযরত শাহ সুফি সৈয়দ ছয়েফুদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি কখনো দুনিয়ার আরাম-আয়েশ গ্রহণ করেননি বরং দুনিয়ার সমস্ত আরাম-আয়েশ ত্যাগ করে আখেরাতের আরাম-আয়েশ ভোগ করার জন্য সর্বদা রোজা অবস্থায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। যিনি সারা বছর সাহরী এবং ইফতারিতে সামান্য কচু শাক ও চিতল পিঠা আহার করতেন। সমস্ত সুস্বাদু খাবার পরিত্যাগ করে নফসের প্রতি কঠোর সাধনা করতেন। পরিবারের সকলের অনুরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুপাতে বিবাহ করার পর যিনি বাসর রাতে স্ত্রীকে দেনমোহর পরিশোধ করে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে এই কথা বলেছিলেন যদি আপনার সাথে আমি ঘর-সংসার কায়েম করি দাম্পত্য জীবনে আমার এবং আপনার সন্তানাদি দুনিয়ায় জন্মগ্রহণ করবে এবং তাদেরকে লালন-পালন করার প্রয়োজনে দুনিয়ার সাথে আমার সম্পর্ক হয়ে যাবে ।তাই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে দুনিয়ার সাথে সম্পর্ক করাবেন না। তাই আমাকে ক্ষমা করে দিয়ে দুনিয়ার সম্পর্ক এখানেই আপনার সাথে আমার শেষ করতে বিনীত অনুরোধ জানাচ্ছি। এভাবে আমার মহান পীর-মুর্শিদ দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছেন। আর আমরা আজ সৌন্দর্য আরাম-আয়েশ ভোগ বিলাসিতা ধন- দৌলত এসব কিছুর জন্য দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে দুনিয়ার প্রতি ব্যস্ত হয়ে পড়েছি।আমার সম্মানিত পিতা হযরত শাহ সুফি সৈয়দ নাবি উদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি কোথাও সফরে গেলে আসার সময় রাস্তায় দুনিয়াকে ছুড়ে ফেলে দিয়ে আসতেন ।আমার সম্মানিত মাতা স্বামীকে যখনই জিজ্ঞাসা করতেন সফর থেকে এসেছেন কি নিয়ে আসলেন ?প্রতি উত্তরে তিনি বলতেন দুনিয়ার সুখের জন্য বেশ হাদিয়া তোহফা পেয়েছিলাম সেগুলো রাস্তায় অসহায়দের বিলিয়ে দিয়েছি কারণ এগুলোর মধ্যে দুনিয়ার গন্ধ ছিল। তাই আখেরাতের পথে বাধা মনে করে ঘরে নিয়ে আসি নাই। শুধু তাই নয় তিনার নিকট যদি কোন বস্ত্রহীন আসতো পরনের বস্ত্র ঘর থেকে এনে বস্ত্রহীন কে বস্ত্র দিয়ে দিতেন। একটির পরে অবশিষ্ট বস্ত্র যিনি কখনো ঘরে ধরে রাখতেন না। এভাবেই দুনিয়ার সম্পর্ক থেকে দূরে থাকতেন ।হযরত আরো বলেন বাবারা হযরত ঈসা আলাইহিস সালাম -দুনিয়া সম্পর্কে এভাবে উক্তি করেছেন! দুনিয়াকে তোমাদের প্রভু বানাইওনা সে তোমাদিগকে তাহার গোলাম বানাইয়া নিবে। বাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এক আলোচনায় বলিয়াছেন -মু'মিন বান্দারা দুইটি ভয়ের মাঝখানে বাস করে ।এক --সে সময়ের ভয় ,যাহা অতিবাহিত হইয়া গিয়াছে ।ইহা জানা নাই যে ,আল্লাহ তৎসম্পর্কে কি ফায়সালা করিবেন ।দুই---সেই সময়ের ভয়,তাহা অবশিষ্ট রহিয়াছে। ইহাও জানা নাই যে , আল্লাহ তৎসম্পর্কে কি ফয়সালা করিবেন। সুতরাং বান্দার পক্ষে নিজের জন্য পাথেয় তৈয়ার করা এবং দুনিয়ার মাধ্যমে পরকালের পাথেয় সংগ্রহ করা কর্তব্য। জীবনের দ্বারা মৃত্যুর জন্য এবং যৌবন দ্বারা বার্ধক্যের জন্য পাথেয় প্রস্তুত করিবে।কেননা দুনিয়াকে তোমাদের জন্যে এবং তোমাদিগকে আখেরাতের জন্য সৃষ্টি করা হইয়াছে। বাবারা মনে রাখবেন আল্লাহতালা দুনিয়া কে তিন ভাগে বিভক্ত করেছেন। একটি মু'মিনের জন্য, দ্বিতীয় টি মুনাফিকের জন্য এবং তৃতীয়টি কাফেরের জন্য। মুমিন বান্দা শুধু পাথেয় গ্রহণ করে, মুনাফিক দুনিয়ার সৌন্দর্য গ্রহণ করে, এবং কাফের প্রচুর পরিমাণে উপকার হাসিল করে। তাই আমি বলি --
