Quranic collections

Quranic collections Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quranic collections, Digital creator, New York, NY.

কুরআনুল কারীমে এসেছে-
"তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহ্‌র নূর (জ্যোতি) অর্থাৎ ইসলামকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ্‌ তাঁর নূর পূর্ণতাদানকারী; যদিও কাফিররা তা অপছন্দ করে"। [সূরা আস-সাফ : ৮]

12/08/2024

এই শতাব্দী মাজলুমের বিজয়ের!
অত‌এব জালেমরা সাবধান হ‌ও।
আমরা আসছি
ইন শা আল্লাহ্

12/05/2024

ডারতে চিকিৎসা নিতে এসে বাংলাদেশী পরিচয়ের কারণে চিকিৎসায় অবহেলা ও বৈষম্য।
লাশ হয়ে ফিরলেন তরতাজা তরুণী 😢😢😢

কোরআন প্রতিযোগিতায় অন্ধ হাফেজের বিশ্বজয়! অসাধারণ তেলাওয়াত! পড়তে পড়তে কান্না করে দিয়েছেন।
11/30/2024

কোরআন প্রতিযোগিতায় অন্ধ হাফেজের বিশ্বজয়!

অসাধারণ তেলাওয়াত!
পড়তে পড়তে কান্না করে দিয়েছেন।

The final round of Qatar's Quran Recitation CompetitionThe blind Hafiz secured first place in the Quran recitation competition.

11/30/2024

চলছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।
তেলাওয়াত করছেন "আবু শুরাইদাহ কাতারী" (অন্ধ হাফেজ)

আমার সোনা ময়না পাখি, তুমি কেন দিলা ফাঁকি?
11/30/2024

আমার সোনা ময়না পাখি,
তুমি কেন দিলা ফাঁকি?

 #নিখোঁজ!আপডেট : কাউন্টার থেকে ইনফরমেশন দিয়েছে ওদের সাথে কোনো ছেলে ছিলোনা।বারৈয়ারহাট থেকে ঢাকার গাড়িতে উঠছে,ক্লু হিসাবে ...
11/29/2024

#নিখোঁজ!
আপডেট : কাউন্টার থেকে ইনফরমেশন দিয়েছে ওদের সাথে কোনো ছেলে ছিলোনা।বারৈয়ারহাট থেকে ঢাকার গাড়িতে উঠছে,
ক্লু হিসাবে একটা নাম্বার পেয়েছি।ওই নাম্বারের লাস্ট লোকেশন গাজীপুর মাওনা, এরপর আর কোনো তথ্য পাইনি😢

আনিশা আফরিন উর্মি,বয়স-১৭, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী,
অপরজন আনিশার ক্লোজ ফ্রেন্ড নাহিদা আকতার আরমিন, বয়স-১৫, ফাতেমা গার্লস স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী,

গত ২৬.১১.২০২৪ ২জনই ইউনিফর্ম পরে একজন কলেজের উদ্দেশ্যে আরেকজন স্কুলের উদ্দেশ্যে বের হয়, কিন্তু আনিশা কলেজে উপস্থিত ছিলোনা, নাহিদাও স্কুলে উপস্থিত ছিলো না।২জন'কে একসাথে শেষবার সকাল আনুমানিক ১০.১০-১০.২০ মধ্যে আবুরহাট ব্রীজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলো ওদের টিচার,

কলেজ ছুটির পর বাসায় না আসলে আমরা সবদিকে খোঁজ নিতে থাকি, এখনও পর্যন্ত আমরা ২জনের কোনো খোঁজ পাই নি,
কেউ কোথাও দেখে থাকলে দয়া করে আমাদের সন্ধান দিবেন🙏
Contact: 01845903687

