Nasirnagar.tv-নাসিরনগর টিভি

Nasirnagar.tv-নাসিরনগর টিভি নাসিরনগর টিভি চ্যানেল
(1)

09/04/2024

মান সম্মত কিন্ডারগার্টেন স্কুল স্থাপনের সংক্রান্ত আলোচনা ও মত বিনিময় সভা এবং ইফতার মাহফিল।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জনাব হাবিবুর রহমান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক। এবং উক্ত অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন জনাব ডা. রোকন উদ্দিন ভূইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ময়মুরুব্বিয়ান।

22/02/2024

দূরন্তি থেকে ভূইয়ার ঘাট পর্যন্ত রাস্তার অবস্থা খুব খারাপ কেই বাইক নিয়ে যাবেন, সব উল্টায়া পড়তেছে। ব্রিকস ফিলডের মাঠি কেটে রাস্তার এই বেহাল দশা করছে। সরাইল প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

সরাইল উপজেলা জনতা ব্যাংক শাখার ভিতরে এক বদ্রমহিলার হাত থেকে কৌশলে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ব্যাংকের উপস্থিত স...
07/02/2024

সরাইল উপজেলা জনতা ব্যাংক শাখার ভিতরে এক বদ্রমহিলার হাত থেকে কৌশলে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ব্যাংকের উপস্থিত সিকিউরিটি গার্ড ছিনতাইকারীকে আটক করেন।

29/01/2024

৩ মিনিটে ধান থেকে মুড়ি বাজা

#আয়োজনে
প্রাইমারী ৮৩ ও এসএসসি ৮৯ ব্যাচের সকল শিক্ষার্থী বৃন্দ,

#উক্ত_অনুষ্ঠানটি_পরিচালনা_করেন
জনাব মাসুদ চৌধুরী

নাসিরনগরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতারমোঃ আব্দুল হান্নানঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় ২০২৩ সালের ৭ অক্টোর...
24/01/2024

নাসিরনগরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

মোঃ আব্দুল হান্নানঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় ২০২৩ সালের ৭ অক্টোর নুসরাত জাহান শুভা (২০)নামের এক ধর্ষিতানারীর ধর্ষনের অভিযোগের মামলা দায়ের করেন। যার নাসিরনগর থানার মামলা নং ০১/১২৫ ও ধারা ৯(১)/৩০।উক্ত মামলায়,প্রতিবেশী সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের মজু মিয়ার ছেলে সাকিব মিয়া (২২), মৃত গেদন মিয়ার ছেলে নূরধন মিয়া (৩৮),রাশিদা বেগম (ধর্ষনের সহায়তাকারী) হিসেবে মামলা দায়ের করেন।জানা গেছে সাকিব মিয়া ও নূসরাত জাহান শুভার মাঝে প্রায় ১ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিলো। পরবর্তীতে সাকিব কোর্টে গিয়ে শোভাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার এক আত্মীয়ের বাসায় নিয়ে যায়।সেখানে গিয়ে বিয়ে না করে নূসরাত জাহান শুভাকে জোড় পূর্বক ধর্ষন করে।পরবর্তীতে মামলার বাদী ধর্ষনের মামলা রুজু করে। মামলা রুজুর পরদিনই ২য় আসামী নূরধন মিয়া পুলিশের হাতে ধৃত হন।প্রধান আসামী সাকিব পালিয়ে যায়।সাকিব দীর্ঘদিন আত্মগোপনে ছিল।গতকাল বিকাল ৪ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চৌকস পুলিশ অফিসার এস.আই দয়াল, পি.এস.আই মোঃ মাহমুদ হাসান ফোর্স নিয়ে সাকিব ধরার জন্য অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার মূল আসামী সাকিব পালানোর চেষ্টা করে। প্রায় ২০০ মিটার দৌড়ানোর পর সাকিব মিয়া পুকুরে লাফ দেয়।এক পর্যায়ে এস.আই.দয়াল ও পি.এস.আই মোঃ মাহমুদ হাসান পুকুরে নেমে তাকে ধৃত করেন।পরে আদালতের মাধ্যমে সাকিবকে জেলহাজতে প্রেরণ করা হয় বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।

