ফ্যাসিবাদী আওয়ামিলীগ আর মোদী সরকার মূলত একই প্রোডাক্টস,এরা মিথ্যা বলার উপর পিএইচডি করা।
আমাদের দেশের কিছু হিন্দুরা আসলেই বোকা তারা না বুঝে এই বিজেপি আর আওয়ামী নেতাদের ফাঁদে পা দিচ্ছেন।
বাংলাদেশের অমুসলিমরা যে রকম শান্তিতে আছে ভারতের মুসলমানরা কি এরকম শান্তিতে আছে?
বাংলাদেশে শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে তার কোন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে এরকম কেউ কি দেখাতে পারবেন?
বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ করেছে এরকম নজির দেখাতে পারবেন?
আসলে প্রকৃত অমুসলিমদের জন্য দুশমন হচ্ছে বিজেপি,আর আওয়ামী লীগ,এরা সব সময় তাদের স্বার্থের জন্য অমুসলিমদেরকে ব্যবহার করে।
বিজেপি নেতা শুবেন্দু অধিকারীকে উলঙ্গ করে দিলো কোলকাতা টিভি।
Mohammad Ramjan Ali
বাংলাদেশ এমন কোনো ঘর থাকবে না
যেখানে জমাত ইসলামী পৌঁছাবে না।
(আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী)
মিষ্টির দাম কোন ব্যাপার না একটা মিষ্টির দাম মাত্র ১ রিয়াল,(৩২ টাকা)
আব্দুর রহমান ইবনু আবি নুয়াইম বলেন, আমি আব্দুল্লাহ ইবনু উমর রাদ্বিয়াল্লাহু আনহুমার কাছে বসা ছিলাম । একজন লোক এসে ইবনু উমরের কাছে মশার রক্তের হুকুম ( মশা মেরে ফেলা) জানতে চাইলো । ইবনু উমর তার দিকে তাকালেন,জানতে চাইলেন, তুমি কোন এলাকা থেকে এসেছো? সে বললো, ইরাক অঞ্চলের অধিবাসী । আব্দুল্লাহ ইবনু উমর বললেন, দেখো এই লোকেরাই রাসুলের কলিজার টুকরা নাতিকে হত্যা করেছে, তার রক্ত ঝড়িয়েছে । আর আজকে এসে এরা আমাদের কাছে সাধু সেজে মশার রক্ত ঝড়ানোর হুকুম জানতে চায়! ( তাখরিজুল মুসনাদ লি শাকির, বর্ণনা সহিহ )
এ ধরণের হিপোক্রেটস যুগে যুগে ছিল । আজও আছে । কিয়ামত পর্যন্ত থাকবে....
وَ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا ﴿۷۴﴾
আর যারা প্রার্থনা করে : হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান কর যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দাও।
#দ্বীনদার স্ত্রীর উপকারিতা।