Lovers of Furfura Sharif

Lovers of Furfura Sharif Furfura Sharif is the Most Important Pilgrimage Palace of Muslims in Bengal

ঐ আকাশের মালিক জানে আব্বাস সিদ্দিকী কিসের জন্য এতো চেঁচায়।  হে বাংলার মানুষ এই আব্বাস সিদ্দিকী যেদিন চুপ হয়ে যাবে নড়া...
24/10/2025

ঐ আকাশের মালিক জানে আব্বাস সিদ্দিকী কিসের জন্য এতো চেঁচায়।
হে বাংলার মানুষ এই আব্বাস সিদ্দিকী যেদিন চুপ হয়ে যাবে নড়াচড়া করবে না সেদিন কেঁদেও কুল পাবেন না। এখনো সময় আছে আব্বাস সিদ্দিকী কে বুঝতে শিখুন, চিন্তে শিখুন, সঙ্গ না দিতে পারেন বিরোধী করা বন্ধ করুন।

18/09/2025

হুগলির হরিপাল থানার ইলিপুরের মোড়ে গতকাল বিকেলে সাকিরুল ইসলাম নামে এক ফেরিওয়ালাকে ঐ গ্রামের কয়েকজন অধিবাসী বহিরাগত বলে আখ্যা দেয় ও তার কাছ থেকে পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট চাওয়া হয়। শুধু তাই নয়, তাকে জোর করে জয় শ্রী রাম বলতে বলে। সাকিরুল তা বলতে অস্বীকার করলে তাকে মারধর করা হয়, তার গালের দাড়ি ধরে টানাটানি করে হেনস্থাও করা হয়। তবে, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নারী-পুরুষ সেই সময় এই ঘটনার প্রতিবাদ করে ও তাকে রক্ষা করে বলে জানা গেছে। সাকিরুল পরে কাছের অনন্তপুর গ্রামে গিয়ে এই ঘটনা কথা জানালে সেখানকার মানুষজন পথ অবরোধ করেন ও দোষীদের শাস্তির দাবি জানান।‌ পুলিশ গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। উল্লেখ্য, সাকিরুলের বাড়ি মুর্শিদাবাদের সাগরদীঘি থানার পুলা ডাঙায়। সে কাপড়, বিছানার চাদর ইত্যাদি ফেরি করে বেড়াই। বর্তমানে ডানকুনির মথুর ডিঙ্গিতে ভাড়ায় থাকে।

আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এই ধরণের অনভিপ্রেত, ন্যাক্কারজনক ঘটনা ইদানিং বেড়ে গেছে। ভিন্ রাজ্যে গিয়ে 'বহিরাগত', 'বাংলাদেশী', 'ঘুসপেটিয়া' ইত্যাদি বলে পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার অত্যাচার চলছে। একদিকে বাংলায় কথা বলার জন্য ভাষা বিদ্বেষের শিকার, অন্যদিকে, মুসলমান হওয়ার জন্য ধর্মীয় বিদ্বেষের শিকার। দুটোই পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান সম্প্রদায়ের দারিদ্র্যপীড়িত মানুষকে সইতে হচ্ছে। এখন আবার নিজের রাজ্যেও পরবাসীর যন্ত্রণার শিকার এই বাঙালি মুসলমান। এটা এমন একটি মারাত্মক আকার নিচ্ছে, যে সমাজ জীবনে অস্থিরতা সৃষ্টি করছে। কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরে এই ঘটনা আমরা প্রতক্ষ করেছি। এখন হুগলিতেও এই ঘটনা ঘটছে এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পেতে গেলে নিরবিচ্ছিন্নভাবে এই বিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে লড়াই চালাতে হবে। তার জন্য ব্যাপক মানুষকে সামিল করা আমাদের আশু কাজ।

এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনার সাথে যারা যুক্ত, যারা সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করছে, ধর্মে-ধর্মে বিভেদ লাগানোর চেষ্টা করছে, সম্প্রীতির এই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক ঐক্যকে বিনষ্ট করতে চাইছে, তাদের গ্রেফতার করে পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এই দাবি জানাই রাজ্য সরকারের কাছে
সক্রিয়ভাবে গুরুত্বের সঙ্গে এই‌ বিষয়টিকে দেখতে হবে। Prevention of Communal and Targeted Violence Bill অর্থাৎ সামাজিক ও পরিকল্পিত হিংসা প্রতিরোধ বিলটি বিধানসভায় এনে আইনে পরিনত করার জন্য সরকারকে সদর্থক উদ্যোগ নিতে হবে। এই আইন এনে এইধরণের ন্যাক্কারজনক ঘটনাকে প্রতিরোধ করার বিষয়ে সরকারকে সচেষ্ট হতে হবে।

 #আসসালামু_আলাইকুম   #১৫০০বছরপূরন_ঈদেমিলাদুন্নবী  #ঐতিহ্যবাহী_পবিত্র_মিলাদুন্নবী_সঃ_উৎযাপন...🤍   ে_মিলাদুন্নবী ❤️, এটি ম...
13/09/2025

