নজরে ২৪ ঘন্টা

নজরে ২৪ ঘন্টা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নজরে ২৪ ঘন্টা, Media, JUGDIA, KOLKATA.

রমজানিয়া মারকাজের দ্বিতীয় দিনের এস্তেমাতে প্রায় লক্ষাধিক মুসল্লির সমাগম!মনজুর আলম : মগরাহাট : মগরাহাট রমজানিয়া মারকা...
26/01/2025

রমজানিয়া মারকাজের দ্বিতীয় দিনের এস্তেমাতে প্রায় লক্ষাধিক মুসল্লির সমাগম!

মনজুর আলম : মগরাহাট : মগরাহাট রমজানিয়া মারকাজের সালানা এস্তেমা আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। রয়েছে আপদকালীন পুলিশ অ্যাম্বুলেন্স পরিষেবা, সিসিটিভির নজরদারি। কোনরকম দুর্ঘটনা যাতে না হয় সেদিকে কড়া নজর মারকাজ কর্তৃপক্ষের। সোমবার সকাল দশটা ত্রিশ মিনিটে হবে দোয়ার মাহফিল। আরো প্রচুর মুসল্লিদের সমাগম হবে কালকে দোয়ার মাহফিলে এমনটাই জানা যাচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ৩০ টি খাবারের দোকান দেওয়া হয়েছে জামাতি ভাইদের সুবিধার্থে।

জানা গিয়েছে, মারকাজের জন্ম ১৯৫০ সালে।
পশ্চিমবাংলায় প্রথম বিশ্ব ইজতেমা মগরাহাটের এই মারকাজ থেকে হয। সেটা প্রথম দুইবার আব্দুল হক সাহেবের( র: )জামানায় মগরাহাট রমজানিয়া মার্কাজের ভিতরে হয়েছে আর বাকি তিনবার স্কুল মাঠে এবং অন্যান্য জায়গায় হয়েছে কিন্তু সেটা এই মারকাজের তত্ত্বাবধানে হয়েছে দিল্লির আকাবির হযরত এনামুল হাসান সাহেব এসেছিলেন।
আর স্কুল মাঠে যেটা হয়েছিল তখন আব্দুল হক সাহেব মাসোয়ারা করে স্কুল মাঠে হয়েছিল তখন স্কুল মাঠে মার্কাজ ছিল না। তারপরে দ্বিতীয় হযরতজি হযরত মাওলানা ইউসুফ সাহেব তিনিও মগরাহাট রমজানিয়া মারকাজের ইজতেমা এসছিলেন। তৃতীয় হযরতজি হযরত মাওলানা এনামুল হাসান সাহেব এই মারকাজের ইজতেমা এসেছিলেন। বর্তমান মারকাজের ভিতরে জায়গা সংকীর্ণ হওয়ায় এখন ইজতেমা মগরাহাটের হলুদবাড়িয়া ময়দানে দ্বিতীয় বছর চলছে। এই ইজতেমায় ঐতিহ্য কোনো রকমের দোকান বসতে পারবে না কঠোরভাবে নিষিদ্ধ । ইজতেমা ময়দানে খাওয়ার সমস্ত ব্যবস্থা ও থাকার ব্যবস্থা করা হয়েছে। স্টলের ব্যবস্থা করা হয়েছে মানুষের টিফিন করার জন্য বাইরে যাতে না যেতে হয় তারা বিনামূল্যে টিফিন করতে পারবেন। চা কফি বিস্কিট টোস্ট ফল ,খেতে পারবেন পকোড়া, ফিন্নি, সীমায় ইত্যাদি টিফিন থাকবে বিনামূল্যে।
এই মারকাজের বর্তমান মেন আমির অর্থাৎ জেলা আমের যিনি তিনি হলেন মাওলানা আইয়ুব সাহেব মাওলানা আব্দুল জব্বার সাহেব, মুফতি মাহমুদুল হাসান সাহেব মাওলানা আসলাম সাহেব হাফেজ আবুল কালাম সাহেব হাফেজ তৈয়েবুল ইসলাম সাহেব, ডাঃ সুরুল হক মাওলানা আমিনুদ্দিন, সুরত আলী , শামীম ভাই, মশিউর ভাই, মাস্টার মোজাফফর সাহেব মাওলানা মনিরুল ইসলাম সাহেব, হাফিজ সরদার ভাই মাওলানা আব্দুস সাত্তার সাহেব মাওলানা সাগির আলম সাহেব, মাস্টার নজরুল সাহেব হাফেজ সাবির সাহেব, মাস্টার আরিফাত সাহেব আব্বাস সাহেব খুরশিদ ভাই, মুক্তি কামর উদ্দিন সাহেব হাজী কুতুব উদ্দিন সাহেব জনাব
দিল্লি নিজামউদ্দিন সবথেকে বেশি সময় লাগান রফিকুল ভাই সাহেব মাওলানা আমিনুদ্দিন সাহেব, সুরত আলী সাহেব
এবছর আযানের দায়িত্ব মৌলভী আব্দুস সালাম সাহেব সহকারী কারী আনোয়ার সাহেব, ইমামতির দায়িত্ব দ্বিতীয় সাল লাগানো উলামা হাফেজ ক্বারী মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমী সাহেব, সহকারী ইমাম এক সাল লাগানো ওলানা মাওলানা আব্দুর রকিব সাহেব

