নজরে ২৪ ঘন্টা

নজরে ২৪ ঘন্টা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নজরে ২৪ ঘন্টা, Media, JUGDIA, KOLKATA.

হিলফুল ফুযুলের ইফতার সামগ্রী বিতরণনজরের ২৪ ঘন্টা ডেস্ক : মগরাহাট: হিলফুল ফুযুল সংগঠন যুগদিয়াতরফ থেকে আজ ১০ঐ রমজানে বৃহস...
22/03/2024

হিলফুল ফুযুলের ইফতার সামগ্রী বিতরণ

নজরের ২৪ ঘন্টা ডেস্ক : মগরাহাট: হিলফুল ফুযুল সংগঠন যুগদিয়া
তরফ থেকে আজ ১০ঐ রমজানে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে গরিব অসহায় মানুষের জন্য ইফতার বন্টন করা হয়।
*ইফতার বন্টনের জন্য ছিল খেজুর, ছোলা, চিনি,মুড়ি।
বহু এলাকা থেকে গরিব অসহায় মানুষ হাজির হয়ে থাকেন তার মধ্যে থেকে জয়নগরের মৌওজপুর , বহড়ু , পদ্মের হাট, এছাড়া ও যুগদিয়া, শালিগড়িয়া,রামনগর, দিঘীর পাড়, এ সমস্ত এলাকার গরিব অসহায়দের মাঝে ইফতার বন্টন করা হয়।
সংগঠন যুগদিয়াতে ২০২৩ এর সেপ্টেম্বরে হাফেজ ও উলামায়ে কেরাম ও ইমামদের তত্ত্বাবদানে স্থাপিত হয়‌।
২৮শে ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার সংগঠনের মাধ্যম দিয়ে সারা বাংলা ক্বেরাত প্রতিযোগিতা হয় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে কারী সাহেবরা আসেন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
সংগঠনের উদ্দেশ্য- গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা ও ইসলামিক অনুষ্ঠান করা ক্বুর-আনের প্রতিযোগিতা করা ও শরিয়ত বিরোধী কাজ প্রতিরোধ করার চেষ্টা করা ও দোয়ার মজলিস করা।
সংগঠনের সভাপতি- মুফতী জাকারিয়া সাহেব জানান আমরা সংগঠন নিয়ে আস্তে আস্তে সমস্ত জায়গায় হাজির হয়ে শরীয়ত বিরোধী কাজ প্রতিরোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সংগঠনের সম্পাদক- এইচ.এম. মারগুবুল ইসলাম জানান আমাদের কার্যকরী আমরা বাস্তবায়ন করতে আজ গরিবদের মাঝে ইফতার বিতরণের জন্য হাজির হয়েছি আগামীতে ঈদের পরে আমাদের বিশিষ্ট শিক্ষক জনাব হযরত হাফেজ মাওলানা কারী আব্দুল হান্নান সাহেবের জন্য দুয়ার মজলিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়া ও প্রতিবছর কোরআনের প্রোগ্রাম ও গরিব অসহায়দের পাশে দাঁড়িয়ে রমজান মাসে ইফতার বিতরণী ও বস্ত্র বিতরণী পোশাক দিয়ে গরিবের কষ্ট দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।।
আজকে যানারা উপস্থিত ছিলেন- সংগঠনের কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব, হাফেজ মাওলানা আহমাদুল্লাহ সাহেব, হাফেজ আনসার সাহেব, হাফেজ মাওলানা মুফতি জায়েদ সাহেব, মাওলানা মাহমুদ সাহেব,হাফেজ শামসুদ্দিন সাহেব, হাফেজ মুজাহিদ সাহেব, জনাব আবু দারদা সাহেব, হাফেজ মফিজুল সাহেব, হাফেজ আসাদুল ইসলাম সাহেব, এছাড়া সংগঠনের সকল সদস্য ও জ্ঞানী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলার মোড় মদিনা নগরে দোয়ার মধ্য দিয়ে সম্পূর্ণ হল মাদ্রাসায় ছাদ ঢালাইনজরে ২৪ ঘন্টা ডেক্স : জয়নগর: দক্ষিণ চব্বিশ পরগ...
18/03/2024

বাংলার মোড় মদিনা নগরে দোয়ার মধ্য দিয়ে সম্পূর্ণ হল মাদ্রাসায় ছাদ ঢালাই

নজরে ২৪ ঘন্টা ডেক্স : জয়নগর: দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার পদ্মেরহাট বাংলার মোড়ে মুকতি নাসির উদ্দিন লস্করে ঐকান্তিক প্রচেষ্টায় বাংলার মোড়ে "মদীনা নগর নুরুল উলুম ওয়েলফেয়ার ট্রাষ্ট" এর গৃহের ছাদ ঢালাই নির্মাণের শুভ উদ্বোধন করলেন হাফেজ ক্বারী মাওলানা মুফতি জাকারিয়া মন্ডল। তিনি উদ্বোধন করার পর আল্লার কাছে দোয়া করেন উক্ত মাদ্রাসার সঠিক ভাবে চালানোর জন্য। মাদ্রাসা দায়িত্বশীল ব্যক্তি বর্গসহ বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর লস্কর উপস্থিত ছিলেন। মাদ্রাসার পক্ষ থেকে মুক্তি নাসির উদ্দিন লস্কর বলেন, আমাদের এই মাদ্রাসা ২০১৯ সালে আমরা ভিত্তি স্থাপন করেছি আজ ২০২৪ মাদ্রাসার ছাদের জন্য নতুন ঢালাইয়ের কাজ শুরু করলাম। তাই সহৃদয় ব্যাক্তিদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে আবেদন করছি আমাদের এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব এবং অনুরোধ করব যাকাত ফিতরা সহ বিভিন্ন দান সামগ্রী এই মাদ্রাসা পাঠানোর জন্য।

