23/01/2023
( ) ২৫ নভেম্বর, ২০২২ শুক্রবার রাতে মনোনীত কবি লেখক তালিকা প্রকাশের পর অবশেষে আজ সন্ধ্যায় সকলকে শুভেচ্ছা জানিয়ে পাঁচমিশালী সাহিত্য পত্রিকার (উৎসব সংখ্যা ১৪২৯) কভার ফটো/প্রচ্ছদ অফিশিয়াল ভাবে প্রকাশ করা হলো। জানি না কতটা মন প্রাণ দিয়ে সম্পন্ন করতে পেরেছি। তাই এতোকিছুর পরও যদি কোনো কারণে খামতি থেকে যায়। চেষ্টা করব পরবর্তী সংখ্যায় খামতিগুলো কাটিয়ে ওঠার।
উল্লেখ্য আগামী ১৮ ই ডিসেম্বর, ২০২২ রবিবার চড়ুইভাতি অনুষ্ঠানের মাধ্যমে আমার কয়েকজন বন্ধু ও পরিচিত কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এর সহায়তায় দুপুরবেলায় পাঁচমিশালী সাহিত্য পত্রিকার (উৎসব সংখ্যা ১৪২৯) অনলাইন পিডিএফ সংস্করণ এবং অফলাইন প্রিন্টেড সংস্করণ প্রকাশ করা হবে। চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী সময়ে নির্ধারিত প্রীবুকিং মূল্যের বিনিময়ে পত্রিকাটি সংগ্রহ করতে পারবেন। অথবা ডাক মারফত গত সংখ্যার ন্যায় এবারও যত্ন সহকারে আপনার বাড়িতে পৌঁছে দেব।
আগের পোস্টে পাঁচমিশালী, উৎসব ১৪২৯ সংখ্যার জন্যে মনোনীত কবি সাহিত্যিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। তবু পুনরায় পাঁচমিশালী বাৎসরিক সাহিত্য পত্রিকার ২য় বর্ষ, ১ম সংখ্যায় অর্থাৎ উৎসব সংখ্যা ১৪২৯ এ যাঁরা যাঁরা নিজেদের সৃজন তুলে ধরেছেন। তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে নীচে নামগুলি তুলে ধরা হলো। প্লিজ দেখে নেবেন নামগুলো, আশা করি ছাড়ের অফারটি মিস করবেন না::::::
০১. মানিক চন্দ্র দে,
০২. স্মরজিৎ দত্ত,
০৩. মহাশ্বেতা বিশ্বাস,
০৪. শ্রীপ্রবোধ চক্রবর্ত্তী,
০৫. মৌসম সামন্ত (অসুর),
০৬. দীনেশ সরকার,
০৭. শংকর হালদার,
০৮. অভিজিৎ দত্ত,
০৯. জয়শ্রী সরকার,
১০. পরিতোষ সরকার,
১১. তীর্থঙ্কর সুমিত,
১২. চন্দ্রানী মজুমদার,
১৩. দুলাল প্রামানিক,
১৪. সজল কুমার পোদ্দার,
১৫. শান্তি রঞ্জন দে,
১৬. উদিত কুমার বিশ্বাস,
১৭. সমীর দেবনাথ,
১৮. নীতা কবি মুখার্জী,
১৯. ডাঃ হর্ষময় মণ্ডল,
২০. জয়শ্রী রায় মৈত্র,
২১. গোবিন্দ গোস্বামী,
২২. গোবিন্দ মোদক,
২৩. সৌমিক পাল,
২৪. বৃষ্টি মান্না,
২৫. বিপুল সরকার,
২৬. বন্দনা সরকার,
২৭. নুর সামিম বসুনীয়া,
২৮. হান্নান বিশ্বাস,
২৯. শক্তিপদ ভূঞ্যা,
৩০. কৌশিক গাঙ্গুলী,
৩১. নীরেশ দেবনাথ,
৩২. আব্দুল মান্নান শাহ,
৩৩. মোহিত ব্যাপারী,
৩৪. দেবারতি গুহ সামন্ত,
৩৫. মলয় কুমার মাঝি,
৩৬. শান্তনু ঘোষ,
৩৭. তানিশা কুন্ডু,
