AITO জীবন

AITO জীবন editor

Permanently closed.
*একটা সময় পর মানুষ আর সৌন্দর্যের পিছনে ছুটবে না...একটা বিশ্বস্ত কাঁধ খুঁজবে। 💕
09/05/2023

*একটা সময় পর মানুষ আর সৌন্দর্যের পিছনে ছুটবে না...একটা বিশ্বস্ত কাঁধ খুঁজবে। 💕

editor

03/03/2022

আমরা কিন্তু কখনোই মুক্তি পাব না আমাদের গল্পের গন্ডী থেকে...🥴
আসলে আমরা জীবনমঞ্চে যার যার মতো করে অভিনয় করে যাচ্ছি...👌
মাতা-পিতা,ভাই-বোন,আর সন্তানরাও বাদ পড়ে নি, এর থেকে...🤦
মৃত্যুর সাথেই ইতি ঘটবে সবকিছুর...❤️

11/01/2022

# ঠেলাই পড়লে মানুষ ছুতো খোঁজে...
তা..বলছি তোমরা কি ঠেলাই পড়েছো যে...ভগবান শ্রীকৃষ্ণের নামটা এই ভাবে facebook-এর পাতাই বদনাম করছো...😡
ভগবান শ্রীকৃষ্ণ কি ১১৭৬ হরে কৃষ্ণ -এটা facebook-এ লিখে পোস্ট করেছিল...আর বলেছিলো তোমরা সবাই এটা লিখে পোস্ট করো...তোমাদের সবার মনকামনা আমি পূরণ করবো...😑
কি আজব কান্ড...😡
মানুষ হয়ে মানুষের মূল্য-তো আমরা বুঝলাম না...আবার ভগবান-কে নিয়ে খেলা করছি আমরা...😡

08/01/2022

পৃথিবীর সমস্ত মানুষ যদি একই ঘরে বসবাস করতো
তাহলে হয়তো সবার জীবন খুব Happy কাটত...👌😊❤️
অন্তত কেও - কারো ঘর ভাঙার চেষ্টা করতো না।😑

22/11/2021

কিছু বলার আগে তুমি একবার ভেবে নিও তুমি কতটা সত্যি বলছো...😌
মিথ্যে দিয়ে হয়তো অনেক কিছু জিতে নেওয়া যায়।
তবে মিথ্যের সাথে যা পাওয়া যায়...'সেটা' সত্য প্রকাশ পেলে এত গভীর ভাবে হারিয়ে যায় যে...আর ফিরে পাওয়ার কোন ইচ্ছা থাকে না।🤐

14/11/2021
27/10/2021

ভালোবাসার এই শহরটাতে আজ আবারও মন খারাপের মেঘ জমেছে...😌
জীবন যুদ্ধে জয়ী হওয়া মানুষ গুলো আজ আবারও যেন মৃতপ্রায়।🤐

20/10/2021

প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও, তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে ! এটাই হয়তো পৃথীবির নিয়ম..!!

15/10/2021

পুজোর কটা দিনে... 'তুমি' কতটা ঘুরেছ আর কত গুলি পুজো মন্ডপ দেখেছ...সেটা বড় কথা নয়।
বড় কথা হলো...তুমি কার সাথে ঘুরেছ..!?😁

21/09/2021

বিশ্বাস জিনিস টা বড়ই অদ্ভুত,, মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায়.....
আবার যা কিছু হারায় এই বিশ্বাসের জন্য হারায়!

06/09/2021

ভালোটা প্রকাশ্যে আসিলেও-গ্রহন করিবার ক্ষমতাটা কম...😐
তবে খারাপটা খুব আগ্রহের সাথে গ্রহণ করিতে ইচ্ছে-তো করবেই... 🙄
কিন্তু প্রকাশ করিতে পারিবে না।

28/08/2021

নিজেকে বিক্রি করিবার চেষ্টা করিতেছ...
সঠিক মূল্য পাইতেছ না!
বার বার নিজের মূল্য বুঝাইবার চেষ্টা করিতেছ...
তভুও কেও বুঝতেছে না!

