16/05/2021
শরীরে নয় মননে নারী
-নির্মল প্রিয়া বিশ্বাস (কালাগ্নি)
যদি তুমি প্রেমিক হও
তোমার প্রেমিকার কাছে
শরীর চেওনা,
শুধু প্রেমের একটুখানি
অনুভূতি চাও..
দেখবে সে তোমার বুকে মাথা রেখে
গল্প করছে, তোমার চোখে মুখের দিকে
তাকাচ্ছে,মাথায় হাত বুলিয়ে দিচ্ছে,
তখনই তুমি
প্রেমের অনুভূতিটা
নিখুঁতভাবে শনাক্ত
করতে পারবে।
প্রদীপের নীচে কেমন গাঢ় অন্ধকার
কিন্তু চারিদিকে তার কেমন আলো-
তেমনই নারীর শরীরটা
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্ধকার
জন্ম যার লিঙ্গ নির্ধারণে মেয়ে হয়েছে কটুক্তিতে,
একটু বেশী খাবার খাওয়ায় রাক্ষুসি শোনাতে,
সব শুনে মুখ বুঝে সহ্য করবে কিন্তু প্রতিবাদ
করবে না।
কিন্তু সে যখন ভাবিনী বেশে,
অর্ধাঙ্গিনী সেজে,স্ত্রী রূপে প্রেমিকা হয়ে
তোমার সংসারে আসবে তখন তোমার জন্য
সে দুঃখের সংসারে যে উজ্জ্বল আলো
জ্বালবে-
সেটা যদি তুমি
দেখতে পাও তবেই তুমি একজন পুরুষ,
তবেই তুমি একজন প্রেমিক।
তখনই তুমি নারীর মনটা,
কামিনীর কামনা,ভাসিনীর ভাষা
খুব সহজে বুঝতে পারবে।
তবে তুমি যদি নারীর মনটাকে
পণের টাকার মতন এসি,ফ্রিজ
গাড়ি,বাড়ি মনে কর-
চাইলেও তুমি
একজন প্রেমিক হতে পারবে না,
একজন মাংসলোভী পুরুষই থেকে
যাবে-
কাজেই ভালো মনের
একজন প্রণয়ী খোঁজার আগে নিজে
একজন ভালো মনের পুরুষ হও--
দেখবে তোমার আপন নারী
যে তোমায় মনটা দিয়েছে--তার কাছে
শরীরটা চাওয়ার আগেই সে তোমার
বাহুতে ধরা দিয়েছে--(অসমাপ্ত)
ছবি: সংগৃহিত