কি উদ্দেশ্যে ? :-- বর্তমান তথ্য প্রযুক্তির এই স্বর্ণ যুগে ব্লগিং ক্রমশঃ আন্তর্জাল প্রকাশনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে । আজকের দিনে সত্য, সংস্কার ও সুষ্ঠু সমাজ গঠনে ব্লগের ভূমিকা অতুলনীয় । তাই সময় ও পরিস্থিতির বিবেচনায় ধর্ম, পরিস্থিতি বিচার, শিক্ষা, সাহিত্য, মানবাধিকার ও সংস্কৃতির উপর বিশিষ্ট লেখক/বুদ্ধিজীবীদের যে কোন ধরনের প্রগতিশীল, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত
রচনাকে অত্যন্ত সহজে পাঠকদের দরজায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই ব্লগের (উৎসের সন্ধানে) আত্মপ্রকাশ ।
নিয়ম নীতি :-
১। ব্লগের সদস্য হবার জন্য কিংবা আলোচনা করার জন্য ধার্মিকতা কিংবা ধর্মবিমুখতা বা দলীয় আদর্শ কোন অত্যাবশকীয় নিয়ামক বা প্রভাবক হিসেবে বিবেচিত হবে না। বরং সামগ্রিক উদ্দেশ্যের পাশাপাশি ব্লগারদের লেখার ভাষা, ব্যবহার, বাচন শৈলী, রুচিশীলতা, এবং অন্য সদস্যদের সাথে আন্তঃসংযোগের ধাঁচ প্রভৃতি সদস্য হবার ক্ষেত্রে প্রধানতম মাপকাঠি হিসেবে বিবেচিত হবে।
২। লেখনী প্রকাশের ক্ষেত্রে লেখকের ব্যক্তিত্ব বা জনসমর্থন নয় বরং রচনার স্বচ্ছতা, সরলতা ও সাবলীলতা ও গ্রহণযোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হবে।
৩। যে কোন রচনা প্রকাশের ক্ষেত্রে 'উৎসের সন্ধানে' কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৪। মানবতাবিরোধী, বর্ণবাদী, লিঙ্গবৈষম্যবাদী, প্রোপাগান্ডামূলক, স্বাধীনতাবিরোধী, সংবিধান বিরোধী কিংবা সাম্প্রদায়ীক কোন লেখা এই ব্লগে প্রকাশিত হবে না। প্রকাশের পর এসবের প্রমাণ পাওয়া গেলে তখনই লেখাটি মুছে দেয়া হবে। এ ব্যাপারটি মন্তব্যের জন্যও প্রযোজ্য। এ ধরণের মন্তব্যকারীকে মডারেটরের পক্ষ থেকে সতর্ক করা কিংবা ব্লগ থেকে বহিষ্কারের উদ্যোগ নেয়া হতে পারে।
৫। লেখার মাধ্যমে ব্লগের কাউকে ব্যক্তিগত আক্রমণ করা কিংবা কারো সম্বন্ধে কুৎসা রটানো গ্রহণযোগ্য হবে না। অন্যের বক্তব্যকে যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে। লেখার মধ্যে অশ্লীলতা পরিহার করতে হবে। কোন ধরণের লেখা অশ্লীল বলে বিবেচিত হলে সে বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
৬।প্রকাশিত সকল লেখা এবং মন্তব্যের দায় একান্তই লেখকের। কারো লেখা বা মন্তব্যের জন্য কোনোভাবেই 'উৎসের সন্ধানে' কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না। এমনকি সম্পাদনামন্ডলীর সাথের জড়িত ব্যক্তিরা নিজ নামে কোন লেখা প্রকাশ কিংবা মন্তব্য প্রদান করলে তা কর্তৃপক্ষের নয়, বরং লেখকের ব্যক্তিগত অভিমত হিসেবে বিবেচনা করতে হবে।
৭। লেখনী প্রকাশের জন্য রচনা সহ লেখকের নাম ঠিকানা ও ফোন নং থাকা আবশ্যক। লেখনী ব্লগের ই-মেল- ঠিকানায় পাঠাতে হবে। [email protected]
৮। কর্তৃপক্ষ ব্লগের নিয়ম নীতিতে যেকোন সময়ে পরিবর্তন, পরিবর্ধন করতে পারবেন।