চিন্তিত হইবার কোনো কারণ নাই...🙄
আলতো করে কিছুটা খুলিয়া দিয়ো আর কিছুটা দেখাইবার চেষ্টা করিও...👌
তখন দেখিবে তোমার মূল্য বৃদ্ধি পাইতেছে...👍
তবেই তো নিজেকে অনেক মূল্যের সহিত বিক্রি করিতে পারিবে।😆

 # # #*সাফল্য* অর্জনের পথ চলিবার সময় আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই...যখন আমাদের সাথে খারাপ টাই বেশি হয়। সময়টা খানিকট...
05/08/2021

# # #*সাফল্য* অর্জনের পথ চলিবার সময় আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই...যখন আমাদের সাথে খারাপ টাই বেশি হয়।
সময়টা খানিকটা এমন “অভাগা যেদিকে যায় - বিপদ সেখানেই হয়!”
জীবনের এই কঠিন সময়ে আমরা যদি নিজেকে সামলে রাখতে না পারি...তাহলে এই পরিস্থিতির মধ্য থেকে কখনোই বেরিয়ে আসতে পারব না।

#জীবনে সবকিছু সাময়িক- ভালো সময়টা যেমন চিরস্থায়ী থাকে না...তেমনি খারাপ সময় টাও চিরদিন থাকে না।
আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে যেমন অনেক ঝার - বৃষ্টি আসে...আবার ফিরেও যাই।
ঠিক তেমনি জীবনে কোনকিছুই দীর্ঘস্থায়ী হয় না।

#দুশ্চিন্তা ও দোষারোপ করা...
এটা আমাদের বড় ভুল,
আমাদের সাথে খারাপ কিছু ঘটলেই আমরা অন্যকে বা নিজেকে দোষারোপ করি...অথবা দুশ্চিন্তা করে খারাপ সময় আরও খারাপ করে তুলি।
এই খারাপ সময়ে দোষারোপ আর দুশ্চিন্তা না করে বরং এই অবস্থায় নিজেকে সামলে রাখা খুবি প্রয়োজন।

#ভেবে নিতে হবে 'যেটা হচ্ছে হয়তো ঠিক হচ্ছে'...রাতের শেষে যেমন দিন আসে...তেমনি খারাপ সময়গুলোর পড়ে নিশ্চয় ভালো কিছু ঘটবে।
ভালো সময় আসবে...এই আসাটা ধরে রাখতে হবে।

#নিজেকে সামলে নিতে হবে...সময় যত খারাপই হোক না কেন সময়টাকে বুঝে নিতে হবে, খারাপ সময়টা সামলে নেয়ার সাহস রাখতে হবে।
আমাদের জীবনের সব সমস্যার মালিক আমরা... তাই ওই সমস্যার সমাধান নিজেকেই করতে হবে।
নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।

#নিজের প্রতি যত্নবান হতে হবে....
যখন আমাদের সাথে সবকিছু খারাপ হয় তখন আমরা দূর্বল হয়ে পারি, নিজের যত্ন রাখি না।
এই খারাপ সময়টা আমাদেরকেই অতিক্রম করতে হবে।
নিজেই যদি ঠিক না থাকি তাহলে...এই খারাপ সময় শেষ হওয়ার আগেই হয়তো আমরা নিজেরাই শেষ হয়ে যাবো। তাই ঠিক মতো খাওয়া দাওয়া করা, বিশ্রাম করা ও আমাদের প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটানোর খুবি প্রয়োজন।

#খারাপ সময় আসার পিছনে যদি নিজের কোনো ভুল থাকে তবে -ভুলগুলো নিয়ে না ভেবে সঠিক পরিকল্পনা করা উচিত...
আমরা কি হারিয়েছি, কেন হারিয়েছি...
এটা থাকলে ভালো হত, ওটা না থাকলে ভালো হত...এসব চিন্তা না করে ভবিষ্যতে আমাদের কি করা উচিৎ সেটা ভাবতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে।

#কঠিন সময়গুলো থেকে শিক্ষা নিতে হবে...
খারাপ সময় টাকে যদি বোঝার চেষ্টা করি তাহলে অনেক শিক্ষা অর্জন করা যায়।
খারাপ সময়গুলোতেই বোঝা যায় আসলে কে আপনজন আর কে আমাদের সাথে এতদিন অভিনয় করছিলো। এ শিক্ষা আমাদের আজীবন সঠিক পথে চলতে সাহায্য করবে। তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হবে।