ভোটের দিন ঘোষণা হতেই দেওয়াল লিখনে জোর তৃণমূল কংগ্রেসেরমনজুর আলম : দক্ষিণ ২৪ পরগনা : ভোট ঘোষণা শুরু হতেই মাঠে ময়দানে নে...
17/03/2024

ভোটের দিন ঘোষণা হতেই দেওয়াল লিখনে জোর তৃণমূল কংগ্রেসের

মনজুর আলম : দক্ষিণ ২৪ পরগনা : ভোট ঘোষণা শুরু হতেই মাঠে ময়দানে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা, পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মথুরাপুর যাদবপুর ও ডায়মন্ড হারবারে চলছে দেওয়ার লিখনের কাজ। দেওয়াল লিখনের কাজে হাত লাগাচ্ছেন নেতাকর্মীরা, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মন্ডল এর সমর্থনে দেয়াল লিখনে হাত মিলিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা সংখ্যালঘু সেলের সম্পাদক জাহাঙ্গীর লস্কর।

বাৎসরিক অনুষ্ঠান ও নূরানী দুয়ার মজলিস অনুষ্ঠিত হলো পিয়াদা পাড়া মসজিদেমনজুর আলম : মগরাহাট : বাৎসরিক অনুষ্ঠান ও নূরানী ...
04/03/2024

বাৎসরিক অনুষ্ঠান ও নূরানী দুয়ার মজলিস অনুষ্ঠিত হলো পিয়াদা পাড়া মসজিদে

মনজুর আলম : মগরাহাট : বাৎসরিক অনুষ্ঠান ও নূরানী দুয়ার মজলিস অনুষ্ঠিত হলো পিয়াদা পাড়া জামে মসজিদের উদ্যোগে। প্রতি বছরের মতো এ বছর মসজিদের মক্তব্ বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে হয় এই অনুষ্ঠান। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট দু'নম্বর ব্লকের যুগদিয়া পিয়াদাপাড়া জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠতম বাৎসরিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হলো। কুরআনের আয়াত ও দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুকতি জাকারিয়া সাহেব। তারপর সকাল ন'টা থেকে শুরু হয় মক্তব বিভাগের ছাত্র-ছাত্রীদের কেরাত প্রতিযোগিতা সহ বিভিন্ন মাসনুন দোয়া ও কুরানের প্রতিযোগিতা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অনুষ্ঠান তারপর কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সকাল থেকে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম সহ মসজিদের পরিচালন কমিটির সদস্যরা। জানা গিয়েছে, এই মসজিদ এলাকার প্রায় শতাধিক ছাত্রছাত্রী মক্তব বিভাগে পড়াশোনা করে, অতি যত্নসহকারে কোরআনের তালিম দেওয়া হয় এই পিয়াদা পাড়া জামে মসজিদে। উপস্থিত ছিলেন মুফতি আব্দুল কাদের সাহেব , মুফতি জাকারিয়া, ডঃ সামিম আহমেদ, হাজী ওবায়দুল্লাহ, মাহফুজুর রহমান,এনামুল,রাশিদুর এবং কমিটিবৃন্দ,মসজিদের ইমাম মাহমুদুল হাসান সাথে হাঃ মুজাহিদ ও হাঃ রেজওয়ান এবং পরিক্ষক হাঃ জাহিদ,মুফতি আহমাদ, মাওঃ আহমাদুল্লাহ মাওঃ মফিজুল এবং মসজিদের সকল মুসল্লিগন।

অল ইন্ডিয়া দ্বীনি তালিমী বোর্ডের উদ্যোগে দ্বীনি তালিমী সচেতনতা অভিযান জমিয়তেরমনজুর আলম : মগরাহাট : অল ইন্ডিয়া দ্বীনি ...
18/02/2024

অল ইন্ডিয়া দ্বীনি তালিমী বোর্ডের উদ্যোগে দ্বীনি তালিমী সচেতনতা অভিযান জমিয়তের

মনজুর আলম : মগরাহাট : অল ইন্ডিয়া দ্বীনি তালিমী বোর্ডের নির্দেশে মগরাহাট ব্লক জমিয়তের উদ্যোগে দ্বীনি তালিমী সচেতনতা অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হলো দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার গোকর্ণী গ্রাম পঞ্চায়েতের মানিকতলা মসজিদে। উপস্থিত ছিলেন দ্বীনি তালিমি বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান কাসেমি, বোর্ডের সহ সম্পাদক মুফতি আতিকুর রহমান, মাঃ ওলিউল্লা সাহেব, মাওলানা হোসাইনি সাহেব, হাফেজ আমিরুল ইসলাম সাহেব, আব্দুর রহিম খান সাহেব সহ জমিয়তের নেতৃবৃন্দ। দ্বীনি তালিমী বোর্ডের সহ-সম্পাদক মুকতি আতিকুর রহমান সাহেব বলেন, সারা ভারত তথা বাংলা জুড়ে আমাদের এই কর্মসূচি, যাতে সমস্ত শিশুরা বাংলা ইংরেজির পাশাপাশি মসজিদে এসে কুরআনের শিক্ষা পায় তার প্রচেষ্টা চলছে দক্ষিণ ২৪ পরগনার সমস্ত মসজিদে। জেলার প্রতিটি মসজিদে মক্তব বিভাগ শুরু করে শিশুদের দ্বীনি শিক্ষা দিতে হবে। আরবি শিক্ষার মাধ্যমে সমাজ হবে পরিবর্তন। ১০ই ফেব্রুয়ারি হইতে ১০ই মার্চ এই এক মাস ধরে চলবে এই কর্মসূচি।