হায়রে মন দেখো না ভাবিয়া,
কি ধন লইয়া আসলে ভবে ,
যাবে কি ধন লইয়া ।
রে মন দেখ না ভাবিয়া।।
মন রে
ভবের বাজারে এসে,
দিন কাটালে রঙ্গরসে,
না দেখিয়া তারে তালাশিয়া।
যখন শমন আসবে কাছে,
সবই তোমার যাবে পাছে,
প্রান পাখি বাহির হবে
কাঁদিয়া কাঁদিয়া।
রে মন দেখ না ভাবিয়া।।
মন রে
আয়ূ ধন যে দিয়াছে,
তারে তুমি রাখলে পাছে,
ভবের মায়াতে পড়িয়া।
সঙ্গ করলি তাহার সনে,
ক্ষতি হয় তোর আয়ূ ধনে,
মূলধন সব খোয়াইলে,
তার ভাবে মঝিয়া।
রে মন দেখ না ভাবিয়া।।
মন রে
যা হইবার তা হইয়া গেছে,
এখন ও তোর সময় আছে,
কি করিবে ভাবিয়া চিন্তিয়া,
করিয়া লও তারি তালাশ ,
যে তোমায় করিবে খালাশ
পাইলে লাগাল রেখ তারে
হৃদয়ে বসাইয়া।
রে মন দেখ না ভাবিয়া।।
বাবারা ছন্দের মাধ্যমে তোমাদেরকে আমি একথা বোঝাতে চাচ্ছি একটু ভেবে দেখো দুনিয়াতে আসার সময় নিঃস্ব অবস্থায় বস্ত্রহীন অবস্থায় এসেছিলে আবার মধ্যবর্তী জীবনে অনেক উপার্জন করেছ কিন্তু আবার যাওয়ার সময় সবকিছু রেখে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছ তাই দুনিয়ায় এসে রঙ্গরসে আনন্দ-ফুর্তিতে নফসের চাহিদা অনুপাতে সময় অতিবাহিত করেছ। কিন্তু সবকিছু একদিন দুনিয়ার জমিনে পড়ে থাকবে কিন্তু সেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নেবে ।তাই বাবারা যিনি আমাদেরকে এই সুন্দর জীবন গড়ার জন্য হায়াত দিয়ে জীবিকা দিয়ে দুনিয়ায় পদচারণ করার ব্যবস্থা করে দিয়েছেন মহান রাব্বুল আলামিনের পরিচয় না করে দুনিয়ার সুখের পরিচয়ে ব্যস্ত হয়েছিলেন । কিন্তু দুনিয়ার সাথে সঙ্গ করে মূলধন হারিয়ে যাবার বেলায় খালি হাতে রওয়ানা হলে। তাই এখনো সময় আছে আল্লাহপাক রাব্বুল আলামিন যে কয়দিন আমাদেরকে হায়াতে তাইয়েবা দান করেছেন সে সময়টুকু আল্লাহকে জানি এবং তার পরিচয় গ্রহণ করে তার গোলামিতে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ পাক রব্বুল আলামীন তার রহমান এবং রাহিম নামের খাতিরে আমাদের লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করবেন। তাই সর্বদা ক্বালবে আল্লাহর জিকির এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন আল্লাহ ব্যতীত আর কোন অস্তিত্ব তোমাকে গ্রাস করতে না পারে। বাবারা আমার পীর ও মুর্শিদ আমাকে যখন যেখানে যেভাবে অবস্থান করার জন্য নির্দেশ করেছেন আমি কোন প্রকার প্রশ্ন ব্যতীত হুকুমকে পালন করেছি। আমি যখন আমার পীর মুর্শিদের কদমে খেদমতে ছিলাম আমি প্রায় সময়ই দেখতে পেতাম রাতের শেষ ভাগে আমার পীর মুর্শিদ এর খেদমতে জ্বিন জাতিরা আসত এবং তারা এসে আমার মত অনুরূপ মহান মুর্শিদের খেদমতে নিয়োজিত হয়েছেন এবং মহান মুর্শিদ তাদেরকে তরিকতের সবক দিতেন । অসংখ্য জিন জাতি যার মুরিদ ছিলেন এবং জিনদের উপরে যার কর্তৃত্ব ছিল সেই মহান আল্লাহর অলি সর্বদাই নিজের পরিচয় গোপন করে দ্বীনের খেদমত করে যাইতেন। যার সান্নিধ্যে একবার কেউ এসে বসলে নিমিষেই ঐ ব্যক্তি দুনিয়ার চিন্তা ফিকির থেকে ফিরে এসে আখেরাতের চিন্তা ফিকিরে ব্যস্ত হয়ে যাইতেন। তাই বাবারা আমি এমন এক মহান অলির খেদমত করে এসেছি যার মাঝে সামান্য দুনিয়ার খেয়াল ছিল না শুধু পরকালের খেয়ালে মগ্ন থাকতেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার খেয়াল ও আমিত্বের অহংকার থেকে হেফাজত করুক। আমিন।ওয়াসসালাম।

