Our BU

Our BU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Our BU, Media/News Company, কর্নকাঠি, বরিশাল।, Barishal.

29/04/2022

১৮ দিনের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। পবিত্র মাহে রমজান, গ্রীষ্মকালীন, মহান মে...

27/04/2022

১ ) নামাজে দাড়িয়েই প্রথমে আমরা বলি,"আল্লাহু আকবার"
অর্থ – আল্লাহ্ মহান!

২ ) তারপর পড়ি সানা । সানায় আমরা আল্লাহর প্রশংসা করি নিজের জন্য দুয়া করি।
"সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
ওয়াতাবারাকাস্মুকা ওয়া তা’আলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা”
অর্থঃ হে আল্লাহ ! তুমি পাক-পবিত্র , তোমারই জন্য সমস্ত প্রশংসা, তোমার নাম বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ , তুমি ছাড়া অন্য কেহ উপাস্য নাই।

৩ ) তারপর আমরা শয়তানের প্রতারনা থেকে আশ্রয় চাই এবং বলি, "আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শায়ত্বা-নির রাজিম"
অর্থ: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।

৪ ) আল্লাহর পবিত্র নাম দিয়ে আল্লাহর দয়া করুণার গুন দিয়ে নামাজ এগিয়ে নিয়ে যাই। এবং বলি, "বিসমিল্লাহির রাহমানির রাহিম"
অর্থঃ পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।

৫ ) এরপর আমরা সূরা ফাতেহা দিয়ে নামাজ শুরু করি (২ রাকাত/৩ রাকাত/৪ রাকাত , ফরয/সুন্নতের নিয়ম অনুযায়ী নামাজ পড়ি )

৬ ) আমরা রুকুতে আল্লাহ্ -র উদ্দেশ্যে শরীর অর্ধেক ঝুঁকিয়ে দিয়ে মাথা নুয়িয়ে দিয়ে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই, ৩/৫/৭ বার বলি, "সুবাহানা রাব্বি-আল আজিম"/ সুবহানা রাব্বিয়াল আজিম ওয়া বিহামদিহি
অর্থ: আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি ।

৭ ) তারপর রুকু থেকে উঠে আমরা বলি,
"সামি আল্লাহু লিমান হামিদা"
অর্থ : আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন, যে তার প্রশংসা করে ।
তারপর পরই আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি, "আল্লাহুম্মা "রাব্বানা ওয়া লাকাল হামদ"
অর্থ : হে আল্লাহ! যাবতীয় প্রশংসা কেবল তোমারই।

৮ ) তারপর আমরা সমস্ত শরীর নুয়িয়ে দিয়ে মাথাকে মাটিতে লুটিয়ে দিয়ে আল্লাহর নিকট সিজদা দেই।
বি: দ্র: ‘যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিজদা করে, আল্লাহ তার জন্য একটি নেকী লেখেন ও তার একটি পাপ দূর করে দেন এবং তার মর্যাদার স্তর একটি বৃদ্ধি করে দেন।
"৩/৫/৭ বার "সুবহানা রাব্বিয়াল আ’লা"
অর্থ: আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি

৯ ) দুই সিজদার মাঝখানে আমরা বলি, "আল্লাহুম্মাগফিরলি, ওয়ার হামনী, ওয়াহদীনি, ওয়াজবুরনি, ওয়াআ'ফিনী, ওয়ার-ঝুকনী, ওয়ারফা'নী”
অর্থ: হে আল্লাহ! তুমি আমায় মাফ কর, আমাকে রহম কর, আমাকে হেদায়েত দান কর, আমাকে শান্তি দান কর এবং আমাকে রিজিক দাও ।

১০ ) এভাবে নামাজ শেষে , মধ্য (২ রাকাত , ৪ রাকাত ভিত্তিতে ) বৈঠক আর শেষ বৈঠকে তাশাহুদে, আল্লাহর প্রশংসা করি । রাসুল (সাঃ) এর প্রতি দুরুদ পেশ করে নিজেদের জন্য দুয়া করি । দুআ মাসুরা পড়ি ।

