EuroZone BD

EuroZone BD রোমানিয়া সহ ইউরোপের সব দেশের ভিসা ও অভিবাসন সম্পর্কিত আপডেট নিউজ পেতে পেজটিতে লাইক দিয়ে সাথেই থাকুন।
(1)

Summer
27/05/2023

Summer

গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে থাকা অন্তত ৬০ জন অনিয়মিত অভিবাসী নিয়ে একটি বিশেষ বিমান বুধবার ঢাকায় অবতরণ করেছে। বাংলাদেশ দ...
16/03/2023

গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে থাকা অন্তত ৬০ জন অনিয়মিত অভিবাসী নিয়ে একটি বিশেষ বিমান বুধবার ঢাকায় অবতরণ করেছে। বাংলাদেশ দূতাবাস গ্রিস জানিয়েছে, এসব ব্যক্তিদের মধ্যে ২০ জনকে গ্রিস থেকে ফেরত পাঠানো হয়েছে। বাকিরা অন্য দেশে ছিলেন।

গ্রিস, স্পেন, মাল্টা, ইটালিসহ বিভিন্ন দেশে থাকা অন্তত ৬০ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসী নিয়ে একটি চার্টার বিমানে বুধবার স্থানীয় সময় সকাল ৮:৪০ মিনিটে ঢাকায় অবতরণ করেছে। তাই অবৈধ ভাবে আসারে আগে একটু ভালো ভাবে ভেবেচিন্তে আসবেন।
আরও জানতে EuroZone BD পেজে ফলো দিয়ে সাথেই থাকুন।

ইতালি সরকার বাংলাদেশসহ মোট ৩৩ দেশ থেকে ২০২৩ সালে ৮২ হাজার ৭০৫ জন নতুন শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে এবং এ বিষয়ে সরকারি গেজে...
15/03/2023

ইতালি সরকার বাংলাদেশসহ মোট ৩৩ দেশ থেকে ২০২৩ সালে ৮২ হাজার ৭০৫ জন নতুন শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে এবং এ বিষয়ে সরকারি গেজেটও প্রকাশ করেছে। আগামী ২৭ মার্চ থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আজ লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও রোমানিয়ার  পররাষ্ট্রমন্ত্রী মধ্যে বৈঠক হয়। যেখানে লিথুনিয়া সরকার পূর্ণ সমর্থন দিচ্ছে রো...
14/03/2023

আজ লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মধ্যে বৈঠক হয়। যেখানে লিথুনিয়া সরকার পূর্ণ সমর্থন দিচ্ছে রোমানিয়া যেন সেনজেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য লাভ করে। তারা এই বৈঠকে সম্পূর্ণ একমত হয়েছে যে ন্যাটোর পূর্ব দিকের অংশকে শক্তিশালী করতে হলে রোমানিয়াকে শক্তিশালী দেশে পরিনতি করতে হবে এবং সেই সাথে ইউক্রেন ও মলদোভাকেও তাদের ইইউ একীকরণের নির্বাচিত পথে সমর্থন করার জন্য আরও প্রচেষ্টার প্রয়োজন বলে মনে করেন।

ন্যাটো কে আরো শক্তিতে পরিনত করতেই আরেক ধাপে এগিয়ে গেলো রোমানিয়া সেনজেন যোগদানের জন্য। রোমানিয়াকে পুনঃনিশ্চিত সমর্থনের জন্য লিথুনিয়ার সরকার সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে।

নিয়মিত আপডেট নিউজ পেতে EuroZone BD পেজে ফলো দিয়ে সাথেই থাকুন।

যে সমস্ত ভাই ইতালিতে নতুন এসে ২/৩ মাস কাজ না পেয়ে হতাশায় শেষ হয়ে যাচ্ছেন তারা ভালো করে শুনে রাখুন এতো হতাশ হবার কিচ্ছ...
13/03/2023

