The Daily Sarstec

The Daily Sarstec সত্যের সাথে, আগামীর পথে

ক্যাম্পাস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাডমিন্টন সেগমেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয় গত...
30/01/2024

ক্যাম্পাস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাডমিন্টন সেগমেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয় গত ২৮ তারিখে। ফাইনালে সিঙ্গেলে প্রতিদ্বন্দিতা করে বাধন (১২তম) এবং নাহিদ (১২তম)। বিজয়ী বাধন(১২তম)

অপরদিকে ডাবলে প্রতিদ্বন্দ্বিতা করে রিয়ন(৯ম), সাদি(৯ম) এবং জোবায়ের(৯ম), মুরাদ(১০ম)। বিজয়ী জোবায়ের(৯ম),মুরাদ(১০ম)

২০২৪ সালের ফেব্রুয়ারীতে শুরু হতে যাওয়া “অমর একুশে বইমেলা ২০২৪” সার্সটেক ১০ম ব্যাচের আয়মান তাহা  রচনাকৃত প্রথম কাব্যগ্রন্...
29/01/2024

২০২৪ সালের ফেব্রুয়ারীতে শুরু হতে যাওয়া “অমর একুশে বইমেলা ২০২৪” সার্সটেক ১০ম ব্যাচের আয়মান তাহা রচনাকৃত প্রথম কাব্যগ্রন্থ এবং শহীদ আব্দুর রব সেরনিয়াত টেক্সটাইল কলেজের প্রথম কোন ছাত্রের একক কাব্যগ্রন্থ “কথাকাক” প্রকাশিত হতে যাচ্ছে। বইটি আগামি ৯ই ফেব্রুয়ারী বই মেলায় ২৬১-২৬২ নাম্বার স্টলে উন্মুক্ত হবে। এছাড়া বইটি বাংলাদেশের জনপ্রিয় অনলাইন বই বাজার “রকমারি” তে পাওয়া যাচ্ছে।

https://www.rokomari.com/book/371281/kothakak

আজ ২৮ জানুয়ারি রোজ রবিবার , শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগ...
28/01/2024

আজ ২৮ জানুয়ারি রোজ রবিবার , শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম বারের মতো ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতা চলাকালীন উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব ইঞ্জিনিয়ার মোঃ আবদুল কাদের ব্যাপারী স্যার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকামন্ডলী।
উক্ত প্রতিযোগিতায় সকল ব্যাচের প্রায় ৩০ জনের বেশি অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জুবায়ের (৯ম ব্যাচ) , দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ইলহান (১১ তম), শাহীন (১০ম)

আজ ২১/০১/২০২৪ তারিখে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশালে ,বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারি...
21/01/2024

আজ ২১/০১/২০২৪ তারিখে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশালে ,বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং লেভেল -১,টার্ম -১ এর ১৩ তম ব্যাচ (শিক্ষাবর্ষ ২০২২-২০২৩) এর নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান, মহাপরিচালক , বস্ত্র অধিদপ্তর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বস্ত্র অধিদপ্তর এবং
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আবদুল কাদের বেপারী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, উপ-পরিচালক, বস্ত্র অধিদপ্তর ও মোঃ নিজাম উদ্দিন, উপ-পরিচালক, বস্ত্র অধিদপ্তর ও রাজু আহমেদ , উপ-পরিচালক, বস্ত্র অধিদপ্তর এবং অত্র কলেজের সহকারী শিক্ষকবৃন্দরা ও নবাগত ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ।।।
এ সময়ে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এরপরে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আবদুল কাদের বেপারী স্যার এবং এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।।।

সার্সটেক পিঠা উৎসব ১৪৩০ এর উদ্ভোদন করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব ইঞ্জিনিয়ার মোঃ আবদুল কাদের ব্যাপারী।  এছাড়াও উপস্থিত ছি...
16/12/2023

সার্সটেক পিঠা উৎসব ১৪৩০ এর উদ্ভোদন করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব ইঞ্জিনিয়ার মোঃ আবদুল কাদের ব্যাপারী। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র কলেজের অন্যান্য শিক্ষক - শিক্ষিকা মহোদয়।

আজ শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর ১৩ তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠা...
07/12/2023

আজ শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর ১৩ তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আবদুল কাদের বেপারী স্যার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকামন্ডলী এবং ১৩ তম ব্যাচের শিক্ষার্থীরা

