Radio Swapno Digital

Radio Swapno Digital সারাদিন-সারাক্ষণ
(1)

10/04/2024

LIVE: পৃথিবীর সেরা কারীর কন্ঠে -৩০ পারা - Quran Tilawat| Para 30| Qari Saiful Islam| কুরআন তিলাওয়াত

28/03/2024
13/02/2024

আজ পালিত হচ্ছে এই বিশেষ দিন। বিশ্ব বেতার দিবসের তাৎপর্য রয়েছে বিস্তর। সারা বিশ্ব জুড়ে এটি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই বিশেষ দিনে রেডিওৎ গুরুত্ব তুলে ধরা হয়। বেতার অন্যারে বিরুদ্ধে সর্বস্তরের কন্ঠস্বর তুলে ধরে। এটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

টেলিভিশন ও ইন্টারনেটের আগে বেতার ছিল যোগাযোগের সব থেকে বড় হাতিয়ার। এই বিশেষ মাধ্যম প্রসঙ্গে সকলকে সতর্ক করতেই পালিত হচ্ছে বিশ্ব বেতার দিবস। প্রতি বছর এই দিনটির এটি থিম থাকে।

এবছরের থিম হল রেডিও এবং শান্তি। থিমটি রেডিও প্রযুক্তিকে দ্রুত পরিবর্তন ও অগ্রগতির ওপর দৃষ্টি দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে। প্রতিটি মানুষকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করার ক্ষেত্রে রেডিওর গুরুত্বকে তুলে ধরেছে। যোগাযোগের ভবিষ্যত গঠনে রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গত বছর অর্থাৎ ২০২২ সালের থিম ছিল বেতার ও আস্থা। সংবাদ প্রচারের ক্ষেত্রে অন্যতম সর্বাধিক বিশ্বাসযোগ্য মাধ্যম হল বেতার। গতবছর তিনটি সাব থিম ছিল। যথা- বেতার সাংবাদিকতার প্রতি আস্থা। দ্বিতীটি, আস্থা ও সহজলভ্যতা। এবং তৃতীয় ছিল রেডিও স্টেশনগুলোর বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা। এমনই কদিন আগে ছিল ক্যান্সার দিবস।

বর্তমানে ক্যান্সার বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান রোগে পরিণত হয়েছে। এই রোগ প্রসঙ্গে সতর্ক করতে পালিত হয়েছিল ক্যান্সার দিবস। তার কিছুদিন আগে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। শিশু কন্যা রক্ষা করতে পালিত হয়েছিল দিনটি। এভাবেই গুরুত্ব বিষয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে পালিত হয় নানান দিবস।

হচ্ছে বিশ্ব বেতার দিবস। তার ব্যতীত যোগাযোগের অন্যতম মাধ্যম হল রেডিও। এটি যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম। রেডিওকে গণমাধ্যমের অন্যতম বিশ্বস্ত অংশ হিসেবে ধরা হয়। ইতিহাস বলছে, ১৮৯৫ সালে মার্কনি রেডিও তৈরি করেছিলেন। ধীরে ধীরে সমস্ত বিশ্বে এটি জনপ্রিয়তা পায়। আজ এই বিশেষ মাধ্যমকে সম্মান জানানোর দিন।

আজ সমস্ত বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বেতার দিবস। এই বিশেষ দিনটি পালনের জন্য ২০১০ সালে স্পেনের রেডিও অকাদেমি ইউনেস্কোর কার্যনির্বাহী পর্ষদের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। তারপর বহু আলোচনার পর রাষ্ট্রপুঞ্জে সংস্থাগুলো, এনজিও, ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি দলগুলো এই বিষয় দৃষ্টিপাত করে। ইউনেস্কোরা ৩৬ তম জেনারেল কনফারেন্সে ১৩ ফেব্রুয়ারি দিনটি বিশ্ব বেতার দিবস হিসেবে নির্দিষ্ট করা হয়। আজ পালিত হচ্ছে এই বিশেষ দিন।