যে সমস্ত ভাই ইতালিতে নতুন এসে ২/৩ মাস কাজ না পেয়ে হতাশায় শেষ হয়ে যাচ্ছেন তারা ভালো করে শুনে রাখুন এতো হতাশ হবার কিচ্ছু নেই ২/১ বছর পর আপনিও ভালো থাকবেন। একটু ধৈর্য ধরুন, আমি 2013 সালে সম্মানজনক চাকরি ছেড়ে স্পন্সর ভিসাতে ইতালিতে চলে আসি, আসার সময় এক বড় ভাইয়ের পরামর্শে ৬ মাস থাকা খাওয়ার মতো দুই হাজার ইউরো সাথে করে নিয়ে আসি, তখন কাজ পাওয়া একটু কঠিন ছিল। আসার পরেরদিন এক ভাই বললো, কাজ করতে চাইলে প্রথম চার মাস পেটভাতায় কাজ করতে হবে, মানে শুধু থাকা খাওয়ার খরচ দেবে আর কাজ শেখাবে, চার মাস পর থেকে বেতন দেবে, প্রতিদিন ১২ ঘন্টা ডিউটি, শুরু করে দিলাম কাজ, মনে করলাম যাক থাকা খাওয়ার ব্যাবস্থা তো হোলো! দেখি প্রতি সপ্তাহে 20 ইউরো করে পকেট খরচও দিতে লাগলো,এক মাস পার হয়ে গেলো,দেশ থেকে নিয়ে আসা দুই হাজার ইউরো দেশে পাঠিয়ে দিলাম, কিছু সহকর্মী পেলাম খুব আন্তরিক আর কিছু পেলাম বিশ্ব হারামি, নাম সই করতে পারে না অথচ সে আমার বস মাঝে মাঝে খারাপ আচরণও করে ,তিনমাস পর সিদ্ধান্ত নিলাম দেশে চলে যাবো, একজন ভালো সহকর্মী রিকোয়েস্ট করলো যে দেখেন ভাই আমরা একটা পেরমেচ্ছ দি সোজর্নের জন্য এতো কষ্ট করছি আর আপনি পাওয়া জিনিস ফেলে চলে যাবেন! সোজর্নটা হাতে পেয়ে তারপর চলে যান।ভাবলাম সে কষ্ট করতে পারলে আমি কেন পারবো না। আজ আমি ইতালিতে বৌ বাচ্চা নিয়ে বেশ ভালোই আছি, আপনিও ভালো থাকবেন,
দেশে কি ছিলেন ভুলে যান, প্রয়োজনে প্রথমে পেট ভাতায় কাজ শুরু করেন আর এর থেকে ভালো কাজ খুজতে থাকেন,আপনি সফল হবেন কনফার্ম ।
©️
ইতালিতে যা যা দেখেছি 🇮🇹

05/03/2023

বাংলাদেশ থেকে যারা রোমানিয়ার ভিসা এপ্লিকেশন করবেন তাদের উদ্দেশ্যে:

আপনাকে তো অনেকেই অবগত আছেন বাংলাদেশ রোমানিয়া দূতাবাসের টিম আসতেছে মোটামুটি ছয় মাস থাকার একটা পরিকল্পনা আছে তাদের হাতে।
যাদের পারমিট ইস্যু আগে তাদের সিরিয়াল মূলত আগে আসবে এই ভিত্তিতে হয়তো কাজ শুরু করবে তার খুব শীঘ্রই।
আসলে ফাইল জমার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসগুলো সতর্কতার সাথে মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে।

👉ভিসা ফি 140 ডলার, সেটা তারা ডলারে নিবে।

👉পাসপোর্ট এর মেয়াদ জন্য পর্যাপ্ত থাকে সেটা মিনিমাম একবছর উপর যেন থাকে।

👉পুলিশ ক্লিয়ারেন্স এর মেয়াদ যেন তিন মাসের উপরে থাকে।

👉অনলাইন আবেদন ফরম জেনারেট করার পর সেটার কোনো রকম ভুল ভাঙতে আছে কিনা সেটা চেক করে যাচাই-বাছাই করে সাবমিট করা।
ল্যাব প্রিন্টের 35/45 সাইজের ছবি অবশ্যই ৮০ পার্সেন্ট ফেইস থাকতে হবে ছবিতে।

কোনরকম টাই পরা ছবি দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিবেন না।

এর বাইরে যে সমস্ত ডকুমেন্টস আপনারা রেডি করে দিবে কোম্পানি সেগুলা আগে অফিস থেকে বুঝে নিবেন।
Bangladeshi in Romania

02/03/2023

১৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া
চলতি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজারের বেশি ভিসা প্রদানের জন্য ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলার মিশন পরিচালনা করবে রোমানিয়া।

