Sumo Posting

Sumo Posting প্রভু আমি তোমারি দ্বারে বারবার ফিরে আসি
তুমি বিনে কেহ নেই মোর এ ভুবনে

02/09/2024

হে মানব সমাজ!তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত কর।
যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তীদিগকে সৃষ্টি করেছেন।
তাতে আশা করা যায় তোমরা পরহেযগার অর্জন করতে পারবে...

আল কুরআন (2:21)

SubhanAllah,..
31/08/2024

SubhanAllah,..

29/08/2024

সহজ পথ সব সময় কঠিন হয়
তাই ইসলাম এর বিধি বিধান গুলো মানতে এতো কঠিন মনে হয়...

27/08/2024

একটা বাঁধ নির্মাণ করার সাহস পাইনি।
এখন এতো পানি কই রাখুম?
পদ্মা সেতুতে নাকি মেট্রোরেলে? নাকি এক্সপ্রেসওয়ে? নাকি স্যাটেলাইটে পাঠিয়ে দিব??
সারা বছর ইলিশ খাওয়াইলেন, আম পাঠাইলেন, দেশের বুক চিরে রেললাইন দিলেন!!
ট্রানজিট দিলেন!
গ্যাস দিলেন!!
মংলা বন্দর দিলেন!!
সাড়ে ৩ লাখ চাকরি দিলেন!!
কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প দিলেন !!
ঢাকা ছাড়া বাকি ৬৩ জেলার কোথাও বিশেষায়িত হাসপাতাল তৈরি না করে বছর বছর রোগী পাঠাইলেন !!
দিনশেষে কী পেলাম? বন্যার পানি!! 🙂

copyist from Tazakhobor news.com

''আমি ইচ্ছা করলে সবাইকে হেদায়াত দান করতে পারতাম,কিন্তু আমার এ কথা অবশ্যই সত্ত্য যে,আমি মানুষ এবং জ্বিন উভয় দ্বারা জাহান্...
26/08/2024

''আমি ইচ্ছা করলে সবাইকে হেদায়াত দান করতে পারতাম,কিন্তু আমার এ কথা অবশ্যই সত্ত্য যে,আমি মানুষ এবং জ্বিন উভয় দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করবো''

আল কুরআন(সূরা আস-সাজদাহ)..

হে আল্লাহ, আমাদের কে অবশ্যই হেদায়াত দান করুন🤲

23/08/2024

হে আল্লাহ,
আপনি বন্যা কবলিত প্রতিটি জনপদের মানুষকে হেফাজত করুন🤲
আমিন 📢

20/08/2024

"ভেঙ্গে পড়োনা, নিরাশ হয়োনা, সাহায্য আসবেই,
এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে!" [সূরা বাকারা, আয়াত : ২১৪]

এমনটা এই পৃথিবীতে আর কারও সাথে না হক.. Allah, save us all
16/08/2024

এমনটা এই পৃথিবীতে আর কারও সাথে না হক..

Allah, save us all

12/08/2024

কেনো হলো পা'ছা লাল, মনে রেখো চিরকাল।
বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা!🥴

প্রিয় গোপালগঞ্জ বাসী😂🤣

04/08/2024

আমি আজকের পর আর যদি কভু ফুরে না আসি, তাহলে আমার আম্মুকে বলে দিও

তার ছেলেকে দেশের জন্য উতসর্গ করে দিতে...

02/08/2024

Photographer Rishi Kabbo is no more with us....😥

এই শহরে পাখিদের ঘুম ভাঙ্গে গুলির শব্দে
এই শহরে ছাত্র পড়ে থাকে মগজ ভর্তি বারুদের গন্ধে

মস্তিষ্ক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শকুন এর গুলি
রক্তের দাবানলে ভেসে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষীরা

ফ্যাসিষ্ট কারা? স্বৈরাচার কে?
শকুন এর ভয়ে থাকে ঘরে কে ?
মায়ের বুকের আর্তনাদ-
হামার বেটাকে মারলু কেনো?
তৃষ্ণার্ত কালো র‍্যাব,
পানি লাগবে আর কারো?

