ولي الله O H S

ولي الله O H S Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ولي الله O H S, Digital creator, Hafar Al Batin, Hafar al Batin.
(50)

আপনি সিজদায় পড়ে অনেক কিছুই তো চাইলেন, কিন্তু কয়বার আপনার রবকে চেয়েছেন?বলতে পারবেন!
02/02/2025

আপনি সিজদায় পড়ে অনেক কিছুই তো চাইলেন, কিন্তু কয়বার আপনার রবকে চেয়েছেন?

বলতে পারবেন!

এতাে চিন্তা কিসের! আল্লাহ তা নিজেই বলেছেন; ধৈর্য ধারণ করাে তােমার ভবিষ্যৎ, তােমার অতীতের চেয়ে সুন্দর হবে। সূরা আদ দুহা:...
02/02/2025

এতাে চিন্তা কিসের! আল্লাহ তা নিজেই বলেছেন; ধৈর্য ধারণ করাে তােমার ভবিষ্যৎ, তােমার অতীতের চেয়ে সুন্দর হবে। সূরা আদ দুহা: ০৪

02/02/2025
01/02/2025
01/02/2025

ঘড়ির কাঁটাতে স্বপ্নটা রেখে আলোয় পেতেছি বুক, আলনায় তুলে গুছিয়ে রেখেছি বিরহের হাসিমুখ

মাদুর বিছিয়ে ঘুমায় শান্তি ডেকে যাই প্রতিক্ষণ সুখ থাকলেও, শান্তিটা আজ বড়ো বেশি প্রয়োজন

পুরুষের প্রেম গভীর নদীর তলের স্রোতের মতো-নীরব, অথচ প্রবল। বাইরে থেকে বোঝা যায় না,কিন্তু একবার প্রবাহে গা ভাসালে আর ফেরা ...
01/02/2025

পুরুষের প্রেম গভীর নদীর তলের স্রোতের মতো-নীরব, অথচ প্রবল। বাইরে থেকে বোঝা যায় না,কিন্তু একবার প্রবাহে গা ভাসালে আর ফেরা যায় না।

নারীর ঘৃণা দাবানলের মতো-
কখনো আস্তে আস্তে দাউ দাউ করে জ্বলে,
কখনো হঠাৎ বিস্ফোরিত হয়ে সব ছাই করে দেয়।

পুরুষ ভালোবাসে একবার,
কিন্তু যদি সে ভালোবাসার মূল্য না পায়,
হৃদয়ের দরজাটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়।
নারী সহজে ঘৃণা করতে শেখে না,
কিন্তু একবার করলে,
সে আগুনে পুড়ে ফের ফুল ফোটে না।

লেখক মাহবুব সরদার সবুজ

01/02/2025

মন খারাপ হয় আমারও,
কখনো অভিমানেও ডুবে যাই।
কিন্তু কে আছে যে এসে বলবে-
আল্লাহ তোমার সাথেই আছেন?

একসময় আমিও ব্যাকুল হতাম,
কারও কষ্টে পাশে দাঁড়াতে।
আজ বুঝেছি, মানুষের সঙ্গ ক্ষণস্থায়ী,
শুধু রবই থাকেন চিরকাল পাশে।

এই দুনিয়ার নিঃসঙ্গতা কিছুই নয়,
যদি হৃদয়ে থাকে আল্লাহর ভালোবাসা।

___❐ মাহবুব সরদার সবুজ

31/01/2025

যেখানে নিজের মূল্যায়ন হয় না,
সেখান থেকে সরে আসাই শ্রেয়।
যে সম্পর্ক তোমার আত্মসম্মানকে আঘাত করে,
সেখানে থাকা শুধুই নিজেকে ছোট করা।

প্রিয়জন হোক বা আপনজন,
নিজের মানসিক শান্তি সবার আগে।
যে তোমার মূল্য বুঝবে না,
সে তোমার ভালোবাসারও যোগ্য নয়।

___❐ মাহবুব সরদার সবুজ

যাদের ছাড়া আমাদের একদিন চলত না, আজ তারা আছে কোথায়-কে জানে!কতো সম্পর্ক সময়ের ব্যবধানে হারিয়ে গেছে, কতো নাম ভুলে গেছি,কতো ...
31/01/2025

যাদের ছাড়া আমাদের একদিন চলত না,
আজ তারা আছে কোথায়-কে জানে!
কতো সম্পর্ক সময়ের ব্যবধানে হারিয়ে গেছে,
কতো নাম ভুলে গেছি,
কতো চেনা মুখ থেকেও অচেনা হয়ে গেছে।

একদিন যাদের কাছে থাকলে মনে হতো
পৃথিবীটা কতই না ছোট,
আজ তারা আকাশের মতো দূরের মানুষ-
সময়ের দেয়াল ভেঙে আর কখনো ফেরা হয় না।
ইচ্ছে করলেই তো কথা বলা যেত,
একবার ডাকলেই ফিরে আসার কথা ছিল,
তবু কেউ কারো খোঁজ নেয় না,কেউ ফিরে আসে না…

জীবন এমনই-সবাই একে একে হারিয়ে যায়,
শুধু স্মৃতিগুলো থেকে যায়, বোবা আর নিঃসঙ্গ হয়ে…

31/01/2025

আমি কাউকে বলিনি,কেমন করে রাতের অন্ধকারে চোখের পানি লুকিয়ে রাখি, কেমন করে মনে পড়ে যায় যা ভুলে যেতে চেয়েছি।