সাগর এমএলএ কাপের শুভ উদ্বোধনে সাংসদ বাপি হালদার সহ বিধায়করানজরে ২৪ ঘন্টা ডেস্ক : সাগর : সাগর এমএলএ কাপের শুভ উদ্বোধনে স...
23/01/2025

সাগর এমএলএ কাপের শুভ উদ্বোধনে সাংসদ বাপি হালদার সহ বিধায়করা

নজরে ২৪ ঘন্টা ডেস্ক : সাগর : সাগর এমএলএ কাপের শুভ উদ্বোধনে সাংসদ বাপি হালদার, প্রাক্তন সংসদ শুভাশিস চক্রবর্তী, প্রাক্তন দুই মন্ত্রী মন্টুরাম পাখিরা ও গিয়াস উদ্দিন মোল্লা, বিধায়ক শওকত মোল্লা, বিশ্বনাথ দাস, গণেশ মণ্ডল, যোগ রঞ্জন হালদার, বিশিষ্ট ফুটবলার সাংসদ প্রসূন ব্যানার্জি ও সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা। বিধায়ক শওকত মোল্লা মথুরাপুরের সাংসদ বাপি হালদারের প্রশংসা করেন।

বিশ্ব নবী দিবস পালন ও ক্রীড়া অনুষ্ঠান যুগদিয়া হাই মাদ্রাসা স্কুলেরবদরুদ্দিন আহমেদ : মগরাহাট : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট...
22/01/2025

বিশ্ব নবী দিবস পালন ও ক্রীড়া অনুষ্ঠান যুগদিয়া হাই মাদ্রাসা স্কুলের

বদরুদ্দিন আহমেদ : মগরাহাট : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত যুগদিয়া হাই মাদ্রাসার ২৯ তম বর্ষ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিশ্ব নবী (সা:) দিবস উদযাপন। গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ১০০ মিটার ২০০ মিটার দৌড়, রূপসজ্জা, মিউজিকেল চিয়ার ইত্যাদি থেকে বহু ক্রীড়া অনুষ্ঠান চলে।
স্কুলের প্রধান শিক্ষক কাজী মোহোবুব মোরসেলিম ক্রীড়া শিক্ষক অচিন্ত্যকুমার পাল এবং আলীবর মোল্লা সাথে শিক্ষক মানস কুমার গাইন, আতিয়ার রহমান পুরকাইত, উর্মিলা ঘোষ, রকিবুল ইসলাম মোল্লা, কুতুবউদ্দিন পিয়াদা, এমদাদুল সহ সমস্ত শিক্ষক দায়িত্ব নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করে।