#শাহ_দৌলতবাড়ি

09/07/2020
https://youtu.be/bTAZLmMCCOs
06/05/2020

https://youtu.be/bTAZLmMCCOs

তুমি প্রিয় হাবিব কামলেওয়ালা শায়ের হামিদ রেজা মুরশিদী, মিশর।

পাগল যদি হবিরে মন পাগল খোজে দেখনা।https://youtu.be/jzMrZfJF3V8
23/04/2020

পাগল যদি হবিরে মন পাগল খোজে দেখনা।
https://youtu.be/jzMrZfJF3V8

, , কালাম : পাগল যদি হবিরে মন পাগল খোজে দেখনা রচয়িতা ও সুর: সুফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ (মাঃজিঃআঃ), মুর্শিদ ...

মন মজলে নারে তাঁর প্রেম রসে,https://youtu.be/SMlKgYUhCC4
19/04/2020

মন মজলে নারে তাঁর প্রেম রসে,
https://youtu.be/SMlKgYUhCC4

, ক্বাসিদার নাম :মন মজলে নারে তাঁর প্রেম রসে গ্রন্থের নাম :ভাবের দেশ লিখক : খাজা সৈয়দ বাহা উদ্দিন আহম....

http://bit.ly/37SKAoo
21/02/2020

http://bit.ly/37SKAoo

কিয়াম I ইয়া নবী সালামু আলাইকা II Best Milad Kiam IIYaa Nabi Salam Alaika I Syed Naeem Uddin Ahmed মায়া জড়ানো হৃদয় নি...

