Jashim Uddin

Jashim Uddin আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই

ফেসবুকে অনেক গুলো মাথা মোটা ঘোরাঘুরি করছে এবং ঘুরে ঘুরে তারা সাকিবের গুনাগুন গাইছে সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ক্রি...
18/10/2024

ফেসবুকে অনেক গুলো মাথা মোটা ঘোরাঘুরি করছে
এবং ঘুরে ঘুরে তারা সাকিবের গুনাগুন গাইছে

সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ক্রিকেটার সেটা আমি বিশ্বাস করি এবং মেনে নিতে বাধ্য।

তবে তার অন্ধ ভক্তরা এমনভাবে বলতেছে যেন সাকিবের জন্ম না হলে বাংলাদেশ বলে কোন একটা দেশের জন্মায় হতো না

তারা একটা জিনিস ভুলে গেছে সবার আগে দেশ

ব্যক্তির চাইতে দেশ অনেক গুণ বড় এটা সাকিবের অন্ধ ভক্তরা ভুলে গেছে

তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটা বোঝাতে চাচ্ছে বাইরের দেশে গেলে নাকি আমরা যদি বলি আমি বাংলাদেশী তাহলে নাকি আমাদেরকে চিনবে না
আর যদি বলি আমি সাকিবের দেশের তাহলে নাকি আমাকে চিনবে কতটা হাস্যকর এই কথাটা

আমার কথাটাই ধরুন আমি সৌদি আরব আছি পাঁচ বছর কই কখনো তো কোনো সৌদি নাগরিককে বলতে শুনিনি যে আমি বাংলাদেশ চিনিনা সাকিব আল হাসানকে চিনি আপনারা এত অতিরিক্ত শ্যাটাভাঙ্গা আবেগ নিয়ে কিভাবে থাকেন fans

তামিম, সাকিব, মুশিরা যে বছর সর্বশেষ টি-২০ খেলেছে বা যে বছর টি-২০ থেকে অবসর নিয়েছে সে বছর তাদের ব্যাটিং পারফর্মেন্স কেমন...
04/10/2024

তামিম, সাকিব, মুশিরা যে বছর সর্বশেষ টি-২০ খেলেছে বা যে বছর টি-২০ থেকে অবসর নিয়েছে সে বছর তাদের ব্যাটিং পারফর্মেন্স কেমন ছিলো, চলুন দেখে নেওয়া যাক:

তামিম ইকবাল সর্বশেষ টি-২০ খেলেছে ২০২০ সালে। তিনটি টি-২০ ম্যাচ থেকে ৪৮.৩৩ গড়ে ১৪৫ রান করেছিলেন। স্ট্রাইকরেট ছিলো ১২০ এর ঘরে। ছিলো ১ টি ফিফটি ও একটি ৪০+ রানের ইনিংস। সর্বোচ্চ স্কোর ছিলো ৬৫। প্রতিপক্ষ পাকিস্তান।

মুশফিকুর রহিম সর্বশেষ টি-২০ খেলেছে ২০২২ সালে। ৩ ইনিংস থেকে ১১.৬৬ গড়ে মোটে ৩৫ টি রান সংগ্রহ করতে পেরেছিলেন। স্ট্রাইকরেট ছিলো ১০২ এর ঘরে। সর্বোচ্চ স্কোর ৩০।

সাকিব আল হাসান এ বছর (২০২৪) সর্বশেষ টি-২০ খেলেছে। এর মধ্যে ১১ ইনিংস থেকে ১৬.৯০ গড়ে ১৬৯ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইকরেট ছিলো ১০৬.২৮। ১১ ইনিংসে ফিফটির সংখ্যা মোটে একটি। সর্বোচ্চ স্কোর ৬৪। প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

পারফরম্যান্স দেখে আপনার কি মনে হয়, কে সঠিক সময়ে ও সম্মানের সাথে অবসর নিয়েছে?

