বাংলানিউজইউএসডটকম II banglanewsus.com

বাংলানিউজইউএসডটকম II banglanewsus.com First Fully Online Portal -24/7 Jointly Published From USA-UK & CANADA For The Global American. প্রবাসের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন পোর্টাল...

Michigan Hamtramck labor day parade 2024Our Bangladeshi American TeamKudos to all 🇧🇩🇺🇸
09/02/2024

Michigan Hamtramck labor day parade 2024
Our Bangladeshi American Team
Kudos to all 🇧🇩🇺🇸

09/02/2024
যে কেউ কখনও ডাঃ ওমাইর এজাজের রোগী ছিলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ!ডক্টর এজাজের শিকারদের তাদের প্রাপ্য ন্যায়বিচার পেতে সাহা...
09/01/2024

যে কেউ কখনও ডাঃ ওমাইর এজাজের রোগী ছিলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ!

ডক্টর এজাজের শিকারদের তাদের প্রাপ্য ন্যায়বিচার পেতে সাহায্য করার জন্য একটি বিস্তৃত তদন্ত চলছে।

এজাজ ছিলেন একজন ওকল্যান্ড কাউন্টি-ভিত্তিক চিকিত্সক যিনি মিশিগান এবং আলাবামার অন্যান্য অংশেও ওষুধ অনুশীলন করেছিলেন।

এজাজকে অভিযুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত করা হয়েছে গোপনে ফিল্মিং এবং পোশাকহীন শিশু এবং প্রাপ্তবয়স্কদের ছবি তোলার জন্য এবং তিনি বর্তমান এবং প্রাক্তন রোগীদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগের জন্যও অভিযোগের মুখোমুখি হয়েছেন।

এজাজের বিরুদ্ধে শুধু হাসপাতাল, সাঁতারের স্কুল এবং বাড়িতে গোপনে শিশু এবং প্রাপ্তবয়স্কদের ছবি তোলার অভিযোগ নেই; তার বিরুদ্ধে শারীরিক, আক্রমণাত্মক এবং অপরাধমূলক আচরণের অভিযোগও আনা হচ্ছে।

সাম্প্রতিক অভিযোগে বলা হয়েছে যে তিনি যৌন নির্যাতনের শিকার কয়েকজনকে, কখনও কখনও ক্যামেরাতেও।

ফলস্বরূপ, ক্ষতিগ্রস্থদের এবং তাদের পরিবারকে তাদের কষ্টের জন্য ক্ষতিপূরণ দিতে এবং ভবিষ্যতে অপব্যবহার প্রতিরোধে সহায়তা করার জন্য বর্তমানে মামলা দায়ের করা হচ্ছে।

যে কেউ তার সাথে পরীক্ষা চলাকালীন হয়রানি, অপব্যবহার, অস্বস্তি বোধ করেন বা সন্দেহ করেন যে ডঃ এজাজ তাদের গোপনীয়তা আক্রমণ করেছে তারা শীঘ্রই উল্লেখযোগ্য ক্ষতিপূরণের জন্য যোগ্য হতে পারে।

আমরা জানি যে এমনকি 7-অঙ্কের ক্ষতিপূরণও কষ্ট কমাতে পারে না, তবে এটি আর্থিক চাপ কমাতে সাহায্য করতে পারে এবং ভবিষ্যতে অন্যদের নির্যাতিত হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।

আরও জানতে নীচে আলতো চাপুন এবং আপনার কেস যোগ্য কিনা তা দেখতে 60-সেকেন্ডের মূল্যায়ন করুন।

New Business Alert:Awafi Cafe9000 Joseph Campau AvenueHamtramck, MI 48212Be sure to check them out!
08/30/2024

New Business Alert:

Awafi Cafe
9000 Joseph Campau Avenue
Hamtramck, MI 48212

Be sure to check them out!

08/30/2024

আসন্ন খাদ্য সংকট মোকাবেলায় শেকৃবি শিক্ষার্থীদের উদ্যোগ

08/30/2024

বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি গঠন...

08/30/2024

Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons, featured in fi

08/30/2024

The vice-president also distanced herself from the Democratic party's left on issues such as immigration, climate and Gaza. https://on.ft.com/3Mod1kq

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে অকুতোভয় সাংবাদিকতা করায় ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কার...
08/30/2024

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে অকুতোভয় সাংবাদিকতা করায় ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক।

এই চার ফিলিস্তিনি সাংবাদিক হলেন, আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিসান ওউদা এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল–দাহদৌহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর হয়েছেন- অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। দায়িত্ব পেয়ে ভিসি স্যার ঢাকা বিশ্ববিদ...
08/28/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর হয়েছেন- অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। দায়িত্ব পেয়ে ভিসি স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাযে ইমামতি করেছেন। স্যারকে প্রাণঢালা অভিনন্দন 💐
আর নবনিযুক্ত স্যারের জন্যে থাকলো অনেক অনেক শুভকামনা।

নতুন ভিসি স্যারের অর্জন ও কিছু তথ্য :

