17/09/2024
সেই নারী সব চেয়ে উত্তম যে তার স্বামীকে সম্মান করে । স্বামীর সাথে আস্তে মিষ্টি শুরে কথা বলে।
আর সেই নারী সব চেয়ে নিকৃষ্ট যে তার স্বামীকে সম্মান করে না । এবং উঁচু শুরে কথা বলে কথায় কথায় অপমান করে তার স্বামীকে। এমন নারীকে মহান আল্লাহ তায়ালাও পছন্দ করেন না
আমার মা বাবা ভাই-বোন সবাই আমাকে অনেক ভালোবাসে।আমিও আমার পরিবারকে অনেক ভালোবাসি ।তারপরেও আর একজনের অভাব ছিলো জীবনে ।তাকেও পেয়ে গেলাম ।
আলহামদুলিল্লাহ
মহান আল্লাহর কাছে অনেক দোয়া করেছি যাতে আল্লাহ একজন ভালো মনের জীবন সঙ্গী মিলিয়ে দেন ।হয়ত আল্লাহ আমার দোয়া কবুল করেছেন ।তাই আল্লাহ এমন একজন মানুষ আমাকে মিলিয়ে দিয়েছেন যে আমাকে অনেক সম্মান করে ।আমার সব কথা মানে ।আমার ভালো লাগা খারাপ লাগা সব কিয়াল রাখে সব সময় ।থাকে পেয়ে সত্যি আমি অনেক খুশি।দোয়া করি সবার জীবনে যেনো এমন কজন মানুষ থাকে । একজনের প্রতি আরেকজনের সম্মান, বিশ্বাস আর ভালোবাসা থাকলে জীবনটা আসলেই অনেক সুন্দর হয়ে উঠে। সব শেষে একটা কথাই বলবো মহান আল্লাহর দরবারে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি।একজন ভালো জীবন সঙ্গী দেওয়ার জন্য।
আলহামদুলিল্লাহ।
তোমাকে অনেক মিস করি প্রিয়।