মোঃ আব্দুল হান্নান
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
০১৭১৭৩৫০৮৭৬

05/01/2024

কালো টাকার মালিক ও অতিথি পাখি বলেন সুখন সাহেবকে : নাফা

02/01/2024

গোলাম নূরের অগ্নি কন্যা
#উপজেল আওয়ামীলীগ, সহ সভাপতি
# রুমা আক্তারের জ্বালাময়ী বক্তব্য।

নাসিরনগর ধরমন্ডল থেকে ৩৭ পিস চোরাই মোবাইল সহ  গ্রেফতার -১১১ ডিসেম্ভর২০২৩ রোজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে না...
12/12/2023

নাসিরনগর ধরমন্ডল থেকে ৩৭ পিস চোরাই মোবাইল সহ গ্রেফতার -১

১১ ডিসেম্ভর২০২৩ রোজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশের এস আই রূপন নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল মাছ বাজারে অভিযান পরিচালনা করে রুবেল মিয়ার(২৫) দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৭ পিস চোরাই মোবাইল উদ্ধার করে।এ সময় ১ জনকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় এজাহার নামীয় ৫ জন চোর সহ ওই চক্রের আরো ৭ জন রয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

16/09/2023
25/08/2023

ছন্দ ও শক্তি জোগায়।

13/08/2023

কলেজ ভর্তি আবেদন করতে চলে আসুন

হরিপুর বড় বাড়িতে চোর ধৃতহরিপুর বড়বাড়িতে দায়িত্বে থাকা আনসারদের হাতে ধৃত হয়েছেন হাদিস মিয়া (১৮) নামের এক যুবক। প্রত্যক্ষ...
23/07/2023

হরিপুর বড় বাড়িতে চোর ধৃত

হরিপুর বড়বাড়িতে দায়িত্বে থাকা আনসারদের হাতে ধৃত হয়েছেন হাদিস মিয়া (১৮) নামের এক যুবক। প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে ২২-০৭-২০২৩ ইং তারিখ রোজ শনিবার রাত আনুমানিক ১২ টার দিকে সন্দেহমূলকভাবে তাকে আটক করে নিরাপত্তা কর্মীরা। পরে তার শরীর তল্লাসী করে তার কাছে তালা কাটার সরঞ্জাম পাওয়া গেলে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে আটকে রাখে। খোঁজ নিয়ে জানা যায় হাদিস মিয়া পূর্ব নরহা দক্ষিণ পাড়ার সাহার আলীর ছেলে। এর আগে গত মে মাসে চুরির দায়ে মাধবপুর ধৃত হয়ে ৪৫ দিন কারাবরণ করে হাদিস মিয়া । গত ২১ জুলাই নরহা গ্রামের মাহবুব আলমের ছেলে মিলন খানের মোবাইল চুরি করেছে বলে অভিযোগ তোলার দুইদিন পর হাদিস মিয়া ধৃত হয়। আজ আনুমানিক দুপুর ১.০০ টার দিকে আটককৃত হাদিস মিয়াকে নাসিরনগর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

02/07/2023

পল্লীবিদ্যুৎতের নাসিরনগর লাইনটি ফল্ট করেছে। তবে কোথায় ফল্ট করেছে সেটি এখনো আইন্ডেন্টিফাই করতে পারছেনা পবিসের রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত টিম। কতৃর্পক্ষ সকলকে ধৈর্য্য ধারন করতে বলেছেন।তাই রাতে বিদ্যুৎ আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।

সবাইকে ঈদ মোবারক

Independent tv র  ইউটিউব চ্যানেলে আলোচিত ২৫ দিনের বাচ্চাকে গৃহকর্মী খু* করছে এবং জ্বীন সেটা বের করছে এটা নিয়ে নিউজ বের হ...
27/06/2023

Independent tv র ইউটিউব চ্যানেলে আলোচিত ২৫ দিনের বাচ্চাকে গৃহকর্মী খু* করছে এবং জ্বীন সেটা বের করছে এটা নিয়ে নিউজ বের হয়েছে।

