ব্যাস্ত সময়

ব্যাস্ত সময় {كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ}
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে
(50)

🕋  #কাবা শরিফ ইসলামের সবচেয়ে পবিত্র স্থান এবং মুসলমানদের কিবলা (যেদিকে মুখ করে নামাজ পড়া হয়)। এটি সৌদি আরবের মক্কা নগ...
23/04/2025

🕋 #কাবা শরিফ ইসলামের সবচেয়ে পবিত্র স্থান এবং মুসলমানদের কিবলা (যেদিকে মুখ করে নামাজ পড়া হয়)। এটি সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত এবং মসজিদুল হারামের** কেন্দ্রে অবস্থিত।

কাবা শরিফ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
ইতিহাস
- ইসলামি বিশ্বাস অনুযায়ী, কাবা প্রথম নির্মাণ করেছিলেন হজরত আদম (আ.)। পরে হজরত ইব্রাহিম (আ.)ও তাঁর পুত্র ইসমাইল (আ.) এটি পুনর্নির্মাণ করেন।
- কাবা শরিফের একটি কোণে হাজারে আসওয়াদ (পবিত্র কালো পাথর) স্থাপন করা হয়েছে, যা জান্নাত থেকে এসেছে বলে বিশ্বাস করা হয়।

মুসলমানদের জন্য গুরুত্ব
- কাবা হল হজ্জ ও উমরাহ**র কেন্দ্র। প্রতি বছর লাখো মুসলমান হজ্জ পালনের জন্য কাবা তাওয়াফ (পরিক্রমা) করেন।
- সমস্ত মুসলমান নামাজের সময় কাবার দিকে মুখ করে দাঁড়ান (কিবলা)।

গঠন ও বৈশিষ্ট্য
- কাবা একটি ঘনকাকার (কিউব) ভবন যা কিসওয়া নামে একটি কালো ও সোনালি কাপড়ে ঢাকা থাকে।
-এর চারটি কোণ রয়েছে:
রুকনে ইয়ামানি(ইয়েমেনি কোণ),
রুকনে ইরাকি(ইরাকি কোণ),
রুকনে শামি(সিরিয়ান কোণ),
রুকনে আসওয়াদ (হাজারে আসওয়াদ-এর কোণ)।

বিশেষ তাৎপর্য
- কাবার দরজা সোনা দিয়ে তৈরি এবং তা সাধারণত খোলা থাকে না (শুধু বিশেষ অনুষ্ঠানে খোলা হয়)।
মাকামে ইব্রাহিম(হজরত ইব্রাহিমের দাঁড়ানোর স্থান) কাবার কাছে অবস্থিত।

অলৌকিকতা ও সম্মান
- কাবা শরিফকে আল্লাহর ঘর (বাইতুল্লাহ) বলা হয়।
- হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন কাবা শরিফ উঠিয়ে নেওয়া হবে।

শেষ কথা:
কাবা শরিফ শুধু একটি স্থাপনা নয়, বরং এটি মুসলমানদের ঈমান, ঐক্য ও ইবাদতের প্রতীক। এটি বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর কেন্দ্রবিন্দু।

আপনি যদি কাবা শরিফ সম্পর্কে আরও কিছু জানতে চান (যেমন: হজ্জ, তাওয়াফের নিয়ম বা ঐতিহাসিক ঘটনা) #ব্যাস্তসময় #কাবা #মসজিদ
#مكة #قران #قرانكريم #القرآن #قرآن #تلاوات

22/04/2025
22/04/2025

যা হবে মেনে নিতে হবে। স্বপ্ন ভেঙে যাবে, ইচ্ছাগুলো অপূর্ণ হয়ে থাকবে। কষ্ট, বাঁধা, আর হতাশা সবই জীবনের অংশ। শেষ পর্যন্ত মেনে নেওয়ার মধ্যেই শান্তি খুঁজতে হয়। যা কিছু হারিয়ে যায় তা ফিরে আসে না, তবুও আগের মতো স্থির থাকতে হয়, কারণ এটাই জীবন।

21/04/2025
20/04/2025
আমি টাকার এক মেশিনইচ্ছে করে জানতে আমি জিন্দা না কি লাশদোজখের অন্য নাম কি শুধু রে প্রবাসইচ্ছে করে জানতে আমি জিন্দা না কি ...
18/04/2025

আমি টাকার এক মেশিন

ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কি লাশ
দোজখের অন্য নাম কি শুধু রে প্রবাস

ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কি লাশ
দোজখের অন্য নাম কি শুধু রে প্রবাস
বছর ঘুরে আসে বছর আমি গুনি দিন
আর কতটা সাজাই পাবো সুখের সে হরিণ
আমি টাকার মেশিন
যে সবার সুখের জন্য হায় ব্যস্ত রাত দিন
আমি টাকার মেশিন

আমি কেমন আছি কি খেয়েছি রাখেনা কেউ খোজ
আমার চোখের জলে মরুভুমি
ত্রিস্না মিটায়

বন্ধুবান্ধব ভাইবোনেরা করে টেলিফোন
কেউ বা চায় লেপটপ আর কেউ বা দামি ফোন
কারো চাওয়া ব্যর্থ হলে মুখ করে মলিন
আমি টাকার মেশিন

যে সবার সুখের জন্য হায় ব্যস্ত রাত দিন
আমি টাকার মেশিন
জানি সবার কাছে আমার চেয়ে
টাকার বেশি দাম
শুধু সূর্য জানে প্রতি টাকায় ঝড়ায় কত ঘাম

আমায় দেখে মরণ হাসে কান্না করে মান
তারার সাথে কথা বলে জুড়ায় বেকুল প্রান
বোবা ভাষায় বাবাও বলে বাকি শুধের ঋন