জিডি করা হয়েছে
এদের সকল তথ্য অনুযায়ী এরা মাওনা কোনাবাড়ি এরিয়ার মধ্যে আছে গাজীপুরের মধ্যে যদি কারো চোখে পড়ে দয়া করে জানাবেন।
পোষ্টটি সবাই শেয়ার মেয়ে দুইটি কে ফিরে পেতে সহযোগিতা করুন।

11/27/2024

চিপায় পড়ে সিন্নী হুজুর স্বীকার করলেন, মিলাদ_ক্বিয়াম_না_করলে_বেয়াদব এই কথাটা আওয়ামদের কথা, মানে জাহেলদের কথা। এই কথার কোন ভিত্তি নাই।
আরো স্বীকার করলেন, নবী গায়েব জানেননা, বরং গায়েবের সংবাদ দাতা ছিলেন।
ইত্যাদি ইত্যাদি।
যাইহোক আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে এক হ‌ওয়ার তৌফিক দান করুন।

11/27/2024

"একটি নিরব প্রতিবাদ"
শ্যামলী বাসে চড়ব না,
এটা ইস্কনের।
নিজ নিজ জায়গা থেকে অন্তত ক্ষুদ্র একটি প্রদক্ষেপ নিন।

সর্বস্তরের নারীরা জরায়ুমুখ ক্যানসার (HPV) টিকা নেওয়া থেকে দূরে থাকুন!!HPV অর্থাৎ Human Papilloma virus (হিউম্যান প্যাপ...
10/24/2024

সর্বস্তরের নারীরা জরায়ুমুখ ক্যানসার (HPV) টিকা নেওয়া থেকে দূরে থাকুন!!

HPV অর্থাৎ Human Papilloma virus (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস)

এই টিকা দেওয়া থেকে আপনার পরিচিত নারীদের দূরে রাখুন, অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে নারী নিজে এবং আগামীর প্রজন্ম। (আগেও জরায়ু টিকা নিয়ে পোস্ট দিয়ে সতর্ক করেছি, লিংক কমেন্টে)

এই HPV টিকা (ভ্যাক্সিন) দেওয়ার ফলে যা যা হবে,

১। এই টিকা বন্ধ্যাত্ব সৃষ্টি করবে। যার ফলে বেশিরভাগ বাচ্চা গর্ভপাত হবে এবং নারী গর্ভধারণে অক্ষম হবে।

২। এই টিকা যারা দিবে তাদের 90% এরও বেশি সম্ভবনা আছে মেয়ে জন্ম হওয়ার। অর্থাৎ মেয়ে বেশি জন্মাবে। (আপনার আশেপাশে বিবাহিতদের দেখুন)

৩। এই টিকা দিলে নরমাল বাচ্চা জন্মদানে নারী অক্ষম হবে বাচ্চা জন্মদানের সময় যে ব্যাথার সৃষ্টি হয় তা হবে না। ফলে সিজারের মত মরণঘাতী পথে যেতে হবে।

৪। অনেক সময় এইধরনের টিকা দেওয়ার ফলে হরমোন বেড়ে যায়। ফলে জরায়ুর ক্যান্সার হয়।

৫। জরায়ু ক্যান্সারের আরো ২টি কারণও আছে সেটা হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল এবং স্যানেটারি ন্যাপকিন প্যাড। (লিংক কমেন্টে দেখুন)

৬। এই টিকা কমবয়সীদের দেওয়া হয়। কারণ তাদের ভিতরে শারীরিক বৃদ্ধি দ্রুত হয়। যার ফলে টিকা'টি দ্রুত বিস্তার করে কাঙ্খিত স্থানে পৌছে বন্ধ্যাত্ব/জরায়ুতে সমস্যা সৃষ্টিকে জোরালো করার সুযোগ পায়।

