Solaiman Hoque

Solaiman Hoque আল্লাহ্ সর্ব শক্তিমান তিনি ছাড়া কোন মাবুদ নাই। love to travel.

আলহামদুলিল্লাহ্
25/09/2024

আলহামদুলিল্লাহ্

27/04/2024

এই যে এত এত কঠিন সময় পাড়ি দিচ্ছেন। ভয়ংকর সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নিচ্ছেন। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রেখেই লড়াই করে যাচ্ছেন। ভীরু, কাপুরুষের মত হাল ছেড়ে পালিয়ে যাচ্ছেন না। কাউকে জেনে বুঝে কষ্ট দিচ্ছেন না। শুধু হাফ ছেড়ে বেচেঁ নিশ্বাস নিচ্ছেন।

এগুলোর কোনো ফিডব্যাক নেই?

সব কিছুর ফিডব্যাক আছে। সময় হলেই পেয়ে যাবেন। জানেন তো স্রষ্টার টাইমিং ভয়ংকর পারফেক্ট।

24/04/2024

হে আল্লাহ! আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত-কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করুন।

09/04/2024

চোখের পলকে দিনগুলো ফুরিয়ে গেলো। প্রথম তারাবিহ, প্রথম ইফতারির সময়গুলো এতোটাই তরতাজা যে, মনে হচ্ছে কয়েক ঘণ্টা আগেই সেরে উঠেছি। অথচ—আস্ত একটা মাস পার হয়ে গেলো!

এভাবেই ফুরিয়ে আসে হায়াতের দিন..

08/04/2024

“জীবনের যে সময়টুকু বাকী আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন, আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দিবেন ইন শা আল্লাহ।” 💖

- আল-ফুদাইল ইবন ইয়্যাদ (রাহিমাহুল্লাহ)।

07/04/2024

যে ব্যক্তি

"লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা-বিল্লাহ”

পড়ে, আল্লাহ তার ৭০ প্রকারের কষ্ট দূর করেন। তার মধ্যে সবচেয়ে ছোট হল দারিদ্রতা

সুবহানাল্লাহ

07/04/2024

চারোদিকে শুধু বিষন্নতা 😔
ইয়া আল্লাহ সবার দুয়া কবুল হোক
অশান্ত মন প্রশান্ত হোক!🤲🖤

05/04/2024

সমস্ত বিপদাপদ, দুশ্চিন্তা আর পেরেশানির মুল কারণ হলো নামায ত্যাগ করা।"
--- ইমাম ইবনে উসাইমীন রাহিমাহুল্লাহ।

05/04/2024

আল্লাহ! আমার এমন কোন গোনাহ বাদ রেখোনা যা তুমি ক্ষমা করবেনা।এমন কোন দুশ্চিন্তা ও বিপদ রেখোনা যা তুমি দূর করবেনা। এমন কোন ঋন রেখোনা যা তুমি পরিশোধ করবেনা। দুনিয়া ও আখিরাতের এমন কোন প্রয়োজন বাদ রেখোনা যা তুমি পূর্ন করবেনা।

হে আল্লাহ! তুমি প্রত্যেক অপারগ ও অক্ষমের দোয়া শুনো, প্রত্যেক রুগ্ন ব্যক্তিকে স্বাস্থ্য দান করে থাকো। প্রত্যেক ব্যক্তির গোনাহ মাফ করো এবং প্রত্যেক ব্যক্তির তওবা কবুল করে থাকো। তোমার এইসব নেয়ামতের কেউ প্রতিদান দিতে পারেনা। কোন প্রশংসাকারীর প্রশংসা তোমার প্রশংসার হক আদায় করতে পারেনা।

তুমি আমার সব আকাংখার শেষ প্রান্ত! তুমি আমার সব অভিযোগের সর্বশেষ শ্রবনকারী!