ভালো সময়টাকে আমরা যেমন আপন করে নিতে চাই...তেমনি খারাপ সময়টাকে অবহেলা করাটা উচিত নয়।
শুধু ভালোটা নিয়েই জীবন কাটানো সম্ভব নয়...
দিনের পর রাত আসবে - আবার রাতের পারে দিন ফিরে আসবে...এটাই প্রকৃতির নিয়ম।
এটাই বাস্তব।

31/07/2021

পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে
কিছু না কিছু ব্যাথা আছে,
শুধু প্রকাশ করার পথ ভিন্ন।
কেউ নীরব থেকে প্রকাশ করে,
কেউ চোখের জলে,
আবার কেউ মিষ্টি হাসির
আড়ালে...😊

18/07/2021

নীরবে চাইলে তুমি ফিরিয়ে আনতে পারব না....
এমন ভাবে হারিয়ে যাবে সইতে আমি পারব না...
কেনো তুমি নীরবে চাও.....
প্রকাশ্যে কেনো আসো না।
প্রকাশ্যে যদি নাইবা আসো...
তাহলে গোপনে ভালো-বেসো না।
নীরবে আছো বেস করেছো...
কারণ এখন আমিও প্রকাশ্যে আসি না।
দুনিয়াটা বদলে গেছে প্রিয়...
এখন আমিও ভালো - বাসি না।

 # # # # #      *নিজের অজান্তে কাওকে ভালো লাগতে পারেমন হয়তো চায় তাকে খুব ভালোবাসতে...মনটা সব সময় নিজের পথে চলেতোমার প...
12/07/2021

# # # # #
*নিজের অজান্তে কাওকে ভালো লাগতে পারে
মন হয়তো চায় তাকে খুব ভালোবাসতে...
মনটা সব সময় নিজের পথে চলে
তোমার পথে হয়তো মন চলেতে চাই না...

তবে...*
"কারো হাতে হাত রাখার আগেই ভেবে নিও হাতটা ধরে রাখতে পারবে কি...!?
কয়েকটা দিন পরে ভালোবাসা মুখ থুবড়ে পড়বে না তো...
এমন সম্ভাবনা থাকলে কারো হাত ধরার দরকার নেই...
সময়ের সাথে মানুষ বদলায়,
মানুষের মন টাও বদলায়,
তার মানে এই নয় যে হাতের মুঠোয় ধরে রাখা হাতটাও বদলে ফেলতে হবে ...
মানুষ কোন খেলনা নয়
মন চাইলে খেলনা ফেলে দেয়া যায়,
মন চাইলে নতুন খেলনা কিনতে পাওয়া যায় ...
কিন্তু মন চাইলে মনের মত মানুষ পাওয়া যায় না!!

মনের মানুষটা যদি মনের মতো না হয়..
তাহলে...ভালোবাসা একটু পুরোনো হলেই নতুন নতুন সমস্যা তৈরি হবে...
সমস্যার নাম..."ফ্যামিলি প্রবলেম" ...
বাবা-মা মানবে না, পার্টনার সমো বয়সী,
পার্টনারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না,
হাইফাই ফ্যামিলি লাগবে,গ্র্যাজুয়েট লাগবে, খাটো হইলে চলবে না,
এই সমস্যাগুলা আসবেই - আসতে বাধ্য...

কিছু দিন হয়তো সম্পর্কটা চলবে...
তারপর,
ফ্যামিলি প্রবলেমের দোহাই দিয়ে...
কান্নাকাটি করে...
কারো লাইফ নষ্ট করার কোন মানে নেই !!

কোন সম্পর্কে "যদি" অথবা "কিন্তু" জন্ম নেয়ার সম্ভাবনা থাকলে, দয়া করে মানুষটার হাত ধরার চেষ্টা করো না।
"যা হয় ভালোর জন্যই হয়" , "জীবন কারো জন্য থেমে থাকে না" , "আমি অনেক ভালো আছি" কিংবা "সব ঠিক হয়ে যাবে" - এই কথাগুলোর মত সান্ত্বনা নিয়ে বাঁচার কোন মানে হয় না !!

