09/05/2022
📌📌📌
সমকাল সাহিত্য পরিবারের উদ্যোগে প্রকাশিত হতে চলেছে
*পুজো সংখ্যা সংকলন ২০২২*
আমাদের পূর্ববর্তী প্রকাশনার ঐতিহ্য অনুসরণ করে সর্বোচ্চ মান রক্ষা করা হবে।সংকলনটি অবশ্যই *যথাযথ ISBN যুক্ত* হবে।
মুদ্রিত সংকলনটি প্রকাশিত হবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে।
- নির্বাচিত সাহিত্যিক বন্ধুদের জন্য থাকবে *সম্মানসূচক শংসাপত্র* ।
📜 *লেখা আহবান* 📜
- কোন রাজনৈতিক বা বিতর্ক সৃষ্টি হয় সেই জাতীয় লেখা পাঠাবেন না।
প্রিয় সাহিত্যিকদের মুদ্রিত সংকলনে লেখার আহ্বান।
*১২-৩০ লাইনের মধ্যে কবিতা, সনেট, লিমেরিক
*৪০০ - ১২০০ শব্দের অনুগল্প / গল্প বা প্রবন্ধ,
*ভ্রমন কাহিনী
*স্কেচ অঙ্কন
*অনুবাদ রচনা
*গুণীজনের সাক্ষাৎকার
*রান্নার রেসিপি
* রুচিশীল চলচ্চিত্র, থিয়েটার, বই ইত্যাদির সমালোচনা আপনারা পাঠাতে পারেন।
নিয়মাবলী:::
উপরে উল্লিখিত যে কোন বিষয়ে লেখা পাঠানো যাবে।
*লেখা পাঠানোর ৫ দিনের মধ্যে আপনার লেখাটি নির্বাচিত হলে জানিয়ে দেওয়া হবে।*
সম্পূর্ণ অপ্রকাশিত, স্বরচিত কবিতা পাঠাবেন।
সাহিত্যিকদের সততার প্রতি সম্পাদকমন্ডলী সম্পূর্ণ আস্থা রাখবেন। প্রকাশের পর যদি জানা যায় কেউ অন্যের লেখা নিজের নামে বলে দিয়েছেন তাতে সম্পাদকের কোন দায়বদ্ধতা থাকবে না। কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
লেখার সাথে আপনার নাম (বাংলায়) ও সংকলনের নাম বাধ্যতামূলক।
*তার নিচে আপনার নাম* , *ঠিকানা English* ( *ইংরেজিতে)* , *Pin code* , *Mobile No* , *WhatsApp No*
*লিখে দেবেন* ।
লেখক / লেখিকা তার লেখার যতিচিহ্ন , বানান, ব্যকরণের দিকে নজর রাখবেন।
*লেখা পাঠাতে হবে আগস্ট মাসের মধ্যে।*
যাদের লেখা প্রকাশিত হবে, তাদের পত্রিকার digital copy (পিডিএফ) সৌজন্য হিসেবে দেওয়া হবে। এছাড়াও দেওয়া হবে একটি শংসাপত্র।
সাহিত্যের অগ্রগতি ও উন্নয়নের জন্য সকলের কাছে অনুরোধ পত্রিকাটির মুদ্রিত সংখ্যা আপনারা সংগ্রহ করবেন। একটি কপির মূল্য ২৫০/- , যারা Pre-Booking করবেন তারা ৩০/- ছাড় পাবেন অর্থাৎ, Pre- Booking মূল্য ২২০/- টাকা প্রদান করতে হবে।
( *বি. দ্র: Pre-Booking এর সাথে রচনা নির্বাচন / প্রকাশের কোন সম্পর্ক নেই। লেখা নির্বাচিত হলে আমরাই যোগাযোগ করে আপনাদের জানিয়ে দেব। প্রিন্টিং এর কাজের সুবিধার জন্য সম্ভাব্য গ্রাহকদের কাছে এটি আমাদের আবেদন মাত্র*)
বইটি বাড়িতে সংগ্রহ করতে চাইলে ডেলিভারি চার্জ প্রাপককেই বহন করতে হবে
টাকা পাঠালেই যে লেখা প্রকাশিত হবে এই ভেবে থাকলে আহ্বানটি এড়িয়ে যাবেন । লেখার গুণগত মানটাই সম্পাদক মন্ডলীর কাছে একমাত্র বিচার্য হবে।
সংকলন সম্পর্কিত যে কোন জিজ্ঞাসার জন্য যোগাযোগ :
সন্দীপা মন্ডল
(91)7278980076
অনুরিমা দত্ত
+91 74393 47644
🔴 *লেখা পাঠানোর ঠিকানা*
WhatsApp-
(91)7278980076, +91 6297390372
ধন্যবাদান্তে-
*প্রধান সম্পাদক*
শান্তনু বন্দ্যোপাধ্যায়
*সম্পাদক মন্ডলী*
সন্দীপা মন্ডল
অনুরিমা দত্ত
পিয়ালী চক্রবর্তী