এখন ঘটুক বা পরে, কিন্তু আমার সাথে যাই ঘটুক, সব কিছুর জন্য তোমার কাছে কল্যান ও মংগল কামনা করছি।

আমি যা জানি এবং যা জানিনা, সব অনিস্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইছি।

আমি তোমার কাছে ঐ সব কল্যান ও সৌন্দর্য কামনা করছি, যা তোমার কাছে, তোমার বান্দা ও তোমার প্রেরিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছেন।

হে আল্লাহ! আমি তোমার কাছে জান্নাত চাইছি। প্রত্যেক ওইসব কাজ ও কথার উপর আমলের তৌফিক চাইছি, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে।

আমি তোমার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইছি। দূরে থাকতে চাইছি সে সব কথা, কাজ ও আমল থেকে, যা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, যেন তুমি আমার শরীরকে জাহান্নামের আগুন দ্বারা দগ্ধ না করো।

ইয়া আল্লাহ! আমার সম্পর্কে তোমার সব মীমাংসাকে তুমি কল্যানকর বানিয়ে দাও…… তুমি যা কিছু মীমাংসা করবে তার সব পরিনাম আমার জন্য মংগলজনক করে দাও।

তুমি আমার সব গোনাহ এবং অনিচ্ছাকৃত ভুলগুলোকে ক্ষমা করে দাও….. আমার অন্তরের ক্রোধকে দূর করে দাও।

আমি তোমার কাছে সঠিক হিতাহিত জ্ঞান ও প্রজ্ঞা কামনা করছি। আমাকে তোমার প্রতি আকৃস্ট করে দাও। আমার হৃদয়কে প্রাচুর্যমন্ডিত করে দাও এবং যা কিছু আমাকে দান করেছো তাতে বরকত ও সাফল্য দান করো।

আমি তোমার কাছে সুদৃঢ় ঈমান, স্বাস্থ্য, সম্পদ, সাফল্য ও সন্তুষ্টি চাইছি। পবিত্র জীবন ও সম্মানজনক মৃত্যু চাইছি।

আমার জন্য, মা-বাবা ও পরিবারের জন্য, আপনজন ও বন্ধুবান্ধবদের জন্য অনুগ্রহ ও ক্ষমা, সঠিক জীবন ও দৃঢ় ঈমান, অফুরন্ত নেয়ামত ও বরকত চাইছি।

হে আল্লাহ! আমার দেশের জন্য তোমার কাছে বরকত, সজীবতা ও শ্যামলতা, শান্তি ও নিরাপত্তা কামনা করছি। সংগৃহীত

04/04/2024

❝আমি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে কারোর গিবত করে থাকলে আমি তাদের সকলের নিকট ক্ষমাপ্রার্থী।
আর যারা আমার নামে এযাবৎ যত গিবত করেছেন, আমি তাদের সকলকে মন থেকে ক্ষমা করে দিলাম।❞

03/04/2024

সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া, সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা, সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্যধারণ করা।

03/04/2024

আমার রব আছেন বলেই জীবন এত সুন্দর।
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। 🤍

রামাদানের শেষ দিনগুলোতে আপনার সর্বোচ্চটা ঢেলে দিন। বিশ্রাম নেওয়ার সময় আমাদের হাতে নেই। মনে রাখবেন, একজন মুমিন হিসেবে আমর...
01/04/2024

রামাদানের শেষ দিনগুলোতে আপনার সর্বোচ্চটা ঢেলে দিন। বিশ্রাম নেওয়ার সময় আমাদের হাতে নেই। মনে রাখবেন, একজন মুমিন হিসেবে আমরা তখনই বিশ্রাম লাভের সুযোগ পাব, যখন আমাদের দুই পা জান্নাতে প্রবেশ করবে। ✨❤️

30/03/2024

লাইলাতুল কদরের বিশেষ দোয়া

اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ (كَرِيْمٌ) تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

আল্লা-হুম্মা, ইন্নাকা ‘আফুওউন্‌ (কারীমুন) তু’হিব্বুল ‘আফ্‌ওয়া ফা'অ্‌ফু ‘আন্নী

হে আল্লাহ্‌, আপনি ক্ষমাশীল (উদার), আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন।

আয়েশা (রাঃ) বলেন, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমি লাইলাতুল ক্বদরে কি দোয়া করব? তখন তিনি এ দোয়াটি শিখিয়ে দেন।

