Foyjul Islam 01

Foyjul Islam 01 I am a Foyjul Islam. I leave in Saudi Arabia. I work is Saudi.
(2)

21/09/2024

আল্লাহ
আমাদের সবাইকে সীরাতে মুস্তাকিমের উপর উঠল ও অবিচল রাখিও।
আমিন

13/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Bava Pk Sadik, Elias Mobarak Hossain, মোঃ ফরিদ মিয়া, Asraf Sikder

08/08/2024

দেশে ফিরে আবু সাঈদের
কথা স্মরণ করে কাঁদলেন
ড. মুহাম্মদ ইউনুস

তোমাদের মনে রাখবে জাহাঙ্গীরনগর।তোমাদের মনে রাখবে বাংলাদেশ।
16/07/2024

তোমাদের মনে রাখবে জাহাঙ্গীরনগর।
তোমাদের মনে রাখবে বাংলাদেশ।

আলহামদুলিল্লাহ তাকবিরের আওয়াজ দ্বারা মুখরিত হচ্ছে সৌদির মসজিদগুলা।
15/06/2024

আলহামদুলিল্লাহ
তাকবিরের আওয়াজ দ্বারা মুখরিত হচ্ছে সৌদির মসজিদগুলা।

একদিন সফলতা আসবে।এই আশা নিয়ে মানুষ কর্মজীবন অতিক্রম করে। আল্লাহ তুমি আমাদের সবাইকে নেক আশা গুলা পূরণ করুন। আমিন
20/05/2024

একদিন সফলতা আসবে।
এই আশা নিয়ে মানুষ কর্মজীবন অতিক্রম করে।
আল্লাহ তুমি আমাদের সবাইকে নেক আশা গুলা পূরণ করুন। আমিন

আলহামদুলিল্লাহ।!এটা হচ্ছে সৌদির একমাত্র সুন্দর ও মনোরম নির্জন পরিবেশে নাস্তা করার স্থান।
01/05/2024

আলহামদুলিল্লাহ।!
এটা হচ্ছে সৌদির একমাত্র সুন্দর ও মনোরম নির্জন পরিবেশে নাস্তা করার স্থান।

আলহামদুলিল্লাহ। আমি এবং আমার হাবিবি আব্দুল ইলাহ।
19/04/2024

আলহামদুলিল্লাহ।
আমি এবং আমার হাবিবি আব্দুল ইলাহ।

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।
06/04/2024

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।

01/04/2024

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ ، فَاعْفُ عَنِّا
আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন, তুহিব্বুল আফওয়া, ফা'য়ফু আন্না।
"হে আল্লাহ আপনি ক্ষমা কারি, ক্ষমা করা পছন্দ করেন, অতঃএব আমাদের ক্ষমা করে দিন"। আমীন।

27/03/2024

বরকতময় ফজরের সালাতের পরে বাইতুল্লাহর পথে রওনা হলাম।
আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন।

26/03/2024

কে কে আপন বোনের বাড়িতে ইফতারি নামক গজব দিয়েছেন বা দিবেন ?
আমি দেইনি এবং দিব না।

বয়স ২৪ পার হওয়ার পর জীবনে শখ বলে আর কিছু তাকেনা।তখন শুধু ধৈর্য্য ধরা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয়ার পালা।
25/03/2024

বয়স ২৪ পার হওয়ার পর জীবনে শখ বলে আর কিছু তাকেনা।
তখন শুধু ধৈর্য্য ধরা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয়ার পালা।

22/03/2024

আল্লাহ আমাদের সবাইকে ইফতারি নামক গজব থেকে হেফাজত করুন।

সব কিছুর জন্য মহান রবে শুকরিয়া, আলহামদুলিল্লাহসৌদি আরবে এই দ্বিতীয় বারের মত একজন সৌদি আমার দাঁড়ির প্রসংশা করছেন।দাঁড়ি রে...
21/03/2024

সব কিছুর জন্য মহান রবে শুকরিয়া, আলহামদুলিল্লাহ

সৌদি আরবে এই দ্বিতীয় বারের মত একজন সৌদি আমার দাঁড়ির প্রসংশা করছেন।
দাঁড়ি রেখে চাকরি করা কত কষ্ট তা একমাত্র প্রবাসী ছাড়া কেউ যানে না।

আল্লাহর  কাছে এক না একদিন তো আমার প্রার্থনা পৌঁছবেই, এই আশায় আমি রোজই প্রার্থনা করে যাই।
14/03/2024

আল্লাহর কাছে এক না একদিন তো আমার প্রার্থনা পৌঁছবেই, এই আশায় আমি রোজই প্রার্থনা করে যাই।

11/03/2024

বিরতিহীনভাবে ইসলামের বিভিন্ন অনুষঙ্গের ওপর আঘাত এসেই চলেছে।

এবার রমজান মাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর ইফতার অনুষ্ঠান নিষিদ্ধ করল কয়েকটি বিশ্ববিদ্যালয়।

অল্প কিছু ভিন্ন ধর্মাবলম্বীদের মুখের দিকে চেয়ে বিপুল আয়োজনে স্বরসতী পূজা হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, অথচ ইফতারের মতো নিরীহ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আসল। তবে কি ইসলামই মাথাব্যথার কারণ?

আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

Address

Jeddah
22443

Alerts

Be the first to know and let us send you an email when Foyjul Islam 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foyjul Islam 01:

Videos

Share