বিশ্ব বেতার দিবসের তাৎপর্য রয়েছে বিস্তর। সারা বিশ্ব জুড়ে এটি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই বিশেষ দিনে রেডিওৎ গুরুত্ব তুলে ধরা হয়। বেতার অন্যারে বিরুদ্ধে সর্বস্তরের কন্ঠস্বর তুলে ধরে। এটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। টেলিভিশন ও ইন্টারনেটের আগে বেতার ছিল যোগাযোগের সব থেকে বড় হাতিয়ার। এই বিশেষ মাধ্যম প্রসঙ্গে সকলকে সতর্ক করতেই পালিত হচ্ছে বিশ্ব বেতার দিবস।

প্রতি বছর এই দিনটির এটি থিম থাকে। এবছরের থিম হল রেডিও এবং শান্তি। থিমটি রেডিও প্রযুক্তিকে দ্রুত পরিবর্তন ও অগ্রগতির ওপর দৃষ্টি দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে। প্রতিটি মানুষকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করার ক্ষেত্রে রেডিওর গুরুত্বকে তুলে ধরেছে। যোগাযোগের ভবিষ্যত গঠনে রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গত বছর অর্থাৎ ২০২২ সালের থিম ছিল বেতার ও আস্থা। সংবাদ প্রচারের ক্ষেত্রে অন্যতম সর্বাধিক বিশ্বাসযোগ্য মাধ্যম হল বেতার। গতবছর তিনটি সাব থিম ছিল। যথা- বেতার সাংবাদিকতার প্রতি আস্থা। দ্বিতীটি, আস্থা ও সহজলভ্যতা। এবং তৃতীয় ছিল রেডিও স্টেশনগুলোর বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা।

এমনই কদিন আগে ছিল ক্যান্সার দিবস। বর্তমানে ক্যান্সার বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান রোগে পরিণত হয়েছে। এই রোগ প্রসঙ্গে সতর্ক করতে পালিত হয়েছিল ক্যান্সার দিবস। তার কিছুদিন আগে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। শিশু কন্যা রক্ষা করতে পালিত হয়েছিল দিনটি। এভাবেই গুরুত্ব বিষয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে পালিত হয় নানান দিবস।

07/02/2024

অলস দুপুরে আছি Rj জেনিফার ও Rj ফারিয়া আজ আলোচনা হবে বরগুনার বিভিন্ন জায়গা নিয়ে....

 #বরগুনা জেলার আমতলী পৌরসভাসহ আগামী ৯ মার্চ দেশের ৯টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।যেসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠি...
21/01/2024

#বরগুনা জেলার আমতলী পৌরসভাসহ আগামী ৯ মার্চ দেশের ৯টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
যেসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে-

#বরগুনা জেলার আমতলী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, পটুয়াখালী পৌরসভা, রাজশাহী জেলার কাটাখালী পৌরসভা, সাতক্ষীরা পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ জেলার তাহেরপুর পৌরসভা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা। সুত্র:- কালবেলা

21/01/2024

খেলার খবরের আড্ডা থাকছি Rj তানভীর ও Rj স্বপ্ন

21/01/2024

অলস দুপুরে RJ দের আড্ডায় থাকছে Rj জেনিফার, Rj জেরিন,Rj লামিয়া..... এবং আমি Rj স্বপ্ন

17/01/2024

আপনারা শুনছেন RJ আলাপ -

16/01/2024

আপনারা শুনছেন Rj আলাপ

ব্রেকিং  নিউজসংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ লঙ্ঘনের অভিযোগে বরগুনার আমতলী পৌর সভার মেয়র ও উপজ...
04/01/2024

ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ লঙ্ঘনের অভিযোগে বরগুনার আমতলী পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে ইসি।

17/12/2023

মহান বিজয় দিবস'২০২৩ উপলক্ষে পি কে এস এফ, আই এফ এ ডি এবং সংগ্রাম এর সহযোগিতায়, জেলা প্রশাসন বরগুনায় এর আয়োজনে উদ্যোক্তা পণ্য প্রদর্শনী মেলা মাঠ থেকে সরাসরি

09/12/2023

১৬০ টাকা পিয়াজ সাধারন মানুষের নাগালের বাইরে

03/12/2023

বরগুনা -১ আসনে ২ জনের মনোনয়ন বতিল
১. মোঃ খলিলুর রহমান( সতন্ত্র)বরগুনা সদর ,
২.মোহাম্মদ নুরুল ইসলাম (স্বতন্ত্র) আমতলী.।

রেডিও স্বপ্ন সারাদিন-সারাক্ষন www.radioswapno.comLive শুনতে লিংকে ক্লিক করুন
02/12/2023

রেডিও স্বপ্ন সারাদিন-সারাক্ষন
www.radioswapno.com
Live শুনতে লিংকে ক্লিক করুন

Radio Swapno is the official radio station in Barguna. This is now the most dynamic radio station broadcasting from the heart of Barisal city. Soon we will be launching our other stations on other cities to the entire country.

