তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি দুবরাজপুরে
লাল্টু : ২১ শে জুলাই শহিদ দিবস উপলক্ষে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুর পৌরসভা হলঘরে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তৃণমূলের বীরভূম জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য সহ অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থকরা।
বারুদের কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বারুদ ব্যবসায়ী
লাল্টু : দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের বোধগ্রামে শেখ মুজিবর নামে এক বারুদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকালে তাঁকে অজয় নদের ধার থেকে গ্রেপ্তার করে। বাড়ি থেকে কিছুটা দূরে প্রায় ১৫ কেজি বারুদ নিয়ে অজয় নদের ধারে বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তি বোম-বারুদের ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। রবিবার শেখ মুজিবুরকে দুবরাজপুর আদালতে তোলা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আরও কিছু তথ্য পেতে চাইছে।
ঘটনাস্থলে যান কিন্তু ডিএসপি ফিরোজ হোসেন, সিআই দুবরাজপুর মাধবচন্দ্র মণ্ডল, ওসি দুবরাজপুর আফরোজ হোসেন সহ বিরাট পুলিশবাহিনী
পৌর ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির কনভেনার
লাল্টু : দুবরাজপুর শহরে আসন্ন পৌরসভা নির্বাচনে বিজেপি যে কমিটি গঠন করেছে তাতে তিনজন কনভেনারের নাম ঘোষণা করেন গত ২২ শে জানুয়ারি বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। আজ তাঁদের মধ্যে অন্যতম বিজেপির নির্বাচনী কনভেনার স্বরূপ আচার্য সহ বেশ কয়েকজন বিজেপি ছেড়ে এদিন তৃণমূলে যোগদান করবেন বলে জানিয়ে দেন। গত ২৬ শে জানুয়ারি বিজেপি যে জেলা কমিটি গঠন হয়েছে তা মনের মতো না হওয়ায় এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত গত ২২ শে জানুয়ারি দুবরাজপুরে বিজেপি দলীয় কার্যালয়ে দলের ভাঙন রুখতে রুদ্ধদ্বার আলোচনা করেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। সেই সময় জেলা সভাপতি আসন্ন পৌরসভা নির্বাচনের ভোটে লড়াইয়ের জন্য কমিটি কথা ঘোষণা করেন। তখন বিজেপির জেলা সভাপতির পাশে বসে থাকা স্বরূপ আচার্য জানিয়েছিলেন বিজেপির জে
পুলিশের খণ্ডযুদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৮
লাল্টু : গতকাল দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত নওপাড়া গ্রামে বেআইনি ভাবে মজুত করা কয়লা বাজেয়াপ্ত করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। গ্রামবাসীদের সঙ্গে খন্ডযুদ্ধ বাধে পুলিশের। আহত হয়েছেন কয়েকজন। এই ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাঁদের দুবরাজপুর আদালতে তোলা হলে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হলো দুবারজপুরে
লাল্টু : কোবিড বিধি মেনে যথাযথ মর্যাদা সহকারে আজ স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিন পালন করল দুবরাজপুর পৌরসভা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে। অন্যান্য বছর দুবরাজপুর শহরের কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, কোবিডের কারণে তা এবার বাতিল করা হয়েছে। এবার কর্মসূচিতে ছিল স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান, মাস্ক বিতরণ এবং স্বামী বিবেকানন্দ বিষয়ক আলোচনা সভা। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারপারসন পীযুষ পান্ডে, দুবরাজপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য মির্জা সৌকত আলী, জেলা তৃণমূলে যুব সভাপতি দেবব্রত সাহা, দুবরাজপুর শহরের যুব সভাপতি সাগর কুণ্ডু, তৃণমূল নেতা দীপক দে, বনমালী ঘোষ, বিপ্লব মাহাতা, গুরুপদ দাস সহ আরও অনেকে।
