13/05/2023
আগামীকাল আনুমানিক দুপুর ১২ থেকে ঘূর্ণিঝড় "মোখা" বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে । এই ঘূর্ণিঝড়ের আবাস আমাদের এলাকাতেও পড়তে পারে 🥲🥲। তাই! সকলকে নিজ নিজ অবস্থানে সতর্ক থাকার বিশেষ অনুরোধ করা হলো। যেকোনো ঝড় বা দুর্যোগে আতঙ্কিত নয়, সর্তক হয়। আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন আমিন।