বৃহস্পতিবার (২ মার্চ) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে রোমানিয়াকে তাদের কনস্যুলার পরিষেবা পরিচালনার সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

রোমানিয়ার কনস্যুলার দল তাদের পরিষেবা পরিচালনার জন্য ৫ মার্চ ঢাকা পৌঁছবে বলেও জানান তিনি।
রোমানিয়ার আপডেট খবর

রোমানিয়ার একটি কনস্যুলার দল গত বছর তিন মাস তাদের সেবা পরিচালনা করে পাঁচ হাজার ৪০০টি ভিসা দিয়েছিল।

সেহেলী সাবরীন জানান, রোমানিয়ার সফল কনস্যুলার সেবা দেখার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে এখানে একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য চিঠি পাঠিয়েছেন। চলতি বছরের এই সময়ের মধ্যে রোমানিয়া ১৫ হাজারের বেশি বাংলাদেশী নাগরিককে ভিসা দেবে বলে আশা করা হচ্ছে।
রোমানিয়ার আপডেট খবর জানতে Bangladeshi in Romania পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন।

🇷🇴  বর্তমানে রোমানিয়ার ইমিগ্রেশন এর অবস্থা এরকম।প্রতিটা সিটিতেই প্রচুর চাপ।হলুদ অংশগুলো মোটামুটি আছে।যারা রেড জোন সিটিত...
01/03/2023

🇷🇴 বর্তমানে রোমানিয়ার ইমিগ্রেশন এর অবস্থা এরকম।
প্রতিটা সিটিতেই প্রচুর চাপ।
হলুদ অংশগুলো মোটামুটি আছে।
যারা রেড জোন সিটিতে পড়ছে তাদের ফাইল রেডি হতে অনেক সময় লাগবে, এটা স্বাভাবিক বিষয়।

ধৈর্য ধরুন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।

এইরকম ইনফর্মেশন পেতে Bangladeshi in Romania
পেজটিকে ফলো করে পাশে থাকুন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের গত তিন বছর ধরে বাংলাদেশ থেকে কর্মীরা যাচ্ছেন রোমানিয়ায়। তবে কর্মী যাওয়া শুরু হতে না হতেই সেখা...
25/01/2023

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের গত তিন বছর ধরে বাংলাদেশ থেকে কর্মীরা যাচ্ছেন রোমানিয়ায়। তবে কর্মী যাওয়া শুরু হতে না হতেই সেখানকার শ্রমবাজার হারানোর শঙ্কাও উঠেছে।

কারণ সেদেশে গিয়ে বাংলাদেশিরা ইউরোপের তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রোমানিয়া।

বলকান যুদ্ধের পরিপ্রেক্ষিতে রোমানিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানো বন্ধ হয়ে যায়। তবে দুই দেশের মধ্যে আলোচনায় মূলত ২০২০ সাল থেকে ফের কর্মী নেওয়া শুরু করে রোমানিয়া।

তখন থেকে দেশটিতে প্রতি বছর বাংলাদেশ থেকে কর্মীরা যাচ্ছেন। এই ধারা অব্যাহতও রয়েছে।

২০২১ সালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোমানিয়া সফর করেন। সফরকালে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী বোগদান লুসিয়ান অ্যারেস্কুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য অনুরোধ করেন। মূলত এই সফরের পর থেকেই রোমানিয়া কর্মী পাঠানোর পথ উন্মোচন হয়। গত বছর রোমানিয়ার কনস্যুলার টিম ঢাকায় এসে প্রায় ৫ হাজার কর্মীকে ভিসাও দেয়।

রোমানিয়া বাংলাদেশিদের জন্য ২০২০ সালে ৫৮০টি, ২০২১ সালে দুই হাজার ৮৬৯টি আর ২০২২ সালে ১২ হাজার ৯৬০টি ভিসা দিয়েছে। তবে সেখানে এখন অবস্থান করছেন মাত্র তিন হাজার ৯৬ জন বাংলাদেশি। বেশিরভাগই রোমানিয়া থেকে তাদের কাজের মেয়াদ শেষ না করেই অন্য দেশে পাড়ি জমিয়েছেন। এই কারণেই রোমানিয়ার শ্রমবাজার হারানোর শঙ্কায় রয়েছে বাংলাদেশ।