দুবারজপুরে আংশিক লকডাউনের আগে পুলিশি সতর্কতা
লাল্টু : সোমবার দুপুর ২টো থেকে শুরু হচ্ছে দুবরাজপুর শহরে আংশিক লকডাউন। করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় আজ দুপুর ২টো থেকে পরেরদিন সকাল ৬টা পর্যন্ত দুবরাজপুর শহরে সমস্ত রকম দোকানপাট, হাট, বাজার বন্ধ থাকবে। গতকাল থেকেই দুবরাজপুর শহরে এই প্রচার করেছে দুবরাজপুর পৌরসভা। আজ আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে দুবরাজপুর শহরে সরকারি বিধিনিষেধ। আর তার আগেই দুবরাজপুর থানা ও দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে সমস্ত জনসাধারণকে জানিয়ে দেওয়া হচ্ছে, আজ দুপুর ২টো থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সমস্ত রকম দোকানপাট, হাট, বাজার বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান ও জরুরি পরিষেবা খোলা থাকবে। দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন বেশ কয়েক জায়গায় মাইকিং করে এ কথা জানান।
এছাড়াও দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে মাস্ক না পরা ব্
দুবরাজপুর থানা স্যানিটাইজ
লাল্টু : রাজ্যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। রাজ্য সরকারের নির্দেশ মতো বেড়াতে যাওয়া বা পিকনিক করতে যাওয়া পর্যটকদের জন্য গত ৩রা জানুয়ারি থেকে সমস্ত পর্যটনস্থল বন্ধ। পর্যটন স্থলগুলোতে কেউ যেতে আসতে না পারে সেজন্যই পুলিশি রয়েছে তৎপরতা। রাস্তায় রাস্তায় পুলিশ ঘুরছে মাস্ক পরার আবেদন নিয়ে। এমনকি রাস্তাঘাটে মাস্ক না পরা ব্যক্তিদের ধরপাকড় করছে পুলিশ। চিকিৎসকদের পাশাপাশি পুলিশ তার জীবনের ঝুঁকি নিয়ে করে কাজ করে চলেছে। সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে রাজ্যে প্রচুর পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। বীরভূমের দুবরাজপুর থানার পুলিশও আক্রান্ত করােনায়। আর সেই কারণে আজ সকাল থেকে দুবরাজপুর থানা স্যানিটাইজ করা হলো।
সদাইপুর থানা পুলিশের ব্যবসায়ীদের প্রতি আবেদন কোনো ক্রেতা বিনা মাস্কে এলে জিনিসপত্র বিক্রি করবেন না
লাল্টু : বীরভূমের দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার পক্ষ থেকে ওসি মহম্মদ মিকাইল মিয়া করোনাই মানুষকে সচেতন করতে মাইক হাতে রাস্তায় রাস্তায় হেঁটে ঘুরলেন। এদিন তিনি চিনপাই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে মাইকিং প্রচার করেন। সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ অফিসার ও কর্মীরা। ব্যবসায়ীদের কাছে তিনি আবেদন করেন, মাস্ক বাধ্যতামূলক আছে নিজে মাস্ক পরুন এবং ক্রেতাকেও মাস্ক পড়তে বলুন। মাস্ক সাড়া কোনো ক্রেতা যদি দোকানে বা বাজারে জিনিস কিনতে যায় তাহলে তাদেরকে যেন জিনিসপত্র বিক্রি করবেন না। সরকারি বিধিনিষেধ মেনে চলুন নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন। এছাড়াও বেশ কিছু পুলিসকর্মীর কাঁধে করোনা ভাইরাসের গদা লক্ষ্য করা যায়। এদিন সদাইপুর থানার পু
দুবরাজপুরে জারি হল আংশিক লকডাউন।
ভিডিও : লাল্টু
মাস্ক না পরায় ধরপাকড় দুবরাজপুরে
লাল্টু : দুবরাজপুর শহরে অ্যাডিশনাল এসপি বোলপুর সুরজিৎ কুমার দে নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী রাস্তায় নামে। মাস্ক না পরা ব্যক্তিদের আটক করা হয়। সঙ্গে ছিলেন ডিএসপি ক্রাইম শেখ ফিরোজ হোসেন, সিআই দুবরাজপুর মাধবচন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ বিরাট পুলিশ বাহিনী। গোটা দুবরাজপুর শহর তারা ঘুরে দেখেন যে মাস্ক ছাড়া কেউ ঘুরছে কিনা? এছাড়াও প্রত্যেক দোকানদারকে আবেদন করা হয় যেন তাঁরা মাস্ক ব্যবহার করেন।
উষ্ণতার খোঁজে আগুন
লাল্টু : গত কয়েক দিন হালকা হাওয়ার সঙ্গে রয়েছে তীব্র ঠান্ডা আর এই ঠান্ডা থেকে বাঁচতে দুবরাজপুর শহরে অলিতে গলিতে চলছে আগুন পোহানো। মূলত শরীরকে একটু উষ্ণতা করতেই আগুন পোহাচ্ছে মানুষজন। শরীরকে একটু উষ্ণ করতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে এই আগুন পোহানোর। ঠান্ডার কারণে সন্ধ্যা থেকে রাস্তাঘাট শুনসান হয়ে যাচ্ছে।
তৃণমূলের মাস্ক বিতরণ
লাল্টু : দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১৪ নম্বর জাতীয় সড়কে মাস্ক না পরা ব্যক্তিদের মাস্ক পরানো হলো। পাশাপাশি পথ চলতি মানুষকে সচেতন করা হয় করােনার বিষয়ে। প্রত্যেকেই যেন সরকারি বিধিনিষেধ মেনে চলেন সেই অনুরোধও করা হয়। মাস্ক বিলির পাশাপাশি হাতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের দুবরাজপুরে শহর সভাপতি মানিক মুখোপাধ্যায়, দুবরাজপুর শহরের যুব সভাপতি সাগর কুণ্ডু, তৃণমূল নেতা শেখ নাজিরউদ্দিন, গুরুপদ দাস সহ আরও অনেকে।
পর্যটকদের কোনোভাবেই ঢুকতে দেওয়া হচ্ছে না নীলনির্জন ও পাহাড়েশ্বরে
লাল্টু : দিন দিন যতই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ততই বাড়ছে পুলিসের তৎপরতা। কঠোরভাবে সরকারি বিধিনিষেধ জারি হওয়ার পর থেকেই দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার নীল নির্জন জলাধারে বা বক্রেশ্বর জলাধারে ঘুরতে আসা বা পিকনিক করতে আসা পর্যটকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কঠোরভাবে দায়িত্ব পালন করছে সদাইপুর থানা পুলিশ। সব সময়ের জন্য পুলিশ মোতায়েন রয়েছে ওই এলাকায়। পুলিশ মোতায়েনের পাশাপাশি ওই এলাকায় সারাদিনে বেশ কয়েকবার পরিদর্শন করছেন সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া নিজে।
অন্যদিকে আজ বীরভূম জেলা পুলিসের দুবরাজপুর থানার পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, থানার মধ্যে মাস্ক পরে প্রবেশ করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। অযথা যত্রতত্র ঘোরাঘুরি করবেন না। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার কর
মাস্ক না পরলেই ব্যবস্থা
রায়হান রেজা : করোনা সচেতনতা নিয়ে জোর কদম প্রচার চালাচ্ছে মুরারই থানার পুলিশ। পাশাপাশি বিনা মাস্ক ব্যবহারকারীদের জন্য আইনত ব্যবস্থা নিচ্ছে মুরারই থানার পুলিশ। আবার পুলিশকে মাস্ক পরিয়ে দিতেও দেখা গিয়েছে। বৃহস্পতিবার মুরারই থানার ওসি বিপ্লব প্রামানিক তার পুলিশের দলবল নিয়ে গোটা রাজগ্রাম পরিক্রমা করেন। এছাড়াও ছিলেন স্থানীয় জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ কুমার ভকত ও বিশিষ্ঠজনরা মানুষকে সচেতন করতে পথে নেমে ছিলেন রাজগ্রামে।