এবং মঙ্গলবার দিন নাতে রাসুল কেরাত ইসলামিক বক্তব্য মোকালামা ও বহু ইসলামিক অনুষ্ঠানের দ্বারা বিশ্ব নবী (সা:) দিবস পালিত হয়।

এই অনুষ্ঠান গুলি মাদ্রাসার দীর্ঘ দিনের সিনিয়র আরবি বিভাগের শিক্ষক মাওলানা আবুল কালাম মোল্লা সাথে সমস্ত শিক্ষক শিক্ষিকার নিয়ে পরিচালনা করে পুরস্কার বিতরণ সাথে দোয়া মোনাজাতের ও ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্ন বোঝের দ্বারা অনুষ্ঠান সমাপ্তি হয়।

এই বছর বিশ্ব নবী (স:) দিবস উদ্যোক্তা মাওলানা আবুল কালাম মোল্লার বিদায়ী বছর।

শীতে কষ্ট পাওয়া অসহায়দের শীতবস্ত্র বিতরণ মেঘনা হেলথ কেয়ারেরমনজুর আলম : মৌসুনি দ্বীপ : মেঘনা হেলথ কেয়ার এর উদ্যোগে প্...
17/01/2025

শীতে কষ্ট পাওয়া অসহায়দের শীতবস্ত্র বিতরণ মেঘনা হেলথ কেয়ারের

মনজুর আলম : মৌসুনি দ্বীপ : মেঘনা হেলথ কেয়ার এর উদ্যোগে প্রায় ২০০ জন গরিব অসহায়ের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৌসুনি গ্রাম পঞ্চায়েতের পয়লাহেরি এলাকায়। শীত বস্ত্রের পাশাপাশি মহিলাদের শাড়ি ,কম্বল , লুঙ্গি, চাদর তাদের হাতে তুলে দেয়া হয়। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বিশিষ্ট সমাজসেবী আক্রম হোসেন সরদারের নেতৃত্বে ও কলকাতার গুডেক্স হসপিটালের সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। বিশিষ্ট সমাজসেবী আকরাম হোসেন সরদার বলেন, প্রতিবছর শীতের সময় ও রমজান মাসে আমরা ইফতার সামগ্রী দিয়ে সাহায্য করে আসছি, আগামী দিনে আরো সহযোগিতা করবেন বলে জানান।
উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক জাকির হোসেন, হাফেজ আনাজ সাহেব , আমির হোসেন মোল্লা জাহির আহমেদ সহ-বিশিষ্টরা।

গঙ্গাসাগর মেলা নিয়ে লট নং ৮ পরিদর্শনে সাংসদ বাপিনজরে ২৪ ঘন্টা ডেস্ক : গঙ্গাসাগর : গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমত...
10/01/2025

গঙ্গাসাগর মেলা নিয়ে লট নং ৮ পরিদর্শনে সাংসদ বাপি

নজরে ২৪ ঘন্টা ডেস্ক : গঙ্গাসাগর : গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাকদ্বীপ লট ৮ নং পয়েন্ট এর বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন সাংসদ বাপি হালদার। ১২ই জানুয়ারি থেকে রাজ্য সরকারের সমস্ত পদস্থ আধিকারিকরা মেলায় উপস্থিত থাকবেন। লট নং ৮ দায়িত্ব থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, দিলীপ মন্ডল, সাংসদ বাপি হালদার সহ অন্যান্য বিধায়করা। শুক্রবার পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করলেন সাংসদ বাপি হালদার।

মগরাহাট থানার ওসি বদল! নতুন ওসিকে সংবর্ধনা বিধায়ক, সভাপতির।মনজুর আলম : মগরাহাট : ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন থা...
10/01/2025