ভালোবাসা পৃথিবীর সব থেকে সুন্দর অনুভূতি...
ভালোবাসাকে শ্রদ্ধা করাই শ্রেও
ভুল করেও এই অনুভূতিটার অপমান করো না !!

ভালোবাসার নামে তোমার দেয়া কষ্টগুলো হয়তো এক সময় মানুষটা ভুলে যাবে...
দিন শেষে হয়তো সবাই ভালোই থাকবে...কিন্তু ঐ একটা ভুলের কারণে ভালোবাসা নিয়ে তিক্ত একটা
অনুভূতি জন্মে যায় ...
কিন্তু এই অনুভূতিটা জন্মানোর কথা ছিল না ...
অবশ্যই জন্মানোর কথা ছিল না !!

 # # #পুরুষ....প্রতিটা ছেলেই হয়তো একটা প্রকিত পুরুষ হতে চাই...কিন্তু তুমি এখনো পেরেছো কি পুরুষ হতে...!?তুমি হয়তো এখনো ...
08/07/2021

# # #পুরুষ....
প্রতিটা ছেলেই হয়তো একটা প্রকিত পুরুষ হতে চাই...
কিন্তু তুমি এখনো পেরেছো কি পুরুষ হতে...!?
তুমি হয়তো এখনো কোনো পুরুষের পুত্র সন্তান মাত্র।

এখন তোমার প্রশ্ন পুরুষ কি...?

পুরুষ...*
অনেক সপ্ন
কিন্তু সবার সপ্ন পূরণ করাতে পুরুষ থাকে ব্যাস্ত।

পুরুষ...*
বৃক্ষের মতো ছায়া দেয়
নিজে রোদের তাপে ঝলসে গেলেও কখনো মাথাটা নিচু করে নিজের মতন করে বাঁচতে পারে না পুরুষ।

পুরুষ...*
বাইরে থেকে খুব কঠিন
ভেতর থেকে খুব নরম হয় পুরুষ...
ভেঙে পড়লেও কোনো চিৎকার করে না পুরুষ।

পুরুষ...*
ভালোবাসতে যানে
সর্বোস্ব উজাড় করে...
কষ্ট...
কষ্ট পেলেও পারেনা কাঁদতে।
আসলে তারা তো পুরুষ,
পুরুষ কাঁদলে কেমন জানি
বিবেকে বাঁধে...।
তাই কষ্ট গুলো হৃদয়ে লুকিয়ে রাখে ...।

পুরুষ...*
আবেগী পুরুষ
যখন তুমি প্রকৃত পুরুষ তখন আবেগ আর বেঁচে থাকে না।
ইচ্ছে গুলো খাছাই বন্ধী হয়ে পড়ে
মুখ ফুটে বলার সাহস টাও আর পায় না।

পুরুষ...*
ভালোবাসি
এই কথাটা বলতে পারেনা...
কতটা ভালোবাসি বোঝানোর চেষ্টাও সে করে না।
ভালোবাসার গভীরতা পুরুষ বোঝে...
ভালোবাসা কত প্রকার সেটা হয়তো পুরুষ বোঝে না...
ভালোবাসার কাছে হয়তো পুরুষ হেরে যাই
কারোর নারীর মতন করে পুরুষ ভালোবাসতে পারে না....
তাই হয়তো দরকার না পড়লে পুরুষের খোঁজ কেও রাখে না।

পুরুষ...*
যখন *বাবা*
তখন পুরুষ পূর্ণতা পায়
কোনো যুদ্ধ তাকে হারাতে পারে না
সে তখন পুরুষ থেকে হয়ে ওঠে বীরপুরুষ।
এ পুরুষ সে পুরুষ নয়...
এ পুরুষ একটা দায়িত্ববান পুরুষ।

এবার পুরুষ ক্লান্ত...
শত চিৎকারের মাঝেও পুরুষ এবার শান্ত।

04/07/2021

#***বলছি,.....একটু সময় হবে তোমার ?
এই ধর যেকোন একটা শান্ত বিকেলে
কোন পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পরলাম দুজনে
কোন বাধা ধরা সময় কিন্তু চলবে না
আচ্ছা তুমি আসবে তো??

