Quranic Thoughts in Bangla

Quranic Thoughts in Bangla কুরআনের বার্তা তুলে ধরতে অনলাইন আয়োজন

আরবীতে আব্দুল বাকী মানে যিনি অবশিষ্ট আছেন তার দাস। আমি সৌদি আরবে বসবাসকারী একজন বাংলাদেশী নাগরিক। আমি যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি করেছি।

আমার থিসিস ছিল কুরআনের টেক্সট মাইনিং নিয়ে। তার মানে, বছরের পর বছর ধরে আমি আরবি, ভাষাবিজ্ঞান, ইসলাম, কুরআন, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, কর্পাস ভাষাবিদ্যার মতো বিষয়গুলিতে অভিজ্ঞতা এবং জ্ঞান সঞ্চয় করেছি।

তারপর, আমি

ব্যবসায়িক বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি কাজ শুরু করি, মূলত SAP Business Warehouse এবং Business Objects এ কাজ করি। কিছু সময় কাটানোর পর, আমি পরিসংখ্যানের জগতে চলে গেলাম ম্যাক্রোইকোনমিক ডেটাসেট এবং বিল্ডিং ভিজ্যুয়ালাইজেশন অনুসন্ধান করার চেষ্টা করে ডেটা অন্বেষণ করার এবং আপাতদৃষ্টিতে অসংলগ্ন তথ্য থেকে আকর্ষণীয় অন্তর্দৃষ্টি আবিষ্কার করার চেষ্টা করছি৷ তাই, পূর্বে উল্লিখিত দক্ষতা সেটে অনুগ্রহ করে ডেটা সায়েন্স, ম্যাক্রোইকোনমিক্স এবং ডেটা ভিজ্যুয়ালাইজেশন যোগ করুন। Python, R এবং JavaScript ভিজ্যুয়ালাইজেশন প্যাকেজগুলির মতো ভাষাগুলির সাথে খেলা করা আমার প্রিয় কাজ। সম্প্রতি, আমি আবারও পাবলিক সেক্টরে উন্নয়নমূলক ক্রিয়াকলাপ এবং প্রকল্পগুলির ফলাফল পরিমাপ এবং মূল্যায়নের ব্যবসায় চলে এসেছি।

আমার লেখায় আপনি একটি সাধারণ ব্যাপার লক্ষ্য করবেন তা হল কুরআনের প্রতি আমার আবেশ। আপনার মনে হতে পারে যে আমি সব কিছুতে কুরআনের ধর্মগ্রন্থকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আপনি সঠিক এবং আমি এটা নিয়ে গর্বিত।

আমি সৌদি আরবের প্রত্যন্ত গ্রামে আমার প্রাথমিক বিদ্যালয় শুরু করেছি এবং স্থানীয় আরবদের সাথে আরবি পড়ার সুযোগ পেয়েছি। এটি আমাকে কুরআনের ভাষায় এমন পরিমাণে প্রবেশাধিকার দিয়েছে যা আমাকে এর সৌন্দর্য এবং বাগ্মিতার প্রশংসা করতে দিয়েছে। হাই স্কুল থেকে স্নাতক হওয়ার পর আমি কম্পিউটার বিজ্ঞানে স্নাতক প্রোগ্রাম শুরু করি। এই প্রযুক্তিগত ট্র্যাকটি আমাকে ধীরে ধীরে ইংরেজিতে এমন একটি স্তরে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেয় যেখানে আমি নিজেকে প্রকাশ করতে পারি যদিও ঘন ঘন ব্যাকরণগত এবং শৈলীগত বিব্রতকর অবস্থার সাথে মিশ্রিত।

