বীথি কর। লেখিকা বীথি কর। তাঁর অনুভূতি, তাঁর ব্যথা, তাঁর প্রাপ্তি সে সব নিয়ে অকপট বীথি। ও অনুভূতিকে লুকিয়ে রাখতে শেখেনি। আর সেটাই ওর লেখার জন্য পাঠক মহলে ভালোবাসার কারণ। শুনে নিই এবার লেখিকার কথা।
Edited by YouCut:https://youcutapp.page.link/BestEditor
সম্পর্কে একটা মজা আছে হাত থেকে হাত বেঁধে ছোট চারা একদিন মহীরুহ হয়। অধুনা টেবিল নম্বর ১০৫এর প্রতিবেশী রিতা দি শ্রয়ণের খুব কাছের মানুষ সেই সুবাদে বিথীরও। তিনিও কাল ছিলেন বীথির সাথে, বনপলাশির সাথে। বীথির শুভ দিনে বনপলাশির বন্ধু সংযোজন সুখের। তাঁর কথা শুনে নেওয়া যাক।
Edited by YouCut:https://youcutapp.page.link/BestEditor
বীথির ভাই বীথির ডাক খ্যাত গবলু থুড়ি শ্রয়ণ সেন-যার পায়ের তলায় সর্ষে বহু মানুষের ভিড়ের মধ্যে যে তার মনি কে খুঁজে নিয়েছে। ভাইবোনের সম্পর্কের উষ্ণতা টুকু পাওয়া গেল ওর বক্তব্য থেকে।
Edited by YouCut:https://youcutapp.page.link/BestEditor
বনপলাশি সম্পাদক মন্ডলীর সদস্য জীবনানন্দ বসু। তিনিও উচ্ছসিত।
পরিচয় বিশিষ্ট সাংবাদিক। সাংবাদিক শম্ভু সেন। কিন্তু ওই বিশিষ্ট সাংবাদিকের আড়ালে একটা অনেকটা বাবার মতো মানুষ রয়েছে। আজকের দিনে তিনি বীথির গর্বিত কাকু এই অনুভূতি থেকেই যা বলার বললেন।
Edited by YouCut:https://youcutapp.page.link/BestEditor
বনপিলাশিকে যিনি আকাশের উচ্চতার কাছে পৌঁছতে অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিনিয়ত তিনি তাঁর বোনের বই নিয়ে তো গর্বিত হবেনই। শুনে নেওয়া যাক তাঁর বক্তব্য।
বীথির বই প্রকাশে যা বললেন আমল কর মহাশয়, যিনি প্রতিনিয়ত বীথির লেখাকে লেখা হয়ে উঠতে শেখান।
বনপলাশির 105 নম্বর টেবিলে সাহিত্য চর্চা হয় এমন করেও। ওরাই ভবিষ্যত আমাদের। ভরসা হয় এ পৃথিবী ওদের হাতে সুরক্ষিত। গানে গল্পে আড্ডায় জমজমাট লিটিল ম্যাগাজিনের 105 নম্বর টেবিলে বন্ধুরা কাল আবার দেখা হোক, কথা হোক, কবিতা হোক, গল্প হোক।
আমাদের পরবর্তী নিবেদনে সম্পাদক মন্ডলীর সদস্য *জয়িতা বন্দ্যোপাধ্যায়।* চুপচাপ থেকেই জয়িতা কিন্তু বুঝিয়ে দেয় হাতটা ধরে আছি।
বনপলাশির লেখক পাঠক বন্ধু নেহাৎ কম নয়। আর তাঁরা বন্ধু কথার মানেটা আপন করে নেবার মানেটা বুঝিয়ে দেন নানা রকম ভাবে। আমাদের, কলমে যিনি বারেবারে সমৃদ্ধ করেছেন তিনি আজ স্বাধীনতার অনাড়ম্বর আন্তরিক উদযাপনকেও বিশেষ করেছেন।
আমাদের পরবর্তী শিল্পী দেবলীনা চক্রবর্তীর নিবেদন।
আজকের সকালের সোনা মাখা আলোয় স্বাধীনতা দিবসের উদযাপন আলোকিত করলেন এ ঘরের ক্যাপ্টেন সকলের স্যার সুশান্ত রায় কর্মকার।
আমাদের পরবর্তী নিবেদন কবি নির্মলেন্দু গুণের কবিতা স্বাধীনতা, উলঙ্গ কিশোর পাঠ করেছে সম্পাদকমন্ডলীর সদস্য *বীথি কর।*
স্বাধীনতা দিবসের উদযাপনে পরবর্তী নিবেদনে *কাজল বসু* ।
আমাদের পরবর্তী নিবেদন আমাদের সেই বন্ধুর যাঁর নাম *সঙ্ঘমিত্রা ভট্টাচার্য* । যে কথা বলার সময় সবসময় বলে *আমাদের বনপলাশি*। বনপলাশি সবার আদরে এমনই মুখর থাকবে।
বনপলাশির ঘরে এমন একজন আছেন যিনি বনপলাশির পাশে থাকেন সব সময়। বনপলাশির সেই বন্ধুর নাম *বিদিশা রায় কর্মকার* ।
আমাদের প্ৰথম নিবেদন বিদিশার গান।
বনপলাশির বন্ধুর রবির গানে রবি স্মরণ