Lovers of Furfura Sharif

Lovers of Furfura Sharif Furfura Sharif is the Most Important Pilgrimage Palace of Muslims in Bengal

অলি দিগের রাজা মহারাজ,লও মোদের সালাম খানি।আব্দুল কাদের জিলানি।( রহঃ)। কৃপা করে রাখো মোদের লাজ,ওগো কুতুবে রাব্বানি। আব্দু...
14/10/2024

অলি দিগের রাজা মহারাজ,
লও মোদের সালাম খানি।
আব্দুল কাদের জিলানি।( রহঃ)।

কৃপা করে রাখো মোদের লাজ,
ওগো কুতুবে রাব্বানি।
আব্দুল কাদের জিলানী। (রহঃ)

রাসুল পাকের তুমি পেয়ারা,
মাওলা আলির নয়ন তারা,
মা ফাতেমার প্রানের দুলাল,
হাসান হোসাইনের জিগরপাড়া।
সর্ব গুনে গুনময়ী
তুমি মেহবুবে সুবহানী
আব্দুল কাদের জিলানী (রহঃ)

মুসিবতে পড়ে আমরা,
ডাকি তোমায় দস্তগীর,
মূহুর্তে উদ্ধার করো
মোদের ওগো বড় পীর।
নাই তুলনা বিশ্বে তোমার,
পীরানে পীর লাছানী
আব্দুল কাদের জিলানী।। (রহঃ)

নজদী ওহাবীর ফিতনায় পড়ে
যায় বুঝি মোদের ঈমান,
বে-দ্বীন দিগের অত্যাচারে
বড়ই মোরা পেরেশান।
পাকপাঞ্জাতনের দোহাই তোমায়,
কর মুশকিল আছানী।
আব্দুল কাদের জীলানী।। (রহঃ)

7/9/24 হুগলীর পুর শুড়া থানার অন্তর্গত দেউল পাড়া গ্রামে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে এক স্টেজে পীরজাদা মেহরাব সিদ্দিকী...
21/09/2024

7/9/24 হুগলীর পুর শুড়া থানার অন্তর্গত দেউল পাড়া গ্রামে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে এক স্টেজে পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান হুজুর ♥️ ও পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর

16/08/2024
10/04/2024

পীরজাদা সাউদ সিদ্দিকী ভাইজান হুজুর ❤️❤️❤️❤️

সেই জিন্দাপীরসম্রাট আওরঙ্গজেব ৪৯ বছর ধরে ভারত শাসন করেছেন। তাঁর সাম্রাজ্যের আয়তন ছিল ৪০ লক্ষ বর্গ কিলোমিটার। বলতে গেলে, ...
13/02/2024

সেই জিন্দাপীর
সম্রাট আওরঙ্গজেব ৪৯ বছর ধরে ভারত শাসন করেছেন। তাঁর সাম্রাজ্যের আয়তন ছিল ৪০ লক্ষ বর্গ কিলোমিটার। বলতে গেলে, ভারতবর্ষের প্রায় সম্পূর্ণ এলাকা ছিল তার রাজ্যের অন্তর্ভূক্ত। প্রজার সংখ্যা ছিল ১৫ কোটি ৮০ লক্ষ।

আওরঙ্গজেব বছরে রাজস্ব আদায় করতেন ৪৫০ মিলিয়ন ইউ এস ডলার। ঐ সময়ে ফ্রান্সের সম্রাট ছিলেন চতুর্দশ লুই। লুই এর চেয়ে আওরঙ্গজেব এর রাজ্যে দশগুণ বেশি রাজস্ব আদায় হত। তাঁর অধীনে ভারতবর্ষের অর্থনীতি ছিল পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি। ১৭০০ সালে তিনি ভারতবর্ষের অর্থনীতিকে ৯০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেন। ভারতবর্ষের জিডিপি ছিল পুরো পৃথিবীর জিডিপির চার ভাগের এক ভাগ।

১৭০৭ সালে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আওরঙ্গজেব ৮৮ বছর বয়সে নিজের সম্পত্তির একটা উইল তৈরী করলেন। মৃত্যুর পরে উইলে দেখা গেল- তাঁর কাছে ১৪ রুপি আর নিজ হাতে বোনা কিছু টুপি আছে। এগুলো বিক্রি করে তাঁর জানাযা আর দাফনে খরচ করতে বলেছেন। আর সারাজীবন কুরআন শরীফ নকল করে ৩০০ রূপি জমিয়েছেন - এই টাকাগুলো গরীবদের মাঝে দান করে দিতে বলেছেন।

দরবার আর রাজকোষে খোঁজ নিয়ে দেখা গেল- উইলের বাইরে সম্রাটের কোথাও কোনো সম্পদ নেই।

রাজস্থানের জমিনে ভাইজান
24/12/2023

রাজস্থানের জমিনে ভাইজান

ফুরফুরা শরীফের পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী আল কোরায়শী ভাইজান উত্তর প্রদেশ এলাহাবাদ জলসার উদ্দেশ্য রওনা দিলেন। সকলে দোওয়া ...
17/12/2023

ফুরফুরা শরীফের পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী আল কোরায়শী ভাইজান উত্তর প্রদেশ এলাহাবাদ জলসার উদ্দেশ্য রওনা দিলেন। সকলে দোওয়া করবেন,,♥️♥️♥️♥️

23/10/2023

৮/১০/২৩ হুগলী জেলার পুরশুড়া থানার দেউলপাড়া গ্রামে ঈদে মিলাদুন্নবীর জলসা নাত শরীফ পাঠ করছেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী আল কুরাইশী ভাইজান হুজুর

22/10/2023

পীরজাদা মেহরাব সিদ্দিকী নতুন ওয়াজ┇Meherab Siddiqui New Waz

25/09/2023

নাত শরিফ পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী

13/09/2023

পবিত্র আখেরি চাহার শোম্বা (সফর মাসের শেষ বুধবার) পীরজাদা আলহাজ্ব সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর।

ইমাম মোয়াজ্জিন দের সমাবেশের প্রস্তুতি সভার চিত্র! এখন প্রশ্ন হল সামনের সারিতে বসে থাকা এই মহিলা গুলো এখানে কি করছে?
21/08/2023

ইমাম মোয়াজ্জিন দের সমাবেশের প্রস্তুতি সভার চিত্র! এখন প্রশ্ন হল সামনের সারিতে বসে থাকা এই মহিলা গুলো এখানে কি করছে?

বর্তমান মুসলিম সমাজ ও রাজনীতি অবস্থা।একটা করে অতি চালাকের জন্য আজ জনগণের এই অবস্থা।আজ মুসলিম উম্মাহ নেতা ভুলে লাতার পিছন...
20/08/2023

বর্তমান মুসলিম সমাজ ও রাজনীতি অবস্থা।
একটা করে অতি চালাকের জন্য আজ জনগণের এই অবস্থা।আজ মুসলিম উম্মাহ নেতা ভুলে লাতার পিছনে ছুটে চলছে। তাই একটু তুলে ধরলাম সমাজ দারো কে লিয়ে ইসারা কাফি হে।

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।

শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- #ভাইজান কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।

শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।

শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।

গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।

সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।

শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।

গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।

শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।

গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।

শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।

গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।


এটাই বর্তমান মুসলিম সমাজের
অবস্থা।।।

একটা তুর্কীয় গল্পের ভাবানুবাদ

14/08/2023

আহমেদাবাদ জলসাই কিয়াম পড়ছেন পীরজাদা আলহাজ্ব মোঃ আব্বাস সিদ্দিকী ভাইজান

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lovers of Furfura Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category