আমি বিশ্বাস করি কুরআনের লেন্স দিয়ে আধুনিক বিশ্বকে পর্যবেক্ষণ করা এমন একটি বিষয় যা অনেক পণ্ডিতদের দ্বারা বাছাই করা হয়নি। ‘আধুনিক বিশ্ব’ বলতে আমি বোঝাতে চাই যে সমসাময়িক পশ্চিমা সভ্যতা যা কিছু তৈরি করেছে এবং যার প্রভাবে আজকের মানবজাতির অধিকাংশই পরিচালিত হয়। এই ব্যবস্থা আজ মানবজাতিকে বস্তুবাদী কল্পনায় সম্মোহিত করেছে এবং সম্পদের অসম বণ্টন সহ একটি শ্রেণী ব্যবস্থা তৈরি করেছে। এই সভ্যতার অগভীর পৃষ্ঠ শত দ্বন্দ্বের নীচে লুকিয়ে আছে।

আমার বিশ্বাস-যেমন সব মুসলমান- কুরআনকে আল্লাহর বাণী এবং শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, মানবজাতির জন্য পথনির্দেশক গ্রন্থ হিসেবে বিবেচনা করে।

“ঐ ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহবান করে, সৎ কাজ করে এবং বলেঃ আমিতো আত্মসমর্পনকারীদের অন্তর্ভ...
17/11/2024

“ঐ ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহবান করে, সৎ কাজ করে এবং বলেঃ আমিতো আত্মসমর্পনকারীদের অন্তর্ভুক্ত।”

[ সূরা ফুসসিলাত, ৪১: ৩৩ ]

“লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে তাদের জন্য কী কী হালাল করা হয়েছে। বল, যাবতীয় ভাল ও পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে...
17/11/2024

“লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে তাদের জন্য কী কী হালাল করা হয়েছে। বল, যাবতীয় ভাল ও পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে, আর শিকারী পশু-পক্ষী- যাদেরকে তোমরা শিক্ষা দিয়েছ যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন- সুতরাং তারা যা তোমাদের জন্য ধরে রাখে তা তোমরা ভক্ষণ করবে আর তাতে আল্লাহর নাম উচ্চারণ করবে, আর আল্লাহকে ভয় করবে, আল্লাহ হিসাব গ্রহণে ত্বরিৎগতি।” - [ সূরা আল মায়েদা, আয়াতঃ ০৪ ]

(লেকচার এর লিংক কমেন্টে)

15/11/2024

S1E59 || পর্ব - ২৭ || দুই প্রকার অন্তরের রোগ || সূরা বাকারাহ, আয়াতঃ ১০
তাদের অন্তঃকরণ ব্যধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুতঃ তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুন।

14/11/2024

“সত্য যখন তাদের কাছে আসল তখন তারা বলল- এটা যাদু, আমরা এটা মানি না।”

[ সূরা আয-যুখরুফ, ৪৩: ৩০ ]

“আমি মানুষের জন্য এই কুরআনে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি। মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয়।”...
13/11/2024

“আমি মানুষের জন্য এই কুরআনে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি। মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয়।”

[ সূরা আল কাহফ, ১৮: ৫৪ ]

08/11/2024

S1E58 || পর্ব - ২৬ || আল্লাহকে ধোঁকা দেওয়া || সূরা বাকারাহ, আয়াতঃ ৯
তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না।

08/11/2024

“আমি(আল্লাহ) তোমার কাছে তাদের সঠিক বৃত্তান্ত বর্ণনা করছিঃ তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম।

আর আমি তাদের চিত্ত দৃঢ় করেছিলাম। তারা যখন উঠে দাঁড়াল তখন বললঃ আমাদের রব আকাশমন্ডলী ও পৃথিবীর রব। আমরা কখনই তাঁর পরিবর্তে অন্য কোন মা‘বূদকে আহবান করবনা। যদি করি তাহলে তা অতিশয় গর্হিত হবে।”

[ সূরা আল-কাহফ, ১৮: ১৩-১৪ ]