অসহায়দের পাশে স্ট্রিট কুইন অর্গানাইজেশনমনজুর আলম : কলকাতা : স্ট্রিট কুইন অর্গানাইজেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হ...
13/02/2024

অসহায়দের পাশে স্ট্রিট কুইন অর্গানাইজেশন

মনজুর আলম : কলকাতা : স্ট্রিট কুইন অর্গানাইজেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয় কলকাতা শহরের বিভিন্ন ভবঘুরে ও ফুটপাতে থাকা অসহায় মানুষদের। গত কয়েকদিনে কলকাতা সহ রাজ্যে বেশ কয়েক ডিগ্রি তাপমাত্রা কমেছে, এই কনকনে ঠান্ডায় অসুবিধের কথা ভেবে শীতের কয়েক মাস গরিব অসহায়দের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র সহ বিভিন্ন পোশাক বিতরণ কর্মসূচি হয় সংস্থার পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন স্ট্রিট কুইন অর্গানাইজেশনের কর্মকর্তা বিশিষ্ট সমাজসেবী আরফাতুন বেগম রানি। তিনি আরও বলেন, এদিনে মোট আড়াইশো জন অসহায়দের বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সমাজসেবী আকরাম হোসেন সর্দারসহ অর্গানাইজেশনের কর্তা ব্যক্তিরা।

ভোটের মুখে শক্ত হচ্ছে মহিলাদের হাত! বাড়ল লক্ষ্মীর ভান্ডারের ভাতা! ৫০০থেকে বেড়ে হল হাজার টাকানজরে ২৪ ঘন্টা ডেক্স : ভোটে...
08/02/2024

ভোটের মুখে শক্ত হচ্ছে মহিলাদের হাত! বাড়ল লক্ষ্মীর ভান্ডারের ভাতা! ৫০০থেকে বেড়ে হল হাজার টাকা

নজরে ২৪ ঘন্টা ডেক্স : ভোটের মুখে বাড়লো লক্ষ্মীর ভান্ডার ভাতা। ৫০০ টাকা থেকে বেড়ে হাজার টাকা হলো এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। আজ বিধানসভায় বাজেট ২০১৪ এই ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

মগরাহাটের শুরু হয়েছে আয়ুষ মেলা! বিনামূল্যে চিকিৎসা ও ঔষধপত্র বিতরণের ব্যবস্থা প্রশাসনেরমনজুর আলম : দক্ষিণ ২৪ পরগনা : আ...
08/02/2024

মগরাহাটের শুরু হয়েছে আয়ুষ মেলা! বিনামূল্যে চিকিৎসা ও ঔষধপত্র বিতরণের ব্যবস্থা প্রশাসনের

মনজুর আলম : দক্ষিণ ২৪ পরগনা : আয়ুষ মেলা ২০২৪ শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় উদ্যোগে মগরাহাট ২ নম্বর ব্লকে মগরাহাট গ্রামীণ হাসপাতালে ও মথুরাপুরের রায়দিঘিতে। বুধবার মগরাহাট গ্রামীণ হাসপাতাল চত্বরে এই মেলার শুভ সূচনা করেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত কুমার সুকুল, উপস্থিত ছিলেন মগরাহাট ২ নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌরভ বিশ্বাস, মগরাহাট এক নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক অরূপ নস্কর ,মগরাহাট ২ নম্বর ব্লকের বিডিও তুহিন শুভ মহান্তি, পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, জনস্বার্থ ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ ভট্টাচার্য সহ দুই ব্লকের সমস্ত ডাক্তার ও নার্সরা। উপস্থিত হয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ২০১৪ সাল থেকে শুরু হয়েছে এই মেলা, তিন দিন ধরে চলবে মেলা, মূলত সচেতনতামূলক প্রচারের জন্য এই আয়ুষ মেলার আয়োজন। তিন দিন ধরে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা পরিষেবা দেওয়া হবে যেমন আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, যোগাথেরাপি চিকিৎসা, ভেষজ উদ্ভিদ অর্থাৎ বিভিন্ন ভেষজ গাছ বিনামূল্যে রোগীদের সরবরাহ করা হবে। তিনি আরো বলেন মূলত আয়ুর্বেদিক চিকিৎসার উপরে জোর দেওয়ার জন্য এই মেলার আয়োজন। কারণ অন্য চিকিৎসা অত্যাধিক ব্যয়বহুল। আয়ুষ চিকিৎসার যাতে মানুষের মধ্যে সঠিক ধারণা আসে তার সচেতনতা বাড়ানো। এই মেলায় মোট আটটি বিনামূল্য স্টলের ব্যবস্থা করা হয়েছে এর ফলে উপকৃত হবে ব্লকের হাজার হাজার রোগী। এদিনে মগরাহাট বিডিও অফিস থেকে হাসপাতাল পর্যন্ত স্বাস্থ্য কর্মীদের নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডায়মন্ড হারবারে প্রীতি ক্রিকেট ম্যাচমনজুর আলম গাজী : ডায়মন্ড হারবার : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ...
26/01/2024

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডায়মন্ড হারবারে প্রীতি ক্রিকেট ম্যাচ