শহর যখন নির্ঘুম মুগ্ধ, প্রিয়,সাঈদ এর রক্তে,
তখন বেওয়ারিশ লাশেদের দ্বন্দ্বে কোথাও কেউ নেই ।

কাঁটাতার ফেলে আসা খাকি হায়েনার শব্দ বোমায়
ঢেকে যাচ্ছে মুক্তির স্লোগান
টিয়ারশেল এর ধোঁয়ায় নিখোঁজ হচ্ছে লাশ

প্লেন এর শব্দের পিছু নিয়ে মাইল পাড়ি দেওয়া থেকে
হেলিকপ্টার এর শব্দে আতংক লাগার সময়ে আজ

এই শহরে পাখিদের ঘুম ভাঙ্গে গুলির শব্দে
এই শহর নেশায় বুদ বারুদের গন্ধে।।
....
( মাথার মধ্যে দেশ, বুকের মধ্যে প্রেমিকা )
~রিশি কাব্য
- জুলাই/২০২৪

02/08/2024

হাসিনার পোষ্য বাহিনীর প্রতি আহ্বান স্বৈরাচারের তাবেদারি ছেড়ে জনতার কাতারে এসে দাঁড়ান।

দেখুন জনতা আপনাদের কীভাবে গ্রহণ করে।

01/08/2024

We want the unconditional release of all Sir

( Fahad'sTutorial)
. (বন্দী পাঠশালা)
(ঢাকা কমার্স কলেজ)
(RU, English Department)
(RU,English Department)

(সাবেক ব্রাক শিক্ষক)
(কোটা সমন্বয়ক)
(সামাদিয়ান -২০)
(ড্যাফোডিল)
(উত্তরা ইউনিভার্সিটি)

(বি এফ শাহীন কলেজ)
(UAP)
(চট্টগ্রাম কলেজ,)
(বীর শ্রেষ্ঠ মুন্সি আবরুর রউফ কলেজ)
( সেন্ট প্লাসিড স্কুল এন্ড কলেজ-এইচ এস সি পরিক্ষার্থী)
(East West University)
(এক্স রাজুকিয়ান -এইচএসসি পরীক্ষার্থী)

(সিলেট সরকারি কলেজ)
(পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ,রংপুর
(JU)
(Bangladeshi Rapper)
(RU)
(Student,BAUST)


31/07/2024
31/07/2024

# # #এই বাংলা চাইনি তো, যেই বাংলা চেয়েছি
সেই বাংলা চেয়েছি,যেটা আমি পাইনি✊
# # #

হোক লড়াই! রক্ত দিয়ে পারিনি তোমাদের সাথে থাকতে.. দেয়ালে লিখেই থাকলাম না হয়!
31/07/2024

হোক লড়াই!
রক্ত দিয়ে পারিনি তোমাদের সাথে থাকতে.. দেয়ালে লিখেই থাকলাম না হয়!

হারুনের ২ ই. হনুলুলু  রিভিল করা হলো ছাত্রদের আন্দোলন থেকে ডিস্ট্রাক্ট করার উদ্দেশ্যে। কারন বেনজিরের মত হারুনও পঁচে দুর্গ...
30/07/2024

হারুনের ২ ই. হনুলুলু রিভিল করা হলো ছাত্রদের আন্দোলন থেকে ডিস্ট্রাক্ট করার উদ্দেশ্যে। কারন বেনজিরের মত হারুনও পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। হারুন পঁচে গেছে তার ভাতের হোটেলের জন্য। হাইকোর্টও বলছে- ছাত্রদের ডিবি অফিসে ডেকে নিয়ে খাওয়ানো এক ধরনের মশকরা।

