MRU RONY

MRU RONY উদ্দেশ্য ছাড়া কেউ কাছে
আসে না আর স্বার্থ ছাড়া কেউ পাশে
থাকে না…

10/08/2024

প্রতিটা স্বঁপ্নই রঙিন হয় বাস্তবতা গুলো সাদা কালো হয় কেনো -?

16/09/2023

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।
হাত লাগলেই শেষ।
সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।
এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না,
পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায়।
যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে,
তার লজ্জা তত কমবে।
যেমন-চিত্র নায়িকারা।
বিকিনি পড়তেও দ্বিধা করে না।
পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে।
কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওড়না ছাড়া
দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে।
ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের ভূমিকা পালন করছে।
ফেসবুকে বন্ধু বেশি।
অতি-আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে
পিরিয়ড নিয়ে কথা বলে।
ফ্ল্যার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে-
মাইন্ড করলে বলে '' জাস্ট কিডিং, টেক ইট ইজি।'
ইজিলি নিতে নিতে সেই অশালীন বিষয় আর অশালীন লাগে না।
লজ্জা শেষ !
আবার ফেসবুকে প্রেমিক বেশি!!
কেউ প্রেমে পড়েছে তো,
প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে।
স্বামীর মতো।
এরপর ব্রেকআপ হয়।
আবার কারো প্রেমে পড়ে।
আবারো চুম্মা-চাটি, আরো কতো কি করে !!
আবার ব্রেকাপ।
লজ্জা - শরমের মাথা খেয়ে মেয়েটা এক সময় নির্লজ্জ
হয়ে যায়।
'প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে,
পুরুষের সব বিলীন হয়ে যায়।
নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো।
প্রথমে একটা খেলেই পিনিক আসে।
পরে ২০-২৫ টা খেলেও কাজ হয় না।
ব্যস !
এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করে না।
প্রেমিকের ভালবাসা তার কাছে পানসে লাগে।
একটার পর একটা পুরুষ বদল করে।
কিন্তু স্থির হতে পারে না।
জানাশোনা শেষ হলেই - আর ভালো লাগে না।
বিরক্তি লাগে।
কারণ, ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালবাসার
অনুভূতিই শেষ।
মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের লজ্জা কমে।
বাচ্চা হবার পরে আরো কমে যায়।

আগে মেয়েদের কাছে স্বামীই ছিলো পুরুষ।
তাই বিয়ের পরের কথা এসেছে।
এখন বিয়ে লাগে না পুরুষের কাছে আসতে-
ফেসবুক হলেই চলে।
ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করে।

লেখাটি না বুঝলে আরেকবার পড়ুন,
তারপরে মন্তব্য
(এই জন্য বিয়ে করলে দেখে-শুনে করবেন।। কারণ বিয়ে একদিনের জন্য না))

05/09/2023
  বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর এর ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয...
05/09/2023



বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর এর ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ কর্তৃক আয়োজিত “Role of Global Sourcing in Supply Chain Management” শীর্ষক একটি সেমিনার ০৫ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া সেমিনার হলে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সানোয়ার উদ্দিন, এনডিসি, পিএসসি, পিএইচডি, পিইঞ্জি (এলপিআর) এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইল লিমিটেড এর হেড অফ অপারেশন্স এন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ মতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিই বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ আহসান হাবিব। উক্ত সেমিনারে বিভিন্ন অনুষদের ডীনগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে আলোচ্য বিষয়ের উপরে ছাত্রছাত্রীদের সাথে প্রশ্ন উত্তর পর্ব, পুরস্কার বিতরনী ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় এবং প্রধান বক্তা বিশ্ববিদ্যালয়ের পরিচালকবৃন্দ ও ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন।

ধন্যবাদান্তে

ড. মোহাম্মদ আহসান হাবিব
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আইপিই বিভাগ, বিএইউএসটি

03/09/2023

ইদানিং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে, সহজ থেকে কঠিন হচ্ছে, আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে, কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না; ব্যাক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে, স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে, স্ট্রেইট ফরওয়ার্ড সাজতে গিয়ে অভদ্র হচ্ছে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবী করছে।

কিন্তু সবাই কেনো জানি 'মানুষ' হতে ভুলে যাচ্ছে!'

01/09/2023

তিনি বলেছিলেন ভালো কিছু হতে না পারলে প্রশ্নই আসেনা সম্পর্ক রাখার,
তাহলে কি আমার উচিত হবে এখন সম্পর্ক রাখার??🌚

24/08/2023
24/08/2023
04/08/2023

জীবনে ঠিক যতবার হোঁচট খেয়ে পড়েছি
ততবারই উঠে দাঁড়িয়েছি। কেউ আমাকে হাত ধরে
টেনে তুলবে তারপর আমি উঠে দাঁড়াব—
এই অপেক্ষা করার কখনোই প্রয়োজন মনে করিনি।
জীবনে যতবার হোঁচট খেয়েছি ততবার শিখেছি,
জেনেছি এবং মানিও—
সাফল্য কখনোই একদিনে আসে ন।।

28/07/2023

🎵 Ei Brishti Bheja Raate (lyrics) | George Lincoln D'Costa | এই বৃষ্টি ভেজা রাতে | Artcell | Lyrics Video....!!🔔 If you like it 𝗽𝗹𝗲𝗮𝘀𝗲 𝘀𝘂𝗯𝘀𝗰𝗿?...

28/07/2023

৮ বছরের রিলেশন, পরিবারের দ্বিমত, অনেক বাধা অপেক্ষা করে সবাই কে রাজি করিয়ে এর পরে বিয়ে! আজ সকালে বউ বলে আমার শরীরে তোমার অংশ! চোখ দিয়ে ঝর ঝর পানি পড়তে পড়তে আল্লাহ কে স্মরণ করলাম আর বললাম এই পূর্ণতা হয়তো আমাদের ধৈর্য ফল স্বরূপ!🖤

আর মানুষ কতো অজুহাতে প্রিয়জন'কে ছে/ড়ে যায় রেখে দিলে হয়তো এইরকম একটা সুন্দর মুহূর্ত দেখা হতো.! প্রিয়জন'কে আগলে রাখতে শিখুন.!🖤

28/07/2023

যে অবস্থার পরিবর্তনে অহংকারী হয় তার কাছ থেকে দূরে থাকাই ভালো!!
Allah give me patience🤲

21/07/2023

সব 'চাওয়ার' প্রাপ্তি নেই
সব 'পাওয়ার' তৃপ্তি নেই ॥

21/07/2023

IPE Department 🥰

Machine Shop Practice sessional😎

11/07/2023

যেটা হারিয়ে যাবে সেটা আমার না।।
সব কিছুর পরও যেটা থাকবে,
সেটাই আমার।।

06/07/2023

যে আমাকে রেসপেক্ট করেনা,
তার কাছে আর কী চাইব!!

Address

Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when MRU RONY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Bogura media companies

Show All