তুমি কি জানো?
আমি কত দিন ফুচকা খাই না?
কত দিন ঝাল ঝাল বলে চিৎকার করি না?
কত দিন শাড়ি পড়ি না?
কত দিন টিপ পড়ি না?
আচ্ছা তুমি কি জানো এসব
আমি এখন আর হুটহাট বৃষ্টির কবলেও পড়ি না?
ইচ্ছে করেই ছাতা ছাড়া বেরোই
বৃষ্টিতে ভিজবো বলে
অথচ দেখো এখন আর হুটহাট বৃষ্টিও আসে না
হয় তো তুমি নেই বলে।

😑😑😑😑😑😑😑😑😑😑.......

বলছি, একটু সময় হবে তোমার?
তোমাকে কত কি যে বলার ছিল আমার।
এই যে তোমার এই দীর্ঘদিনের অনুপস্থিতি
আমাকে যে কতটা পোড়াচ্ছে
তা যদি তুমি জানতে?

প্রতি টি নির্ঘুম রজনী আমাকে বুঝিয়ে দিচ্ছে
তুমি আসলে কি ছিলে আমার।
দুই বছর তিন মাস বার দিন হয়ে যাচ্ছে,
আমাদের দেখা হয় না
সে খেয়াল কি আছে তোমার?

আচ্ছা তুমি যেখানে থাকো সেখানে
গাড়িঘোড়া চলে?
রিক্সা চলে না?
কত দিন রিক্সায় উঠিনা বলতো?
কত দিন করা লিকার দিয়ে চা খাওয়া হয় না।

বলছি, একটু সময় হবে তোমার?
শুধু একটা দিন
নয় তো একটা বেলা
হবে কি সময়?
না সে সময় কখনোই তোমার হবে না
এটা বুঝেও এই যে আমি
এতো জল্পনা কল্পনা করি
তা হয় তো ভিত্তিহীন
তুমি তো শুধু কল্পনাতেই থাকো।
বাস্তবে তো সেই কবে চলে গেছো...

কি খোঁজ?
আমাকে?
খুজে লাভ নেই,
আমি আগেই হারিয়ে গেছি তোমার অবহেলার মাঝে।

শেষ চুম্বন
তোমার কাছে আমার একটা শেষ আবদার ছিলো,
চলেই তো যাচ্ছো তবে কপালে এঁকে দিয়ে যাও শেষ চুম্বন!
তোমার সেই শেষ চুম্বনে ছিলো না কোন আদর,
ছিলো না কোন তৃপ্তি!

সেই চুম্বনেই তো ছিলো আমার কাছে থেকে তোমার চিরতরের মুক্তি।
হয়তো এরপর একই শহরে থেকেও আমরা হয়ে যাবো অপরিচিত!
হঠাৎ দেখা হলে তুমি চোখ ফিরিয়ে নিতে হবে দারুন ব্যস্ত।
আমিও পাশ কাটিয়ে চলে যাবো বুঝিয়ে দিবো আমিও পেরেছি
তোমাকে নিদারুণ ভাবে ভুলে যেতে।

আসলেই কি আমি পেরেছি তোমাকে তোমার মত করে ভুলতে?
তোমাকে যত দূরত্বে রাখতে চাই তুমি ততটা কাছে চলে আসো,
তুমি কোথাও নেই অথচ আমার সমস্ত অনুভূতিতে মিশে থাকো!
আমার সময় গুলো ঘড়ির কাঁটায় আটকে গেছে,

একটা প্রশ্নের উওর কখনো খুঁজে পাইনি আমরা... এমন কেন?
একজন চায় চির মুক্তি,
আরেক জনের বুক ভেঙ্গে যায় তবুও ধরে রাখার জন্য দাঁড় করায় না শত যুক্তি।

01/07/2021

আপনি কি স্যাপিওসেক্সুয়াল?