হারুন তার টেম্পার লস করেছে। তাই তাকে আল্লাহর নাম নিয়ে কুরবানী দেওয়া হলো। এটা পুরানো টেকটিক্স। ছাত্ররা বড়জোর এটাকে ওয়েপনাইজ করতে পারে তবে খুশিতে বাগবাগ হওয়ার কিছু নেই। এটা ফ্রেন্ডলি ফায়ার বা ফলস ফ্ল্যাগ।

তবে শুধুমাত্র এতটুকু চিন্তা করুন, ডিপ স্টেট কতটা পাওয়ারফুল হলে 'চিফ অব ডিটেক্টিভ ব্রাঞ্চ' এর দুই ইঞ্চিরও ফাইল রাখে?

রেজিমকে সেফ করার একমাত্র উপায় জাতির শত্রুর ব্রান্ড এম্বাসেডার হিসেবে এতদিন যারে নির্মান করা হয়েছে তারে বলি দিয়ে দেয়া। পাবলিকের রাগ এতে রেজিমের নীতিগত সিদ্ধান্তের উপর থেকে সরে একজনের উপর রিলিজ হয়। এটাই হাসিনার এক্সিট অন্তত এই মুহুর্তে। এটা যতোই নোংড়া হোক। লাগলে হারুনকে পাঁচশো কোটি টাকা ড্যামেজ কস্ট দেয়া হবে তাতে কার কি আসে যায়! কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আমরা ভাইয়ের লা'শ কাঁধে প'র্ন দেখতে বসি নাই।

‘র’ যেভাবে শেখ হাসিনার ‘ক্রাইসিস ম্যানেজমেন্টে’ এগিয়ে এলোউত্তম গুহ দিল্লী থেকে৩০ জুলাই, ২০২৪ ১৮:৪৬ভারতীয় গোয়েন্দা সংস্থা...
30/07/2024

‘র’ যেভাবে শেখ হাসিনার ‘ক্রাইসিস ম্যানেজমেন্টে’ এগিয়ে এলো
উত্তম গুহ দিল্লী থেকে
৩০ জুলাই, ২০২৪ ১৮:৪৬

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ বিদেশী মিশনগুলোর মধ্যে এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ মিশন। ভারতের ভূ-রাজনৈতিক নিরাপত্তার জন্য বাংলাদেশের উপর নিয়ন্ত্রন রাখা খুবই জরুরি। তাই বাংলাদেশের উপর নিয়ন্ত্রন হারানো ভারতের জন্য উদ্বেগ ও শংকার বিষয়। গত প্রায় দেড় দশকে ‘র’ এর বড় চ্যালেঞ্জ ছিল বিডিআর বিদ্রোহ এবং ২০১৪ সালের নির্বাচনে যেভাবেই হোক আওয়ামী লীগ নিয়ে জিতিয়ে নিয়ে আসা। এই চ্যালেঞ্জ ‘র’ ভালোভাবেই উতরে গেছে। ২০২৪ সালেও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তারা সফল হয়েছে।

দিল্লীর কূটনৈতিক সূত্রগুলো বলছে, ২০২৩ সালের মে মাসে মার্কিন ভিসা নীতি ঘোষণার পর শেখ হাসিনার মালদ্বীপ সফরে ‘র’ এর তৎকালীন চিফ ও বাংলাদেশে দায়িত্ব পালন করা দু’জন সাবেক হাই কমিশনারের সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানা দীর্ঘ বৈঠক করেন। মূলত ওই বৈঠকেই যুক্তরাষ্ট্রকে বশে করার পরিকল্পনা ঠিক করা হয়। এই পরিকল্পনাতেও ‘র’ সফল হয়েছে। তাই ৭ জানুয়ারির নির্বাচনের পর শেখ হাসিনা ও ‘র’ উভয়েই নির্ভার ছিল।

