Somoyer Khobor

Somoyer Khobor Official page of Somoyer Khobor This is the Official Facebook Fan page of Somoy Media Limited which is known as SOMOY NEWS.

SOMOY News is one of the Top Reliable News Source and 24/7 News Channel in Bangladesh. Top Management:
The Managing Director, CEO, and All of Director's of SOMOY NEWS is Came From Professional News Background who are the very much Popular as Strong Journalist in Bangladesh. SOMOY News Commercially Launch on 17 April 2011. In a short time Somoy TV Got very much popularity. Somoy News have The Own O

nline News Portal (www.somoynews.tv) Where worldwide viewers/ Readers can get the update news and watch Live SomoyTV on this news portal. Address:
Dhaka, Bangladesh · somoynews.tv
89 Bir Uttam, CR Dutta Road,Bangla Motor, Dhaka. Tel : +880 2 9670058-65
Fax : +880 2 9670056
+880 2 9670057 (News)
Admin Contact: +8801964444255
Email : [email protected], [email protected]

20/08/2024

বাংলাদেশ কৃষক সমিতির সমাবেশ

19/08/2024

সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন
আপিলে বিষয়টির মীমাংসা না হওয়া পর্যন্ত সম্প্রচার বন্ধ করা উচিত হবে না বলেও জানিয়েছেন তিনি।

16/08/2024

🔴LIVE: মেয়েরা রাত দ'খ'ল করো | টিএসসি থেকে সরাসরি...

08/08/2024

দেশের চলমান পরিস্থিতির বিভিন্ন বিষয়ে
লক্ষ্মীপুর বিএনপির নেতৃবৃন্দদের সাথে লক্ষীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আচ্ছা যারা ড. মুহাম্মদ ইউনূসকে চাচ্ছেন না, তারা কাকে চান? ওনার থেকে আস্থাভাজন লোক এদেশে আর কে আছে? মতামত জানিয়ে যাবেন।যা...
06/08/2024

আচ্ছা যারা ড. মুহাম্মদ ইউনূসকে চাচ্ছেন না, তারা কাকে চান? ওনার থেকে আস্থাভাজন লোক এদেশে আর কে আছে? মতামত জানিয়ে যাবেন।
যারা ইউনুস কে জানেন না তারা নানা কথা বলেন। ড ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের ১ টি টাকা লাভ নেননি। যে গ্রামীন ব্যাংকের বাজার মূল্য ৯৩০০০০ কোটি টাকা!! তাহলে উনি সুদ খোর হলেন কিভাবে? উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র! গ্রামীণ ব্যাংকের সবটাকার মালিক দরিদ্র নারীরা। এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই। উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না। বহু অর্থ লাভের সুযোগ পেয়েও উনার জীবনযাপন অতি সাধারণ। যারা দুনিয়ায় ধন সম্পত্তির উর্ধ্বে তাকে আপনি সুদখোর বলছেন?
নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল:

১। নোবেল।

২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।

৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।

বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল আলিম্পক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। আলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়!? পৃথিবীর ইতিহাসে Olympic Laurel দেয়া হয়েছে মাত্র দুই জন কে তার মধ্যে ড. ইউনূস একজন।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মত নাকউঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ড. ইউনুসের ছবি!! ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল।

প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। যেকোন সুদ ভিত্তিক পদ্ধতি ভাল হতে পারে না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুব

লেখা-সংগৃহীত

03/08/2024

এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের।
゚viralシ ​

18/07/2024

মিরপুর ১০ গোল চত্বর ফুটওভার ব্রিজে আগুন

16/07/2024

সাংবাদিকদের সাথে সাজানো গোছানো মিথ্যা কথা গুলো বলছে ডিবি প্রধান হারুনুর রশিদ।
নয়া পল্টনে বিএনপির অফিসে ডিবির বিশেষ অভিযান।

10/07/2024

লক্ষ্মীপুর জেলা সরকারি কর্মকর্তা কর্মচারী ক্লাবের শুভ উদ্বোধন।
বুধবার স্থানীয় সময় সকাল ৯ টায় লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী প্রধান সড়কের পাশে ক্লাবের স্থান নির্ধারণ করে উদ্ভোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

10/07/2024

মেধা না কোটা???????

01/07/2024

চন্দ্রগঞ্জ বাজারে মৌসুমী বৃষ্টিতে জলাবদ্ধতায় ভয়াবহ অবস্থা বাজারের বিভিন্ন গলিতে হাঁটু পানি জমে যায়।

27/06/2024
26/06/2024

প্রবাসীর জমিতে নির্মাণ কাজে বাধা- দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ।

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়নের বসুর হাট বাজার সংলগ্ন প্রবাসীর জমিতে নির্মাণ কাজ বন্ধ করার হুমকি ও দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ৷
এই অভিযোগে ভুক্তভোগী আবুল বাসার থানায় লিখিত অভিযোগ করেন৷

22/06/2024

চন্দ্রগঞ্জ ইকোনো বাস কাউন্টার থেকে অগ্রিম টাকা দিয়ে টিকিট কেটেও পাচ্ছেন না বাস এবং সিট।
চরম ভোগান্তির অভিযোগ অপেক্ষমান ঢাকাগামী যাত্রীদের।