মানুষ যখন কারও প্রেমে পড়ে তখন খুব স্বাভাবিকভাবেই সে চেহারা, বাহ্যিক সৌন্দর্য ইত্যাদি দেখে প্রেমে পড়ে। কিন্তু এমনকিছু মানুষ আছেন যারা চেহারা কিংবা শারীরিক সৌন্দর্য নয়, শুধু বুদ্ধিমত্তা দেখেই প্রেমে পড়েন তারা। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘স্যাপিওসেক্সুয়াল’।

স্যাপিওসেক্সুয়ালদের প্রেম ও যৌনতার অনুভূতি আবর্তিত হয় মস্তিষ্ককে ঘিরে। শারীরিক সৌন্দর্য বা সামাজিক অবস্থানের চেয়ে তাদের কাছে অনেক বড় হয়ে দাঁড়ায় অপরদিকের মানুষটির বুদ্ধিমত্তা। অপরদিকের মানুষটির গভীর চিন্তাশক্তি, কৌতূহলী মনোভাব, প্রচলিত ব্যবস্থাকে প্রশ্ন করার মানসিকতা তাদের প্রচণ্ড আকৃষ্ট করে। মনস্তাত্ত্বিক, রাজনৈতিক, দার্শনিক আলোচনা থেকে তারা রসদ সংগ্রহ করেন, এবং মনে করেন কারো যৌন আকর্ষণ শরীরে নয়, বরং তার মেধায় লুকিয়ে থাকে। আপনিও কি এমন? মিলিয়ে নিন।


স্যাপিওসেক্সুয়ালেরা কখনোই হুট করে প্রেমে পড়েন না। যেহেতু শারীরিক সৌন্দর্য তাদের টানে না, তাই প্রেমে পড়তে তাদের সময় লাগে। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই আগে বন্ধুত্ব হয়। সময়ের সঙ্গে সঙ্গে মানসিক ও বৌদ্ধিক সংযোগ হলে তবেই আসে প্রেমের প্রশ্ন।

মেধা বা বুদ্ধির আকর্ষণ সবচেয়ে বেশি হলেও শারীরিক আকর্ষণ যে একেবারেই নেই, তা নয়। কিন্তু স্যাপিওদের কাছে শারীরিক আকর্ষণটা খুবই সাময়িক। দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য কখনোই চেহারাটা বড়ো হয়ে দাঁড়ায় না তাদের কাছে।

স্যাপিওদের কাউকে পছন্দ মানে সত্যিই পছন্দ। এর একটা কারণ স্যাপিওদের সহজে কাউকে পছন্দ হয় না, অনেকটা সময় লাগে। উলটোদিকের মানুষটার সঙ্গে মেধা ও বৌদ্ধিকভাবে সংযোগ স্থাপনের পরই আসে তাকে ভালোলাগার প্রশ্ন। ফলে যখন কাউকে তাদের ভালো লাগে, তখন সেটা বেশ সিরিয়াসই হয়।

স্যাপিওসেক্সুয়ালদের সব সম্পর্কই শুরু হয় বন্ধুত্ব দিয়ে, সেখানে প্রেমের ছিটেফোঁটাও থাকে না। তাই যখন আপনার মনে প্লেটোনিক স্তর পেরিয়ে প্রেমের সূত্রপাত হয়, তখন আপনার বন্ধুও একইরকম ভাবছেন কিনা, সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। ফলে বন্ধুকে মনের কথা বলবেন কি বলবেন না, তা নিয়ে আপনার মনে সংশয় তৈরি হয়।

যারা অতিরিক্ত চিৎকার, মেজাজ দেখানো, কিংবা বোকামী করে তারা স্যাপিওদের দু’চক্ষের বিষ। যারা নিজেদের অনুভূতিকে যুক্তির সাহায্যে ব্যাখ্যা করতে পারেন, যারা চট করে মেজাজ হারান না, জটিল পরিস্থিতিকেও শান্তভাবে সমাধান করার চেষ্টা করেন, সেরকম মানুষকেই পছন্দ করেন স্যাপিওরা।

খুব বেশি মানুষের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা হয় না সচরাচর। প্রেমের সংখ্যাও আপনার খুবই কম। সাধারণত নিজের ছোট বৃত্তেই থাকতে পছন্দ করেন আপনি। তাই আশপাশের অনেকেই আপনাকে অহঙ্কারী বলে ভুল করেন। তাতে আপনার মোটেই বিচলিত হওয়ার কারণ নেই, নিজের পছন্দ আর ধ্যানধারণায় স্থির থাকুন।
**************************** # # # # # # #