সারা জীবন প্রথম স্থান অধিকারী হওয়ার বিরল, মেধাবী ও গৌরবময় ছাত্রজীবন তাঁর।

★ অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান- ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ।
★ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় বোর্ডে প্রথম।
★ অনার্স, মাস্টার্সেও প্রথম শ্রেণীতে প্রথম।
★ "University of Wales" থেকে- পিএইচডি করেছেন।
★ "University of Oxford" থেকে- পোস্ট ডক্টরেট করেছেন।
★ আন্তর্জাতিক জার্নালে তাঁর প্রকাশিত সাইটেশন সংখ্যা ৩৫০০ এর অধিক।
★ তাঁর পাবলিকেশনের সংখ্যা ৩৭০ এর অধিক।
+
"চমৎকার একজন একাডেমিশিয়ান" ৷

মহান আল্লাহ্ তা'য়ালার কাছে স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ব'ন‍্যা'দু'র্গ'ত মানুষের মাঝে 'হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ'র পক্ষ থেকে আজ ২৫ আগষ্ট ২০২৪ইং রবিবার, কুলাউড়া উপজেলার টিলা...
08/28/2024

ব'ন‍্যা'দু'র্গ'ত মানুষের মাঝে 'হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ'র পক্ষ থেকে আজ ২৫ আগষ্ট ২০২৪ইং রবিবার, কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হিংগাজিয়া,নয়াবাজার এর কয়েকটি গ্রাম ও বিভিন্ন এলাকায় প্রায় ৪ শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 #আগাম_লাউ_চাষ_পদ্ধতি_নিয়ে_বিস্তারিত🌱 সাধারণত দুই পদ্ধতিতে লাউ চাষ করা যায়।১. মাচা ২. মাচা ছাড়া মাটিতে।🌱  আজ মাচায় লাউ ...
08/27/2024

#আগাম_লাউ_চাষ_পদ্ধতি_নিয়ে_বিস্তারিত

🌱 সাধারণত দুই পদ্ধতিতে লাউ চাষ করা যায়।
১. মাচা
২. মাচা ছাড়া মাটিতে।

🌱 আজ মাচায় লাউ চাষ নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো।

🌱 এখন বৃষ্টির মৌসুম তাই লাউ চাষ করতে হলে আলাদা জায়গায় চারা তৈরি করে নিতে হবে।

🌱 লাউয়ের চারা প্রস্তুত হতে হতে জমি তৈরি করে সেখানে লাল শাক মুলা শাক বীজ বপন করতে পারবেন, (অবশ্যই একই দিনে শাক বীজ এবং লাউ বীজ বপন করতে হবে)
লাউয়ের চারা রোপণের উপযুক্ত হওয়ার ১ সপ্তাহ আগে মাদা তৈরি করতে হবে।

🌱 আমরা সবাই ও কমবেশি লাউ পছন্দ করি এবং চাষাবাদ করে থাকি। বাড়িতে কিংবা বানিজ্যিক ভাবে।
কিন্তু সঠিক নিয়মে চাষ করতে না পারায় ভালো ফলন ও গাছের গ্রোথ, এবং গাছকে রোগমুক্ত রাখতে পারিনা অনেকেই।

🌱 মাদা তৈরি ও দূরত্ব
মাদা থেকে মাদার দূরত্ব ৫ হাত (৮ফিট)।
সারি থেকে সারির দূরত্ব ৬ হাত (১০ ফিট)।
বেডের প্রস্থ ৮ ফিট (বেডের মাঝে সারি করতে হবে)
মাদার গভীরতা ১ ফিট। (মাদা তৈরির করতে কিছু শাক গাছ উঠিয়ে খেতে পারবেন)

🌱 মাদায় সার পদ্ধতি
১. টিএসপি ৭০-৮০ গ্রাম।
২. পটাশ ৫০-৬০গ্রাম।
৩. জিপসাম ৭০-৮০ গ্রাম।
৪. বোরন ১০-১৫ গ্রাম।
৫. দানাদার ১০-১৫ গ্রাম ( কার্বোফুরান)।
৬. পুরাতন (শুকনা) গোবর ২/৩ কেজি। ( সকল সার এবং গোবর এক সাথে মিক্স করে মাদার মাটির সাথে মিশ্রিত করে রেখে দিতে হবে।
৭. ২ দিন পর আবার উলট পালট করে দিতে হবে। (এতে সারের গ্যাস গুলো বের হয়ে যাবে)
৮. সার দেয়ার ৬-৭ দিন পরে চারা রোপন করতে হবে। রোপণের পর লাল/মুলা শাক বিক্রি করে দিয়ে জমির আগাছা পরিষ্কার করতে হবে! এবং ড্রেন গুলো সুন্দর করে দিতে হবে।
৯. চারা রোপণের পর আগা ছারলে খুঁটি দিয়ে দিতে হবে।
১০. শাক বিক্রি শেষ হলে মাছা তৈরি করতে হবে।