নিউজের তথ্য অনুসারে গ্রীন লাইফের ডাক্তার বলেছে মায়ের মায়ের শরীরের নীচে পরে বাচ্চা মা* রা গিয়েছে।

এবং পুলিশের তদন্ত মতে বাচ্চার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং এই মৃত্যু তে গৃহকর্মীর সম্পৃক্ততার কোন আলামত পাওয়া যায়নি।
বরং পুলিশের ধারণামতে মাদকাসক্ত মায়ের শরীরের নীচে পরেই শিশুটির মৃত্যু হয়েছে।

Copy ☘️

23/06/2023

সরাইল গরুর বাজার

Shout out to my newest followers! Excited to have you onboard!Careless Bappy, Ibrahim Mia, Md Sheikh Piash, Moniruzzaman...
15/06/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Careless Bappy, Ibrahim Mia, Md Sheikh Piash, Moniruzzaman Mino, Roy Paritush, Sahalam Mia, Abul Kasem, Khairul Hasan Suhag, Shamol Sarkar Rocky, Md Sabbir, MD Jahidol Islam, Rk Sojib Khan, গোলাপ মিয়া, নেজামুল হক অরুপ, বৈশাখী ঘোষ, Noreja Akter, Suman Mia, মো জসীম, Md Sobuj Mia, প্রবাশী জিবন অনেক কষ্টের, MD Mikail, Rita Islam, Abir Ahamad

11/06/2023

কাঠুরিয়ার জীবন কাহিনি

সুখবর ! সুখবর !! সুখবর!!!কুন্ডা নয়াবাজার প্রাঙ্গনে ডাঃ রোকন উদ্দিন মাঠে সরকারীভাবে গরু ও মহিষের হাটের অনুমোদন প্রাপ্ত  হ...
09/06/2023

সুখবর ! সুখবর !! সুখবর!!!
কুন্ডা নয়াবাজার প্রাঙ্গনে ডাঃ রোকন উদ্দিন মাঠে সরকারীভাবে গরু ও মহিষের হাটের অনুমোদন প্রাপ্ত হয়েছে,তাই পবিত্র ইদুল আজহা উপলক্ষে আগামি শনিবার হইতে প্রতি শনিবারে সাপ্তাহিক গরু মহিষের হাট কুন্ডা নয়াবাজার প‌্রাঙ্গনে " ডাক্তার রোকন উদ্দিন মাঠে" গরু,মহিষ ও ছাগলের বিরাট হাট বসানো হয়েছে। আপনার পছন্দসই পশু ক‌‌িনতে চলে আসুন কুন্ডা নয়াবাজার গরুর হাটে! আধুনিক সুবিধা সম্বলিত বলিষ্ঠ শক্তি শালী নিরাপত্তা বলয়ের বাজার কমিটি দ্বারা পরিচালিত নানান রকমের গরুছাগলের সমারোহ আছে আমাদের এই হাটে!! আসুন দেখুন আর কিনে নিন আপনার পছন্দসই পশুটি।

09/06/2023

পবিত্র জুম্মা মোবারক❣️
গীতিকারঃ আব্দুল আলী

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। 👉 আগামী ১৭/০৮/২০২৩ থেকে এ পরীক্ষা শুরু হ...
08/06/2023

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।
👉 আগামী ১৭/০৮/২০২৩ থেকে এ পরীক্ষা শুরু হবে। চলবে ২৫/০৯/২০২৩ পর্যন্ত।

কালো জোব্বা পরে মাথার টুপিটা আকাশে ছুঁড়লাম আর গ্র্যাজুয়েশন কম্প্লিট করে ফেললাম, ব্যাপারটা এতো সহজ হবে না ফিলিপাইনে।গাছ ...
07/06/2023

কালো জোব্বা পরে মাথার টুপিটা আকাশে ছুঁড়লাম আর গ্র্যাজুয়েশন কম্প্লিট করে ফেললাম, ব্যাপারটা এতো সহজ হবে না ফিলিপাইনে।

