প্রবাসী বাংলাদেশী 01

প্রবাসী বাংলাদেশী 01 I am Electrical Engineer in ksa
(1)

তেলবাজী কখনোই কল্যাণকর নয়
26/12/2025

তেলবাজী কখনোই কল্যাণকর নয়

আশাকরি দেশের মানুষ আত্মহত্যার পথ বেছে নিবে না। #না  #পথ
22/12/2025

আশাকরি দেশের মানুষ আত্মহত্যার পথ বেছে নিবে না।

#না #পথ

দরবেশ গননা কইরা পাইছে! #কইরা  #গননা
22/12/2025

দরবেশ গননা কইরা পাইছে!

#কইরা #গননা

21/12/2025
ওসমান হাদীর অকাল মৃত্যুতে আমি দুঃখিত হতে পারছিনা,কারন হাদি ব্যাক্তি হিসেবে যতো বড় বড় কথা বলেছিলেন এই কথা গুলো হাদির মু...
20/12/2025

ওসমান হাদীর অকাল মৃত্যুতে আমি দুঃখিত হতে পারছিনা,কারন হাদি ব্যাক্তি হিসেবে যতো বড় বড় কথা বলেছিলেন এই কথা গুলো হাদির মুখে সুন্দর লাগেনি,হাদির কিছু কথার কারনে হাদির সাথে এমন হলো,যাই হোক অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়,এটাই আমার মেসেজ সবার কাছে, ধন্যবাদ সবাইকে অবিরাম ভালোবাসা ❤️ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের 🇧🇩🤝❤️

#আমার #এই #বাংলা

“নিজেদের নিরাপত্তা নিজেরাই দিন”—মানে কি এই দেশ এখন জঙ্গলে পরিণত হয়েছে?রাষ্ট্র কর নেবে, ভোট নেবে, ক্ষমতা ভোগ করবে—আর সাংব...
20/12/2025

“নিজেদের নিরাপত্তা নিজেরাই দিন”—
মানে কি এই দেশ এখন জঙ্গলে পরিণত হয়েছে?
রাষ্ট্র কর নেবে, ভোট নেবে, ক্ষমতা ভোগ করবে—
আর সাংবাদিকের নিরাপত্তা দেবে না?

গণমাধ্যম যদি নিজেরাই নিরাপত্তা দেয়,
তাহলে মন্ত্রী-উপদেষ্টা-পুলিশ রাখার দরকার কী?
সত্য বললেই যদি টার্গেট হতে হয়,
আর রাষ্ট্র বলে ‘আমাদের কিছু করার নেই’—
তাহলে এ নীরবতাই সবচেয়ে বড় অপরাধ।

মনে রাখবেন,
গণমাধ্যম চুপ করলে আপনার অন্যায়ই রাজা হয়।
আর রাষ্ট্র দায়িত্ব এড়ালে, ইতিহাস ক্ষমা করে না

কেউ আগে থেকে শিখিয়ে দিয়েন ওনাকে, না হয় দ্বিতীয় তাকবীরে ওনি রুখোতে চলে যাবে!
20/12/2025

কেউ আগে থেকে শিখিয়ে দিয়েন ওনাকে, না হয় দ্বিতীয় তাকবীরে ওনি রুখোতে চলে যাবে!

আজ কাল অনেক দেশ প্রেম জেগে উঠছে দেখছি। হাদি ভাই দেশ প্রেমিক মানুষ ছিলেন কারন, তার কথা আর কাজের মাধ্যমে তা প্রকাশ পায়।  আ...
19/12/2025

আজ কাল অনেক দেশ প্রেম জেগে উঠছে দেখছি। হাদি ভাই দেশ প্রেমিক মানুষ ছিলেন কারন, তার কথা আর কাজের মাধ্যমে তা প্রকাশ পায়। আমার কথা হলো দেশ প্রেমিক কাদের বলে - যারা দেশের জন্য কাজ করে, দেশকে ভালোবাসে বা দেশের জন্য প্রান দেয় তাই তো? । সবই ঠিক আছে আপনাদের কথাও মানলাম এখন আমার কথা হলো যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলো তারাও তো দেশ প্রেমিক তাই নয় কি?? তাহলে ৫ আগস্টের পর থেকে যে মুক্তিযুদ্ধাদের হেনস্তা, গলায় যুতার মালা দিয়া, গায়ে হাত তোলা এগুলো নিয়ে তো কোনো সুশীল মাদারবোর্ড তো কিছু লিখলো না। খনিকের পোলাপানদের আজ হাদি মারা গেছে তাতে খুব কষ্ট হচ্ছে।

এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি হাদির মাগফিরাত কামনা করি।

দেড় বছরে কত মায়ের কোল খালি করেছো কোন বিচার নাই যার উপর মব করেছো তাকে জেলে দিয়েছো অথচ আজ একজনের মৃত্যু মানতে কষ্ট হচ্ছে।আ...
19/12/2025

দেড় বছরে কত মায়ের কোল খালি করেছো কোন বিচার নাই যার উপর মব করেছো তাকে জেলে দিয়েছো অথচ আজ একজনের মৃত্যু মানতে কষ্ট হচ্ছে।আজ তোমরা যে ফিল করতেছো হাদির মৃত্যু তাহলে এই ১৫/১৬ মাসে যে অজস্র প্রানের বলিদান হল তাদের বাবা মা স্ত্রী সন্তান সহ আত্বীয় স্বজনদের কি অবস্থা এক বার অনুভুব করেছো।যে অপসংস্কৃতি চালু করেছো তাহার শেষ হবেনা মনে রেখ।

ইয়া রাহমানির রাহিম প্রায় বর্তমান যুগের ফেরেস্তা সমতুল্য  মানুষটির মনের বাসনা আপনি নিজগুনে কবুল করেন আমিন।
19/12/2025

ইয়া রাহমানির রাহিম প্রায় বর্তমান যুগের ফেরেস্তা সমতুল্য মানুষটির মনের বাসনা আপনি নিজগুনে কবুল করেন আমিন।

রাতে যেই গাছ টা কাটলাম সকালে পানি না দিলে গাছ টা মরে যাবে , যাই পানি দিয়ে আসি।
19/12/2025

রাতে যেই গাছ টা কাটলাম সকালে পানি না দিলে গাছ টা মরে যাবে , যাই পানি দিয়ে আসি।

এখনো যারা অন্নের শাওয়া মাওয়া ছিঁড়তে চাও। তারা শরিফ উসমান হাদিকে দেখে শিক্ষা নাও। জাল ছিঁড়া মাছ বের হতে পারে কিন্তু পুকুর...
19/12/2025

এখনো যারা অন্নের শাওয়া মাওয়া ছিঁড়তে চাও। তারা শরিফ উসমান হাদিকে দেখে শিক্ষা নাও। জাল ছিঁড়া মাছ বের হতে পারে কিন্তু পুকুর ছেড়ে নয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেইনা। শরিফ উসমান হাদির কর্ম যেমন ছিল ফলও তেমন পাইছে। কর্ম ভাল করলে ফলও ভাল হয়। শরিফ উসমান হাদির মুখের ভাষা এতো সুন্দর ছিল। খুবই সুন্দর একদম ইসতারি করা

Address

Jinja

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী বাংলাদেশী 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share