৭।‌ নারী উচ্চশিক্ষিত,নিজের পায়ে দাঁড়ানোর নামে বিয়ে দেরিতে করছে এটাও একটা সমস্যা। ২৬+ বয়সের পরেও যদি একটা মেয়ে বিয়ে না করে তখন তার জরায়ুতে এর প্রভাব পরে বাচ্চা জন্মদানে অক্ষম হওয়ার প্রবণতা শুরু হয়। আবার বাচ্চা নিতে চায় না বা বাচ্চা দেরিতে নেয়। ফলে তাদের বয়স যদি ৩০/৩৫+ পেরিয়ে যায় তখন জরায়ুতে নানা জটিলতার সৃষ্টি হয়।

৮। যারা সুস্বাস্থ্য মেনে চলে না তাদের জরায়ু মুখে সমস্যা হয় এতে ভায়োডিন দিয়ে ডাক্তারের মাধ্যমে পরিষ্কার করিয়ে নিলে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ৪০/৪৫+ বয়সীদের সমস্যায় জটিল চিকিৎসা লাগে। যারা ইসলামী পবিত্রতার বিধান,পরিষ্কার, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চলে তাদের এধরনের সমস্যা অনেকাংশ কমে যায়।
--
আচ্ছা ফ্রিতে কেউ কিছু দেয়? আর সেটা যদি হয় ইহুদিরা বিশ্বাস কীভাবে করবেন? এত লাখ লাখ ছাত্রীকে ফ্রিতে ভালো কিছু দিবে কীভাবে বিশ্বাস করলেন? আল্লাহ তো কুরআনে ইহুদিদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
আপনাদের কাছে অনুরোধ আপনারা আশেপাশে ছোট-বড় এমনকি ৪০+ যাদের তাদের কাছেও বার্তাটি পৌঁছে দিন।

সতর্ক করুন, আপনার আশেপাশে থাকা সকল নারীকে,রক্ষা করুন আগামীর প্রজন্মকে।

ব্যাপারটা কি এমন? যখনই কোন একটা বিষয় নিয়ে ছাত্র-জনতা উত্তপ্ত হবে এবং আন্দোলনের পথ বেছে নেবে তখনই জনতা কে শান্ত রাখতে এ...
10/16/2024

ব্যাপারটা কি এমন?
যখনই কোন একটা বিষয় নিয়ে ছাত্র-জনতা উত্তপ্ত হবে এবং আন্দোলনের পথ বেছে নেবে তখনই জনতা কে শান্ত রাখতে একটা করে গ্রেফতার দেখানো হবে?

তাহলে বলুন এইসব নাটকের মানে কি? কেন যাকে ইচ্ছা গ্রেফতার দেখানো হচ্ছে আর যাকে ইচ্ছা বিদেশে পার করে দেওয়া হচ্ছে?

মাদ্রাসার ছাত্রদের আরো একটু অনবদ্য গ্রাফিতি, জাষ্ট অসাধারণ!
10/10/2024

মাদ্রাসার ছাত্রদের আরো একটু অনবদ্য গ্রাফিতি,
জাষ্ট অসাধারণ!

09/25/2024

বাংলাদেশ তাল‌ইলীগ

বর্তমান সমাজে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, বিয়ের পর বাবার পরিবারে স্ত্রীকে নিয়ে থাকা। এই সংঘাত যৌথপরিবারের এক চিরচেনা ...
09/20/2024

বর্তমান সমাজে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, বিয়ের পর বাবার পরিবারে স্ত্রীকে নিয়ে থাকা। এই সংঘাত যৌথপরিবারের এক চিরচেনা রূপ। আমি বহু দ্বিনি ভাইকেও এই সংঘাতের চিপায় অসহায়ভাবে আটকে থাকতে দেখেছি। করণীয় কী?

