![ফেসবুকে অনেক গুলো মাথা মোটা ঘোরাঘুরি করছে এবং ঘুরে ঘুরে তারা সাকিবের গুনাগুন গাইছে সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ক্রি...](https://img5.medioq.com/539/534/538893055395340.jpg)
18/10/2024
ফেসবুকে অনেক গুলো মাথা মোটা ঘোরাঘুরি করছে
এবং ঘুরে ঘুরে তারা সাকিবের গুনাগুন গাইছে
সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ক্রিকেটার সেটা আমি বিশ্বাস করি এবং মেনে নিতে বাধ্য।
তবে তার অন্ধ ভক্তরা এমনভাবে বলতেছে যেন সাকিবের জন্ম না হলে বাংলাদেশ বলে কোন একটা দেশের জন্মায় হতো না
তারা একটা জিনিস ভুলে গেছে সবার আগে দেশ
ব্যক্তির চাইতে দেশ অনেক গুণ বড় এটা সাকিবের অন্ধ ভক্তরা ভুলে গেছে
তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটা বোঝাতে চাচ্ছে বাইরের দেশে গেলে নাকি আমরা যদি বলি আমি বাংলাদেশী তাহলে নাকি আমাদেরকে চিনবে না
আর যদি বলি আমি সাকিবের দেশের তাহলে নাকি আমাকে চিনবে কতটা হাস্যকর এই কথাটা
আমার কথাটাই ধরুন আমি সৌদি আরব আছি পাঁচ বছর কই কখনো তো কোনো সৌদি নাগরিককে বলতে শুনিনি যে আমি বাংলাদেশ চিনিনা সাকিব আল হাসানকে চিনি আপনারা এত অতিরিক্ত শ্যাটাভাঙ্গা আবেগ নিয়ে কিভাবে থাকেন fans