সম্প্রতি শেখ হাসিনা দিল্লী সফরে গিয়ে ‘র’ এর সাহায্যের প্রতিদান স্বরুপ ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছেন। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে এসব চুক্তিতে ভারতকে সুবিধা দেয়া হয়েছে একতরফা ভাবে। মংলা বন্দরের নিয়ন্ত্রণ ও পরিচালনা ভারতকে দেয়া হয়েছে। বাকী দুটো হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে আসাম ও ত্রিপুরায় রেল চলাচলের করিডোর ও তিস্তা নদী প্রকল্প। মংলা ও রেল করিডোর চুক্তি শেষ পর্যন্ত হলেও তিস্তা প্রকল্প থেমে যায় বাংলাদেশের কিছু আামলার উদ্দেশ্য প্রনোদিত কালক্ষেপনের কারণে। চুক্তির খসড়া প্রস্তুত হয়নি বলে কৌশলে চুক্তির বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে।

বাংলাদেশের আমলাদের একটি সূত্র বলছে, রেল করিডোর চুক্তি সংক্রান্ত ফাইলটি দিল্লির বাংলাদেশী হাইকমিশন বা রেল মন্ত্রনালয়ে নেই। এই ফাইলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আছে। কারণ চুক্তির একটি ধারায় বলা হয়েছে, ‘চলন্ত রেলে ভারত কি পরিবহন করবে তা বাংলাদেশ কর্তৃপক্ষ দেখতে ও জানতে পারবে না। তবে ভারতীয় রেল বাংলাদেশ ভূখন্ডে কোন নিরাপত্তাজনিত সংকটে পড়লে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করবে ভারতীয় নিরাপত্তা বাহিনী।’ মানে বাংলাদেশে ভারতের সৈন্য প্রবেশ করতে পারবে তাদের রেলকে নিরাপত্তা দেয়ার কথা বলে। অনেকেই মনে করছেন এই চুক্তি করে ভারত মূলত বাংলাদেশে সৈন্য পাঠানোর এক ধরনের বন্দোবস্তু করে রাখলো।

এই তিনটি চুক্তির বিষয় ফাঁস হওয়ার পর চীন শেখ হাসিনার উপর নাখোশ হয়। চীনের ধারণা বাংলাদেশের রেল কড়িডোর দিয়েই ভারতের উত্তর-পূর্বাঞ্চলে চীনকে ঠেকাতে সামরিক সরঞ্জাম পরিবহন করা হবে। এ কারণেই শেখ হাসিনা চীন সফর গিয়ে প্রত্যাশিত সফলতা পাননি। চীনের পক্ষ থেকে এরকম শীতল আচরণই করা হয়েছে।

শেখ হাসিনার চীন সফর নিয়ে যখন দিল্লিতে ‘র’ কেন্দ্রীয় সদর দপ্তরে চুলচেরা বিশ্লেষণ চলছে তখনই ঢাকায় ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে রাজপথে নেমে আসে। এই আন্দোলনের গতিবিধির উপর নজর রাখার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল এক নবীন বাঙালি ‘র’ কর্মকর্তাকে।

ওই বাঙালি কর্মকর্তার ১৭ জুলাই পাঠানো তথ্য পেয়ে বিচলিত হয়ে পড়েন ‘র’ উর্ধ্বতন কর্মকর্তারা। দিল্লীতে ‘র’এর কাছে তথ্য আসে ঢাকায় সাধারণ শিক্ষার্থীদের উপর গুলির নির্দেশ দিয়েছে পুলিশের হাইকমান্ড। শুরুতে এটা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অনুসারীদের কাজ হিসাবে ভাবলেও পরে তারা জানতে পারে সরকারের উচ্চমহল বেশ ঘৃণাসূচক শব্দ উচ্চারণ করেই গুলির নির্দেশ দিয়েছে। পুলিশ গুলি করে দমানোর চেষ্টা করলেও ২৪ ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ১৮ জুলাই উভয় দেশের সরকার বিচলিত হয়ে পড়ে। দিল্লিতে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বেশ কয়েকজন ভারতীয় কূটনীতিকের সাথে আলোচনা করে জানায় পরিস্থিতি ‘বিডিআর বিদ্রোহের চেয়ে ভয়াবহ’। তিনি বলেন Our student has rebelled।