তাশাহুদ :
"আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্ সালাওয়াতু, ওয়াত্ তাইয়িবাতু। আস্সালামু ‘আলাইকা আইয়্যুহান নাবীয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস্ সালিহীন। আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আননা মুহাম্মাদান আদুহু ওয়া রাসুলুহু"
অর্থঃ “সকল তাযীম ও সম্মান আল্লাহর জন্য,সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভাল কথা ও কর্মও আল্লাহর জন্য। হে নবী! আপানার প্রতি শান্তি,আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষিত হোক। আমাদের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল"

দুরুদ :
"আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও
ওয়ালা আলি মুহাম্মাদিন
কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়ালা আলি
ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ,
অাল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিওঁ ওয়ালা আলি মুহাম্মাদিন
কামা বারাক্তা আলা ইব্রাহীমা ওয়ালা আলি ইব্রাহীমা
ইন্নাকা হামীদুম মাজীদ”
অর্থ:-হে আল্লাহ! আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ও উনার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেরূপভাবে আপনি ইব্রাহীম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত সম্মানিত।

দুআ মাসুরা :
"আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি যুলমান কাছিরা, ওয়ালা ইয়াগ ফিরূজ যুনুবা ইল্লা আন্তা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ার হামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম"
অর্থঃ হে আল্লাহ! আমি আমার উপর অত্যাধিক অন্যায় করেছি গুনাহ করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। আমার প্রতি রহম কর। নিশ্চই তুমি ক্ষমাশীল দয়ালু।

১১ ) ২ কাঁধে সালাম দিয়ে আমরা
নামাজ শেষ করি ।

আল্লাহ নামাজে আমরা কি পড়ি তার অর্থ বোঝার তৌফিক দান করুন। আমীন ❤

আজকে অনুষ্ঠিত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন।
22/04/2022

আজকে অনুষ্ঠিত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন।

17/04/2022

এই ডাক্তারি পরামর্শটির বাস্তব উদাহরণ আমি নিজে!!!
গত মার্চের ৬ তারিখের গভীর রাতে আমার ঘুম ভেঙ্গে গিয়েছিল! দ্রুত ওঠে বাথরুমে পেসাব করে বোতলে পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তার দুইদিন পর সিমটম শুরু হলে নিউরোসাইন্স হাসপাতালে যাই। যথারীতি সিটিস্ক্যান! ধরা পড়ে মাইনর স্ট্রোক!
পরামর্শঃ-
যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ:

আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।

হুট্ করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে হার্ট এ্যাটাকের মত ঘটনাও।

ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন।

এই দেড় মিনিট সময় নেয়াটা জরুরি কারন এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।

হঠাৎ এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।

১। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম তিরিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।

২। এরপর উঠে বিছানায় বসে থাকুন তিরিশ সেকেন্ড।

৩। শেষ তিরিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।

এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার হার্ট এ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।

খুবই গুরুত্তপুর্ন এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি‌ ছড়িয়ে দিন আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত লোকজনের মাঝে। নিজে এই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।

মনে রাখবেন যেকোন বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটে। সুতরাং সবাই নিয়মটি মানতে চেষ্টা করবেন প্লিজ। বিদ্রঃ সংগৃহীত, জনসচেতনতার জন্যে প্রচারিত।

16/04/2022

৪৫ তম বিসিএসে সার্কুলার নভেম্বর ২০২২

এক্সাম হবে এপ্রিল /মে ২০২৩

পদ সংখ্যাঃ ২০০০+-

জেনারেল বিসিএস হবে

11/04/2022

নতুন দুই ৫০ সিটের বাস "চিত্রা" আর "বৈকালী" ঢাকা থেকে বরিশালের পথে। দু'এক দিনের মধ্যেই পুলে যুক্ত হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ আবুল হোসেন শেখ ৪০তম বিসিএস এ পরিসংখ্যান ক্য...
30/03/2022

