Only Caption No Text

Only Caption No Text _ღ༎ ɪ ᴡɪsʜ…!🥰🥀
“লাইফে এমন একজন থাকুক! যে কখনো আমার উপর বিরক্ত হবে না”༎…!🖤🌸

02/02/2024

এক চোখে পরিবার ❤️
অন্য চোখে ক্যারিয়ার 💫
তৃতীয় কোনো চক্ষু নেই নিজেকে দেখিবার...!🥀🙂

02/02/2024

তোমার জন‍্য অন‍্য কারোর মায়ায় পড়া বারণ
তুমি আমার হঠাৎ মুচকি হাসির কারণ ... !! 👩‍❤️‍👨 🥰

02/02/2024

তার জন্য কাঁদো' যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে,কিন্তু এমন কারো জন্য কেঁদো না' যে তোমার চোখের জল দেখে উপহাস করে।

02/02/2024

চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে
__কষ্টের পরিমাণ ও বেড়ে যায় ...!!😩💔

02/02/2024

____❝’প্রিয়”শোন’❞-♡🙂
__”দুরত্ব কখনো সম্পর্ক আলাদা করতে পারে নাহ্__!🥀
সময় কখনো সম্পর্ক তৈরি করে নাহ্!ღ۵🥰࿐”__ღ᭄”যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্ক’টা ও সারাজীবন ঠিক থাকে°°ღ۵প্রিয়°° 🥰࿐"

02/02/2024

-জীবন যুদ্ধে হেরে গেলে চলবে না
-শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যেতে হবে 😢

~ইনশাআল্লাহ 🤲🥹💗

02/02/2024

- আমি ভাবতেছি আমার বন্ধু রা আমাকে ভুলে গেছে, হারিয়ে গেছে বন্ধুত্ব...!

-পরে বুঝতে পারলাম প্রকৃত বন্ধুত্ব হারায় না আসলে তারাই আমাকে বন্ধু ভাবে না.!😢🥀

02/02/2024

~ প্রয়োজন শেষ হলে,,,,,,, 💔,,,,,,,💔,,,,,,,,,
……… মানুষের কথার ধরন পালটে যায়…….. 🙃….🙃….
>♣♠♥♦‍~~

02/02/2024

কল্পনা করো, তুমি যাকে ভালোবাসো
সে ও তোমাকে ভালোবাসে!
করছো??
কল্পনা করেই খুশী থাক ভাই!
সে তোমাকে ভালোবাসে না!

02/02/2024

_জানিনা কেনো হঠাৎ করেই মনটা খারাপ হয়ে যায়,!😥
__মন খারাপের কোন কারণ খুঁজে পাই না,,শুধু এটা বুঝতে পারি আমি ভালো নেই,,,!💔😭

02/02/2024

🥀💔😊 ─༅༎•🤍༅༎•─
─༅༎•🖤🌸কারো পছন্দের হওয়াটা খুব সহজ
কিন্তু সবসময় তার পছন্দের হয়ে
‌‌ থাকাটা খুব কঠিন ༅༎•🖤🌸
─༅༎•🤍༅༎•─.😊💔🥀🍁

02/02/2024

💔💔💔
তুমি ভালোবাসবে বলেই অপেক্ষা করেছিলাম,
অথচ তুমি ভালোবাসলে তবে অপেক্ষাতেই রয়ে গেলে..।

তুমি আসবে বলেছিলে.. তুমি এসেও ছিলে,
হয়তো কল্পনায় কিংবা স্বপ্নে..।

01/02/2024

"স্বার্থের দুনিয়ায় স্বার্থই সব"!🙂
তুমি যতদিন মানুষের স্বার্থগুলো মিটিয়ে যেতে পারবে তুমি তাদের কাছে খুব ভালো হবে আর যখন তাদের স্বাথটা মিটে যাবে।তখন তোমায় আর চিনবে না। তুমি যখন মেটাতে অক্ষম হবে তুমি তাদের চোখে খারাপ হয়ে যাবে। এমন কিছু স্বার্থপর মানুষ আছে.আমাদের চারপাশে যারা নিজেদের স্বার্থের জন্য সময় অসময় সবকিছুই করতে পারে । নিজেদের পরিবর্তনটা ও তারা সময় মতো দেখিয়ে দেয়.!🙂

01/02/2024

ইচ্ছা গুলোকে স্বাধীনতা দাও উড়তে দাও আকাশে লোকের কথায় কান দিও না,, সে তো রোজই উড়ে বাতাসে 😕😎

01/02/2024

আমার চেয়েও ভালো কিছু পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে, আমার দুঃখ লাগে না..!😔

আমি চাই না, কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক; হে'রে যাক, আফসোস করুক কিংবা মন ছোটো করে বাঁচুক!

01/02/2024

গল্প তো সবারই থাকে।
কারোটা হয় উপন্যাস কারোটা দীর্ঘশ্বাস।

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Only Caption No Text posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Digital creator in Bogura

Show All