25/10/2023

ফ্রী খেলাম বরগুনার মিজান টাওয়ারে ফুডল্যান্ড এ বিস্তারিত ভিডিওতে

18/10/2023

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বরগুনা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা উপকরণ বিতরণ

:-প্রেস বিজ্ঞপ্তি :-২১ আগস্টে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও তারেক রহমান সহ সকল খুনিদের বিচার কার্যকর করার দাবীতে আগা...
20/08/2023

:-প্রেস বিজ্ঞপ্তি :-

২১ আগস্টে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও তারেক রহমান সহ সকল খুনিদের বিচার কার্যকর করার দাবীতে আগামীকাল সকাল ১১:০০ ঘটিকায় বরগুনা পৌর মার্কেটের সম্মুখে মানববন্ধন এর আয়োজন করেছে বরগুনা জেলা আওয়ামী স্বেচ্চাসেবক লীগ।

সংগঠনের সভাপতি মো: মুরাদ হোসাইন এবং সাধারণ সম্পাদক অ্যাড:সাইমুল ইসলাম রাব্বি উক্ত কর্মসূচিতে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ , বরগুনা সদর উপজেলা ও পৌর শাখার সভাপতি, সম্পাদক সহ স্বেচ্চাসেবক লীগের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকতে বিশেষ ভাবে আহবান জানিয়েছেন।

অনুরোধ:--

সভাপতি/ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ
বরগুনা জেলা শাখা।

২০ আগস্ট বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার উদ্যোগে বরগুনা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ এইচএসসি পরীক্ষ...
20/08/2023

২০ আগস্ট বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার উদ্যোগে বরগুনা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অপেক্ষামান পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরন করেছেন বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
মো:মুরাদ হোসাইন
সাধারণ সম্পাদক
অ্যাড: সাইমুল ইসলাম রাব্বি
এছাড়াও সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

"সংকটে-সংগ্রামে-মানবতার-সেবায়
সদা জাগ্রত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ"।

স্বপ্নের পদ্মাসেতুর সাথে আমাদের স্বপ্নের ট্রফি।
07/08/2023

স্বপ্নের পদ্মাসেতুর সাথে আমাদের স্বপ্নের ট্রফি।

04/07/2023

ভৌতিক প্রকল্প তৈরি করে টিআর কাবিখার চাল ও অর্থ লুট!

বরগুনার বামনায় ২০২২-২৩ অর্থবছরের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণেলয়ের বরাদ্দ দেওয়া গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের ৯০ লাখ টাকা ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) ৩০০ টন চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন ভৌতিক প্রকল্প তৈরি করে এসব চাল ও অর্থ আত্মসাৎ করা হয়।

আজ মঙ্গলবার সকালে বামনা প্রেস ক্লাবে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের বিরুদ্ধে এসব প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন উপজেলার ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন বামনা সদর ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, রুমী খানম, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, ডৌয়াতলা ইউটি চেয়ারম্যান মিজানুর রহমানসহ চার ইউনিয়নের অন্য জনপ্রতিনিধিরা।
জানা গেছে, বরগুনার বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মচারী মো. মাফুজুর রহমান এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিবৃন্দ ভৌতিক প্রকল্প বানিয়ে কোনো কাজ না করে অর্থ আত্মসাৎ করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ বলেন, ‘টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের উপজেলা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান। কাজেই উপজেলা চেয়ারম্যানকে না জানিয়ে এসব লুটপাট হয়েছে, এটা আমরা মনে করি না।