মনজুর আলম গাজী : ডায়মন্ড হারবার : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চারদলীয় ক্রিকেট টুর্নামেন্ট হলো ডায়মন্ড হারবার মহাকুমা আদালত সংলগ্ন মাঠে। এই টুর্নামেন্ট আয়োজন করেন ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। প্রথমে খেলা হয় ডায়মন্ড হারবার এসডিও একাদশ বনাম ডায়মন্ড হারবার বার অ্যাসোসিয়েশন। দ্বিতীয় ম্যাচ ডায়মন্ড হারবার এসডিপিও একাদশ বনাম মিডিয়া একাদশ। প্রথম খেলায় ডায়মন্ড হারবার বার অ্যাসোসিয়েশন জয়লাভ করে, দ্বিতীয় খেলায় ডায়মন্ডহারবার এসডিপিও একাদশ জয়লাভ করে। দুই জয়ী দলের মধ্যে ফাইনাল খেলায় বিজয়ী হয় ডায়মন্ড হারবার এসডিপিও একাদশ। তাদের হাতে ট্রফি তুলে দেন এসডিও তাপস ভট্টাচার্য ও বিদায়ী এসডিপিও- অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে।

সভায় যোগ দেওয়ার আগে এস্তেমা ময়দান পরিদর্শনে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীমনজুর আলম : মগরাহাট : ইজতেমা ময়দান পরিদর্শন ক...
16/01/2024

সভায় যোগ দেওয়ার আগে এস্তেমা ময়দান পরিদর্শনে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

মনজুর আলম : মগরাহাট : ইজতেমা ময়দান পরিদর্শন করলেন রাজ্যের গ্রন্থগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। উল্লেখ্য মগরাহাটের রমজানিয়া মারকাজের সালানা এস্তেমা আগামী ২০ ২১ ও ২২ শে জানুয়ারি হতে চলেছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, মগরাহাটের কলসে জমিয়ত উলামা হিন্দের সভায় যাওয়ার আগে হলুদবেড়িয়া এস্তেমার ময়দান পরিদর্শন করে বরকতময় দোয়া করলেন মন্ত্রী তথা জমিয়ত উলামা হিন্দের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য জমিয়তের মাওলানা মুফতি ইমদাদুল সাহেব, জেলা জমিয়তের সচিব মাওলানা জিয়াউল হক, মাওলানা অলিউল্লাহ, হাফিজ জুবায়ের, মুক্তি মঈনউদ্দিন সাহেব সহ মারকাজের জিম্মাদাররা

31/12/2023

*মগরাহাট ব্লক জমিয়তে উলামায়ে হিন্দ কমিটির পক্ষ থেকে শোক বার্তা*
বড় বেদনাদায়ক সংবাদ
অত্যন্ত দুঃখ ও অনুতাপের সঙ্গে জানানো হচ্ছে যে
*মগরাহাট ব্লক জমিয়তে উলামায়ে হিন্দ কমিটির প্রধান উপদেষ্টা ও যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার শাইখুল হাদিস জনাব হযরত মুফতি লিয়াকত আলি সাহেবের আহলিয়া মুহতারামা তথা মগরাহাট ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সহ-সভাপতি জনাব হযরত মুফতি জাকারিয়া মাজাহিরী সাহেবের সম্মানিতা আম্মাজান আজ শনিবার 30শে ডিসেম্বর 2023 রাত ৭টা নাগাদ ইন্তেকাল করেছেন*''ইন্নালিল্লাহি অ-ইন্না ইলাইহি রজিউন'' তাঁর জানাজা নামাজ আগামীকাল 31শে ডিসেম্বর রবিবার বাদ জোহর (বেলা 1:30 মিঃ) যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার পার্শ্ববর্তী ময়দান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে অনুষ্টিত হবে।* ইন-শা-আল্লাহ
মহান আল্লাহ পাক মরহুমা আম্মাজান সাহেবাকে মাগফিরাত করুন ও জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন, তাঁর ওয়ারিশ দের সবরে জামিল দান করুন ,৷ আমীন। তাঁর জানাযায় সকল দ্বীন দরদী ও জমিয়তপ্রেমী বন্ধুগণ অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

বাগরোল ধরতে বনকর্মীরা গ্রামে! পাতা হল খাঁচামনজুর আলম গাজী : মগরাহাট: শুক্রবার সন্ধ্যার পর বাগরোলকে কেন্দ্র করে আতঙ্ক ছড়...
10/12/2023

বাগরোল ধরতে বনকর্মীরা গ্রামে! পাতা হল খাঁচা

মনজুর আলম গাজী : মগরাহাট: শুক্রবার সন্ধ্যার পর বাগরোলকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় মগরাহাট এলাকায়। আজ সেই বাগরোলটিকে ধরার জন্য বন দপ্তরের কর্মীরা ও মগরাহাট থানার পুলিশের যৌথ উদ্যোগে চলছে খাঁচা পাতার কাজ। উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা নামার পরপর দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট গোকর্ণী এলাকায় বাগরোলের আতঙ্ক ছড়াই এবং গ্রামবাসীদের উপর আক্রমণ করে বন্যপ্রাণীটি। প্রায় সাত আট জন শিশু ও মহিলাকে আক্রমণ করে। মগরাহাট থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা গতকাল রাত থেকেই পাহারাই ছিল এলাকায়। মগরাহাট থানার ওসি মোহাম্মদ আসাদুল শেখ নিজেও গতকাল রাত থেকে এলাকা পরিদর্শনে ছিলেন । আজকে ডায়মন্ড হারবার বন দপ্তরের রেঞ্জ অফিসার দেবাশীষ পালের উপস্থিতিতে চলছে খাঁচা পাতার কাজ। রেঞ্জ অফিসার বলেন, মুরগি দিয়ে এই খাঁচায় টপ দেওয়া হয়েছে যাতে সহজে ধরা যায় ওই বন্য প্রাণীটিকে। আতঙ্ক এখনও কাটেনি, এখনো আতঙ্কের পরিবেশ গোকর্ণী এলাকায়

বাঘ নয়! বাঘরোলের আতঙ্ক! হিংস্র এই পশুর আক্রমনে আহত বহু! ঘটনাস্থলে পুলিশমনজুর আলম গাজী : মগরাহাট: বাগরোলের আক্রমণে আহত ৫...
08/12/2023

বাঘ নয়! বাঘরোলের আতঙ্ক! হিংস্র এই পশুর আক্রমনে আহত বহু! ঘটনাস্থলে পুলিশ

মনজুর আলম গাজী : মগরাহাট: বাগরোলের আক্রমণে আহত ৫ জন। মগরাহাটের গোকর্ণী এলাকায় বাগরোল আতঙ্ক! শুক্রবার সন্ধ্যা নামার পরে গোকর্ণীর লস্কর পাড়া ফকিরপাড়া এলাকায় বাঘের আতঙ্ক ছড়ায়। হুলুস্থুল পড়ে যাই এলাকায়। প্রথমে একজনকে আক্রমণ করে, এলাকাবাসী খোঁজাখুঁজির পরে এক ঝোপের মধ্যে দেখা যায় হিংস্র চার পাঁচটি বাগরোলকে।খবর দেয়া হয় মগরাহাট থানাকে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে অন্ধকারের মধ্যে এক মহিলাকে আক্রমণের খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়াই এলাকায়। হিংস্র এই বাগরোল আরো ৪-৫ জনকে আক্রমণ করে। তিনজন জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি। দুজন মগরাহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি। অবশেষে গ্রামবাসীদের দীর্ঘ প্রচেষ্টায় ধরা পড়ল বাগরোলটি।

অসহায় দুঃস্থদের পাশে দাঁড়াতে পথচলা শুরু "হিলফুল ফুজুলের"মনজুর আলম গাজী: মগরাহাট: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা এলাকার ...
24/11/2023

অসহায় দুঃস্থদের পাশে দাঁড়াতে পথচলা শুরু "হিলফুল ফুজুলের"

মনজুর আলম গাজী: মগরাহাট: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা এলাকার আলেম-ওলামাদের তত্ত্বাবধানে একটা সংগঠনের পথ চলা শুরু হয়েছে যার নাম "হিলফুল ফুজুল"। এই সংগঠনের উদ্দেশ্য হল-গরিব অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তার প্রয়োজনমতো ব্যবস্থা করার চেষ্টা করা, শরীয়ত বিরোধী কাজকে বাধা দেওয়া, এবং শরীয়তের দিকে তাদেরকে আহ্বান করা। সমগ্র পৃথিবীর আলমের জন্য দোয়া করা বিশেষ করে মৃত ব্যক্তিদের জন্য মাসে একবার পড়াশোনা ও দোয়ার মজমা করা ও ইসলামিক অনুষ্ঠান করা, ক্বেরাতের প্রতিযোগিতা ও ক্বুরআন এর প্রতিযোগীতা করা ইত্যাদি। হিলফুল ফুজুল" সংগঠন নাম কেন - যে সংগঠন বিশ্বনবী( স: ) তাঁর জীবদ্দশায় যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছিলেন সেই সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। তাই এই গুরুত্বপূর্ণ নাম দেয়া হয়েছে।
আগামী ২৮শে ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার কেরাত প্রতিযোগিতা হবে বলে জানান সংগঠনের সম্পাদক মারগুবুল ইসলাম। শুক্রবার সকালে সংগঠনের মিটিংয়ে উপস্থিত ছিলেন হাফেজ তৈয়েবুল ইসলাম,
আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া,
সংগঠনের সাধারণ সম্পাদক- এইচ এম মারগুবুল ইসলাম,
মাওলানা মাহমুদুল হাসান সহ সভাপতি হাফেজ মাওলানা মুফতি আহমদ বিন মাওলানা আব্দুল মোমিন সাহেব ও মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব, সহ-সম্পাদক হাফেজ মাওলানা আহমাদুল্লাহ সাহেব ও ক্বারী ইয়ামিন , হাফেজ মফিজুল ইসলাম সাহেব, হাফেজ শামসুদ্দিন সাহেব,হাফেজ মাওলানা মুফতি যায়েদ সাহেব,হাফেজ মাওলানা শরিফ উদ্দিন পিয়াদা সাহেব,হাফেজ মুজাহিদ সাহেব,মাওলানা শামসুদ্দিন সাহেব, জনাব তকরিম সাহেব ও সাংবাদিক মঞ্জুর আলম সাহেব সহ আরো অনেকে।

আবারও মোঃ সামি ঝড়! বিশ্বকাপের ফাইনালে! এই মুহূর্তে বোলিং ব্যাটিংয়ে বিশ্বের সেরা ভারত
15/11/2023

আবারও মোঃ সামি ঝড়! বিশ্বকাপের ফাইনালে! এই মুহূর্তে বোলিং ব্যাটিংয়ে বিশ্বের সেরা ভারত

নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার না করার আবেদন পঞ্চায়েত সমিতির সভাপতিরমনজুর আলম গাজী : মগরাহাট : পূজো উদ্বোধন এসে নিষিদ্ধ শব্দব...
13/11/2023

নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার না করার আবেদন পঞ্চায়েত সমিতির সভাপতির

মনজুর আলম গাজী : মগরাহাট : পূজো উদ্বোধন এসে নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার না করার আবেদন পঞ্চায়েত সমিতির সভাপতির। "ধর্ম যার যার উৎসব সবার"এবং শব্দবাজি ব্যবহার না করে আলোবাজিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আনন্দ করার নিবেদন করেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট দুই নম্বর ব্লকের মগরাহাট থানার সামনে কালীপুজোর উদ্বোধনে এসে এমনটাই বললেন মগরাহাট ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন। উপস্থিত ছিলেন মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোঃ আসাদুল শেখ ,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেলিম লস্কর সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

৩৫৯ টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশমনজুর আলম : ডায়মন্ড হারবার : "প্রাপ্তি"ওয়েব পো...
07/11/2023