এরপর শেখ হাসিনার সঙ্গে ‘র’ প্রধানের সরাসরি ফোনালাপ হয়। ওই আলাপে কারফিউ জারির বিষয়টি উঠে আসে এবং শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনে জামাত শিবির প্রবেশ বলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বার্তা দেওয়া হয়।

টেলফোন আলোচনায় ‘র’ এর পক্ষ থেকে কারফিউ জারির পরামর্শ দেওয়াও পাশাপাশি দ্রুত একটি দল পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। শেখ হাসিনা কারফিউ জারি করতে রাজি হলেও ডিজিএফআইয়ের কাছ থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়ে জানতে চান। কিন্তু ডিজিএফআইয়ের আগেই ‘র’ হাসিনাকে সেনাবাহিনীর বিষয়ে আশ্বস্ত করেন। উল্লেখ্য ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের পর ডিজিএফআইয়েরই একটি অংশ ‘র’ এর বাংলাদেশ সেলে পরিনত হয়েছে। এরাই মূলত ভারতকে বাংলাদেশ সেনাবাহিনীর সব তথ্য সরবরাহ করে থাকে। এই সেল ভারতের কাছ থেকে সামরিক অস্ত্র কেনাসহ নানা বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রভাবিত করে।

‘র’ ও শেখ হাসিনার ধারণা ছিল কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দিলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কিন্তু শনিবার ঢাকায় কারফিউ ভেঙে মানুষ রাস্তায় নেমে আসে এবং অর্ধশত নিহত হয় বলে তথ্য যায় দিল্লিতে। একই সঙ্গে ‘র’ জানতে পারে আওয়ামী লীগের একাংশের নীরব সমর্থন রয়েছে আন্দোলনের প্রতি।

এ অবস্থায় শনিবার দিল্লি ও কলকাতায় একাধিক বৈঠক করে ভারতীয় নীতি নির্ধাকরা। পরামর্শ নেওয়া হয় বাংলাদেশের উপর নজর রাখা সাংবাদিক ও মালদ্বীপে বৈঠকে থাকা ওই দুই ভারতীয় সাবেক কূটনৈতিকেরও। বৈঠকে অনেকেই শেখ হাসিনার দিন শেষ মন্তব্যও করেন। কিন্তু তার মধ্যেই ‘র’ প্রধান বৈঠকে বার্তা একটি বার্তা পাঠায় ‘ প্রয়োজনে পূর্বে আরেকটা কাশ্মীর বানাও তবুও শেখ হাসিনাকে টিকিয়ে রাখো।’

নির্দেশ পেয়েই ‘র’ এর দলটি শনিবার ঢাকায় তেঁজগাও বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় নেমেই ‘র’এর দলটি বৈঠক করে ডিজিএফআই, ডিবি পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। বিশেষ নজর রাখা হয় মার্কিন দূতাবাস ও চীনা দূতাবাসের উপর।

শনিবারই সিদ্ধান্ত হয় ২০১৯ সালে কাশ্মীরে দমনের পদ্ধতি অনুসরণ করে ঢাকা মিশন ২০২৪ সফল করা হবে। সব ধরনের ফোন কল ফোন কলের নিয়ন্ত্রণ নেওয়া হয়। সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের উপর বিশেষ নজর রাখা হয়। লাশ গুম করার টিমও তৈরী করা হয়। কাশ্মীরের মতই বাড়ি বাড়ি তল্লাশী শুরু করে যৌথ বাহিনী।