28/06/2021

ভালোবাসা পাকা তেতুল...😋
চাটা চাটি- বেশ বেশ..👌
চাটা হলেই সব শেষ.. 😁

আমার মা না কিছুই বোঝে না; আমি যখন প্রথম গর্ভে এলাম তখন আমার মা আমাদের বাড়ির সবাই কে জানিয়ে ছিলো' আর এই আনন্দে আমার মা ...
15/05/2021

আমার মা না কিছুই বোঝে না; আমি যখন প্রথম গর্ভে এলাম তখন আমার মা আমাদের বাড়ির সবাই কে জানিয়ে ছিলো' আর এই আনন্দে আমার মা এতটাই খুশি ছিলো যে; আনন্দে আমার মায়ের চোখের কনে একটুকরো জল জমে ছিল । শুধু মাত্র এই ভেবে যে সে মা হতে চলেছে।
আমার মা না কিছুই বোঝে না; আমি যখন মায়ের গর্ভে ছ- মাস তখন থেকে আমার মা আমার ভালোর জন্যে বাবার মাঠে নিয়ে যাওযার টিফিন টুকুও গুছিয়ে দিতেন না। আমার মা আমার সঙ্গে কথা বলত ; গান গাইতো; ঘুম পাড়াত ।আমার মা আমার জন্যে ভারী কোনো জিনিস হাত দিয়ে তুলতেন না।
আমার মা না কিছুই বোঝে না; আমার মা বাবাকে বলেছিল আমি যে দিন প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভিত্তি হব- সেদিন ডাক্তার যদি তোমাকে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে বলে সেদিন তুমি আমাকে নয় আমার বাচ্চা কে বাঁচতে বোলো।
আমার মা না কিছুই বোঝে না; আমি যখন পৃথিবীতে এলাম তখন আমার মা শত যন্ত্রণার মধ্যে ও চওড়া এক গাল হাসি দিয়ে সবাইকে বলতো আমি ভালো আছি। আমার জন্যই আমার মায়ের সারা রাত ঘুম হতো না: রাতে কখনো বারে বারে কেঁদে উঠতাম ; আবার কখনো পটি করে ভিজিয়ে দিতাম বিছানা। শত কষ্টের মধ্যে থেকেও আমার মা বাবাকে বলতো আমি সত্যি ভালো আছি আমার সন্তানের জন্যে।
আমার মা না কিছুই বোঝে না; আমাকে না খায়ে আমার মা কখই খেতেন না; আমার খাওয়ার পরও আমার মা বলতেন বাবা আর একটি গাল নে ; আমি এমনি করে শত বার নিলেও আমার পেট ভরলেও আমার মায়ের মন ভোরত না । নিজে না খেয়ে এমনি ভাবে আমাকে খাওয়াতো আর বলতো তুই খেলে আমার খাওয়া হয়ে যায় বাবা ।
আমার মা না কিছুই বোঝে না; আমার মায়ের কাছ থেকে এই মাতৃ ভাষা বাংলাকে শিখেছি। আমার মা অশিক্ষিত হলেও; আমার মায়ের কাছ থেকে প্রথম শিখেছিলাম স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ; ব্যঞ্জনাধ্বনি ইত্যাদি এমনকি ছোটো ছোটো ছড়া গুলি ও আমার মায়ের কাছ থেকে শেখা।
আমার মা না কিছুই বোঝে না; আমি যখন বিদ্যালয়ে যেতাম তখন আমার মা আমার জন্যে টিফিন গুছিয়ে দিতেন; আমাকে সুন্দন করে সাজিয়ে দিতেন; ভালো করে মাথা চিরিয়ে; পাউডার মাখিয়ে; কপালে বড়ো করে একটা কাজলের টিপ পরিয়ে দিতেন; আমার প্রতি যেনো কারোর নজর না লাগে এই জন্য আমার কপালের বা - দিকে একটা ছোটো করে কাজলের টিপ পড়িয়ে দিতেন ।
আমার মা না কিছুই বোঝেনা; আমি যখন বড় হয়ে স্কুলে রওনা হতাম ঠিক তখনই প্রতিদিন বলে উঠতো কারোর সঙ্গে ঝগড়া করবিনা মন দিয়ে পড়াশোনা করবে আর টিফিন টা সময় মত খেয়ে নেবে। আমার মা না কিছুই বোঝ না; নিজে অসুস্থ হলেও পরিবারের সমস্ত কাজ ঠিক সময় মতো করে দিতেন।
আমার মা না কিছুই বোঝে না ;আমি যখন বড় হয়ে একটা বেসরকারি সংস্থায় চাকরি শুরু করি । গ্রাম থেকে শহরে চলে আসি তখনো আমার মা প্রতিটা দিন কয়েক বার করে ফোনে বারবার জানতে চাইতো। আমি কেমন আছি; আমি খেয়েছি কি না ?রান্না কে করেছে; কি কি রান্না করেছে ।
আমার মা না কিছুই বোঝে না; আমার মা প্রতিদিন আমাকে বলতো "কোভিড ১৯ "এর কঠিন পরিস্থিতিতে সাবধানে থাকিস খোকা । শহরে কিন্তু প্রচন্ড ভাবে কোভিড বেড়েছে । আমি মাকে প্রতিদিন একই কথা বলতাম মা আমিতো অফিস বাসে যাই আর অফিস বাসেই আশি তোমার কোন চিন্তা করতে হবে না মা । তবুও না আমার মা কিছুই বোঝেনা। বুঝতে ও চাইত না কিছুতেই।
আমার মা না কিছুই বোঝো না; মা যখন নিজে কোভিড আক্রান্ত হয়েছিলেন তখন ধীরে ধীরে পরিবারের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছিলেন এবং নিজে নিজেই কিছু উপসর্গ দেখে শুশ্রূষা করার চেষ্টা করেছিলন ।আমি ফোন করতেই মা বলতো সাধারণ একটু কাশি আর জ্বর সঙ্গে একটু হালকা মাথা ব্যাথা ;ও ঠিক সেরে যাবে তুই ঠিক আছিস তো খোকা ।
আমার মা না কিছুই বোঝে না ;হঠাৎ যেদিন প্রচন্ড ভাবে শ্বাস কষ্ট শুরু হয়। তখন নিজেই অ্যাম্বুলেন্স কে ফোন করে ডেকে হসপিটালে এডমিট হন এবং অক্সিজেনের অভাবে কোভিড এর সঙ্গে লড়াইয়ে পরাজিত হন ।
আমার মা না কিছুই বোঝে না। আমাকে একা রেখে চলে গেছেন না ফেরার দেশে 😭।
( প্রথম কোন লেখা পোস্ট করলাম বাপ্পাদার অনুমতি ছাড়া ভালো না লাগলে ডিলিট করে দেবেন)

