07/02/2024
যত মানুষ, তত মন, আছে কত বিচিত্রতা
কথা, ভাবনায় থাকে ভিন্নতা
কিছু ভাবনা, কিছু কথা, সহজে বলা যায়
কিছু কথা হৃদয়ে লুকিয়ে থাকে, বলা হয়না।
ছোট্ট হৃদয় কথার সমাহারে হয় ভারাক্রান্ত
ব্যথিত মন হয়ে ওঠে অশান্ত
হৃদয়কে কর প্রশস্ত, কথা বল প্রাণ খুলে
ব্যথিত মন হবে শান্ত, বেদনা সব ভুলে।
🌞