‘র’ কর্মকর্তারা সরাসরি ঢাকার মাঠে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ঢাকায় ভারত বিরোধী নানা গুঞ্জন তৈরী হয়। এর মধ্যে একটি হচ্ছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে হিন্দিতে কথা বলতে শোনা যায় কিছু লোককে। হাইকোর্টের রায় ও সরকারের প্রজ্ঞাপন জারির পাশাপাশি পরিস্থিতি শেখ হাসিনার নিয়ন্ত্রণে চলে আসে। ফলে ২৪ জুলাই ‘র’ এর দলটিকে আর মাঠে না নামার নির্দেশ দেয়া হয় দিল্লি থেকে। ২৫ জুলাই থেকে মাঠ থেকে সরে আসে ‘র’ দলটি। এরপর সহায়ক একটি টিম দিল্লি থেকে পরামর্শ দিচ্ছে।

এর পাশাপাশি দিল্লী ও কলকাতাতেও যেন বাংলাদেশ বিরোধী কোনো বিক্ষোভ না হয় সে বিষয়ে বিশেষ সতর্ককতা অবলম্বন করা হয়। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এ বিষয়টি তদারক করছে চুক্তিতে নিয়োগ পাওয়া এক কর্মকতা। এরপর কলকাতায় বামপন্থি ছাত্রসংগঠনগুলো বাংলাদেশের উপ-হাইকমিশন ঘেরাও করলে দিল্লির বাংলাদেশ হাইকমিশন চাপে পড়ে যায়।

২১ জুলাই রবিবার জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজের এক অধ্যাপককে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রন করা হয়। ওই মধ্যাহ্ন ভোজনে জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বামপন্থি সংগঠনগুলো যেন দিল্লিতে কোন বিক্ষোভ না করে বা হাইকমিশন ঘেরাও করতে না আসে তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় এই অধ্যাপককে।

- The Mirror Asia

যৌবন তুমি আগুন হ‌ও,লাল পলাশের ফাগুন হ‌ও!আর আসছে ফাগুন অনেক দেরি,এক্ষুনি দিগুন হ‌ও...Oh my beautiful timeline!
30/07/2024

যৌবন তুমি আগুন হ‌ও,
লাল পলাশের ফাগুন হ‌ও!
আর আসছে ফাগুন অনেক দেরি,
এক্ষুনি দিগুন হ‌ও...

Oh my beautiful timeline!

24/03/2024

اِنَّا جَعَلۡنَا مَا عَلَی الۡاَرۡضِ زِیۡنَۃً لَّہَا لِنَبۡلُوَہُمۡ اَیُّہُمۡ اَحۡسَنُ عَمَلًا ﴿۷﴾
পৃথিবীর উপর যা কিছু আছে[১] আমি সেগুলিকে ওর শোভা করেছি মানুষকে এই পরীক্ষা করবার জন্য যে, তাদের মধ্যে কর্মে কে উত্তম। [১] ভূ-পৃষ্ঠে জীব-জন্তু, উদ্ভিদ, জড় ও খনিজপদার্থ এবং মটির নীচে লুক্কায়িত অন্যান্য গুপ্তধন, এ সবই হল দুনিয়ার শোভা-সৌন্দর্য ও তার চাকচিক্য।

(সুরা আল কাহাফ,আয়াত নং 7) আল কুরআন

23/03/2024

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন জিবরাঈল (আ.)-কে বললেন,
আপনি যতোবার আমার নিকট এসেছেন,
ততোবারই আপনার কপালে শোক ও
দুশ্চিন্তার ছাপ ছিলো? এর কারণ কি?

জিবরাঈল (আ.) নবীজি সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম-এর প্রশ্নের জবাবে বললেন,
"জাহান্নাম সৃষ্টির পর থেকে
আমার ঠোঁটে, চোখে ও মুখে কখনো হাসি ফুটেনি।"

জাহান্নাম কেমন হবে?