04/11/2019
http://bit.ly/33d0wQx
04/11/2019

http://bit.ly/33d0wQx

, , , খাজা-এ বাঙ্গাল বাবাজি দান। এই শানে মুর্শিদ সামা টি লিখেছেন মোঃ নূর উদ্দিন মোল্লা আল-নাঈমী। ক....

http://bit.ly/36mGB3O
31/10/2019

http://bit.ly/36mGB3O

, ............................................................. শানে মুর্শিদী পরিবেশন করেছেন : হাফেজ ক্বারী আশিকুল ইসলাম মোজাহিদী ...

http://bit.ly/33fbm8t
07/10/2019

http://bit.ly/33fbm8t

://bit.ly/33fbm8t আলোচনা করছেন:-ঐতিহ্যবাহী দৌলতবাড়ী দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, আওলাদে রাসূল (দ:) খাজা-এ বা.....

06/10/2019

সুখবর, সুখবর, চিকিৎসা সেবা বিষয়ে অত্র এলাকাবাসীর জন্য এক দারুন সুখবর।এখন থেকে সপ্তাহে প্রতি রবিবার সকাল 9.00টা থেকে বিকাল 4.00টা পর্যন্ত রোগী দেখবেন ডাঃ নয়ন রায়, এমবিবিএস, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। মেডিসিন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস্, চর্ম, যৌণ, মা ও শিশু রোগে বিশেষ অভিজ্ঞ।

চেম্বার: মা ফার্মেসী, আউলিয়া বাজার, মাদ্রাসারোড, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
প্রো: মোঃ জহিরুল ইসলাম (মুন্সি),
মোবাইল: 01739-273528।

http://bit.ly/2mk7mUf
28/09/2019

http://bit.ly/2mk7mUf

# http://bit.ly/2mk7mUf “আপনারা যাকে সাহবী ও (রাঃ) বলে সম্মান প্রদর্শণ করেন সে (মুয়াবিয়া) একজন কাফের” -----------...

23/09/2019
http://bit.ly/2krzDY2
21/09/2019

http://bit.ly/2krzDY2

, #শোকাবহ মহররম, #ইসলাহে নফস ও শোহদায়ে কারবালা মাহফিল-2019, #দৌলতবাড়ী দরবার শরীফ #মাতম #হুসাইনী তলোয়ার Sarwar বেদনাদ....

 ://bit.ly/2krzDY2
21/09/2019

://bit.ly/2krzDY2

, #শোকাবহ মহররম, #ইসলাহে নফস ও শোহদায়ে কারবালা মাহফিল-2019, #দৌলতবাড়ী দরবার শরীফ #মাতম #হুসাইনী তলোয়ার Sarwar বেদনাদ....

http://bit.ly/2kxXci4
21/09/2019

http://bit.ly/2kxXci4

আপনারা দেখছেন মাওলানা শুয়াইব আহাম্মেদ আশরাফীর অসমাপ্ত বাংলা ওয়াজ, স্থান : মনতলা, মাধবপুর, হবিগঞ্জ।

http://bit.ly/2ksVvlX
21/09/2019

http://bit.ly/2ksVvlX

# EID-UL-ADHA # QURBANI MASALAH # SKEB TV # কোরবানির মাসায়ালা পবিত্র ঈদ-উল-আযহার কোরবানি’র সহিহ মাসয়ালা। আলোচনা করছেন: হযরত মাওলানা আজিজ.....

http://bit.ly/2m0ANKy
21/09/2019

http://bit.ly/2m0ANKy

ভাবের ঠিকানা। উপমহাদেশের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী দৌলতবাড়ী দরবার শরীফের মহান মুর্শিদ ক্বেবলা, খাজ.....

http://bit.ly/2lXQTVf
21/09/2019

http://bit.ly/2lXQTVf

Today is the great Murshid Kebla of our DOULATBARI DORBAR SHARIF ‍SHAH SUFI SYED NAYEEM UDDIN AHMED (M.J. A.) Skeb TV HD YouTube channel inaugurated the prog...

Address

Brahmanbaria
3450

Alerts

Be the first to know and let us send you an email when SKEB TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SKEB TV:

Share

Category


Other TV Channels in Brahmanbaria

Show All