লাইলাতুল ক্বদরে সালাতের সিজদায়, সালামের আগে, সালামের পরে এবং অন্যান্য সকল দিনে ও রাতে সকল সালাতে ও সাধারণ সময়ে এ দোয়াটি পাঠ করা যায়।

রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ৩৫১৩

29/03/2024

যখন অনেক মন খারাপ থাকবে, ডিপ্রেসড ফিল হবে, দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন বেশি বেশি দরূদ শরীফ পড়বেন। দেখবেন ইন্সট্যান্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এটা একটা পরীক্ষিত আমল।♥

27/03/2024

কেউ আমার সাথে মিথ্যা বলেছে, এজন্য আমি হতাশ নই।বরং আমি এ কারণে হতাশ যে,এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারব না।

মানুষের অভিশাপ, মানুষের হক নষ্ট, বিচিত্র এক সর্বনাশ।সর্বশান্ত আপনি জানেনও না। কার হৃদয়ের হাহাকারে, কার হক মারার অপরাধে,...
26/03/2024

মানুষের অভিশাপ, মানুষের হক নষ্ট, বিচিত্র এক সর্বনাশ।

সর্বশান্ত আপনি জানেনও না। কার হৃদয়ের হাহাকারে, কার হক মারার অপরাধে, আপনার সমস্ত আমল চলে যাচ্ছে অন্যের একাউন্টে। 💔

24/03/2024

আমরা সেটাই চাই, যেইটা আমাদের মনে চায়!
আল্লাহ সেইটা দান করেন, যা আমাদের জন্য অধিক কল্যাণকর!

নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী! ❤

23/03/2024

কোন এক মুজাহিদের স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল- তোমার স্বামী যুদ্ধযাত্রায় গেলে তুমি ও তোমার সন্তানরা কিভাবে জীবিকা নির্বাহ কর?

তিনি পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন, বিয়ের পর আমি আমার স্বামীকে খাদক রূপে দেখে আসছি; রিযিকদাতারূপে নয়!
খাদক অনুপস্থিত থাকতে পারে, কিন্তু রিযিকদাতা আল্লাহ কখনো অনুপস্থিত থাকেন না! 🖤

23/03/2024

নিজের বাবা মা'র পেছনে সময় ব্যয় করুন। দিনশেষে উনারাই আপনার আপন। বাকীরা ফরমালিটি মেইন্টেইন করে শুধু। বাকী সবকিছুই জীবনে অনর্থক!

22/03/2024

নিজেকে প্রতিজ্ঞা করো! মানুষ তোমার সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, প্রতিশোধ নেওয়ার জন্য কখনো খারাপ মানুষ হয়ো না। তবুও দয়ালু হও, আল্লাহ হৃদয়ের গভীর জানেন।♥️

ইদানিং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে! সহজ থেকে কঠিন হচ্ছে! আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে! কষ্ট পাচ্ছ...
20/03/2024

ইদানিং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে! সহজ থেকে কঠিন হচ্ছে! আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে! কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না! ব্যাক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে! স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে! স্ট্রেইট ফরওয়ার্ড সাজতে গিয়ে অভদ্র হচ্ছে! উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবী করছে!

কিন্তু সবাই কেন জানি 'মানুষ' হতে ভুলে যাচ্ছে!

19/03/2024

"আমার নেই" এটা নিয়ে যেমন হতাশ হওয়ার কিছু নাই, আবার "আমার আছে" এটা নিয়ে অহংকার করারও কিছু নেই। আল্লাহ চাইলে নিতেও সময় লাগে না, আবার দিতেও সময় লাগে না।

রবের নিষিদ্ধ কাজগুলোর প্রতি আমাদের এক আকাশ পরিমাণ ঘৃণা জন্মাক!🤍🥹আমিন!
15/03/2024

রবের নিষিদ্ধ কাজগুলোর প্রতি আমাদের এক আকাশ পরিমাণ ঘৃণা জন্মাক!🤍🥹

আমিন!

Indirizzo

Milan

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Solaiman Hoque pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Video

Condividi

Società Di Media nelle vicinanze


Altro Milan società di media

Vedi Tutte