আলহামদুলিল্লাহ বাংলাদেশ ক্রিকেট থেকে পাপন অধ্যায় শেষ হলো নতুন ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ
21/08/2024

আলহামদুলিল্লাহ বাংলাদেশ ক্রিকেট থেকে পাপন অধ্যায় শেষ হলো নতুন ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ

12/08/2024

প্রবাসীরদের ৯ দফা দাবি মেনে নিতে হবে!

১. প্রবাসীর লাশ ফ্রিতে দেশে নিতে হবে ১০০%
২. এয়ারপোর্টতে VIP সম্মান দিতে হবে ১০০%
৩. বিমানে টিকেট দাম কমিয়ে আনতে হবে ১০০%
৪. প্রবাসীর ফ্যামেলীর নিরাপত্তা দিতে হবে ১০০%
5. ১২ বৎসর পর অবশরে দেশে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে।
৬, সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কাট করে দিতে হবে।
৭. প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে হবে।
৮. সিন্ডিকেট ভেঙ্গে নতুন ভিসার দাম সীমিত করতে হবে।
৯. শর্তহীন ভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দিতে হবে।
সবার কাছে অনুরোধ রইল এটা নজরে আনার রাখার জন্য ধন্যবাদ সবাইকে।

ঘটনা হাচানি
05/08/2024

ঘটনা হাচানি

04/08/2024

🚫 সতর্কবার্তা 🚫

সবাইকে জানিয়ে দিন কেউ যেনো "সেনাবাহিনী আমাদের পাশে আছে" এই সব ভিডিও পোস্ট না করে।

এখন নেটওয়ার্ক থাকা অবস্থায় তারা সবার মধ্যে পজিটিভ ধারণা ঢুকিয়ে দেবে এরপর নেটওয়ার্ক বন্ধ করে আবার পূর্বের মত অত্যাচার শুরু করবে বা করতে পারে।

যতক্ষণ সেনাবাহিনীর কোনো গ্রুপ, চেইন অব কমান্ড ভে/ঙে কোনো বিবৃতি না দিচ্ছে, ততক্ষণ এদের বিশ্বাস করা বোকামি। এরা কোন ক্লিয়ার বক্তব্য তো দেয়নি। আজকের মুন্সীগঞ্জের কাহিনী দেখে ওদের বিশ্বাস করা কঠিন।

সবাই দ্রুত ছড়িয়ে দেন।🙏

আপনার পা ধোয়া পা‌নি কোথা থে‌কে সংগ্রহ করা যা‌বে ভাই? আমা‌দের কিছু প্লেয়ার‌দের খাওয়াতাম আর কী!
03/08/2024

আপনার পা ধোয়া পা‌নি কোথা থে‌কে সংগ্রহ করা যা‌বে ভাই? আমা‌দের কিছু প্লেয়ার‌দের খাওয়াতাম আর কী!

এতদিনে সে তার প্রাপ্ত উপাধি পেলো🐸🤣
02/08/2024

এতদিনে সে তার প্রাপ্ত উপাধি পেলো🐸🤣

আজ মানবতার ফেরিওয়ালার ভিডিও এভাবে ছরাচ্ছেন। আপনাদের মানবতা কোথায় আজ,, যদি মানবতা থাকে দ্রুত লিংক ড্রপ করেন😤
01/08/2024

আজ মানবতার ফেরিওয়ালার ভিডিও এভাবে ছরাচ্ছেন। আপনাদের মানবতা কোথায় আজ,,

যদি মানবতা থাকে দ্রুত লিংক ড্রপ করেন😤

21/07/2024

শেখ হাসিনা নাকি পালিয়েছে!!

এই মুহূর্তে যেসব সেলিব্রিটি সঠিক নিউজ
পাবলিশ করার করার কথা
তারা গুজব ছড়াচ্ছে কাকে বিশ্বাস করবেন??

মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এবং তাদের এসেটরাই আন্দোলনকারীদের রাগ-ক্ষোভ কমিয়ে, আন্দোলনকে দুর্বল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার সংবাদ প্রচার করেছে। এই সংবাদে আন্দোলনকারীরা ভাবছে তাদের জয় হয়েছে। রাগ কমে যায়। আন্দোলন দুর্বল হবে। এটাকে একাডেমিক ভাষায় বলে, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আপনারা খেয়াল করুন নিজেরাও দেখবেন, এগুলো কিভাবে কাজ করছে। তার উপর আদালতের গেম ছিল ফাইনাল টাচ। যেটাও মাথা খাটালে অনুমেয় ছিল।

21/07/2024

আমার ভাইরা থেমে গেলে, শহীদদের অপমান করা হবে

21/07/2024

ব্রেকিং নিউজ কোটা পূর্ণবহলে হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল মেধার ভিত্তিতে ৯৩% মুক্তিযোদ্ধা ৫%অন্যান্য ২%

আমরা কোটা সংস্কার চাই না,
বাংলাদেশ সংস্কার চাই

21/07/2024

আমরা কোটা সংস্কার চাই না,
বাংলাদেশ সংস্কার চাই

21/07/2024

কোনো সিদ্ধান্ত ছাড়াই সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক শেষ হয়েছে

দুই দফায় বৈঠক করেও কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি সেনা কর্মকর্তারা। চলমান কোটা সংস্কার আন্দোলন দমনে সরকারের সেনা মোতায়েনের সিদ্ধান্ত এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা শনিবার রাতে বৈঠক করেছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পর্যারের একজন কর্মকর্তা বিষয়টি দ্য মিরর এশিয়াকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথম দফায় বৈঠকে কোনো সিদ্ধান্তে উপনীত হতে না পারায় রাত ১১টায় দ্বিতীয় দফায় বৈঠতে বসেন। দ্বিতীয়বার বসেও তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এর আগে গণভবনে বৈঠক করেন।

ওই কর্মকর্তা জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা স্পষ্টতই তিনভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এক ভাগ সরকার নির্দেশ মেনে আন্দোলন দমনের পক্ষে। আরেক পক্ষ আন্দোলনকারীদের সমর্থন দেয়ার পক্ষে মত দেন। তৃতীয় একটি পক্ষ কাউকেই সমর্থন না দিয়ে নিরপেক্ষ অবস্থানে সেনাবাহিনীকে থাকার পরামর্শ দিয়েছেন।

তৃতীয় পক্ষের মত হচ্ছে কোনো পক্ষে জড়িয়ে গেলে সেনাবাহিনীর সুনাম নষ্ট হবে। এছাড়াও ভবিষ্যতে সেনা সদস্যদের নানা ধরনের সমস্যার মুখোমুখী হতে হবে। জাতিসংঘের শান্তি মিশন, বিদেশ প্রশিক্ষণে ঝামেলা হতে পারে বিবেচনা করে তৃতীয় পক্ষও সরকারের নির্দেশ মেনে আন্দোলন দমনের বিরোধীতা করেন। একই সঙ্গে আন্দোলনকারীদের পক্ষেও না যেতে মত দিয়েছেন। তারা সেনাবাহিনীকে রাজনীতি না জড়ানোর পরামর্শ দেন।

বৈঠকে বিভিন্ন ডিভিশনের জিওসি ও পদাতিক ডিভিশনের সেনা কর্তারা সেনাপ্রধান ওয়াকার উজ জামানের উপস্থিতিতে অংশ নেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক শেষে সেনানিবাসের বিভিন্ন ইউনিটেও বৈঠক হয়েছে বলে ওই সূত্রে জানা গেছে।

সুত্রঃ The mirror asia

প্রবাসীদেরকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করছে এরে কি করা যায় বলেন তো
20/07/2024

প্রবাসীদেরকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করছে এরে কি করা যায় বলেন তো

Address

Jeddah
67529

Alerts

Be the first to know and let us send you an email when Jashim Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies