Suri Birbhum news

Suri Birbhum news এশিয়া > দক্ষিণ এশিয়া > ভারত > পূর্ব ভারত > পশ্চিমবঙ্গ > বীরভূম জেলা
বীরভূম জেলা পশ্চিমবঙ্গ রাজ্যের

  Birbhum Su***de: নতুন বাড়ি চাই! পরিবারের সঙ্গে ঝামেলা, আত্মঘাতী মত্ত যুবকবাড়িতে অশান্তির পর  রাতভর নিখোঁজ ছিলেন। সকা...
29/09/2022

Birbhum Su***de: নতুন বাড়ি চাই! পরিবারের সঙ্গে ঝামেলা, আত্মঘাতী মত্ত যুবক
বাড়িতে অশান্তির পর রাতভর নিখোঁজ ছিলেন। সকালে বাড়ির কাছে গাছে ওই ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা।প্রসেনজিৎ মালাকার: নতুন বাড়ি করে দিতে হবে। পরিবারের লোকেরা দাবি না মানায় আত্মহত্যা? গাছ থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমের #কীর্ণাহারে।

জানা গিয়েছে, মৃতের নাম বিশ্বনাথ মেটে। বাড়ি, কীর্ণাহারের পশ্চিমপাড়ায়। ঘড়িতে তখন প্রায় ৯টা। গতকাল মঙ্গলবার রাতে পিসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরেন বিশ্বনাথ। সেই মুহূর্তে তিনি মত্ত ছিলেন। শুধু তাই নয়, বাড়ি ফিরেই আবার পরিবারের লোকেদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ওই যুবক।

পশ্চিমবঙ্গের  বীরভূম  জেলা বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কায় ৯ জন নিহত হয়েছেন ঘটনাটি ঘটেছে রামপুরহাটের কাছে মল্লারপুরে যখন...
27/09/2022

পশ্চিমবঙ্গের বীরভূম জেলা বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কায় ৯ জন নিহত হয়েছেন
ঘটনাটি ঘটেছে রামপুরহাটের কাছে মল্লারপুরে যখন উপচে পড়া অটোরিকশাটি দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন নিগমের (এসবিএসটিসি) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
বিষয়

সড়ক দুর্ঘটনা | পশ্চিমবঙ্গ

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া | সিউরি (পশ্চিমবঙ্গ) শেষ আপডেট 09 আগস্ট 2022 21:10 IST এ

       একটি সরকারি হাসপাতাল কতটা ভাল বা মন্দ, সেটা নির্ভর করে সেই হাসপাতালে পরিষেবার মান, রোগীদের স্বাচ্ছন্দ্য, সংক্রমণ ...
26/09/2022

একটি সরকারি হাসপাতাল কতটা ভাল বা মন্দ, সেটা নির্ভর করে সেই হাসপাতালে পরিষেবার মান, রোগীদের স্বাচ্ছন্দ্য, সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা, বর্জ্য-ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা সহ একাধিক মাপকাঠির উপর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের ঠিক করে দেওয়া এমন আটটি মাপকাঠির নিরিখে তৃতীয় হল সিউড়ি জেলা হাসপাতাল।

সোমবার স্বাস্থ্য দফতর ঘোষিত ফলাফল অনুযায়ী ‘কায়াকল্প’ প্রকল্পে রাজ্যে তৃতীয় সিউড়ি জেলা হাসপাতাল। জলপাইগুড়ি জেলা হাসপাতাল দ্বিতীয় হয়েছে, যুগ্ম ভাবে রাজ্যে সেরা হয়েছে এম আর বাঙুর এবং শিলিগুড়ি জেলা হাসপাতাল। বীরভূম স্বাস্থ্য জেলা সূত্রে খবর, কায়াকল্পে তৃতীয় হওয়া ছাড়াও সিউড়ি জেলা হাসপাতাল আরেকটি স্বীকৃতি পেয়েছে। বীরভূম স্বাস্থ্য জেলার ডেপুটি সিএমওএইচ ১ দেবাশিস রায় বলেন, ‘‘দু’টি স্বীকৃতির জন্য সিউড়ি হাসপাতাল ৮ লক্ষ টাকা পাবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচার এবং জনস্বাস্থ্য পরিষেবার গুণমান উন্নত করতে ২০১৫ সালের ১৫ মে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কায়াকল্প নামক একটি কর্মসূচি গ্রহণ করে। উদ্দেশ্য ছিল, এ ব্যপারে যে সব হাসপাতাল কার্যকরী ভূমিকা পালন করবে সেই হাসপাতালগুলিকে স্বীকৃতি ও পুরস্কার দেওয়া। হাসপাতালের সুবিধা ও রক্ষণবেক্ষণ, পরিচ্ছন্নতা, বর্জ্য-ব্যবস্থাপনা, সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা, রোগীদের স্বাচ্ছন্দ্য, রোগীর পরিজনেদের সহায়তা সেবা, হাসপাতালের চৌহদ্দির বাইরের কী অবস্থা এমন আটটি মাপকাঠি রয়েছে। সেগুলি খুঁটিনাটি যাচাইয়ের পরে যে যে ব্লক, মহকুমা ও জেলা হাসপাতালগুলি ৭০ শতাংশের বেশি নম্বর পাবে সেই হাসপাতালগুলিই পুরস্কারের যোগ্য।

