01/03/2024
মানুষ নিশ্চই মরন শীল।
ছবিটি ২০১৮সালের ৩ ফেব্রুয়ারী ,ন্যাশানাল জিওগ্রাফি চ্যানেল প্রকাশ মানুষ নিশ্চই মরন শীল।
ছবিটি ২০১৮সালের ৩ ফেব্রুয়ারী ,ন্যাশানাল জিওগ্রাফি চ্যানেল প্রকাশ করে।
এখানে দুইটি সাপ আছে। একটি অজগর আরেকটি কিং কোবরা। দুটিই সাইজে বড় এবং প্রত্যেকেই নিজেকে শ্রেষ্ট আর ক্ষমতাবান বলে মনে করে।এক পর্যায়ে অজগরটি ,কিং কোবরাকে দম বন্ধ করে দেয় এবং কিং কোবরা অজগরটিকে কামড়ে দেয়। দুটি সাপই মারা গেছে, একটি শ্বাসরোধে এবং অন্যটি বিষে।
আর ঠিক এভাবেই মানুষ একে অপরকে ধ্বংস করে। ঠিক এভাবেই বন্ধুত্ব শেষ হয়, সম্পর্ক শেষ হয় এবং হিংসা বাড়িয়ে তোলে। কারণ একজন সব সময় অন্যের চেয়ে শ্রেষ্ঠ হতে চায় বা নিজেকে বড় বা ক্ষমতাবান প্রমাণ করার চেষ্টা করে।
আবার কিছু মানুষ তাদের শ্রেষ্ঠত্বের অহংকারে মাটিতে পা পড়ে না, ক্ষমতা প্রমাণের চেষ্টা করে এবং তারা একে অন্যের ক্ষতি না করা পর্যন্ত পরচর্চা, হিংসা এবং প্রতারণা করে থাকে !!!
সুতরাং এগুলো বাদ দিয়ে
ভালোবাসা, সহানুভূতি, আনুগত্য এবং সততা বেছে নিন। যাতে নিজের মঙ্গল হয় এবং সকলের মঙ্গল হয়।
এখানে দুইটি সাপ আছে। একটি অজগর আরেকটি কিং কোবরা। দুটিই সাইজে বড় এবং প্রত্যেকেই নিজেকে শ্রেষ্ট আর ক্ষমতাবান বলে মনে করে।এক পর্যায়ে অজগরটি ,কিং কোবরাকে দম বন্ধ করে দেয় এবং কিং কোবরা অজগরটিকে কামড়ে দেয়। দুটি সাপই মারা গেছে, একটি শ্বাসরোধে এবং অন্যটি বিষে।
আর ঠিক এভাবেই মানুষ একে অপরকে ধ্বংস করে। ঠিক এভাবেই বন্ধুত্ব শেষ হয়, সম্পর্ক শেষ হয় এবং হিংসা বাড়িয়ে তোলে। কারণ একজন সব সময় অন্যের চেয়ে শ্রেষ্ঠ হতে চায় বা নিজেকে বড় বা ক্ষমতাবান প্রমাণ করার চেষ্টা করে।
আবার কিছু মানুষ তাদের শ্রেষ্ঠত্বের অহংকারে মাটিতে পা পড়ে না, ক্ষমতা প্রমাণের চেষ্টা করে এবং তারা একে অন্যের ক্ষতি না করা পর্যন্ত পরচর্চা, হিংসা এবং প্রতারণা করে থাকে !!!
সুতরাং এগুলো বাদ দিয়ে
ভালোবাসা, সহানুভূতি, আনুগত্য এবং সততা বেছে নিন। যাতে নিজের মঙ্গল হয় এবং সকলের মঙ্গল হয়।