মগরাহাট থানার ওসি বদল! নতুন ওসিকে সংবর্ধনা বিধায়ক, সভাপতির।

মনজুর আলম : মগরাহাট : ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত আধিকারিকদের রদবদল হয়েছে। মগরাহাট থানায় দায়িত্ব নিয়ে এসেছেন পীযূষ কান্তি মন্ডল। আগে দায়িত্বে ছিলেন পারুলিয়া কোস্টাল থানায়। শুক্রবার নতুন ওসিকে সাক্ষাৎ সংবর্ধনা করলেন মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, সহ-সভাপতি সেলিম লস্কর সহ ব্লক তৃণমূলের নেতা-নেত্রীরা।

সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলার আবু সুফিয়ান শেখের সাক্ষাৎকার
09/01/2025

সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলার আবু সুফিয়ান শেখের সাক্ষাৎকার

গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি অনুষ্ঠান ধামুয়াতে! উপস্থিত বিডিও, বিধায়ক, সভাপতিমনজুর আলম : মগরাহাট : মগরাহাট...
07/01/2025

গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি অনুষ্ঠান ধামুয়াতে! উপস্থিত বিডিও, বিধায়ক, সভাপতি

মনজুর আলম : মগরাহাট : মগরাহাট ২ নম্বর ব্লকের দূর নিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে ধামুয়া আমড়াতলা রাস্তার দক্ষিণ ২৪ পরগনা জেলার সড়ক পরিকাটামো মনোনয়নে নব নির্মিত প্রকল্পের ভার্চুয়ালি অনুষ্ঠান হয় ধামুয়া এলাকায়। গঙ্গাসাগর থেকে প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধামুয়া এলাকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নমিতা সাহা, ব্লকের বিডিও তুহিন শুভ্র মহান্তি, পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, জয়েন বিডিও সন্দীপ দাস সহ প্রশাসনের আধিকারিকরা
এদিনের এই সরকারি অনুষ্ঠান থেকে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলার শেখ সুফিয়ানকে সংবর্ধনা দেয়া হয়। বাংলা দলের এই সদস্যের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের কলস এলাকায়।

গঙ্গাসাগর পরিদর্শনে মুখ্যমন্ত্রী! সুন্দরী সহ তিনটি বইয়ের উদ্বোধন! একাধিক সুযোগ-সুবিধামনজুর আলম : গঙ্গাসাগর : গঙ্গাসাগরে...
07/01/2025

গঙ্গাসাগর পরিদর্শনে মুখ্যমন্ত্রী! সুন্দরী সহ তিনটি বইয়ের উদ্বোধন! একাধিক সুযোগ-সুবিধা

মনজুর আলম : গঙ্গাসাগর : গঙ্গাসাগরে পরিদর্শনে মুখ্যমন্ত্রী, দুদিন ছয় ও সাতই জানুয়ারি মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর পরিদর্শন, আনুষ্ঠানিক প্রকাশ করলেন সুন্দরী সহ তিনটি বইয়ের। গঙ্গাসাগরে সাধারণ পুন্যাতিদের জন্য কি কি সুবিধা পাওয়া যাবে তা জানালেন মুখ্যমন্ত্রী। ২৪ ঘন্টা air অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্স সহ মাল্টি সুপার হসপিটাল, সরকারি বেসরকারি বাস পরিষেবা, ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, অতিরিক্ত ট্রেন, ১০ জন মন্ত্রী, বিধায়ক , সাংসদ সহ একাধিক পুলিশ প্রশাসনের আধিকারিকরা। তিনটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী বঙ্কিম হাজরা ,সাংসদ বাপি হালদার, মুখ্য সচিব, জেলাশাসক সহ একাধিক আধিকারিকরা।

মানবিক মুখ্যমন্ত্রীর জন্মদিনে মানবিক কাজ ''শীতবস্ত্র" বিতরণ সাংসদেরমনজুর আলম : মথুরাপুর : মুখ্যমন্ত্রী "মমতা বন্দ্যোপাধ্...
05/01/2025

