Yuva Prayas

Yuva Prayas Cultural Magazine

কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য
09/05/2022

কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য

শুভ জন্মদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 🙏
26/09/2021

শুভ জন্মদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 🙏

শহীদ স্মরণে ক্ষুদিরাম বসু....।
10/08/2021

শহীদ স্মরণে ক্ষুদিরাম বসু....।

লহ প্রনাম
08/08/2021

লহ প্রনাম

জন্মদিনের শুভেচ্ছা কাজী নজরুল ইসলাম ....যুবপ্রয়াসের নিবেদন...
25/05/2021

জন্মদিনের শুভেচ্ছা কাজী নজরুল ইসলাম ....
যুবপ্রয়াসের নিবেদন...

যুবপ্রয়াসের নিবেদন... কলমে: দীপক কুমার মন্ডল
22/05/2021

যুবপ্রয়াসের নিবেদন...
কলমে: দীপক কুমার মন্ডল

22/05/2021
যুব প্রয়াস এর নিবেদন:"মড়ক যদিও... "কলমে: দীপক কুমার মন্ডল...
18/05/2021

যুব প্রয়াস এর নিবেদন:
"মড়ক যদিও... "
কলমে: দীপক কুমার মন্ডল...

কবিগুরুর জন্মদিবসে 'যুব প্রয়াস' - এর শ্রদ্ধার্ঘ্য
09/05/2021

কবিগুরুর জন্মদিবসে 'যুব প্রয়াস' - এর শ্রদ্ধার্ঘ্য

চির প্রতিবাদী কবি শঙ্খ ঘোষের প্রয়াণে আমরা শোকাহত - যুব প্রয়াস
21/04/2021

চির প্রতিবাদী কবি শঙ্খ ঘোষের প্রয়াণে আমরা শোকাহত - যুব প্রয়াস

17/01/2021

দিল্লীর কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে 'যুব প্রয়াস'-এর সদস্য দীপক মন্ডলের লেখা কবিতা ------
'কৃষক বিদ্রোহ ২'
দীপক কুমার মণ্ডল

যে দেশ অন্ধ, দেখেও দেখে না কিছু;
শুনেও শোনে না, কানে ধরে গেছে তালা,
চড়া পড়ে গেছে হৃদয়ের উপকূলে
জীবনের নামে ছলনার ছেলেখেলা!

যে দেশ শোনে না অন্নদাতার কথা
যে দেশ বোঝে না খিদের আর্তনাদ,
চুপ করে দেখে কৃষকের মরে যাওয়া
সে দেশ আসলে নিষ্ঠুর জল্লাদ!

আজকে কৃষক খোলা আকাশের নীচে
বাঁচার দাবিতে কবুল করেছে জান,
কসাই পরেছে বিচারের নামাবলী!
গণতন্ত্রের কঙ্কাল ম্রিয়মাণ।

ক্ষুধার অন্ন চুরি করে তুমি ধনী
শুধতে হবেই অন্নদাতার ঋণ,
আজকে যাদের সীমান্তে ঘিরে রাখো
সীমানা তারাই ভেঙে দেবে একদিন।

আমাদের প্রাণে বুনেছি আশার বীজ
আমাদের গানে বার্তা রেখেছি তারই,
কৃষকের শ্রমে পেয়েছি বাঁচার সুর
মুক্তির সাথী শ্রমিকের হাতুড়ি।

31/12/2020

খারাপের আড়ালেই যে লুকিয়ে থাকে প্রকৃত ভালোর সন্ধান। করোনার মতন মহামারী, আম্ফানের মতন প্রাকৃতিক দুর্যোগ, জীবন-মৃত্যুর দড়ি টানাটানি। ২০২০ যেন এক ভয়ংকর বিভীষিকা। তবে পুরনো বছর থেকে শুধু এগুলিই কি একমাত্র প্রাপ্তি? না। বঞ্চিত, নিপীড়িত, আপাতদৃষ্টিতে যাদের ভাবা হয় দুর্বল, সেই শোষিত মানুষের হাতেই যে দিন বদলের প্রকৃত চাবিকাঠি, আগামীর আহ্বান, এই বছর দেশজুড়ে গড়ে ওঠা ঐতিহাসিক কৃষক আন্দোলন যেন তারই বার্তা দিয়ে যাচ্ছে। শিখিয়ে যাচ্ছে অন্যায়ের সাথে আপোষ নয়, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের পাঠ।

নতুন বছর, নতুন সকাল যেন আমাদের শোষণহীন নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখাক। আমাদের মুক্ত চেতনার উন্মেষ ঘটাক। ২০২১-এ সকলে ভালো থাকুন।💐

12/12/2020

দিল্লীর কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে 'যুব প্রয়াস'-এর সদস্য দীপক মন্ডলের লেখা কবিতা ------

কৃষক বিদ্রোহ

দীপক কুমার মণ্ডল

আমার দেশের রুক্ষ মাটি
যাদের শ্রমে বশ মানে,
তাদের কি কেউ রুখতে পারে
লাঠি, গুলি, জলকামানে!

পিষ্ট যে রোজ কৃষক শ্রমিক
শোষণ রথের চাকার তলায়,
মরণ জয়ের কঠিন পণে
প্রতিরোধের আগুন জ্বালায়।

এ বিদ্রোহ নতুন জাতের
জাতশত্তুর মালিক, দেশি;
কৃষক জানে হাঁড়ির খবর
ফকির সাজা ছদ্মবেশী!