15/05/2021

প্রেম রাজা
প্রেমে মজা
প্রেমটা যখন তাজা তাজা
কি মজা আর কি সোজা,
প্রেমটা নাকি চাঁদের আলো
প্রেমে আবার নেশাও ছিল,
প্রেমটা নাকি মধুর মত
ওই মধুতে উই পুকা লাগলো কত,
প্রেমে যখন কাটবে সাঁতার
বাঁচাতে লোক আসবে কত,
প্রেমে আছে আগুন
সেই আগুনে পুড়ছে কত,
প্রেমে মানুষ স্বপ্ন দেখে
স্বপ্নে কি আর প্রেম বাঁচে,
কারো আবার প্রেমের নেশা
সেটাই তার বড় পেশা,
প্রেমে একবার পরছে যারা
উঠতে কি আর পারছে তারা,
প্রেম একটা মেলা
খাচ্ছে সবাই ঠেলা,
প্রেমে যদি পড়ে যাই
তাহলে পুড়ে হবো ছাই,

প্রেম-তো কাঠালের আঠা
লাগলে পরে ছা-রে না,
আসলে প্রেম জলের মত
ঠান্ডা ছাড়া জমে না,
প্রেমটা একবার জমে গেলে
বাঁচাতে কেও পারবে না...😞

15/05/2021

যৌবন ও বার্ধক্য
দুয়েই কি পার্থক্য।
যৌবন যে জীবন
বার্ধক্য যে মরণ।
যৌবনে কি জোয়ার
বার্ধক্যে কে কাহার।

01/05/2021
28/04/2021

আমি একটা ছোট্ট পরিচয় চাই😭

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when AITO জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category