দফতর সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট মাপকাটির নিরিখে ভাল হলে ২, মাঝারি হলে ১ খারাপ হলে ০ দেওয়াই রীতি। একটি স্বাস্থ্য জেলার আধিকারিকেরা অন্য একটি স্বাস্থ্য জেলায় গিয়ে মাপকাঠি ধরে ধরে বিচার পর্ব সম্পন্ন করেছেন। সিউড়ি জেলা হাসপাতালের গুণমান যাচাই করেছেন রামপুরহাট স্বাস্থ্য জেলার আধিকারিকেরা। এক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে সিউড়ি। প্রাপ্ত নম্বর ৯০.২৯ শতাংশ। অন্যদিকে, পরিবেশবান্ধব হাসপাতাল হিসাবে সিউড়ি পেয়েছে ৯১.৯০ শতাংশ নম্বর। পরিচ্ছন্নতা ও পরিকাঠামোর দিক থেকে সিউড়ি জেলা হাসপাতাল জেলার সেরা। স্বীকৃতিতে খুশি জেলা হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল। তাঁর কথায়, ‘‘খুব ভাল লাগছে। তবে আরও কাজ করার জায়গা রয়েছে।’’

 : বন্ধ সরকারী বাস! যাত্রীদের পাশাপাশি বসে বসে মার খাচ্ছেন হকাররাওরাজ্যের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস...
26/09/2022

: বন্ধ সরকারী বাস! যাত্রীদের পাশাপাশি বসে বসে মার খাচ্ছেন হকাররাওরাজ্যের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় বাস পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ার পাশাপাশি স্তব্ধ সিউড়ি, রামপুরহাট ডিপোতে। এই পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গত ছয় দিন ধরে তাদের কাজ বন্ধ রেখেছেন।
বীরভূম : রাজ্যের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় বাস পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ার পাশাপাশি স্তব্ধ সিউড়ি, রামপুরহাট ডিপোতে। এই পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গত ছয় দিন ধরে তাদের কাজ বন্ধ রেখেছেন। তাদের যে সকল দাবী দাওয়া রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দাবী দাওয়া হল মাসে ২৬ দিন কাজ পাওয়া, দীর্ঘদিনের অস্থায়ী কর্মীদের স্থায়ী করা ইত্যাদি। পুজোর আগে টানা বাস বন্ধ থাকার ফলে সাধারণ যাত্রীরা চরম নাজেহাল। তবে কেবলমাত্র সাধারণ যাত্রীরা নাজেহাল এমন নয়। এর পাশাপাশি নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে হকারদের।

নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে জেলা যুব উত্‍সব সিউড়িতে uখ রিয়াজুদ্দিন, বীরভূম: ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণাল...
26/09/2022

নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে জেলা যুব উত্‍সব সিউড়িতে uখ রিয়াজুদ্দিন, বীরভূম: ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় ২৫ সেপ্টেম্বর রবিবার সিউড়ি বিদ্যাসাগর কলেজে অনুষ্ঠিত হয় জেলাস্তরীয় যুব উত্‍সব। 'উন্নত ভারতের লক্ষ্য' এই থিমের উপর যুব সম্মেলন ভারত @ ২০৪৭ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডঃ তপন কুমার পরীচ্ছা, বীরভূম জেলা সভাধিপতি তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক রায়া দাস, চিকিত্‍সক কাজল চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৫-২৯ বছর বয়সী প্রায় ৩০০ জন যুবক-যুবতীদের নিয়ে অনুষ্ঠিত হয় নানান প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। কবিতা, বক্তৃতা, মোবাইল ফটোগ্রাফি, চিত্রাঙ্কন সহ গ্রুপ ইভেন্ট সহ নানান ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিটি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় জেলা নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে।উল্লেখ্য,এদিন প্রতিটি বিভাগের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা পরবর্তী পর্যায়ে তথা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিবে বলে এক সাক্ষাত্‍কারে সেকথা জানান বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক রায়া দাস।

Address

731101
Suri
731101

Telephone

+918101556932

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suri Birbhum news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suri Birbhum news:

Share