🌱 রোপনের ২-৩ দিন পর ছত্রাকনাশক এবং কিটনাশক স্প্রে করতে হবে।

🌱 রোপনের বয়স ২৫-৩০ দিন পর আবার রিং করে পূর্বের নিয়ম অনুযায়ী সার দিতে হবে। এগুলার সাথে কিছু (৩০গ্রাম) পরিমাণ ইউরিয়া সার যোগ করতে হবে।
🌱 কিছুদিন পরপর ইমিডাক্লোপ্রিড, সাইপারমেথ্রিন এবং ম্যাকোজেব গ্রুপের ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করতে হবে।

🌱 ফল সেট হলে, ফল ছিদ্রকারী পোকার হাত থেকে ফল রক্ষা করতে হলে ফেরামন ফাঁদ ব্যবহার করতে হবে।

🌱 রোপনের পর প্রথম পাতা থেকে ১২-১৪ পাতা হলে 1 জি কাটিং করে দিবেন। কাটিং করা শাখা থেকে ১২ পাতা গজালে আবার 2জি কাটিং করতে হবে।
🌱 প্রতিটি গাছের প্রথম পাতা থেকে ৫/৬ পাতা পর্যন্ত যত পাতা এবং শাখা বের হবে সব কেটে দিতে হবে।

🌱 চারা রোপনের বয়স ৩৫-৪০ দিন হলে ফুল ফল আসবে তখন পুনরায় রাসায়নিক সার দিতে হবে।
👉 পরবর্তীতে গাছের রোগ/চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

♦️♦️লাউয়ের সেরা কিছু জাত
এ আর মালিক সীডস : পল্লবী, সুপার গ্রীন, ডালিয়া,
মেটাল সীডস: নাইসগ্রীন
লাল তীর: ডায়ানা, আরশ
ইউনাইটেড সীডস: সবুজ সাথী, টেস্টি,
নওমী সীডস: বিন্দু লাউ
ইস্পাহানী: সম্রাট, সুলতান,নবাব
নাহিদ বীজ ভান্ডার
শেয়ার করে রেখে দিতে পারেন।

সরকারি নির্দেশে  সিলেটে সিটি করপোরেশনের মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, চার পৌরসভার মেয়র, ১৩ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম...
08/20/2024

সরকারি নির্দেশে সিলেটে সিটি করপোরেশনের মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, চার পৌরসভার মেয়র, ১৩ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ৪৫ জনপ্রতিনিধি তাদের পদ হারিয়েছেন। তাদের স্থলে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) এ বিষয়ে স্থানীয় সরকারের আদেশ জারি হওয়ার প্রথমদিনই দায়িত্ব গ্রহণ করেছেন নিয়োগ পাওয়া স্ব স্ব প্রশাসকরা।

স্থানীয় সরকার বিভাগের পৃথক আদেশ জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামানকে অপনারণ করে প্রশাসকের দায়িত্বে দেয়া হয়েছে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসিকে।একইভাবে অপসারণ করা হয়েছে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে। জেলা পরিষদ সামলানোর দায়িত্ব পেয়েছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

পাশাপাশি জেলার বিয়ানীবাজার পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা ফারুকুল হককে সরিয়ে প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনকে, গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদ হারিয়েছেন পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আমিনুল ইসলাম রাবেল। এ পৌরসভায় প্রশাসকের দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার সিলেট'র উপপরিচালক সুবর্ণা সরকার। অপসারণ করা হয়েছে কানাইঘাট পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানকে। এ পৌরসভায় প্রশাসক দেয়া হয়েছে বিশ্বনাথ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরকে। আর জকিগঞ্জ পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ অপনারণের পর প্রশাসকের দায়িত্ব পেয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্নব দত্ত।

এছাড়া সিলেট সদর, বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে। এসব উপজেলায় প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে।

এর মধ্যে সিলেট সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সুজাত আলী রফিককে অপসারণের পর প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারকে। বিশ্বনাথ উপজেলার পরিষদের চেয়ারম্যান বিএনপির বহিস্কৃত নেতা সোহেল আহমদ চৌধুরী সরানোর পর দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, ওসমানীনগর উপজেলার পরিষদের চেয়ারম্যান সিলেট জেলা যুবলীগের সভাপতি মো. শামীম আহমদকে অপসারণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। এছাড়া বালাগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির, গোয়াইনঘাট উপজেলার পরিষদের চেয়ারম্যান বহিস্কৃত সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহআলম স্বপন, জৈন্তাপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, কোম্পানীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, কানাইঘাট উপজেলার পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ও বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লবকে অপসারণের পর স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। এ অধ্যাদেশ অনুযায়ী সরকারি সিদ্ধান্তের আলোকেই এসব জনপ্রতিনিধিদের তাদের পথ থেকে সরিয়ে দেয়া হয়

সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ। #বাংলাদেশ-বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিন...
08/20/2024

সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ।

#বাংলাদেশ-বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

08/19/2024

ইউপি চেয়ারম্যান,মেম্বার, সিটি ও পৌর কাউন্সিলর চলমান থাকছে-
এলজিআরডি উপদেষ্টা।

Address

37-66, 74 Street Floor 2
New York, NY
11372

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+19293300588

Alerts

Be the first to know and let us send you an email when বাংলানিউজইউএসডটকম II banglanewsus.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলানিউজইউএসডটকম II banglanewsus.com:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in New York

Show All