৩৮. বন্যা গাঙ্গুলি,
৩৯. অজয় মহারানা,
৪০. দিলীপ কুমার খাটুয়া,
৪১. রনীতা দে,
৪২. সুদামকৃষ্ণ মন্ডল,
৪৩. রঞ্জিত মল্লিক (কবিরুল)।
পাঁচমিশালী বাৎসরিক সাহিত্য পত্রিকার মনোনীত প্রত্যেক কবি, লেখক-লেখিকাসহ সকলকেই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানালেও উল্লেখ্য যাঁদের লেখা মনোনীত হলো না, তাদেরকেও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন পাঁচমিশালী বাৎসরিক সাহিত্য পত্রিকার তরফে। মন খারাপ করবেন না প্লিজ, ছোট বড় সবাইকেই বলছি। পরবর্তী সংখ্যা (ভৌতিক ও আধা-ভৌতিক সংখ্যা ১৪৩০ ও ৩য় বর্ষ, ১ম সংখ্যা)র জন্যে নিজেদের সৃজনকে হাইলাইটস করুন। একই কথা প্রযোজ্য নির্দিষ্ট সময়ের পরে যাঁদের লেখা এসেছে, তারাও আশা হারাবেন না। সঙ্গে থাকুন পরবর্তী সংখ্যার জন্যে। ডিসেম্বরে আসছে পাঁচমিশালী বাৎসরিক সাহিত্য পত্রিকা। খুব শীঘ্রই শুরু হবে এই সংখ্যার প্রিবুকিং এর কাজ। আপনাদের সহযোগিতা একান্তভাবেই কাম্য।
__________________________________________
• পত্রিকার নাম : পাঁচমিশালী সাহিত্য পত্রিকা।
• পত্রিকার ধরণ : বাৎসরিক ২০২২।
• সংখ্যা : উৎসব ১৪২৯।
• সম্পাদক : উদিত কুমার বিশ্বাস।
• প্রচ্ছদ : একলব্য।
• ভাষা : বাংলা।
• বাইন্ডিং : পেপারব্যাক।
• প্রকাশকাল : ডিসেম্বর, ২০২২।
• প্রকাশনায় : পাঁচমিশালী।
• ভারতীয় মুদ্রিত মূল্য : ১২০/-
• রেজিঃ পোষ্টাল ও শিফিং চার্জ : ৫৫/-
*উল্লেখ্য আজ অর্থাৎ (২৯ শে নভেম্বর, ২০২২) প্রকাশ করা হলো এই পত্রিকা সংখ্যাটির প্রচ্ছদ। ১৮ ই ডিসেম্বর, ২০২২ প্রকাশিত হবে উক্ত সাহিত্য পত্রিকার সংখ্যাটি। আজ থেকে ১৫ ই ডিসেম্বর, ২০২২ পর্যন্ত প্রী-অর্ডার বুকিং-এ পান মুদ্রিত মূল্যের উপর ২৫% ছাড়। সীমিত সময়ের জন্য।( #শর্তাবলী_প্রযোজ্য) অন্যান্য সময়ে পাঁচমিশালীর নিজস্ব বুক স্টোর Panchmishali Corner & WIZMI Digital Service এ পেয়ে যাবেন এই পত্রিকা সংখ্যাটি। স্বাগত সকলকে।
_________________________________________
Panchmishali Corner and WIZMI DIGITAL SERVICE Selling by Magazine :
::: Follow & Order Now Please :::
+91 93828 80584 (Call/WhatsApp)
Panchmishali Published by Magazine :
::: Follow & Order Now Please :::
page Following Us All Updates : https://www.facebook.com/PanchmishaliGo
Instagram Page Following Us All Updates : https://www.Instagram.com/PanchmishaliGo
_________________________________________