🚨 সকলের দৃষ্টি আকর্ষন ও পোষ্টটি দ্রুত ছড়িয়ে দেয়ার অনুরোধ করছি  🚨 রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের খবর সকলেই শুনেছেন। এটা...
19/06/2024

🚨 সকলের দৃষ্টি আকর্ষন ও পোষ্টটি দ্রুত ছড়িয়ে দেয়ার অনুরোধ করছি 🚨

রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের খবর সকলেই শুনেছেন। এটা কতটা মারাত্নক সেটাও এখন আর কারো অজানা নয়।

বিভিন্ন অঞ্চলে এই সাপ ক্রমাগত ছড়িয়ে পরছে এবং দ্রুত বংশ বিস্তার করছে। এখন নতুন পানির আগমনের ফলে নদী তীরে ভ্রমন পিপাসু দর্শনার্থীর আনাগোনা বেশি হবে।

নদী তীরবর্তী ফসলী জমি ও চরাঞ্চলে এই সাপের অস্তিত্বের সম্ভাবনা সবচেয়ে বেশি।

রাত বিরাতে চলাচলের সময় ক্ষেতখামারে কাজ করার সময় সকলকে সতর্ক থাকার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে।

যে কোন সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে কোন ঝাড়ফুঁক ওঝা বৈদ্যর কাছে না গিয়ে হাসপাতাল যাওয়ার জন্য বিশেষ ভাবে বলা হলো।

সকলকে সতর্ক করা হলো...

পোস্টটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন।

নিজে সতর্ক থাকুন এবং অন্যদেরকেও সতর্ক করুন।

19/06/2024

চন্দ্রগঞ্জ বাজারে জলাবদ্ধতায় ভোগান্তির শেষ নেই বিভিন্ন দোকানে পানি ঢুকে নষ্ট হচ্ছে বাজারের ব্যবসায়ীদের দোকানের মালামাল
নেই পানি নিস্কাশনের সঠিক ব্যাবস্থা।

17/06/2024

⭐🌙আলহামদুলিল্লাহ ⭐🌙
বসুরহাট সমাজ উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতি বছরের ন্যায়ে ৫০টি পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা উপহার বিতরণ সম্পন্ন 💖✌️

05/06/2024

জিগাতলা ট্যানারী মোড় শাহী মসজিদ ঢাকা-১২০৯।

05/06/2024

জানাজা নামাজের সঠিক নিয়ম।

04/04/2024

লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ নং চরশাহী ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েও যেন অসহায়।
মেম্বারদের অভিযোগ সরকারিভাবে ইউনিয়ন পরিষদে আসা কোন কিছুই আমরা পাই না সাধারণ জনগণকে দিতেও পারছি না এসব সরকারি অনুদান কোথায় যায় কি করে আমরা নির্বাচিত মেম্বার হয়েও জানিনা।
লক্ষ্মীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ সংশ্লিষ্ট সকলে এগুলো নিরসন না করলে।
এভাবে চলতে থাকলে জনগণ স্থানীয় সরকারের জন প্রতিনিধিদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে।
প্রশ্ন হচ্ছেঃ এগুলো কে রিসিভ করে কোথায় যায়????
উত্তর কমেন্টের মাধ্যমে জানাবেন:......

18/03/2024

বীমার টাকা পাচ্ছে না গ্রাহক গ্রাহকদের হয়রানি নেওয়া হচ্ছে না কোন কার্যকরী পদক্ষেপ।
বীমা কোম্পানির নিয়ম অনুযায়ী চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও শত শত নারী-পুরুষ গ্রাহক তাদের বীমার টাকা ফেরত পাচ্ছেন না। এ নিয়ে কোম্পানির কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে বীমা গ্রাহকদের।
জানা যায়, ইসলামিক আহসান বীমায় ১০ বছর মেয়াদে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ও সান ফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স সহ বেশ কয়েকটি বীমা কোম্পানিতে ... টাকার বীমা করেন। অনেকের মেয়াদ শেষ হলেও গত ৫-৬ বছর ধরে কেউ টাকা তুলতে পারছেন না। গ্রাহকের টাকা ফেরত পেতে তিনি বীমা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দেওয়া হলেও কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর মিলছে না।

03/03/2024

বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা লুৎফর রহমান রাহিমাহুল্লাহ হুজুর মৃত্যু বরন করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের নামাজে জানাজা:
প্রথম জানাজাঃ আজ রাত ০৮:০০ (এশার সালাতের পর)
বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা।

দ্বিতীয় জানাজা: আগামীকাল সকাল ০৮:৩০ মিনিট
নাগের হাট (ইমামগঞ্জ কেন্দ্রীয় মসজিদ)

তৃতীয় জানাজা: সম্ভাব্য আগামীকাল সময় সকাল ১০:৩০ মিনিট
বদরপুর ইমামগঞ্জ কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসা।

01/03/2024

একজন অভিজ্ঞতা সম্পন্ন এ.সি পার্টস দোকানের সেলসম্যান আবশ্যক।
কাজের স্থানঃ জেদ্দা
টান্সফার করে নেওয়া হবে।

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন
+966 54 659 9731 (WhatsApp)

Address

King Abdul Aziz International Airport Jeddah
Jeddah

Alerts

Be the first to know and let us send you an email when Somoyer Khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somoyer Khobor:

Videos

Share