কাজের মেয়াদ শেষ না করেই বাংলাদেশিদের ইউরোপের অন্য দেশে পাড়ি দেওয়া নিয়ে ইতোমধ্যেই অভিযোগ করেছে রোমানিয়া। বাংলাদেশে নিযুক্ত রোমানিয়ার অনাবাসী রাষ্ট্রদূত ড্যানিয়েলা সেজোনভ টেন সম্প্রতি ঢাকা সফরকালে অভিযোগ করেছেন, বাংলাদেশের বেশিরভাগ কর্মী রোমানিয়ায় পৌঁছে ইউরোপের অন্য দেশে চলে যান। এতে রোমানিয়া সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিসার অপব্যবহার বন্ধে বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে রোমানিয়া গিয়ে অনেক কর্মীর চুক্তি অনুযায়ী বেতন না পাওয়ারও অভিযোগ রয়েছে। তবে সেই অভিযোগ খুব কম। বাংলাদেশ থেকে বেশিরভাগ কর্মীর রোমানিয়া পৌঁছে ইউরোপের অন্য দেশে পাড়ি জমানোর প্রবণতাই বেশি।

গত বছর তিন বাংলাদেশি কর্মী রোমানিয়ায় কাজের জন্য গিয়ে ইউরোপের অন্য দেশে পালানোর চেষ্টাকালে আটক হন। পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। একইসঙ্গে তাদের পাঁচ বছরের জন্য রোমানিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়। সে কারণে বাংলাদেশ ও রোমানিয়া সরকার বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে।

রোমানিয়ায় অনেক কর্মীর চাহিদা রয়েছে। ২০২৩ সালে রোমানিয়া এক লাখ কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী বাংলাদেশ থেকে নিতেও আগ্রহী দেশটি। বিশেষ করে নির্মাণসহ অন্যান্য খাতে সেখানে কর্মীদের সুযোগ রয়েছে।

রোমানিয়ায় গিয়ে ইউরোপের অন্য দেশে পাড়ি জমানোর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা চাই বাংলাদেশি কর্মীরা রোমানিয়ায় গিয়ে চুক্তি অনুযায়ী কাজ করবেন। তাহলে সেদেশে আমাদের ইমেজ ভালো থাকবে। আর সেটা হলে, বাংলাদেশ থেকে আরও কর্মী রোমানিয়া যাওয়ার সুযোগ পাবেন। রোমানিয়া বাংলাদেশের জন্য খুব ভালো শ্রমবাজার হতে পারে।
আরও জানতে Bangladeshi in Romania পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।

অবশেষে সমাপ্ত হলো ২২-২৩ সেশন। সবাই এখন ২৩-২৪ এর জন্য প্রস্তুতি নিন।এইবছরের জন্য রোমানিয়ান এম্বাসি আর স্টুডেন্ট ফাইল নিবে...
18/01/2023

অবশেষে সমাপ্ত হলো ২২-২৩ সেশন।
সবাই এখন ২৩-২৪ এর জন্য প্রস্তুতি নিন।
এইবছরের জন্য রোমানিয়ান এম্বাসি আর স্টুডেন্ট ফাইল নিবেনা।
যারা জমা দিতে পারেন নাই তাদের জন্য বেড লাক।
২৩-২৪ সেশনে আবার চেষ্টা করুন, নতুন যারা আছেন ফাইল রেডি করে ফেলেন।
ধন্যবাদ

[ বি.দ্র. : এটা শুধুমাত্র রোমানিয়া স্টুডেন্ট ভিসার জন্য, ওয়ার্ক ভিসার জন্য নয় ]

🇦🇩🇪🇺আজ   কাউন্সিল সভায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যেও রোমানিয়া সেনজেন তালিকায় অবস্থান করার বিষয়টি নিয়ে আলোচনায় নিজেদের...
17/01/2023

🇦🇩🇪🇺আজ কাউন্সিল সভায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যেও রোমানিয়া সেনজেন তালিকায় অবস্থান করার বিষয়টি নিয়ে আলোচনায় নিজেদের শক্ত অবস্থান দেখায় এই মন্ত্রী মহোদয়।

রোমানিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে এই পেজ Follow : Bangladeshi in Romania

২০২৪ সালটা হতে পারে রোমানিয়াতে বাংলাদেশী ভাইরা, যারা অবস্থান করবেন তাদের জন্য স্বপ্ন পূরণের বড় সুবর্ণ মহা সুযোগ।👉🇧🇩✈️🇪🇺