আমরা সবাই চাষির সাথে
তাদের কাছেই সবার ঋণ,
পুঁজিপতির চৌকিদারের
ঘনিয়ে এল শেষের দিন।

যাদের শ্রমে ফসল ফলে
খাবার ওঠে সবার পাতে,
তারাই দেশের আসল মালিক
রাজধানী থাক তাদের হাতে।

যারা কৃষক, ফসল ফলায়,
পড়েই থাকে গাঁয়ের কোণে,
আজকে তারাই রাজধানীতে
নতুন দেশের স্বপ্ন বোনে।

07/12/2020

দেশজুড়ে গড়ে ওঠা ঐতিহাসিক কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যারা আমাদের এই প্রয়াসে অংশগ্রহণ করলেন, 'যুব প্রয়াস' পত্রিকার পক্ষ থেকে তাদের সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন।

07/12/2020

I support your fight

দীপক কুমার মণ্ডল

বুকের ভেতর কতটা বারুদ দ্যাখো
আগুনের শিখা ঝলকায় যেন চোখে
তার উত্তাপে নিচে ঝুঁকে পড়ে বন্দুক
মাথা নিচু করে সৈনিকে।

জ্বলছে দারুণ মেয়েটিও প্রতিবাদে
যার কাছে ঐ সৈনিক থতমত
এ প্রতিবাদই প্রতিরোধ গড়ে তোলে
নরপিশাচেরা প্রতিবাদে তাই ভীত।

এ আগুনের এখানেই শেষ নয়
প্রতিরোধ হবে দাবানল সম প্রায়
ভাড়াটে খুনিরা সেদিনও তৈরী থেকো
বুক পেতে বীর ট্যাঙ্কার আটকায়।

যুদ্ধমাতাল শাসকেরা চেয়ে দ্যাখো
আস্ফালনতো করো ঘেরাটোপে বসে
যত হাতিয়ার পাঠাবে তোমরা পাঠাও
দুধের শিশুও খুনি সৈনিক রোখে।

সারা বিশ্ব চোখ মেলে শুধু দ্যাখো
সত্যিকারের সাহস কাহাকে বলে
চ্যালেঞ্জের কাছে বুলেট পরাহত
লড়াই করেই বিশ্ব এগিয়ে চলে।

শাসক তুমি জেনে রেখো শেষ কথা
যাকে আটকাতে করে চলো তুমি যুদ্ধ
আসবেই সেই মুক্তিনিশান বিপ্লব
শতবাধাতেও হবে নাকো অবরুদ্ধ।।

07/12/2020

ধনে পাতার গন্ধ

জিয়ারুল হক

আমার বাড়ির উত্তরে দুশো মিটার দূরে মন্দির আর দক্ষিণে দুশো মিটার দূরে মসজিদ।সন্ধ্যাবেলায় হরিনাম সংকীর্তন দিয়ে সূর্য অস্ত যায় আর ভোরবেলায় আযানের শব্দে সূর্য ওঠে। সকাল বেলা হাট বসে ঘুনি বাজারে।এটি মুসলিম অধ্যুষিত এলাকা। রকমারী মাছ, সব্জি র পসার নিয়ে বসে দোকানিরা।অন্যান্য বাজারের চেয়ে তুলনামূলক সস্তা এই বাজার ফলে সকাল সকাল হিন্দু মুসলমান নির্বিশেষে এই বাজারে ছুটে আসে বাজার করতে।
শীতকাল এসেছে।বাজারে সবজী উপচে পড়ছে।কিছুটা হলেও দাম কমেছে।বাজার ঘুরতে চোখ চলে গেল একেবারে এক কোনায় জবুথবু এক মহিলা এক ঝুড়ি ধনে পাতা ছোট ছোট বান্ডিল করে নিয়ে বসে আছে।আমিও চাষীর ছেলে ফলে চিনতে কোনো অসুবিধা হলো না একেবারে খাঁটি ধনেপাতা এগুলি।
মাসী ধনেপাতার বান্ডিল কত করে?
- পাঁচ টাকা বাছা
- এই ঠান্ডায় তুমি কেন ?বাড়িতে অন্য কেউ নেই?
- আমার বৌমা আছে কিন্তু সে এলে ঘর বাড়ি সামলাবে কে? আমার তো বয়স হয়েছে।
- কেন ছেলে নেই?
- না,বাবা দু বছর আগে মারা গেছে।
মনটা বিষণ্ণ হয়ে গেল। দরকার ছিলনা আমার ধনেপাতার তবু একটা বান্ডিল কিনে নিলাম।বাড়ি ফিরে এলাম।বাজারের থলে থেকে অন্যান্য সবজিগুলো রেখে দিলাম ।একটা গ্লাসে কিছুটা জল নিয়ে তাতে ধনেপাতার বান্ডিলটা চুবিয়ে দিলাম যাতে তাজা থাকে।। ঘরের ভেতর থেকে গিন্নী বলল - ধনেপাতা এনেছ নাকি ?আমি বললাম হ্যাঁ।
ঘরময় ধনেপাতার গন্ধ বাতাসে খেলে যেতে লাগলো আর চোখের সামনে ভাসতে থাকলো এক অসহায় মায়ের মুখের করুন ছবি।

Address


Telephone

+919231375880

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yuva Prayas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share