মানবিক মুখ্যমন্ত্রীর জন্মদিনে মানবিক কাজ ''শীতবস্ত্র" বিতরণ সাংসদের

মনজুর আলম : মথুরাপুর : মুখ্যমন্ত্রী "মমতা বন্দ্যোপাধ্যায়ের" জন্মদিনে উপলক্ষে মথুরাপুর লোকসভার 'সাংসদ বাপি হালদার' মহাশয়ের উদ্যোগে কেক কেটে ও এলাকার অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদানের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করা হয়। এ দিনে প্রায় ৫০০ জন অসহায়কে শীতবস্ত্র বিতরণ করা হয়। মথুরাপুর লোকসভার মধ্যে ঘোড়ামারা ও মথুরাপুরে এই দুই জায়গায় দেয়া হয়। সাংসদ বাপি হালদার বলেন, মানবিক মুখ্যমন্ত্রীর জন্মদিনে মানবিক কাজ করে দিনটি পালিত করলাম। আগামীতে মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি।

জয়ী বাংলা দলের সদস্যরা পেলেন পুলিশে চাকরি! মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ক্রিড়া দফতরের এই ঘোষণা
03/01/2025

জয়ী বাংলা দলের সদস্যরা পেলেন পুলিশে চাকরি! মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ক্রিড়া দফতরের এই ঘোষণা

মগরাহাটের ছেলে! সন্তোষ ট্রফি জয়ের অনবদ্য ভূমিকা আবু সুফিয়ান শেখের! পেলেন চাকরি!

মনজুর আলম গাজী : মগরাহাট: নাম আবু সুফিয়ান শেখ, বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে, ২০২৪ মরশুমে অসামান্য পারফরম্যান্স করেন, ফুটবল খেলা শুরু সাউথ মিডিয়া ফুটবল কোচিং সেন্টারের হয়ে। মগরাহাটের সাংবাদিকদের উদ্যোগে চলে এই ফুটবল কোচিং সেন্টার।

03/01/2025

DCH college
বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

মগরাহাটের ছেলে! সন্তোষ ট্রফি জয়ের অনবদ্য ভূমিকা আবু সুফিয়ান শেখের! পেলেন চাকরি!মনজুর আলম গাজী : মগরাহাট: নাম আবু সুফিয...
03/01/2025

মগরাহাটের ছেলে! সন্তোষ ট্রফি জয়ের অনবদ্য ভূমিকা আবু সুফিয়ান শেখের! পেলেন চাকরি!

মনজুর আলম গাজী : মগরাহাট: নাম আবু সুফিয়ান শেখ, বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে, ২০২৪ মরশুমে অসামান্য পারফরম্যান্স করেন, ফুটবল খেলা শুরু সাউথ মিডিয়া ফুটবল কোচিং সেন্টারের হয়ে। মগরাহাটের সাংবাদিকদের উদ্যোগে চলে এই ফুটবল কোচিং সেন্টার।

03/01/2025
নতুন বছরে নতুন বস্ত্র উপহার ব্লক সভাপতির! খুশি এলাকাবাসীনজরে ২৪ ঘন্টা ডেস্ক : মগরাহাট : তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ...
02/01/2025

নতুন বছরে নতুন বস্ত্র উপহার ব্লক সভাপতির! খুশি এলাকাবাসী

নজরে ২৪ ঘন্টা ডেস্ক : মগরাহাট : তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ও নতুন বছরের শুভেচ্ছা জানাতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি সেলিম লস্করের উদ্যোগে প্রায় ৪০০ জন গরিব অসহায়কে মশারি ও শীতবস্ত্র কম্বল গরিবদের হাতে বিতরণ করলেন মগরাহাট দু'নম্বর ব্লকের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেলিম লস্কর। ব্লক সভাপতি সেলিম লস্করের অফিসে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন তৃণমূল যুব নেতা খোকন লস্কর।

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান বস্ত্র বিতরণ ইয়ারপুরেমনজুর আলম : উস্তি : তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিব...
01/01/2025