গত ২৭ শে নভেম্বর বরিশালের সি এন্ড বি রোডে শেরে বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মৃতুবরন করেন।  ঘটনার প্রতিবাদ...
29/11/2023

গত ২৭ শে নভেম্বর বরিশালের সি এন্ড বি রোডে শেরে বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মৃতুবরন করেন। ঘটনার প্রতিবাদে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,সি এন্ড বি রোড, বরিশাল এর সাধারণ শিক্ষার্থী রা মানববন্ধন ও চালকদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে মাঠে নামে।

পরে পুলিশি সহায়তায় থ্রি-হুইলার চলাচলের রাস্তায় যেনো বড় বাস,ট্রাক না আসতে পারে তাই দূর্ঘটনা এড়াতে রোড ব্লকার ব্যবহার করা হয়।

13th batch orientation Class.
28/11/2023

13th batch orientation Class.

আসসালামু আলাইকুম, বরিশালের মানবসেবী সংগঠন 'প্রয়াস' প্রতিবারের মতো এবারও আয়েজন করতে যাচ্ছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। উক্ত...
26/11/2023

আসসালামু আলাইকুম, বরিশালের মানবসেবী সংগঠন 'প্রয়াস' প্রতিবারের মতো এবারও আয়েজন করতে যাচ্ছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। উক্ত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত, শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেয়া হবে শীতবস্ত্র।

কথায় আছে, "দশের লাঠি, একের বোঝা" আপনার আমার ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান মিলে বৃহৎ আকারে সহযোগিতা করা সম্ভব হবে। জীবনের ভালো কাজের তালিকায় যুক্ত হোক আরেকটি সুন্দর অর্জন।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ

বিকাশ/ নগদঃ 01317013092 (personal)
রকেটঃ 01857739424-6 (Personal)
ডাচ বাংলাঃ 1271050234584

❝প্রয়াস❞
মানবতা সেবাই মুক্তির সোপান

এসোসিয়েশন অব সার্সটেক এলামনাই  ASA পক্ষ থেকে ৮ম এবং ৯ম ব্যাচের জন্য ইঞ্জিনিয়ার সুমন আহমেদের (১ম ব্যাচ) তত্বাবধানে আয়োজন ...
07/10/2023

এসোসিয়েশন অব সার্সটেক এলামনাই ASA পক্ষ থেকে ৮ম এবং ৯ম ব্যাচের জন্য ইঞ্জিনিয়ার সুমন আহমেদের (১ম ব্যাচ) তত্বাবধানে আয়োজন করা হয়েছে প্রফেশনাল ফটোসেশন।

১৬, ১৭ ও ১৮ই সেপ্টেম্বর ৩ দিনব্যাপী বরিশাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল আইটি সোসাইটি কর্তৃক আয়োজিত প্রযুক্তির মহোৎসব...
20/09/2023

১৬, ১৭ ও ১৮ই সেপ্টেম্বর ৩ দিনব্যাপী বরিশাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল আইটি সোসাইটি কর্তৃক আয়োজিত প্রযুক্তির মহোৎসব।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড: ছাদেকুল আরেফিন।উক্ত ইভেন্টে ছিল আকর্ষণীয় গেমিং কনটেস্ট, ইনডোর গেম, প্রোগ্রামিং কনটেস্ট, কুইজ প্রতিযোগিতা এবং সেমিনার।
➡️Segments:
⚽FIFA 19
🎮PUBG Mobile
🥅eFootball (PES)
🎰Rubik's Cube Contest
💻Programming Contest
🧠Quiz Contest
⌨️Typing Contest
🖼️Poster Competition

ওপরের সেগমেন্ট গুলোর মধ্যে FIFA 19 সেগমেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ৯ম ব্যাচের Hasibur Rahman Rocky.এছাড়াও
SARSTEC থেকে ছিল PUBG এর টিম। তারা PUBG MOBILE সেগমেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে।
এবং efootball (PES) এ ১০ম ব্যাচের সায়মন চতুর্থ স্থান অধিকার করেছে।

GMS Composite Knitting industry LTD ৮ম ব্যাচ থেকে ইন্টার্নকৃত একটি গ্রুপ ফ্যাক্টরি থেকে সংগ্রহীত Embroidery কালেকশন প্রদ...
13/09/2023