সমাধান এতো সহজ নয় বিশেষ করে এই জাহেলিয়াতের যুগে। এই জন্য আমি প্রায়ই বলি,

"হালাল খাবার না পেলে হারামে ঝাপিয়ে পরবো তাই আমার বিয়ে করা দরকার।" এই টেন্ডেন্সি আপনাকে সাংসারিক জীবনে লম্বা সময় সারভাইভ করতে দিবে না। চিন্তার পরিধি বৃদ্ধি করে যথা সম্ভব প্রস্তুতি নিয়ে তারপর বিয়ে করুন।"

প্রতিটা মেয়ের কিছু ব্যাসিক চাহিদা থাকে যেমন। উদাহরণস্বরূপ- আমার এমন একটা সংসার হবে যেখানে,

১. আমার একটা নিজের ঘর থাকবে, যা আমি স্বাধীনভাবে সাজিয়ে নিবো।
২. আমার নিজের একটা পাকঘর থাকবে, যেখানে আমি আমার ইচ্ছেমত নিত্যনতুন রেসিপি ট্রাই করতে পারবো। পাছে তেল, চিনি, নুন অপচয়ের খোঁটা দেয়ার কেউ থাকবে না।
৩. একটা প্রাইভেট স্পেস থাকবে যেখানে আমার স্বামী ব্যতীত অন্যকেউ জবাবদিহি চাইতে আসবে না।
৪. স্বামীর কাছে যে কোনো ছোটোখাটো আবদার বড়সড় করে দাবী করে বসলে পাছে কেউ "ন্যাকামো" বলে তাচ্ছিল্যের তীর ছুড়বে না।
৫. স্বামীর সাথে একান্তে সময় কাটালে বাঁকা চোখে কেউ তাকিয়ে থাকবে না৷
৬. সামাজিকতার নামে গায়রে মাহরাম আত্মীয়দের সামনে স্বামীর পরিবার ঠেলে পাঠাবে না৷
৭. প্রাপ্ত বয়স্ক দেবরকে প্রতিদিন খাবার বেড়ে দেয়ার ছুঁতোয় তার সামনে যেতে হবে না।
৮. শাশুড়ী ননদদের নোংরা রাজনীতির স্বীকার হয়ে স্বামীর চক্ষুশূল হতে হবে না।
৯. যেখানে আমাকে মূল্যবান নেয়ামত ভাবা হবে, কাজ করার যন্ত্র ভাবা হবে না।
১০. যেখানে আমাকে এবং আমার পরিবারকে যথাযথ মর্যাদা দেয়া হবে, লাঞ্চিত করা হবে না।

ইত্যাদি ইত্যাদি, নানারকম স্বপ্নে তারা বিভোর। আর এগুলো তাদের হালাল যৌক্তিক স্বপ্ন। যেখানে নসিহা করার অধীকার কারো নেই। অথচ খুব সামান্য পরিমাণ মেয়েই তাদের এই মৌলিক চাহিদার কাছাকাছি পৌছতে পারে। বিশাল একটা অংশই হয় পুরোপুরি বঞ্চিত ও লাঞ্চিত।

আপনাদের জানা আছে কিনা আমি জানি না। তবে বাংলাদেশের বিশাল সংখক মেয়ে বিয়ে করতে ভয় পায়, এতোটাই ভয় পায় যে বিয়ের নাম শুনলেই তারা আতকে ওঠে। কারন সে তার মায়ের সাথে একটা লম্বা সময় তার বাবার বাড়ির পরিবার থেকে এমন কিছু ঘটতে দেখে যা সে প্রতিটা মুহূর্ত একটা ভয়ংকর দুঃস্বপ্নভেবে ভুলে যেতে চায়। কিন্তু সম্ভব হয় না।

©

আহা জীবন 😓
09/18/2024

আহা জীবন 😓

মাদরাসার ছাত্রদের ভাইদের করা এই গ্রাফিতিটা আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং ব্যাপক প্রশংসিত হয়েছে।
09/14/2024

মাদরাসার ছাত্রদের ভাইদের করা এই গ্রাফিতিটা আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং ব্যাপক প্রশংসিত হয়েছে।

09/13/2024

🤪🤪এই নাটক কে বানাইতে ভাই?
সময়ের সাথে বেশ প্রাসংগিক।

Address

New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quranic collections posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share