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান বস্ত্র বিতরণ ইয়ারপুরে

মনজুর আলম : উস্তি : তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলা পরিষদের সদস্য নুর খাতুন বিবি উদ্যোগে রক্তদান শিবির, শীতবস্ত্র বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এক নম্বর ব্লকের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথ এলাকায়। উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার এসডিপিও শাকিব আহমেদ, জেলা পরিষদের অধ্যক্ষ মজিবর রহমান মোল্লা, উস্তি থানার ওসি আসাদুল শেখ, জেলা পরিষদের সদস্য পূর্ণিমা হাজারিকা , জেলা পরিষদের সদস্য নূর খাতুন বিবি , প্রধান মৌ মুখার্জি সহ স্থানীয় তৃণমূলের নেতৃবৃন্দ। উদ্যোক্তা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য নুর খাতুন বিবি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই রক্তদান শিবির এই শিবিরের ১৭০ জন রক্তদাতা রক্ত দান করেন, প্রায় ৮০০ জনকে দেয়া হয় শীতবস্ত্র, প্রায় ৫০ জন প্রবীণ নাগরিককে দেয়া হয় সংবর্ধনা। রক্তদানের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার শিবিরে আসেন এলাকার গরিব পরিবার। তিনি আরো বলেন সারা বছর ধরে আমরা বিভিন্ন সেবামূলক কাজকর্ম করে থাকি এই এলাকায়।

যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার ৬২ তম ঐতিহাসিক জলসা ও পাগড়ী প্রদানমনজুর আলম গাজী : মগরাহাট : যুগদিয়া হান্নানিয়া মাদ্রা...
30/12/2024

যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার ৬২ তম ঐতিহাসিক জলসা ও পাগড়ী প্রদান

মনজুর আলম গাজী : মগরাহাট : যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার ৬২ তম ঐতিহাসিক জলসা অনুষ্ঠিত হয় যুগদিয়া স্পোর্টিং ক্লাবের মাঠে। এদিনে মোট ২২ জন ছাত্রের পাগড়ী প্রদান করা হয়। সকাল ৭ টা থেকে কুরআনের আয়াত পাঠ করে শুরু হয় অনুষ্ঠান। কেরাত, ইসলামিক গজল, নাতেরসুল, মুকালামা সহ বিভিন্ন অনুষ্ঠান। যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার উদ্যোগে চলে হান্নানিয়া প্রাথমিক স্কুল। এদিন স্কুলের ১৫৮ জন কৃতী ছাত্রছাত্রীকে দেওয়া হয় পুরস্কার। মক্তব বিভাগের ১৯ জন ছাত্রছাত্রীকে দেওয়া হয় পুরস্কার। উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুর আলম সাহেব, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফেজ শামসুদ্দিন মল্লিক সাহেব, মাওলানা আব্দুল খালেদ নদভী, মুকতি লিয়াকাত আলী সাহেব, মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, মাওলানা আজম হোসেন ও মাদ্রাসার মুহতামিম মাসুদুর রহমান উপস্থিত ছিলেন পাগড়ী প্রদান অনুষ্ঠানে।
অধ্যাপক মনজুর আলম সাহেব বলেন, আল্লাহর হুকুম ও নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর তরিকা মতো চলতে হবে। ভালো মানুষ হতে হবে,। মাওলানা আনোয়ার হোসেন কাসেমী বলেন, সারা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে তার কারণ মুসলমানরা কুরআনকে ভুলে গিয়েছে। কুরআন অনুযায়ী জীবন যাপন করলে সমাজে আসবে উন্নতি, তার জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজন ইসলামী শিক্ষার মাধ্যমে আসবে সমাজ পরিবর্তন। বক্তব্য রাখেন বাংলার বিশিষ্ট মুকতি লিয়াকত আলী সাহেব সহ অন্যান্যরা।

Address

JUGDIA
Kolkata

Telephone

+918293459806

Website

Alerts

Be the first to know and let us send you an email when নজরে ২৪ ঘন্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নজরে ২৪ ঘন্টা:

Videos

Share

Category