১. জাহান্নামের গভীরতা এমন যে,
এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে
জাহান্নামের তলদেশে পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। বিচারের দিন জাহান্নামকে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে, যার প্রত্যেক শিকল ৭০ হাজার ফেরেশতা বহন করবেন।

২. জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে।

৩. জাহান্নামবাসীদের শরীরের চামড়া
১২৬ ফুট পুরো করে দেওয়া হবে, যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ কঠিন হয়। তাদের শরীরে আরও থাকবে তিল, যার এক একটি উহুদ পাহাড়ের সমান।

৪. প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ কঠিন করা হবে।

৫. জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত গাছ। আর পানীয় হবে ফুটন্ত পানি, পুঁজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল। এরপরও জাহান্নামবাসীর পিপাসা এতো বেশি হবে যে, তারা এই পানীয় পান করতে থাকবে।

৬. জাহান্নামের এই ভয়াবহ কঠিন কল্পনাতীত আযাব অনন্তকাল ধরে চলতে থাকবে।
জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করলে, তাদেরকে লোহার হাঁতুড়ি দিয়ে আঘাত করে, পুনরায় জাহান্নামে ফেলে দেওয়া হবে।

এই জন্যই বলছি, আমার ভাইবোনরা আসুন, আমরা দীনের পথে চলি, ইসলাম মেনে চলি, আমাদের কখন, কি হবে আমরা কিন্তু কেউ জানি না?কেউ আমার সাথে যাবে না, আমার হিসাব আমাকেই দিতে হবে! দুনিয়াটা একটা ধোঁকা ও লালসাময়।

তাই আসুন, আমরা পবিত্র কুরআন- হাদিসের আদেশ-নিষেধ ও শরিয়াহ মোতাবেক চলে, ভয়াবহ কঠিন জাহান্নাম থেকে বাঁচি, আমাদের পরিবারকে বাঁচাই ও সারাবিশ্বের মুসলমানদেরকে বাঁচাই।

হে আল্লাহ! আপনি আমাকে, আমাদের পরিবারকে ও সারাবিশ্বের সকল মুসলমানকে, ভয়াবহ কঠিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করুণ। আমিন।

Collected

23/03/2024

দায়িত্ব ঘাড়ে চাপলে, শখ ব্যাপারটা এমনিতেই মন থেকে উঠে যায়!😔

22/03/2024

আল্লাহ আমাদের সবাইকে এই রমাদানে হেদায়াত দান কর এবং সঠিক পথ প্রদর্শন কর....

22/03/2024

وَ قُلِ الۡحَقُّ مِنۡ رَّبِّکُمۡ ۟ فَمَنۡ شَآءَ فَلۡیُؤۡمِنۡ وَّ مَنۡ شَآءَ فَلۡیَکۡفُرۡ ۙ اِنَّاۤ اَعۡتَدۡنَا لِلظّٰلِمِیۡنَ نَارًا ۙ اَحَاطَ بِہِمۡ سُرَادِقُہَا ؕ وَ اِنۡ یَّسۡتَغِیۡثُوۡا یُغَاثُوۡا بِمَآءٍ کَالۡمُہۡلِ یَشۡوِی الۡوُجُوۡہَ ؕ بِئۡسَ الشَّرَابُ ؕ وَ سَآءَتۡ مُرۡتَفَقًا ﴿۲۹﴾
বল, ‘সত্য তোমাদের প্রতিপালকের নিকট হতে সমাগত; সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক ও যার ইচ্ছা প্রত্যাখ্যান করুক।’ আমি সীমালংঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়; যা তাদের মুখমন্ডল দগ্ধ করবে; কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই (অগ্নির) আশ্রয়স্থল।

(সূরা কাহাফ,আয়াত 29)

22/03/2024

- কথা হচ্ছে বন্দুকের গুলির মতো...

অন্যের দিকে ছুড়তে ভালোই লাগে কিন্তু নিজের দিকে আসলে বড় বিপদজ্জনক হয়ে দাঁড়ায়....🖤

Address

Bogura
Bogura
5800

Telephone

+8801924999486

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumo Posting posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumo Posting:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Bogura

Show All