অনুসন্ধানে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় বামনা উপজেলায় বরাদ্দকৃত ৩০০ টন চাল ৩০ জুন উত্তোলন করে আত্মসাৎ করা হয়। ১০০ টন করে বরাদ্দ দেওয়া ওই প্রকল্পগুলো হলো রতনশীলের বাসা থেকে আজিজ ডাক্তার বাড়ি পর্যন্ত রাস্তার দুই পাশ মাটি দ্বারা ভরাট মোট বরাদ্দ, এলজিইডির রাস্তা থেকে শুরু করে হিন্দুপাড়া হয়ে দফাদার বাড়ি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা সংস্কার ও খলিল মুন্সী বাড়ি থেকে রিয়াজ মুন্সী বাড়ি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা নির্মাণ। এই প্রকল্পগুলোর কোনো ঠিকানা নেই। কোন এলাকায় তাও জানা যায়নি।

নাম দেখে প্রকল্প অনুসন্ধানে গিয়ে কোথাও এর কোনো অস্তিত্ব মেলেনি।
এ প্রকল্প তিনটির সভাপতি হলেন বামনা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তুহিন, ডৌয়াতলা ইউনিয়নের ইউপি সদস্য জাহানারা বেগম ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার।

এ ব্যাপারে আলতাফ হোসেন হাওলাদার ও জাহানারা বেগম জানান, তাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম ও অফিসের কর্মচারী একটি কাগজে স্বাক্ষর দিতে বলেন। তারা স্বাক্ষর করেন। তারা জানতেন না তাদের ব্যবহার করে এই লুটপাট করা হয়েছে।

আরো জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ দেওয়া গ্রামীণ অবকাঠামো প্রকল্পে ৪০টি প্রতিষ্ঠানের অনুকূলে দুই লাখ ২৫ হাজার টাকা করে মোট ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। অথচ সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব প্রকল্পের কোনো কাজই হয়নি।

এ ব্যাপারে বামনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘বরাদ্দটা আমরা পেয়েছি জুনের ১৯ তারিখ। তাই বরাদ্দ যাতে ফেরত না যায় এ জন্য আমরা স্ব স্ব প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অর্থ পে-অর্ডার করেছি। আমরা কেউ এই অর্থ আত্মসাৎ করিনি।’

ভৌতিক প্রকল্পের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব প্রকল্প মন্ত্রণালয় থেকে পাস হয়েছে। প্রকল্পগুলো উপজেলার কোথায় তা আমরা জানি না। এসব বিশেষ বরাদ্দে উপজেলার যে কাউকেই প্রকল্প কমিটির সভাপতি করা যায়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার বলেন, ‘জুনের শেষ সময়ে বরাদ্দটা পেয়েছি। ২৫ তারিখ জুন ক্লোজিং থাকায় টাকাটা উত্তোলন করে রেখে দেওয়া হয়েছে। পরে কাজ হলে টাকাটা পরিশোধ করে দেওয়া হবে।’

উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু বলেন, ‘বিশেষ বরাদ্দ এসেছে, আমি চেয়ারম্যান হিসেবে কিছুই জানি না।’

বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বলেন, ‘বরাদ্দের খবর পাওয়ার পর জেলা প্রশাসকের কাছ থেকে সকল কাগজপত্র সংগ্রহ করি। যে বরাদ্দ দেওয়া হয়েছে তা বামনা উপজেলায় খরচ করার জায়গা নেই। ভুয়া প্রকল্প তৈরি করে এই টাকাগুলো তুলে আত্মসাৎ করেছেন সংশ্লিষ্টরা।’

01/07/2023

বরগুনায় আজাদ , বরগুনার আজাদ , কবি ও কবিতার সাথে আড্ডা। বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে //

01/07/2023

বরগুনায় আজাদ বরগুনার আজাদ কবি ও কবিতার সাথে আড্ডা। বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে।

30/06/2023

ঈদ পূনর্মিলনী - ২০২৩ SSC ব্যাচ ০৪

21/06/2023

বরগুনায় চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন দুইজন। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে তাদের পুশিলে হস্তান্তর করেছে-

Address

91, Golap Palaza, 5th Floor, Bazr Road, Barguna
Barishal
8700

Alerts

Be the first to know and let us send you an email when Radio Swapno Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radio Swapno Digital:

Videos

Share

Nearby media companies