#রোমানিয়া

13/01/2023

রোমানিয়া কেমন দেশ? বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে।

13/01/2023

নতুন আপডেট তথ্য রোমানিয়া বিদেশি শ্রমিকের জন্য।
কর্মচারীদের ন্যূনতম মোট মজুরি
বিদেশী রোমানিয়ার অফিসিয়াল গেজেট অনুযায়ী জানুয়ারী 1, 2023 থেকে শুরু হচ্ছে স্থূল সর্বনিম্ন মৌলিক বেতন মাসিক 3,000 লেই পরিমাণ।
এছাড়াও, অফিশিয়াল গেজেটে
রোমানিয়া, পার্ট I নং। 19 ডিসেম্বর থেকে 1,215
2022, আইন নং। 369/2022 ক
প্রতি বছর রাষ্ট্রীয় সামাজিক বীমা বাজেট
2023, যা অনুযায়ী গড় মোট বেতন
2023 এর জন্য এটি 6,789 লেই।
-একই সময়ে, এর কার্যক্রম পূরণ করার জন্য
বসবাসের অধিকার নিয়ন্ত্রণ, আমরা আপনাকে অবহিত
যেটি রোমানিয়ার ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত করেছে
প্রধান মুদ্রার গড় বিনিময় হারের মান
2023 সাল:
-1 EUR0- 4.93 lei
-1 USD -4.69 lei.

12/01/2023

🇷🇴🇷🇴 রোমানিয়া সেনজেন হবে কিনা এ বিষয় নিয়ে অনেকেই জানতে চান 🇷🇴🇷🇴❓
এই বছরই রোমানিয়া সেনজেনের ঘোষণা আসতে পারে "এবং সেটা বাস্তবায়ন হবে ২০২৪ সালে আশা করা যায় ! কারণ রোমানিয়া সেনজেন যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ! গত বছর অস্ট্রিয়ার ভেটোর কারণে সেনজেন এরিয়ার গ্রিন সিগন্যাল পাইনি 🇪🇺🤦‍♂️ রোমানিয়া বর্তমানে তাদের ভুলগুলো শুধরে নেওয়ার ট্রাই করতেছে এবং সেনজেন এরিয়ার দেশগুলোর মত তাদের রুলস গুলো পরিবর্তন করতেছে,, বর্তমানে রোমানিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আগের থেকে তৎপর, এবং সেনজেন এরিয়ার মত তাদের নিয়মেও পরিবর্তন আনতেছে,, অবৈধ অধিবাসীদের বৈধ হওয়ার সুযোগ করে দিচ্ছে !
সুতরাং ২০২৪ সালে কিছু একটা হতে যাচ্ছে আশা করা যায় ! ✌️💁‍♀️🇪🇺✈ ! 🇷🇴❓

সবার জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা রইলো 💜🥰

স্বপ্নের ইউরোপ 😥৯ জানুয়ারী তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে অতিরিক্ত ঠান্ডার কারণে এই ভাই মৃ*ত্যুবরণ করেন।▪️ইন্নালিল্লাহি ও...
12/01/2023

স্বপ্নের ইউরোপ 😥
৯ জানুয়ারী তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে অতিরিক্ত ঠান্ডার কারণে এই ভাই মৃ*ত্যুবরণ করেন।
▪️ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
নাম মোঃ তানিম, বাড়ি সুনামগঞ্জ জেলায়, গ্রামের বাড়ির ঠাকুরভোগ।

অ*বৈধ পথে ইউরোপ নামক এই স্বপ্নের কারনে কি একটা তাজা প্রা*ন ঝড়ে গেলো?
Collected

10/01/2023

কি কি কাজের অফার আছে রোমানিয়া?
অফার ১০০+ টাইপের থাকলেও, বাংলাদেশী, ইন্ডিয়ান নাগরিকদের জন্য ৯০% জব অফার কন্সট্রাকশন কাজের, বাকি ১০% অন্যান্য। সো আপনাকে মেনেই আসা লাগবে আপনি কনস্ট্রাকশন সেক্টরে আসবেন, কাজ কঠিন যা আগে করেন নি, সাইকেল চালিয়ে ফুড ডেলিভারি দেয়ার জবও এতটা সহজ না আমাদের দেশের মানুষের জন্য। কারন আমরা কেউ ই কাজ করে অভ্যস্ত নই।