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ আবুল হোসেন শেখ ৪০তম বিসিএস এ পরিসংখ্যান ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। অভিনন্দন

আলহামদুলিল্লাহ Sumi দিদি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১ম প্রশাসন ক্যাডার(Admine Cader) ♥️
30/03/2022

আলহামদুলিল্লাহ Sumi দিদি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১ম প্রশাসন ক্যাডার(Admine Cader) ♥️

16/03/2022
New transport schedule applicable from 20th March.
16/03/2022

New transport schedule applicable from 20th March.

অনেকে রয়েছেন রাত জাগাকে অনেক ক্রেডিটের কাজ  মনে করেন, ভাবেন "রাত ৩ টা পর্যন্ত জেগেও আমি সকাল ৮ টায় ক্লাস জয়েন করি,  তাও ...
15/03/2022

অনেকে রয়েছেন রাত জাগাকে অনেক ক্রেডিটের কাজ মনে করেন, ভাবেন "রাত ৩ টা পর্যন্ত জেগেও আমি সকাল ৮ টায় ক্লাস জয়েন করি, তাও আমার কিছুই হয় না ", কিন্তু এতে যে কত বড় ক্ষতি করেন জানেন?!

সারাদিন কাজ করে এনার্জি ক্ষয়ের পর ঘুম আমাদের শরীরে সেই এনার্জি আবার জুগিয়ে দেয়। সুস্থ থাকার জন্য একজন মানুষের সাত-আট ঘণ্টা ঘুমের প্রয়োজন।কিন্তু দেরি করে ঘুমিয়ে তাড়াতাড়ি উঠার ফলে আমাদের শরীর কিন্তু পর্যাপ্ত এনার্জি পায় না। বিশেষ করে দেরি করে ঘুমাতে গেলে আমাদের শরীরের ভেতরে বিশেষ কিছু পরিবর্তন হয়, পাশাপাশি খাওয়া-দাওয়ার ধরনেও পরিবর্তন আসতে শুরু করে। ফলে হার্টের ক্ষতি হয়। শুধু তাই নয়, দেরি করে ঘুমাতে যাওয়া এবং সকাল ৭ থেকে ৮টার মধ্যে উঠে যাওয়ার কারণে ঘুমের কোটা সম্পন্ন হয় না। ফলে রক্তে শর্করার মাত্রা বেরে যাওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়।

সম্প্রতি হওয়া একটি গবেষণায় দেখা গেছে রাত ১১টার পর ঘুমাতে গেলে হার্টের রোগ এবং টাইপ- ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, তেমনি আরও কিছু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। একাধিক গবেষণায় দেখা গেছে দেরি করে ঘুমাতে যাওয়ার অভ্যাস করলে শরীর এবং মস্তিষ্কের ওপর মারাত্মক চাপ পড়ে। যে কারণে ব্লাড প্রেসার বাড়তে সময় লাগে না। এ ছাড়া কিডনির যেমন মারাত্মক ক্ষতি হয়, তেমনি স্ট্রোক এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও বেড়ে যায়।

স্ট্রেস বাড়বে কমবে আয়ুঃ

অনেককেই ব্যস্ততার কারণে দেরি করে ঘুমাতে হয়। কিন্তু পরের দিনের কাজের কারণে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যেতে হয়। ফলে ঠিক মতো ঘুম না হওয়ার কারণে দেহের ভেতরে স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যেতে শুরু করে। আর এমনটা হওয়ার কারণে মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার ভয় তো থাকেই। সেই সঙ্গে আরও হাজারখানেক রোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও থাকে।

ত্বকের সৌন্দর্য কমেঃ

দিনের পর দিন ঠিক মতো ঘুম না হলে কর্টিজল হরমোনের ক্ষরণ বেড়ে যেতে শুরু করে। ফলে একদিকে যেমন মন-মেজাজ খিটখিটে হয়ে যা, সেই সঙ্গে ত্বকের অন্দরে কোলাজেনের মাত্রা কমতে শুরু করার কারণে সৌন্দর্যও হ্রাস পায়।

রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পরেঃ

গবেষণায় দেখা গেছে রাত জেগে কাজ করলে কর্টিজল হরমোনের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ মারাত্মক বেড়ে যায়। ফলে সারা রাত কাজ করার ক্ষমতা জন্মালেও রোগ প্রতিরোধ ক্ষণতা একেবারে কমে যায়। ফলে নানাবিধ রোগ ঘাড়ে চেপে বসতে

কীভাবে রিসার্চগেট প্রোফাইল ওপেন করবেন?যারা গবেষণায় আগ্রহী এবং পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে চান তাদের জন্য একটি রিসার...
15/03/2022

কীভাবে রিসার্চগেট প্রোফাইল ওপেন করবেন?
যারা গবেষণায় আগ্রহী এবং পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে চান তাদের জন্য একটি রিসার্চগেট প্রোফাইল অত্যাবশ্যকীয়। একজন শিক্ষার্থীর জন্য রিসার্চগেট প্রোফাইল কেন গুরুত্বপূর্ণ, তার কিছু কারণ হচ্ছে -
১) আপনার রিসার্চগেট প্রোফাইল অনেকটা আপনার সিভির মতো, যদি সিভিটা কোন গবেষকের হতো। আপনার এই প্রোফাইল দেখেই যে কোন গবেষক বা প্রফেসর আন্দাজ করতে পারবেন আপনার রিসার্চ কতটা ইমপ্যাক্টফুল বা ভ্যালিড।
২) বাইরের ইউনিভার্সিটিতে এপ্লাই করতে গেলে সিভি জমা দিতে হয় এবং সেখানে রিসার্চগেট প্রোফাইলের লিংক দেয়া সমীচীন।
৩) অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পেপার "Sci-hub" ব্যবহার করেও ডাউনলোড করা যায় না। কিন্তু সেই পেপারটা যদি রিসার্চগেটে সার্চ করা হয়, তাহলে ওই পেপারটির অথোরের রিসার্চগেট প্রোফাইলে যদি পেপারটি আপলোড করা থাকে, তাহলে সেখানে থেকে খুব সহজেই পেপারটা ডাউনলোড করা সম্ভব।
৪) রিসার্চগেট আপনাকে দেশ-বিদেশের অসংখ্য প্রফেসর এবং শিক্ষার্থীদের সাথে যুক্ত হওয়ার এবং তাদের রিসার্চ সম্পর্কে জানার সুযোগ করে দিবে।
এবার আসি কীভাবে আপনি একটি রিসার্চগেট প্রোফাইল ওপেন করবেন। রিসার্চগেট প্রোফাইল ২ ভাবে ওপেন করা সম্ভব- With Institutional Email অথবা Without Institutional Email। চলুন তাহলে ধাপগুলো দেখে নেই -
☑️ WITH INSTITUTIONAL EMAIL ----
ধাপ-১ : আপনাকে প্রথমে রিসার্চগেট ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট লিংক - https://www.researchgate.net/
ধাপ-২ : "Join for free" অপশনটিতে ক্লিক করতে হবে।
ধাপ-৩ : "What type of researcher are you?" সেকশনে "Academic or student" অপশনটি সিলেক্ট করতে হবে।
ধাপ-৪ : এরপরের পেজে আপনার ইউনিভার্সিটি এবং যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, সেটার নাম দিতে হবে।
ধাপ-৫ : পরবর্তী পেজে আপনার নাম, ইউনিভার্সিটি ইমেইল (অর্থাৎ .edu মেইল) এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপরে "Continue" তে ক্লিক করতে হবে।
ধাপ-৬ : পরবর্তী কয়েকটি ধাপে আপনাকে আপনার ডিসিপ্লিন, স্কিলস সিলেক্ট করতে বলা হবে এবং আপনার ছবি আপলোড করতে হবে।
ধাপ-৭ : ধাপ ৬ সম্পূর্ণ শেষ হলে একটি নতুন পেজ দেখাবে এবং সেখানে লেখা থাকবে যে আপনার ইউনিভার্সিটি/ইনস্টিটিউশনাল ইমেইলে একটি এক্টিভেশন মেইল পাঠানো হয়েছে।
ধাপ-৮ : আপনার ইউনিভার্সিটি মেইল একাউন্টে গিয়ে, রিসার্চগেটের এক্টিভেশন মেইল ওপেন করে,‌ "Confirm email address" অপশনে ক্লিক করলেই চালু হয়ে যাবে আপনার রিসার্চগেট একাউন্ট।
❎ WITHOUT INSTITUTIONAL EMAIL ----
ইউনিভার্সিটি মেইল ছাড়া আইডি খুলতে হলে আপনাকে পরিচিত কোন সিনিয়র বা ফ্রেন্ড যারা ইউনিভার্সিটি মেইল দিয়ে রিসার্চগেট আইডি ওপেন করেছে তাদেরকে অনুরোধ করতে হবে রিসার্চগেটে আপনাকে ইনভাইট করতে। এর জন্য -
• যে ইনভাইট করবে তাকে "Invite colleagues via email" অপশনে গিয়ে আপনার পার্সোনাল ইমেইলে এড্রেসে একাউন্ট নমিনেশন পাঠাতে হবে। তবে এটার বড় অসুবিধা হচ্ছে যার রিসার্চগেট একাউন্ট আছে সে ৫ জনের বেশি কাউকে নমিনেট অর্থাৎ ইনভাইট করতে পারবে না।
• পরবর্তীতে আপনার ইমেইল এড্রেসে রিসার্চগেট থেকে একটি ইনভাইটেশন মেইল যাবে, সেখানে "Accept invitation" অপশনে ক্লিক করলেই নতুন একটা পেজ ওপেন হবে। এর পরে আপনার বিভিন্ন তথ্য ফিল-আপ করে আপনি একটি রিসার্চগেট একাউন্ট ওপেন করে ফেলতে পারবেন (উপরোক্ত ধাপ (ধাপ ৪-৬) গুলোর অনুরূপ)।
• এছাড়াও আপনি কোন পেপার পাবলিশ করে থাকলে, আপনার কো-অথার আপনাকে সহজেই ইনভাইট পাঠাতে পারবে।