টিকা নিলেই গরম গরম সিদ্ধ ডিম আর কেক, অভিনব উদ্যোগ বীরভূমে
ভ্যাক্সিনেশনের পরই স্কুল স্যানিটাইজের কাজ
লাল্টু : গতকাল থেকে স্কুলে স্কুলে শুরু হয়েছে ১৫-১৮ বয়সে ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন। আর ভ্যাকসিনেশনের পরদিনই ওই সব স্কুলগুলিতে স্যানিটাইজ করা হচ্ছে। গতকাল দুবরাজপুর শহরের দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ হাইস্কুলে এবং ব্লক এলাকার কুখুটিয়া হাইস্কুলে ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়া হয়। আজ ওই দুটি স্কুলে দুবরাজপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্যানিটাইজ করা হল। দুবরাজপুরের বিডিও রাজা আদক জানান, যেসব স্কুলগুলিতে ভ্যাকসিনেশন ক্যাম্প হবে পরের দিনেই সেইসব স্কুলগুলিতে স্যানিটাইজ করা হবে।
করোনা ঠেকাতে পুলিশি তৎপরতা
লাল্টু : দিন দিন করানো যতই বাড়ছে ততই বাড়ছে পুলিশের তৎপরতা। আজ সকাল থেকে দুবরাজপুর থানার পুলিশ ১৪ নম্বর জাতীয় সড়কে মাস্ক না পড়ার জন্য বেশ কয়েকজনকে আটক করেছে। পাশাপাশি বাসে উঠে পুলিশ দেখছে যাত্রীরা মাস্ক পড়ছে কিনা। এছাড়াও দুবরাজপুরের পাহাড়শ্বরে পর্যটকরা যাতে না ঢোকে সেজন্য এলাকা পরিদর্শন করেছে পুলিশ। শহরজুড়ে মাইকিং প্রচারও চলছে। সকাল থেকেই ১৪ নম্বর জাতীয় সড়কে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী রাস্তায় নেমেছে। দুবরাজপুরের পাহাড়েরশ্বরে দুবরাজপুর থানার পুলিশের পরিদর্শন। বেড়াতে আসা পর্যটকদের বের করে দেয় পুলিশ
অনুব্রত মণ্ডলের মিমিক্রি, সাহস আছে সাজিদের
বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার বীরভূমে
১৫-১৮ বয়সীদের ভ্যাক্সিনেসন
লাল্টু : দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ স্কুলে দিনভর চলল ভ্যাকসিনেশন। দুবরাজপুর শহরের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ স্কুল এবং দুবরাজপুর ব্লক এলাকায় কুখুটিয়া উচ্চবিদ্যালয়ে চলে এই ভ্যাকসিনেশন। দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ স্কুলে উৎসবের মেজাজে হল ভ্যাকসিনেশন। এই ভ্যাকসিন পেয়ে খুশি ছাত্র থেকে অভিভাবক প্রত্যেকেই। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন। দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ জানান সকাল থেকেই উৎসবের মেজাজে ছাত্ররা মাস্ক পরে ভ্যাকসিন নিতে এসেছে। ছাত্ররা ভ্যাকসিন পাওয়ায় খুশি প্রধান শিক্ষকও। তিনি সরকারকে ধন্যবাদও দেন এরকম এক মহতি উদ্যোগ নেওয়ার জন্য। প্রধান শিক্ষক আরোও জানান ছাত্র ও অভিভাবকদের ইচ্ছায় এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। কাউকে জোর করে ভ্যাকস
'শিক্ষা-ফিক্ষা সব ডকে উঠে যাবে', করোনা বাড়তেই বললেন অনুব্রত মণ্ডল
পিকনিক স্পট থেকে পর্যটকদের বাড়ি যাওয়ার নির্দেশ
লাল্টু : করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে সন্ধ্যা পাঁচটা বাজতেই দুবরাজপুরের পাহাড়শ্বর থেকে বাইরে থেকে পিকনিক ও ঘুরতে আসা পর্যটকদের বের করে দিচ্ছে দুবরাজপুর থানার পুলিস।
মাস্ক বিলি পুলিশের
লাল্টু : সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে নীল নির্জন জলাধার বা বক্রেশ্বর জলাধার এলাকায় পিকনিক করতে আসা মানুষদের সচেতন ও আগামী কাল থেকে ওই এলাকায় পিকনিক বন্ধ থাকবে তার মাইকিং প্রচার চালাচ্ছে। পাশাপাশি সদাইপুর থানার ওসি মহঃ মিখাইল মিঞা মাস্ক না পরা ব্যক্তিদের মাস্ক বিলি করেন।