আমি টাকার মেশিন
যে সবার সুখের জন্য হায় ব্যস্ত রাত দিন
আমি টাকার মেশিন

ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কি লাশ
দোজখের অন্য নাম কি শুধু রে প্রবাস
বছর ঘুরে আসে বছর আমি গুনি দিন
আর কতটা সাজাই পাবো সুখের সে হরিণ
আমি টাকার মেশিন
যে সবার সুখের জন্য হায় ব্যস্ত রাত দিন
আমি টাকার মেশিন

#শেষ_টাকার_মেশিন 😭
#প্রবাসি #প্রবাসে #প্রবাসেরজীবন

18/04/2025

"হারাম রিলেশনে" জড়ানোর পূর্বে তোমার লাইফটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে? তুমি কি পার্থক্য টা বুঝতে পারছো না?💔
"হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর। প্রত্যেকে ভেবে দেখুক আগামীকালের (পরকালের) জন্য সে কী অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহকে ভয় কর। তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে জানেন।"
(আল হাশর: ১৮)
নিজেকে জীব'ন্ত' লা'শের মতো বানিয়ো না, এখনি ডিসিশন নাও।

18/04/2025

জুম্মা মোবারক! আজকের এই পবিত্র দিনে ইয়া রাহমানুর রাহিম, তোমার কাছে চাই আমাদের জীবন সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করেন।

একজন সারী কতটা দামি!তিনি আসবেন বলে বাড়ির পুরা পরিবেশটা পরিবর্তন করে ফেলা হয়। তার পর্দায় যেন একটুও বিগ্ন না ঘটে তার জন্য...
11/04/2025

একজন সারী কতটা দামি!

তিনি আসবেন বলে বাড়ির পুরা পরিবেশটা পরিবর্তন করে ফেলা হয়। তার পর্দায় যেন একটুও বিগ্ন না ঘটে তার জন্য চলে কতশত আয়োজন!

যারা পর্দা করে না তারজন্য হয় না তেমন কোনো ভাবনাই। কী অদ্ভুত তাই না?

তিন জিনিসের ভরসা দাও ছাড়ি• নদীর তীরে বাড়ি• ব্রেক ছাড়া গাড়ি• পর্দা ছাড়া নারী।বিঃদ্রঃ পর্দা ছাড়া নারী সে নিজেও দুনিয়া ও অ...
08/04/2025

তিন জিনিসের ভরসা দাও ছাড়ি

• নদীর তীরে বাড়ি

• ব্রেক ছাড়া গাড়ি

• পর্দা ছাড়া নারী।

বিঃদ্রঃ পর্দা ছাড়া নারী সে নিজেও দুনিয়া ও অধিকারে ক্ষতিগ্রস্ত সাথে আপনাকেও টেনে নিয়ে যাবে। আল্লাহ তায়ালা সবাইকে সঠিক ইসলামিক জ্ঞান দান করুন। আমিন

08/04/2025

{ وَاللهُ غَالِبٌ عَلَىٰ أَمْرِهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ }

“যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সে ঈমান তোমাকে জিহাদের ময়দানে কিভাবে নিয়ে যাবে? - জামসেদ মজুমদার।”দিন শেষে এ...
07/04/2025

“যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সে ঈমান তোমাকে জিহাদের ময়দানে কিভাবে নিয়ে যাবে? - জামসেদ মজুমদার।”

দিন শেষে এই মানুষটাই সঠিক ছিল ❤️

কালকে এই লোকটার কথার আসল মানে বের না করে কত মানুষ কতভাবে তাকে ছোট করার চেষ্টা করেছেন।

আজকে দেখছেন দেখলেন কি হলো?

একদিন ও পার হয়নি আল্লাহ দেখিয়ে দিয়েছেন আসলে সে সঠিক ছিলেন।❤️

বুঝা উচিৎ ছিলো তিনি কোন এংগেলে কথা বলেছেন

তিনি তো আর বলেন নাই বেনামাজি জিহাদ করতে পারবে নাহ ওনি ইমান নিয়ে কথা বলেছেন!

এখন কথা হচ্ছে হক কথা সবার একটু লাগে বেশি, বিষেশ করে বেনামাজিদের তো কোন কথাই নাই 💔

ড: আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা কথা বলেছিলেন এ দেশের মানুষের ধর্মীয় জ্ঞান থেকে আবেগ বেশি!

ইসলাম হচ্ছে আনুগত্যের নাম আবেগের নাম নয় ❤️

ধন্যবাদ ভুল ক্রুটি ক্ষমা করবেন🫡💝

07/04/2025

কোক ক্রয় করে এটিকে রাস্তায় ফেলে দেয়াকে বয়'কট বলেনা বরং এটি প্রমোট এবং প্রফিটেবল।
বরং বলুন যে...
'যে দোকানে থাকবে কোক, সে দোকান বয়কট হোক'।

  #নরসিংদী_তাহমিদ_চত্বর আজ এই চত্বর থেকে ঘোষণা- নরসিংদী শহরের সকল হোটেল, রেস্টুরেন্ট থেকে কোকাকোলা, সেভেন আপের সাইনবোর্ড...
07/04/2025


#নরসিংদী_তাহমিদ_চত্বর
আজ এই চত্বর থেকে ঘোষণা-
নরসিংদী শহরের সকল হোটেল, রেস্টুরেন্ট থেকে কোকাকোলা, সেভেন আপের সাইনবোর্ড ও ইসরাইলী সকল পণ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরাতে হবে।আমাদের

Address

Hafar Al Batin
Hafar Al Batin

Telephone

+966566433786

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যাস্ত সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্যাস্ত সময়:

Share

Category