06/11/2024

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিঃসঙ্গ ও অপরিচিত অবস্থায় ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছে। অচিরেই তা নিঃসঙ্গ ও অপরিচিত অবস্থায় প্রত্যাবর্তন করবে। অতএব নিঃসঙ্গ ও অপরিচিতদের জন্য মোবারকবাদ (স্বাগতম)।

[ মুসলিম ১৪৫, আহমাদ ৮৮১২ ]

06/11/2024

রাবিয়া ইবনে কাব রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে রাত্রি যাপন করতাম। আমি তাঁর ওযুর পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস তাঁকে এনে দিতাম। একদিন তিনি আমাকে বললেন, আমার কাছে কিছু চাও। আমি বললাম, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। তিনি বললেন, এ ছাড়া অন্য কিছু? আমি বললাম, না, এটাই। তিনি বললেন, তবে অধিক পরিমাণে সিজদা দ্বারা তোমার এই আশা পূরণের ব্যাপারে আমাকে সহযোগিতা করো।

[ সহীহ মুসলিম, হাদীস ৪৮৯ ]

03/11/2024

আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন,

কোনো ঈমানদার ব্যক্তির শরীরে একটি মাত্র কাঁটার আঘাত কিংবা তার চাইতেও কোনো নগণ্য আঘাত লাগলে আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বাড়িয়ে দেন কিংবা তার একটি গুনাহ্‌ মাফ করে দেন।

[ সহীহ মুসলিম, হাদীস ২৫৭২ ]

02/11/2024

“মু’মিন পুরুষ আর মু’মিন নারী পরস্পরে একে অন্যের সহযোগী। তারা সৎকাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়, নামায কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে। তারা এমন লোক, যাদের প্রতি আল্লাহ নিজ রহমত বর্ষণ করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।”

[ সূরা আত-তাওবা, ৯: ৭১ ]

02/11/2024

বিজয় কখন আসবে || এক বছর পর গাজা || ফিলিস্তিন || গাজা || ইসরাইল || Al-Aqsa Series (Full Video Link in the Comment)

02/11/2024

“চক্ষুর অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে সেই সম্বন্ধে তিনি(আল্লাহ) অবহিত।”

[ সূরা মু'মিন, ৪০: ১৯ ]

01/11/2024

S1E57 || পর্ব - ২৫ || মুনাফিকদের আগমন || সূরা বাকারাহ, আয়াতঃ ৯
তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না।

বিজয় কখন আসবে || এক বছর পর গাজা || Al-Aqsa
31/10/2024

বিজয় কখন আসবে || এক বছর পর গাজা || Al-Aqsa

বিজয় কখন আসবে || এক বছর পর গাজা || ফিলিস্তিন || গাজা || ইসরাইল 00:42 - https://www.youtube.com/watch?v=7OoNvpzc9F8 (সূরা আল ইমরান, ৩ঃ ১৬০)02:25 - https://ww...

https://youtu.be/ExL_evJ9SN0?si=z0g3GZ80DCz0LeXB
31/10/2024

https://youtu.be/ExL_evJ9SN0?si=z0g3GZ80DCz0LeXB

আদ-দ্বীন শপ আয়োজিত সেমিনার ২০২৪ - নব্য জাহিলিয়্যাতঃ ইসলাম ও আধুনিকতার ওয়াল্ডভিউ এর দ্বন্ধ। আসিফ আদনান। ...

30/10/2024

৭১ এ পূর্বপাকিস্তান ধর্মভিত্তিক দেশ পাবে এমন কোন কথা ছিল ? (From the podcast #4 পতিত স্বৈরাচারের সাংস্কৃতিক মুখোশ।)

আলোচকঃ ড. আব্দুল বাকী শরফ, জিম তানভীর এবং ডা. শামসুল আরেফীন শক্তি।

Dr. Abdul Baq || Zim Tanvir || Dr. Shamsul Arefin Shakti

ভিডিও লিংক কমেন্টে
26/10/2024

ভিডিও লিংক কমেন্টে

Address

Jeddah
22233

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Thoughts in Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share