ওমিক্রণ উর্ধমুখী, তৎপরতা দুবরাজপুর ও সদাইপুর থানার পুলিশের, আটক একাধিক
লাল্টু : রাজ্যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। সংক্রমণ যাতে আর ছড়িয়ে না পড়ে সেই কারণেই রবিবার সকাল থেকেই দুবরাজপুর ও সদাইপুর থানার পক্ষ থেকে শুরু হয়েছে বিভিন্ন সচেতনতামূলক মাইকিং প্রচার। প্রচারে বলা হচ্ছে অযথা কেউ যেন ভিড় জায়গায় না যায়, অপ্রয়োজনে বাড়ি থেকে যেন কেউ না বেরোয়, যদি কেউ বাড়ির বাইরে বেরোয় তাহলে অবশ্যই যেন মাস্ক ব্যবহার করেন। মেলা এবং পিকনিক পুরোপুরি বন্ধ।
মাস্ক না পরার জন্য এদিন দুবরাজপুর থানার পক্ষ থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়াও শব্দদূষণের কারণে পিকনিক করতে যাওয়ার সময় একটা ডিজে বক্স আটক করা হয়েছে।
দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী প্রচার ও ধরপাকড়ে নেমেছে। দুবরাজপুর শহরে ১৪ নম্বর জাতীয় সড়কের ধরপাকড় চলছে।
অন্যদিকে সদাইপ
কল্পতরু উৎসব পালিত হলো দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে
লাল্টু : দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু উৎসব পালন করা হচ্ছে মহাসমারোহে। ১৮৮৬ খ্রিস্টাব্দে কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণদেব আজকের বিশেষ দিনে কল্পতরু হয়েছিলেন। সেই দিনটিকে স্মরণ করে আজ দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে মর্যাদা সহিত কল্পতরু উৎসব পালন করা হচ্ছে। আজ সকাল থেকেই বিশেষ পূজা, হোম, যজ্ঞ সবই চলছে। বিশ্বশান্তি এবং করোনা মহামারী যেন বিশ্ব থেকে বিদায় নেয় সেজন্য বিশেষ হোম-যজ্ঞ করা হয়। সন্ধ্যায় আরতি এবং কল্পতরু দিবসে তাৎপর্য আলোচনা করা হয়।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই দুবরাজপুরে শুরু হলো ভোটের প্রচার
লাল্টু : তৃণমূলের প্রতিষ্ঠাদিবসের দিনেই আসন্ন দুবরাজপুর পৌরসভার ভোটের প্রচার শুরু হয়ে গেল আজ থেকে। দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করেন দলীয় কর্মী সমর্থকরা। প্রথমে দলীয় পতাকা উত্তোলন তারপর কেক কেটে পরে প্রত্যেকে কেক ও মিষ্টিমুখ করানো হয়। উপস্থিত ছিলেন তৃণমূলে বীরভূম জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়, জেলার যুব সভাপতি দেবব্রত সাহা, দুবরাজপুর শহর সভাপতি মানিক মুখার্জি সহ আরো অনেকে।
এদিন জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় এবং জেলার যুব সভাপতি দেবব্রত সাহার হাত ধরেই আসন্ন দুবরাজপুর পৌরসভার প্রচার দেওয়াল লিখনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল।
নতুন বছরের প্রথম দিনে হুইলচেয়ার প্রদান স্বেচ্ছাসেবী সংস্থার
লাল্টু : আজ বছরের প্রথম দিন। প্রত্যেকেই নিজের নিজের মতো আনন্দ করছেন। কেউবা মাইক বক্স লাগিয়ে পিকনিকে ব্যস্ত, আবার কেউবা কোনো দর্শনীয় স্থানে গিয়ে পিকনিকের আনন্দ আজকের দিনটি স্মরণ করে রাখতে চাইছেন। কিন্তু দুবরাজপুরের প্রচেষ্টা নামক কয়েকজন কমবয়সী যুবক যুবতী আনন্দ হৈ হুল্লোড় থেকে একটু আলাদাভাবে আনন্দ নিতে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইছন। প্রচেষ্টার সদস্যরা এতটাই সমাজের প্রতি দায়বদ্ধ যে তাঁদের কথা যতই কম বলা হবে ততই ভালো। কারণ তারা করোনা সময় প্রথম লকডাউন থেকেই নিজেদেরকে মানুষের সেবায় নিয়োজিত করেছেন। সেই সময় তারা করোনাকে উপেক্ষা করেই বারবার মানুষের কাছে ছুটে গেছেন সাহায্য নিয়ে। বহু মানুষকে নিত্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে গরিব ও দুস্থ মানুষদের সাহায্য করেছেন।
হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষকে তালা বন্ধ করে রাখলো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা
লাল্টু : দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে বছরের প্রথম দিনেই কলেজের অধ্যক্ষকে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের অভিযোগ কলেজ থেকে তৃণমূলের ছাত্রপরিষদের দলীয় পতাকাগুলো দৃশ্যদূষণের অভিযোগ তোলে কলেজ কর্তৃপক্ষ খুলে নেয়। সেই কারণেই কলেজের মেন গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করে ছাত্ররা। পাশাপাশি কলেজের অধ্যক্ষকে তাঁর রুমে তালা মেরে বন্ধ করে দেয়। যতক্ষণ না কোনো সুরাহা হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে বলে জানায় ছাত্র পরিষদের সদস্যরা। অন্যদিকে কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জি সমস্ত অভিযোগই অস্বীকার করে জানান। কী কারণে ছাত্র আন্দোলন করছে তা তাঁর জানা নেই। শুধুমাত্র বাগানের কাছে থাকা তৃণমূল ছাত্রপরিষদ
নীল নির্জনে পিকনিক স্পটে ব্যান করা হলো মাইক বক্স
লাল্টু : নতুন বছরের প্রথম দিন মেতে উঠেছে উৎসবপ্রেমী মানুষ। আর বছরের প্রথম দিনেই বীরভূমের দুবরাজপুর ব্লকের সদাইপুর থানা নীল নির্জন জলাধারে বা বক্রেশ্বর জলাধারে দূরদূরান্ত থেকে পর্যটকরা এসেছেন পিকনিক করতে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই আসতে শুরু করেছেন পর্যটকরা। তবে এখানে পিকনিক করতে আসা পর্যটকদের বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে। যেমন, পরিযায়ী পাখিদের কোনোভাবেই উত্ত্যক্ত করা যাবে না। জলাধারের ধারেকাছে মাইক, বক্স বা ডিজে বাজানো যাবে না। জঙ্গলের ভিতরে পিকনিক করা যাবে না। এছাড়াও বেশ কিছু বিধিনিষেধ সহ নীল নির্জন জলাধারের বিভিন্ন প্রান্তে পোস্টার টাঙানো হয়েছে। সকাল থেকেই এলাকায় রয়েছেন সদাইপুর থানা ওসি মিকাইল মিয়া নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এবং দুবরাজপুর বনবিভাগের কর্মীরা।
মূলত যেখানে পর
পথনাটিকার মধ্য দিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা
লাল্টু : দুবরাজপুরের একলব্য সংস্থা নামে একটি সংস্থার তরফ থেকে বৃহস্পতিবার দুবরাজপুর শহরে পথনাটিকার মধ্য দিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা দেওয়া হল। ছোট ছোট খুদে শিশুদের নিয়ে এই পথনাটকের আয়োজন করা হয়। এই প্রথম নাটিকার মধ্য দিয়ে তুলে ধরা হয়, মানুষের জীবন জীবিকার জন্য পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া জলের অপচয় বন্ধ করা, নগরায়নের জন্য পরিবেশ নষ্ট বন্ধ করতে হবে ইত্যাদি বিষয়গুলো এই পথনাটিকায় তুলে ধরা হয়। এছাড়াও তুলে ধরা হয় আসন্ন ওমিক্রণ থেকে বাঁচার জন্য আমাদের কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।
একলব্য সংস্থার সম্পাদক তথা দুবরাজপুরের প্রাক্তন পুরপ্রধান মধুসূদন কুণ্ডু জানান, বছরের শেষ দিন সেজন্য আমাদের আহ্বান হচ্ছে পরিবেশকে বাঁচলে, বাঁচবে প্রাণ। এই যে সামনে ওমিক্রন টা আসছে বারবার কোবিডের