যার কারনে কাজ যাই হোক ফিট হয় না আমাদের লোকজন।

আসার পরে পালানো লোকের সংখ্যা এই জন্য ৯০%, বাকি যারা থাকে তারা পরে চিপায়। ১০ জন কাজে গেলে ১ মাসে ৮ জন উদাও, আর বাকি দুই জনের লাল বাত্তি। তাতে করে এজেন্টের বদনাম, দোষ।

কারো মাইন্ড রিড করার ক্ষমতা কারো নেই, সো কার জন্য কে বিপদে পরে সেটা বুঝা মুসকিল।

আরেকটা উপদেশ থাকবে- একান্ত পরিবারের অবস্থা খারাপ হলে বিদেশ ধার দেনা করে আসবেন না, পরিবারের মুখে হাসি ফুটাতে যেয়ে উলটা হিতে বিপরীত না হয় সেটাও মাথায় রাখতে হবে।
Bangladeshi in Romania

প্রাকৃতিক সৌন্দর্য দেশ রোমানিয়া।
03/01/2023

প্রাকৃতিক সৌন্দর্য দেশ রোমানিয়া।

যারা রোমানিয়াতে খুব অল্প সময়ে যেতে চান তারা লেখাটি মনযোগ দিয়ে পড়বেন। তাহলে বুঝতে পারবেন আসলেই অল্প সময়ে যাওয়া যায় কি না?...
30/12/2022

যারা রোমানিয়াতে খুব অল্প সময়ে যেতে চান তারা লেখাটি মনযোগ দিয়ে পড়বেন। তাহলে বুঝতে পারবেন আসলেই অল্প সময়ে যাওয়া যায় কি না?
১. আপনার ফাইল এজেন্সিতে জমা দেওয়ার ৭ দিন পর রোমানিয়াতে পাঠানো হল। ২. রোমানিয়ার কোম্পানি আপনাকে সিলেক্ট করলো এবং ইমপ্লয়মেন্ট লেটার পাঠালো এখানে সময় লাগবে ১৫ দিন। ৩. তারপর স্বাক্ষর দিয়ে রোমানিয়াতে পাঠালেন, সেখানে রোমানিয়ান ভাষায় রূপান্তরিত করে ফাইল গুছাতে সময় লাগবে ১৫ দিন। ৪. অনলাইনে ফাইল জমা দেওয়ার জন্য সময় নিতে হয়, সেখানে যাবে ১৫ দিন। ৫. জমার পর পারমিট বাহির হতে সময় লাগে ৩০ দিন। ৬. পারমিট বাহির হওয়ার পর হার্ড কপি হাতে পেতে সময় লাগে ১৫ দিন। ৭. হার্ড কপি হাতে পাওয়ার পর এম্বাসিতে ফাইল জমা দেওয়ার জন্য সিরিয়াল পেতে প্রায় ৩০ দিন সময় লাগে। ৮. জমার পর ভিসা পেতে সময় লাগে ১০ দিন। ৯. ভিসাসহ ফাইল রিসিভ করতে ৫ দিন। ১০. তার পর ম্যানপাওয়ার করতে সময় লাগে ১০ দিন।যদি সবগুলোকে যোগ করি তাহলে দাড়ায় (৭+১৫+১৫+১৫+৩০+১৫+৩০+১০+৫+১০)=১৫২ দিন। এখানে উল্লেখিত সময় কম বেশি হতে পারে। তবে মোটামুটি এই সময় মাথায় নিয়ে রোমানিয়া যাওয়ার প্রস্তুতি নিতে হবে। এখন যারা বলে থাকেন দুই তিন মাসে ফ্লাইট করিয়ে দিবে, আপনারাই বলুন কতটুকু সম্ভব? পরিশেষে বলতে চাই যারা ৪/৫ বা ৬ মাসের কথা বলে, তারাই আপনাকে সত্যি কথা বলেছে। যারা রোমানিয়া যাওয়ার কথা ভাবছেন সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের কে বলবো দ্রুত সিদ্ধান্ত নিন কারণ এই সুবিধা কয়দিন থাকবে বলা যায় না।

Address

Bucharest

Website

Alerts

Be the first to know and let us send you an email when EuroZone BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like