11/03/2022

মোড়কজাত সয়াবিন লিটার ১৬৮ টাকা, খোলা ১৪৩

টাকা। খোলা পাম অয়েল ১৩৩ টাকা। বেশি নিলে

ভাউচারসহ ভোক্তা অধিকারে অভিযোগ দিন।

ধন্যবাদ মাননীয় উপাচার্য মহোদয় ArefinmatinMatinস্যারবরিশাল বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি ও নবীন বরন অনুষ্ঠান উপলক্ষ্যে...
08/03/2022

ধন্যবাদ মাননীয় উপাচার্য মহোদয় Arefinmatin

Matinস্যার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি ও নবীন বরন অনুষ্ঠান উপলক্ষ্যে আগামী ২৮ মার্চ জনপ্রিয় ব্যান্ড Warfaze এবং SUBCONSCIOUS আসছে..

।এছাড়াও প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক জাফর ইকবাল স্যার আসবেন।

22/02/2022

শুভ জন্মদিন প্রাণের বিদ্যাপীঠ,
বরিশাল বিশ্ববিদ্যালয়৷

২২/০২/২০২২।

18/02/2022
18/02/2022

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত‍্যাকরীদের প্রতি এক বিন্দু সমবেদনা নয়, বরং এইসব অকৃতজ্ঞের প্রতি তীব্র ....

Address

কর্নকাঠি, বরিশাল।
Barishal
1254

Alerts

Be the first to know and let us send you an email when Our BU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share