GMS Composite Knitting industry LTD ৮ম ব্যাচ থেকে ইন্টার্নকৃত একটি গ্রুপ ফ্যাক্টরি থেকে সংগ্রহীত Embroidery কালেকশন প্রদান করে।এসময় উপস্থিত ছিলেন জনাব ইঞ্জি: আবদুল কাদের বেপারী অধ্যক্ষ অত্র কলেজ।এবং গ্রুপের সুপারভাইজার জনাব ইঞ্জি: প্রণয় হালদার(লেকচারার টেক্সটাইল)

L-4 T-2 Semister Final Exam routine for 8th Batch
30/08/2023

L-4 T-2 Semister Final Exam routine for 8th Batch

আসসালামু আলাইকুম। আগামী ১১/৮/২৩ তারিখ, শুক্রবার  Association of SARSTEC Alumni (ASA) কর্তৃক "Alumni Event & Activities a...
10/08/2023

আসসালামু আলাইকুম।
আগামী ১১/৮/২৩ তারিখ, শুক্রবার Association of SARSTEC Alumni (ASA) কর্তৃক
"Alumni Event & Activities and Career Development seminar 2023" অনুষ্ঠিত হবে।

স্হানঃ সার্সটেক অডিটোরিয়াম

Exam Routine of L-3,T-2 for 9th batch
29/07/2023

Exam Routine of L-3,T-2 for 9th batch

২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি দক্ষতার সাথে বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে বস্ত্র অধিদপ্তরের টেক্সটাইল ইঞ্জিন...
21/06/2023

২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি দক্ষতার সাথে বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে বস্ত্র অধিদপ্তরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহের মধ্যে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ১ম স্থান অধিকার করে। ছবিতে বস্ত্র অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয়ের নিকট থেকে সম্মাননা পত্র গ্রহন করছেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব ইঞ্জি: আবদুল কাদের বেপারী।

L-4 T-2 Assessment Exam routine for 8th Batch
16/05/2023

L-4 T-2 Assessment Exam routine for 8th Batch

ঘূর্নিঝড় মোখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে।
13/05/2023

ঘূর্নিঝড় মোখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সরকারি ৮টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি।**...
17/04/2023

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সরকারি ৮টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি।

**সর্বমোট আসন সংখ্যা ৯৬০ টি।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহ্ফিল-২০২৩ এর একাংশ।সবাইকে...
26/03/2023

শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহ্ফিল-২০২৩ এর একাংশ।

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস ২০২৩ -উপলক্ষে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইন্জি...
17/03/2023

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস ২০২৩ -উপলক্ষে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ, বরিশাল কতৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির স্থির চিত্র।

15/03/2023

৭ম ব্যাচের লেভেল-৪ টার্ম-২ ফলাফল প্রকাশিত হয়েছে।অভিনন্দন এবং শুভকামনা সকল ইঞ্জিনিয়ারগনকে।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানমালা
12/03/2023

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানমালা

L-4 T-1 Semister Final Routine For 8th Batch
22/02/2023

L-4 T-1 Semister Final Routine For 8th Batch

শুভ জন্মদিন সার্সটেক🖤
21/02/2023

শুভ জন্মদিন সার্সটেক🖤

ভাষা শহীদদের স্মরণে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্যাম্পাসের সকল শিক্ষক শ...
21/02/2023

ভাষা শহীদদের স্মরণে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্যাম্পাসের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। তাছাড়াও ক্যাম্পাসের সকল ব্যাচ এবং ক্লাবের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।

আগামীকাল শহীদ আবদূর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুর ১২.৩০ মিনিটে ক্যাম...
21/02/2023

আগামীকাল শহীদ আবদূর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুর ১২.৩০ মিনিটে ক্যাম্পাস প্রাংগন কেক কেটে এবং বেলুন উড্ডয়নের মাধ্যমে ক্যাম্পাসের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হবে।সবাইকে প্রোগ্রামে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিএমআইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে সার্সটেকের পক্ষ থেকে ৮ম ব্যাচের হেলাল উদ্দিন এবং ১০ম ব্যাচের মুরাদ হাসান অংশগ্রহণ করে।...
20/02/2023

বিএমআইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে সার্সটেকের পক্ষ থেকে ৮ম ব্যাচের হেলাল উদ্দিন এবং ১০ম ব্যাচের মুরাদ হাসান অংশগ্রহণ করে। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।অভিনন্দন তাদেরকে।

Form Fill-Up notice for 8th batch
19/02/2023

Form Fill-Up notice for 8th batch

-Exam Routine of Level-3, Term-1-9th batch
25/01/2023

-Exam Routine of Level-3, Term-1
-9th batch

Address

C & B Road
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Sarstec posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share