15/10/2022
(Post : 03/May - June - July - August - September - October, 2022) Bibin Monthly Literary Magazine :
::: অনলাইন অন্বেষণপত্র প্রকাশ করা হয়েছে :::
WhatsApp Group (বিবিন মাসিক সাহিত্য আপডেট) https://chat.whatsapp.com/DSgxsrzLOKnESchoUkVGLB
বিবিন মাসিক সাহিত্য পত্রিকার ২য় বর্ষ, ৩য় সংখ্যায় অর্থাৎ পুজো সংখ্যায় (অক্টোবর,২০২২) যাঁরা যাঁরা নিজেদের সৃজন তুলে ধরেছেন। তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। নীচে নামগুলি তুলে ধরা হলো::::::
বিবিন মাসিক সাহিত্য পত্রিকা (অক্টোবর, ১০ম ও পুজো সংখ্যা) মনোনীত কবি লেখক শিল্পীর তালিকা প্রকাশ করা হল—
০১. তাপস কুমার বর,
০২. উদিত কুমার বিশ্বাস,
০৩. সাগর শর্মা,
০৪. হরিহর বৈদ্য,
০৫. বৃত্তকলা মিত্র,
০৬. আরণ্যক বসু,
০৭. দুলাল প্রামানিক,
০৮. ডাঃ হর্ষময় মন্ডল,
০৯. অভিজিৎ দত্ত,
১০. নীহার রঞ্জন পাল,
১১. রঞ্জিত মল্লিক (কবিরুল),
১২. গোবিন্দ গোস্বামী,
১৩. রাজীব মন্ডল,
১৪. ডাঃ দিলীপ কুমার ভট্টাচার্য্য,
১৫. ফরমান সেখ,
১৬. রোকেয়া ইসলাম,
১৭. দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ,
১৮. হামিদুল ইসলাম,
১৯. নেভাদ্বীপ,
২০. অরবিন্দ সরকার,
২১. শান্তনু ঘোষ,
২২. হাসানুজ্জামান হাসান,
২৩. রাজা দেবরায়,
২৪. সুশান্ত কুমার মন্ডল,
২৫. শ্রীপ্রবোধ চক্রবর্তী,
২৬. সুব্রত চক্রবর্ত্তী,
২৭. সুশান্ত সেন,
২৮. জয়শ্রী রায় মৈত্র,
২৯. তপন মাইতি,
৩০. সিরাজুল ইসলাম ঢালী,
৩১. প্রীতম সরকার,
৩২. দেবদাস নাথ,
৩৩. জয়ীতা গাঙ্গুলি,
৩৪. সুমিতা চৌধুরী,
৩৫. তপন তরফদার,
৩৬. দিলীপ কুমার খাটুয়া,
৩৭. দেবপ্রিয় দাশ।
বিঃ দ্রঃ মুদ্রিত লেখক কপি সংগ্রহ করতে ইচ্ছুক যাঁরা, তাঁদেরকে প্রীবুকিং মূল্য দিয়ে বুক করে নিজের কপিটি সংগ্রহ করে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে, যেহেতু সংখ্যাগুলো সীমিত, (প্রিবুকিং এ থাকছে ছাড়ের সুযোগ।) তাই দেরি কিসের? ফুরিয়ে যাওয়ার আগেই নিজের কপিটি নিশ্চিত করে নিন। কপি মূল্য + ডাক মাশুল গুনতে হবে। তবে কেউ হাতে হাতে নিতে চাইলে শুধুমাত্র কপি মুল্য দিলেই চলবে। উল্লেখ্য সংখ্যাগুলোর প্রতিটা পৃষ্ঠা কবি, লেখক, শিল্পীর সম্মিলিত সৃজন দক্ষতা সহ নতুন নতুন ভাবনার প্রতিফলন ঘটেছে এবারের সংখ্যাতেও। আপনাদের সহযোগীতা কামনা করি।
বিবিন মাসিক সাহিত্য পত্রিকার মনোনীত প্রত্যেক কবি-লেখক-শিল্পীসহ সকলকেই জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। উল্লেখ্য যাঁদের লেখা মনোনীত হলো না, তাদেরকেও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিবিন মাসিক সাহিত্য পত্রিকার তরফে। মন খারাপ করবেন না প্লিজ, ছোট বড় সবাইকে বলছি। পরবর্তী ২য় বর্ষ, (শিশু-কিশোর সংখ্যা) ৪র্থ ও যুগল মাসিক (নভেম্বর, ২০২২) সংখ্যার জন্যে নিজেদের সৃজনকে হাইলাইটস করুন। একই কথা প্রযোজ্য নির্দিষ্ট সময়ের পরে যাঁদের লেখা এসেছে, তারাও আশা হারাবেন না। সঙ্গে থাকুন পরবর্তী সংখ্যার জন্যে। আসছে বিবিন মাসিক সাহিত্য পত্রিকা। প্রকাশ হচ্ছে খুব শীঘ্রই। আপনাদের সহযোগিতা একান্তভাবেই কাম্য।
আন্তরিক শুভেচ্ছাসহ নমস্কারান্তে :
সম্পাদক,
বিবিন মাসিক সাহিত্য পত্রিকা।
::::::
___________________________________________
• স্বত্বাধিকারী © ২০২২, বিবিন মাসিক সাহিত্য পত্রিকা।
• Magazine Editor By .
• ১৬/১০/২০২২ (রবিবার)।
• Edit & Design By .
• Published & Received By ® .
• West Bengal, India.
• Powered & Designed By PANCHMISHALI.
• Now Our All page Social Following & Like Please :
(০১)https://www.facebook.com/LiteraryMagazineBIBIN
(০২)https://www.facebook.com/PanchmishaliGO
(০৩)https://www.facebook.com/UditaadityaBiswasSocial
• ℗ 2022, Bibin - বিবিন।
___________________________________________
🌞 Copyrights © 2015, Uditaaditya Biswas. This Content's Copyright Is Reserved. 🌞
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
___________________________________________