৩৫৯ টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ

মনজুর আলম : ডায়মন্ড হারবার : "প্রাপ্তি"ওয়েব পোর্টালের মাধ্যমে উদ্ধারকৃত ৩৫৯ টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আজ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জেলা পুলিশ সুপারের অফিসে প্রাপকদের হাতে তুলে দেয়া হয় মোবাইল। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী। জেলা পুলিশ সূত্রে খবর, মোবাইল চুরি গেলে বা হারিয়ে গেলে "প্রাপ্তি" ওয়েব পোর্টালের মাধ্যমে অভিযোগ দায়ের করুন যাতে আরো দ্রুত আমরা আপনাদের মোবাইল ফিরিয়ে দিতে পারি। আমরা আশা রাখি ভবিষ্যতেও "প্রাপ্তি" ওয়েব পোর্টালের মাধ্যমে আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। হারানো মোবাইল হাতে পেয়ে খুশি প্রকৃত প্রাপকরা। হারানো ফোন পেয়ে এক প্রাপক সাংবাদিকদের জানান, অভিযোগ জানানোর এক মাসের মধ্যেই ফোন পেয়েছি, ডায়মন্ড হারবার জেলা পুলিশ খুব ভালো কাজ করছে। ধন্যবাদ জানান ডায়মন্ড হারবার জেলা পুলিশকে।

মোহাম্মদ সিরাজকে এত ভয় শ্রীলংকার!
02/11/2023

মোহাম্মদ সিরাজকে এত ভয় শ্রীলংকার!

ব্যাটিং বোলিংয়ে আগুন ঝরাচ্ছে ভারতীয় দল৪৫ টি উইকেট নিয়ে বিশ্বকাপের মাথায় মোহাম্মদ সামি
02/11/2023

ব্যাটিং বোলিংয়ে আগুন ঝরাচ্ছে ভারতীয় দল
৪৫ টি উইকেট নিয়ে বিশ্বকাপের মাথায় মোহাম্মদ সামি

মোঃ সামি ও বুমরাহ বোলিং দাপটে উড়ে গেল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড
29/10/2023

মোঃ সামি ও বুমরাহ বোলিং দাপটে উড়ে গেল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল, গ্রামবাসীদের উদ্যোগে চলছে রাস্তা সারাইয়ের কাজমনজুর আলম গাজী: মগরাহাট : দীর্ঘদিন ধরে ...
04/10/2023

দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল, গ্রামবাসীদের উদ্যোগে চলছে রাস্তা সারাইয়ের কাজ

মনজুর আলম গাজী: মগরাহাট : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা সমস্যায় মুমূর্ষ রোগী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। বড় বড় গর্তে জলে ভর্তি বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে টোটো ও অটো। দুর্ঘটনা নিত্য সঙ্গী কয়েকবার দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়েছে এই রাস্তায়। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট দু নম্বর ব্লকের যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর যুগদিয়া কুনিরপাড় এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর রাস্তার অবস্থা বেহাল, যাতায়াতে অসুবিধা গ্রামবাসী থেকে শুরু করে স্কুল ছাত্র ছাত্রীদের তিন-চারটে হাইস্কুল থাকায় রোজ পারাপার করতে হয় ছাত্রছাত্রীদের। প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনরকম সুরাহা মেলেন। এ বিষয়ে মগরাহাট দুই নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক শেখ আব্দুল্লাহ বলেন, ওই রাস্তাটা পিডব্লিউডির দায়িত্বে মগরাহাটে আর ও কয়েকটি জায়গায় রাস্তা খারাপ দ্রুত সারানোর ব্যবস্থা করব আমরা। আজ গ্রামবাসীদের নিজ উদ্যোগে রাস্তা মেরামতির কাজ চলছে। মগরাহাটের এই রাস্তা দিয়ে বারুইপুর হয়ে কলকাতা যাওয়ার একমাত্র রাস্তা।

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ব্রোঞ্জ পেল মগরাহাটের ছেলেমনজুর আলম গাজী : মগরাহাট: পরিযায়ী শ্রমিকের ছেলে "ইন্টারন্য...
28/09/2023

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ব্রোঞ্জ পেল মগরাহাটের ছেলে

মনজুর আলম গাজী : মগরাহাট: পরিযায়ী শ্রমিকের ছেলে "ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে" ব্রোঞ্জ পেয়ে তৃতীয় স্থান অধিকার করল। ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ বছর বাংলাদেশ যশোর শহরে অনুষ্ঠিত হয়। মোট ছয়টি দেশের মধ্যে ১৭ জনকে হারিয়ে তৃতীয় স্থান দখল করলো বাংলার ছেলে। নাম তৌফিক ইসলাম সিপাহ, পিতা মইদুল ইসলাম সিপাই, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার দেউলা উত্তর কুসুমের কারবালাতে। ছোট থেকে মেধাবী এই ছাত্র 'অক্লান্ত পরিশ্রম ও দারিদ্রতাকে' পিছনে ফেলে মনের জেদেই শুরু করে প্যাকটিস। দারিদ্রতার জন্যই ভালোভাবে অনুশীলন করার সুযোগও মেলেনি। উস্তির স্মার্ট ক্যারাটে কোচিং ক্যাম্প এর কোচ এস এম ওয়াসিম ইকবাল ও কয়েকজন আত্মীয়র সহযোগিতায় এই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন মেধাবী এই ছাত্র। ব্রোঞ্জ পেয়ে খুশি পরিবার থেকে শুরু করে এলাকাবাসীরা। অনুশীলনের খরচ মেটানোর জন্য পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি 'স্কুল নিউ লাইভ মিশন' সংগ্রামপুরে অবসর সময়ে শিক্ষকতা করেন তৌফিক। ব্রাঞ্চ পেয়েও খুশি নয় তৌফিক পরবর্তীতে অলম্পিকে সোনা পাওয়ার একটাই স্বপ্ন। শুরু করবে প্রস্তুতি, চলবে দিনরাত কঠোর অনুশীলন। তার জন্য প্রয়োজন টাকা, তৌফিক ইসলাম সিপাহী বলেন, যদি সরকার বা প্রশাসন সাহায্য করে তাহলে আগামী দিনে অলিম্পিকে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