আমি কাউকে জানাইনি, কেমন করে দোয়ার মাঝে হাত তুলি, কাঁপা কণ্ঠে আল্লাহর কাছে শান্তি চাই। জানি, তিনি শোনেন, তিনি জানেন-আমার হৃদয়ের প্রতিটি কথা, প্রতিটি দীর্ঘশ্বাস।

আমি কাউকে বলিনি,
কেমন করে একাকীত্ব আমাকে গ্রাস করতে চায়,
কিন্তু তখনই কুরআনের আয়াত মনে পড়ে-
“অবশ্যই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে”
(সূরা আশ-শারহ ৬)
এ কথাই তো সত্য! আল্লাহর কাছে যা সোপর্দ করেছি, তা আর বোঝা হয়ে থাকে না।

আমি কাউকে জানাইনি, কেমন করে নিজেকে বদলে নিয়েছি। দুঃখকে ইবাদতে রূপ দিয়েছি, হারানোর কষ্টকে আল্লাহর প্রতি ভরসায় বদলেছি।

কারো কাছে কিছু বলার দরকার নেই,
কারণ আমি জানি-আল্লাহই সর্বশ্রেষ্ঠ শোনার মতো, বোঝার মতো, সাহায্য করার মতো।
@ولي الله O H S

31/01/2025

প্রিয় আপনি,
আমি জানি না, আমাদের কথা বলা কবে থেমে যাবে। পৃথিবীতে এমন কত মানুষের সঙ্গে কথা হয়েছে, যাদের আর কখনো খোঁজই নেওয়া হবে না। ভাবলেই বুকের এক কোণে হাহাকার জেগে ওঠে।

সময়ের স্রোতে যদি আপনাকে হারিয়ে ফেলি, অবাক হবো না। কেননা একদিন ঠিকই হারিয়ে যাবেন-আপনার পথ আর আমার পথ তো এক নয়। আজ যে ঘণ্টার পর ঘণ্টা কথা হচ্ছে, কাল তা থেমে যাবে।

এই যে মায়া, এই যে ভালো লাগা-
সবই একদিন স্মৃতি হয়ে যাবে। আর তখন,
হঠাৎ হঠাৎ বুকের গভীরে ব্যথার ভীড় জমবে।

আচ্ছা, মানুষ কি সত্যিই থাকতে পারে না?
যদি সত্যি থেকে যেত,তবে কি আপনি আমারই হতেন?
ولي الله O H S

31/01/2025

আমি অতিরিক্ত কেউ নই।
আমাকে ছাড়া জীবন থমকে যাবে না।
আমি কারো প্রথম পছন্দ নই,
আমাকে ছাড়া কারো কিছু থেমে থাকে না।

আমি আলাদা কিছু নই।
আমার অভাবে আকাশ মেঘে ঢাকা পড়ে না।
আমি সহজেই ভুলে যাওয়া মানুষ,
যার জন্য কারো হৃদয় ভারী হয় না।

জানি, একদিন সবাই দূরে সরে যাবে।
আমার অস্তিত্ব কারো স্মৃতিতে ম্লান হবে।
তবু নিজের মতো থাকি,
কারো কাছে না থেকেও নিজের কাছে থাকি।
ولي الله OH S

31/01/2025

মন খারাপ হয় আমারও,
কখনো অভিমানেও ডুবে যাই।
কিন্তু কে আছে যে এসে বলবে-
আল্লাহ তোমার সাথেই আছেন?

একসময় আমিও ব্যাকুল হতাম,
কারও কষ্টে পাশে দাঁড়াতে।
আজ বুঝেছি, মানুষের সঙ্গ ক্ষণস্থায়ী,
শুধু রবই থাকেন চিরকাল পাশে।

এই দুনিয়ার নিঃসঙ্গতা কিছুই নয়,
যদি হৃদয়ে থাকে আল্লাহর ভালোবাসে
H S ولي الله

30/01/2025

আমি কাউকে বলিনি,কেমন করে রাতের অন্ধকারে চোখের পানি লুকিয়ে রাখি, কেমন করে মনে পড়ে যায় যা ভুলে যেতে চেয়েছি।

আমি কাউকে জানাইনি, কেমন করে দোয়ার মাঝে হাত তুলি, কাঁপা কণ্ঠে আল্লাহর কাছে শান্তি চাই। জানি, তিনি শোনেন, তিনি জানেন-আমার হৃদয়ের প্রতিটি কথা, প্রতিটি দীর্ঘশ্বাস।

আমি কাউকে বলিনি,
কেমন করে একাকীত্ব আমাকে গ্রাস করতে চায়,
কিন্তু তখনই কুরআনের আয়াত মনে পড়ে-
“অবশ্যই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে”
(সূরা আশ-শারহ ৬)
এ কথাই তো সত্য! আল্লাহর কাছে যা সোপর্দ করেছি, তা আর বোঝা হয়ে থাকে না।

আমি কাউকে জানাইনি, কেমন করে নিজেকে বদলে নিয়েছি। দুঃখকে ইবাদতে রূপ দিয়েছি, হারানোর কষ্টকে আল্লাহর প্রতি ভরসায় বদলেছি।

কারো কাছে কিছু বলার দরকার নেই,
কারণ আমি জানি-আল্লাহই সর্বশ্রেষ্ঠ শোনার মতো, বোঝার মতো, সাহায্য করার মতো।

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
29/01/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

21/01/2025

With SP. Creation – I just got recognized as one of their top fans! 🎉

Address

Hafar Al Batin
Hafar Al Batin

Telephone

+966566433786

Website

Alerts

Be the first to know and let us send you an email when ولي الله O H S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ولي الله O H S:

Videos

Share