গাছ লাগানোর বিষয়ে সচেতনতা তৈরিতে এক অভিনব আইন চালু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি। সম্প্রতি ফিলিপাইনে পাস হয়েছে 'গ্র্যাজুয়েশন লিগ্যাসি ফর দি এনভায়রনমেন্ট অ্যাক্ট'। নতুন এই আইনে কোনো শিক্ষার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করতে হলে কমপক্ষে দশটি করে গাছ লাগাতে হবে। গবেষণায় দেখা গেছে, ফিলিপাইনে প্রতিবছর প্রায় ১২ মিলিয়ন শিক্ষার্থী প্রাথমিক, ৫ মিলিয়ন শিক্ষার্থী মাধ্যমিক এবং ৫ মিলিয়ন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক শেষ করে। যদি এই আইনটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে প্রতিবছর ১৭৫ মিলিয়ন নতুন গাছ লাগানো সম্ভব হবে। এভাবে এক প্রজন্মের মধ্যেই ৫২৫ বিলিয়ন গাছ লাগানো যাবে। এসব লাগানো গাছের বেঁচে থাকার হার যদি ১০ শতাংশও হয়, তবুও তা ৫২৫ মিলিয়ন ছাড়িয়ে যাবে।

বাংলাদেশেও খুব শীঘ্রই এরকম একটি আইন
চালু করা এবং তা বাস্তবায়ন করা উচিত।
লেখা: অনিন্দ্য জয়

07/06/2023

নাসিরনগরে নৌকা ডুবে ১ জনের মৃত্যু

তীব্র গরমে বিদ্যুৎবিহীন অবস্থায় স্বস্থির খোঁজে গাছ তলায় ক্লাস নিচ্ছেন চাতলপাড় ডিগ্রি কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের প্র...
05/06/2023

তীব্র গরমে বিদ্যুৎবিহীন অবস্থায় স্বস্থির খোঁজে গাছ তলায় ক্লাস নিচ্ছেন চাতলপাড় ডিগ্রি কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক মো. মানিরুল হোসাইন।

04/06/2023

লিচুর রাজধানী বিজয়নগড় ভ্রমণ

মাসুম ভাই 01760-866333

#লিচু #সংবাদ #আঙ্গুর #ফ্যাক্ট

সোডিয়াম সাইক্লামেট নামের যৌগ যা 'ঘন চিনি' নামে পরিচিত বা‌লাদেশে। এই যৌগ চিনির চেয়ে ৫০ গুণ বেশি মিষ্টি। অর্থাৎ, ১ কেজি ...
03/06/2023

সোডিয়াম সাইক্লামেট নামের যৌগ যা 'ঘন চিনি' নামে পরিচিত বা‌লাদেশে। এই যৌগ চিনির চেয়ে ৫০ গুণ বেশি মিষ্টি। অর্থাৎ, ১ কেজি চিনি যতটা মিষ্টি স্বাদ আনতে পারে, মাত্র ২০ গ্রাম সোডিয়াম সাইক্লামেটের পক্ষেই খাবারকে ততটা মিষ্টি করে তোলা সম্ভব। কিন্তু এই সোডিয়াম সাইক্লামেট ভয়ঙ্কর বিষাক্ত।
দুঃখজনক হলেও সত্য যে বাজারের বেশিরভাগ মিষ্টি জাতীয় খাবার এখন এই ঘনচিনি ব্যাবহার করে তৈরী হচ্ছে এবং আমরা মহা সুখে তা খেয়ে যাচ্ছি,সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই যে অধিকাংশ মানুষ এই ব্যাপারে প্রায় কিছুই জানেনা 😣😞😓

02/06/2023

নাসিরনগর কলেজে শত শত বিষাক্ত সাপ

02/06/2023

নাসিরনগরে ১০০ টাকায় বাইক ওয়াশ

Address

নাসিরনগর সদর
Brahmanbaria
3440

Alerts

Be the first to know and let us send you an email when Nasirnagar.tv-নাসিরনগর টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other TV Channels in Brahmanbaria

Show All