পুলিশ দিবস উপলক্ষে বন্ধুত্বপূর্ণ প্রীতি ম্যাচ পুলিশ বনাম প্রেস ক্লাবেরমনজুর আলম গাজী : মগরাহাট : 'পুলিশ দিবস উপলক্ষে মগর...
04/09/2023

পুলিশ দিবস উপলক্ষে বন্ধুত্বপূর্ণ প্রীতি ম্যাচ পুলিশ বনাম প্রেস ক্লাবের

মনজুর আলম গাজী : মগরাহাট : 'পুলিশ দিবস উপলক্ষে মগরাহাট থানার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই ফুটবল খেলায় মগরাহাট থানা একাদশ এর সঙ্গে মগরাহাট প্রেস ক্লাবের খেলা হয়। মগরাহাট থানা একাদশ চার এক গোলে বিজয়ী হয়। এই খেলায় 'ম্যান অফ দ্যা ম্যাচ' হয়েছেন মগরাহাট থানার বিদায়ী ওসি আবদুস সামাদ আনসারী। খেলেছেন মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোঃ আসাদুল শেখ, ম্যাচ পরিচালনা করেছেন মগরাহাটের সিআই সুবীর বাগ।মগরাহাট থানার ওসি মোঃ আসাদুল শেখ বলেন, খেলার মধ্যে হার জিত আছে, কেউ হারে কেউ জয়ী হয়, একতা ও ঐক্যের জন্য এরকম বন্ধুত্বপূর্ণ ম্যাচের আয়োজন। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ডায়মন্ডহারবার প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক ভট্টাচার্য'।

বিশিষ্ঠ সমাজসেবী রেজাউল সরদারের উদ্যোগে রক্তদান, মসারি ও হুইল চেয়ার বিতরণমতলুক মন্ডল : মগরাহাট : দক্ষিণ ২৪ পরগনার মগরাহ...
01/09/2023

বিশিষ্ঠ সমাজসেবী রেজাউল সরদারের উদ্যোগে রক্তদান, মসারি ও হুইল চেয়ার বিতরণ

মতলুক মন্ডল : মগরাহাট : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের মুল্টি সংস্কৃতিক মঞ্চের পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবী রেজাউল সরদারের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উপলক্ষে রক্তদান শিবির গরিব ও অসহায়ীদের মশারি বিতরণ প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ, ও সারা রাত্রি ব্যাপী সংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই দিনে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ২৫০ জন রক্ত দান করেন ও প্রায় ২০০ জনের হাতে মশারি তুলে দেওয়া হয় তারই পাশাপাশি ৫০ জন প্রতিবন্ধীদের দেওয়া হয় ট্রাই সাইকেল। প্রতি বছর সমাজসেবী রেজাউল সরদারের উদ্যোগে চলে বিভিন্ন অনুষ্ঠান কখনো রমজান মাসে গরিব অসহায়দের ইফতার সামগ্রী বিতরণ আবার কখনো প্রতিবন্ধীদের সাহায্য। সারা বছর ধরে সাধারণ গরিবদের সঙ্গী হয়ে উঠেছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রেজাউল। এলাকার মানুষ অসুবিধাই পড়লে ছুটে যান সমাজসেবীর কাছে। আর এই এদিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী কল্লোল ঘোষ ,জেলার তৃণমূলের যুব সভাপতি সোমনাথ বণিক,কলকাতা স্পোর্টস সেলের চেয়ারম্যান কল্লোল গাঙ্গুলি,তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতৃত্ব রাজন্যা হালদার, মগরাহাট পূর্বের দুর্গা প্রসাদ ভট্টাচার্য, মগরাহাট থানার ওসি আব্দুস সামাদ আনসারী, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের সভাপতি তথ্য সমাজসেবী অরুময় গায়েন, মুলটি সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক রেজাউল সরদার,সভাপতি হাবীবুল্লাহ লস্কর সহ মগরাহাট পূর্বে অন্যান্য নেতৃত্ব থেকে মুলটি অঞ্চলে সকল বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। কর্মসূচির শেষে শিক্ষা ও সেবামূলক সাংস্কৃতিক সন্ধ্যা কালীন অনুষ্ঠানের মধ্যে সমাপ্তি ঘটে। আয়োজনে বিশিষ্ঠ সমাজসেবী রেজাউল সরদার জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও প্রীয় সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় সকল ধর্মের মানুষের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই রাখি বন্ধন উৎসব কর্মসূচি। এবং আগামী দিনে বিরোধী শক্তির বিরুদ্ধে সকলে একত্রিত হয়ে দেশকে বাঁচাতে হবে।

🇮🇳 INDIA are SAFF 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 for the 9️⃣th time! 💙🏆 1993🏆 1997🏆 1999🏆 2005🏆 2009🏆 2011🏆 2015🏆 2021🏆 𝟮𝟬𝟮𝟯    🐯   ⚽
04/07/2023

🇮🇳 INDIA are SAFF 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 for the 9️⃣th time! 💙