#আসসালামু_আলাইকুম

#১৫০০বছরপূরন_ঈদেমিলাদুন্নবী
#ঐতিহ্যবাহী_পবিত্র_মিলাদুন্নবী_সঃ_উৎযাপন...🤍

ে_মিলাদুন্নবী ❤️, এটি মুসলিমদের জন্য আত্মোপলব্ধি এবং নবীর আদর্শে নিজেদের জীবনকে নতুন করে গড়ে তোলার একটি সুযোগ।unnabi2025


#ফুরফুরা_শরীফের_হুজুর_কেবলার_শুভ_আগমনে
#দেউলপাড়া_ইসলামিয়া_কমিটির_পরিচালনায়
#ঈদেমিলাদুন_নবী_সাঃ_উপলক্ষে
িরাট_ইসলামিক_মাহফিল

#তারিখ_২১_সে_সেপ্টম্বর_বাংলা_৪ঠা_আশ্বিন #রবিবার
#বাদমাগরিব
ার_আমন্ত্রিত_ওলামা_হজরত_গন

#প্রধান_বক্তা_বা_আখেরি_মোনাজাত_পরিচালনা #করবেন_আওলাদে_মোজাদ্দেদ_জামান_
#আমাদের_সেরে_তাজ_দাদাপীরের_আউলাদ
#আলহাজ্ব_হজরত_আল্লামা_পীর_ওমর_সিদ্দিকী_আল #কোরায়শী_সাহেব (ফুরফুরা দরবার শরীফ)

#বিশেষ_অতিথি_হিসেবে_তাসরিফ_আনবেন #আওলাদে_রাসুল_মাওলানা_সৈয়দ_লাবিব_আবান #সাহেব (ফুরফুরা শরীফ)

এছাড়া আরো বিশিষ্ট ওলামা হজরত গন উপস্থিত থাকবেন

স্থান দেউলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ

সাবধান! মানুষকে জাহান্নামের দিকে ধাক্কা দানকারী এই সমস্ত ট্রেন্ড থেকে সাবধান। “যারা এই ছবিগুলো বানায়, কিয়ামতের দিন তাদের...
12/09/2025

সাবধান! মানুষকে জাহান্নামের দিকে ধাক্কা দানকারী এই সমস্ত ট্রেন্ড থেকে সাবধান।

“যারা এই ছবিগুলো বানায়, কিয়ামতের দিন তাদের বলা হবে: ‘তোমরা যা সৃষ্টি করেছ, তাকে প্রাণ দাও।’”
— (সহিহ বুখারি ৫৯৬৩, সহিহ মুসলিম ২১০৮

পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজানের উপরে হামলাকারীদের গ্রেফতার করতে হবে  #প্রত্যেকে_একটি_করে_শেয়ার_করবেন। Lovers of furf...
03/09/2025

পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজানের উপরে হামলাকারীদের গ্রেফতার করতে হবে #প্রত্যেকে_একটি_করে_শেয়ার_করবেন।
Lovers of furfura sarif

02/09/2025

বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের মধ্যে ছাতাপুর মোড়ে পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান উপর আক্রমণ তিব্রতা নিন্দা এবং ধিক্কার জানাই। অবিলম্বে দুষ্কৃতীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।

23/08/2025

18/4/25 #ফুরফুরা_শরীফের_পীরজাদা #ভাইজান_হুজুরগন_দের_ডাকে_নতুন_ওয়াকফ
#আইনের_বিরুদ্ধে
#প্রতিবাদ_সভায়_ফুরফুরা_শরীফে_প্রতিবাদী_গজল

_জামিন পেয়ে ফুরফুরা শরীফে গিয়ে বড়ো ভাইজানের সঙ্গে দেখা করলেন,  প্রিয় ভাইজান.. #বিধায়ক_নওসাদ_সিদ্দিকী_ভাইজান
21/08/2025

_জামিন পেয়ে ফুরফুরা শরীফে গিয়ে বড়ো ভাইজানের সঙ্গে দেখা করলেন, প্রিয় ভাইজান..
#বিধায়ক_নওসাদ_সিদ্দিকী_ভাইজান

20/08/2025

হক কথা বলতে গিয়ে আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান ও বিভিন্ন সংগঠনের দায়িত্ববান মানুষদের গ্রেপ্তার হতে হল।
অসুস্থ হয়ে মেডিকেলের চিকিৎসার জন্য বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী।

বাংলার মানুষ দেখুক এই স্বৈরাচারী সরকারে অত্যাচার একজন জনপ্রতিনিধির উপর।
বাংলার মানুষ বিচার করুক।

আজ কলকাতার রাজপথে ওয়াকাফ বিলের প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদের মঞ্চ বা ধর্নামঞ্চ শুরু করে প্রতিবাদ করতে যান বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান।
কিন্তু দুঃখজনকভাবে তাঁকে গ্রেফতার করা হয়।
আরও ক্ষোভের বিষয়,
সিভিল ড্রেসে আসা কিছু পুলিশ...কর্মী তাঁকে মারধর করে আহত করেছে।
সেই আঘাতেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে থানার ভেতরে তাকে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতে দেখা গিয়েছে!

এ ঘটনা শুধু অন্যায় নয়,গণতন্ত্রের কণ্ঠরোধের স্পষ্ট প্রমাণ।

#ইতিহাস_স্মরণ_রাখবে #নীরব_উম্মাহর_আওয়াজ

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lovers of Furfura Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category