🏆 1993
🏆 1997
🏆 1999
🏆 2005
🏆 2009
🏆 2011
🏆 2015
🏆 2021
🏆 𝟮𝟬𝟮𝟯

🐯 ⚽

ওহে নন্দলাল!"বারোশো টাকায় ফুটছে বিনা পয়সার চাল: অভিনেতা সোহম চক্রবর্তীমনজুর আলম : মগরাহাট : পঞ্চায়েত নির্বাচনকে পাখির...
02/07/2023

ওহে নন্দলাল!"বারোশো টাকায় ফুটছে বিনা পয়সার চাল: অভিনেতা সোহম চক্রবর্তী

মনজুর আলম : মগরাহাট : পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচন জনসভা করছেন সমস্ত রাজনৈতিক দল, পিছিয়ে নেই শাসক দল তৃণমূল কংগ্রেস আজ দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট দু নম্বর ব্লকের বাকিপুর ঈদগাহের মাঠে তৃণমূলের পঞ্চায়েতের, সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। মঞ্চে উপস্থিত হয়ে সোহম চক্রবর্তী রাজ্যের বিরোধী দল সিপিআইএম কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করেন। বিজেপিকে কটাক্ষ করে বলেন, "ওহে নন্দলাল"! দেখো "বারোশো টাকায় ফুটছে বিনা পয়সার চাল", এভাবেই কার্যত ঝাঁঝালো আক্রমণ করেন বিজেপিকে। তিনি আরো বলেন, ইডি সিবিআই জুজু দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি তৃণমূলের হাতিয়ার। এই দিনে এই জনসভায় উপস্থিত ছিলেন হাজার হাজার কর্মী সমর্থকেরা, উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা, সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার, মগরাহাট দুই নম্বর ব্লক সভাপতি সেলিম লস্কর, যুব সভাপতি বাচ্চু শেখ, যুব তৃণমূল নেতা মইমুর মোল্লাসহ স্থানীয় নেতৃত্বরা

12/06/2023

প্রচন্ড গরমে কিছুটা স্বস্তির বৃষ্টি শহর জুড়ে, বিশ্ব বাংলা গেট!

অবশেষে বেজে গেল ভোটের দামামা ,৮ জুলাই রাজ্যে একদফায় ত্রিস্তর পঞ্চায়েত ভোটনজরে ২৪ ঘন্টা ডেক্স: ৮ জুলাই রাজ্যে একদফায় ত্রি...
08/06/2023

অবশেষে বেজে গেল ভোটের দামামা ,৮ জুলাই রাজ্যে একদফায় ত্রিস্তর পঞ্চায়েত ভোট

নজরে ২৪ ঘন্টা ডেক্স: ৮ জুলাই রাজ্যে একদফায় ত্রিস্তর পঞ্চায়েত ভোট, আজ থেকেই লাগু নির্বাচনের আদর্শ আচরণ বিধি, ৯ ই জুলাই থেকে মনোনয়ন জমা দেওয়া যাবে, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ই জুলাই। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২০ জুলাই পর্যন্ত, আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার।

বিশিষ্ট আলেমের ইন্তেকালে শোকের ছায়া জেলা জুড়েবদরুদ্দীন আহমেদ : মগরাহাট : বিশিষ্ট আলেম তাজুল ইসলাম মোল্লা (৬৮) ইন্তেকাল...
08/06/2023

বিশিষ্ট আলেমের ইন্তেকালে শোকের ছায়া জেলা জুড়ে

বদরুদ্দীন আহমেদ : মগরাহাট : বিশিষ্ট আলেম তাজুল ইসলাম মোল্লা (৬৮) ইন্তেকালে শোকের ছায়া মগরাহাট জুড়ে, দীর্ঘদিন ধরে স্টোকে আক্রান্ত হয়েছিলেন, মগরাহাটের যুগদিয়ার নিজ বাসভবনে বুধবার সকাল ১১ টা ৪৫ মিনিট ইন্তেকাল করেন। দলুয়াখাকি মাদ্রসা তারিফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও মাদ্রসা আইনুল উলুম গোয়ালবেড়িয়া মমরেজগর মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন।
তিনি মগরাহাট রমজানিয়ার তবলিকি মারকাজের জিম্মাদার ছিলেন দীর্ঘদিন। তার জানাযার নামাজ হয় বুধবার ইশার নামাজের পরে, জানাযার নামাজ পড়ান মরহুমের সুযোগ্য পুত্র মুফতি মাহমুদুল হাসান সাহেব।
উক্ত জানাযায় উপস্থিত হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়ত উলামা হিন্দের সম্পাদক মুফতি আমিন উদ্দিন সাহেব, মুফতি নেশার সাহেব, মাওলানা আব্দুল ওহাব সাহেব , শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি লিয়াকাত আলী সাহেব এবং রমজানিয়া মারকাজ
জিম্মাদার মাওলানা আয়ুব আলী সাহেব, ও তিলপি মাদ্রসা প্রধান শিক্ষক (তানার ছাত্র) হাফিজ মজিবর রহমান সাহেব।
ইহা ছাড়া মাওলানা আনসারুল হক কাসেমী সাহেব সহ বহু আলেম ওলামারা উপস্থিত ছিলেন।
তিনি বঙ্গ বিখ্যাত ওলামা মরহুম আব্দুল ওহাব সাহেব( র:) ও আব্দুল গাফফার সাহেব (র:) ছাত্র ছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদ্রাসার সঙ্গে তবলিকি জামাত, জিকির মজলিস সহ বিভিন্ন দ্বীন কাজের সাথে যুক্ত ছিলেন এবং খেদমত করে গিয়েছেন।

Address

JUGDIA
Kolkata

Telephone

+918293459806

Website

Alerts

Be the first to know and let us send you an email when নজরে ২৪ ঘন্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নজরে ২৪ ঘন্টা:

Videos

Share

Category



You may also like