বনপলাশি

বনপলাশি Literature, Art and Cultural Magazine
(1)

25/03/2024
বনপলাশির উৎসব সংখ্যার প্রশংসায় ভরে উঠল আনন্দবাজার এর আজকের (০৯.০৩.২০২৪) বীরভূম কড়চার পাতা। বিশিষ্ট সাংবাদিক অর্ঘ্য ঘোষ...
09/03/2024

বনপলাশির উৎসব সংখ্যার প্রশংসায় ভরে উঠল আনন্দবাজার এর আজকের (০৯.০৩.২০২৪) বীরভূম কড়চার পাতা। বিশিষ্ট সাংবাদিক অর্ঘ্য ঘোষ পত্রিকার গুণগত মানের প্রশংসা যেমন করলেন, তেমনি কিছু সুচিন্তিত মতামত রেখে গেলেন পত্রিকার অলঙ্করণের বিষয়ে। এই পাশে থাকা টুকুই আমাদের প্রাপ্তি। আমরা আপনার পরামর্শ মাথা পেতে নিলাম। ভাল থাকবেন।

আর একদিন। কাল উৎসব শেষ হবে। আবার অপেক্ষা আগামী বছরের। মেলা খানিক ফাঁকা, খানিকটা উৎসবের শেষ রাতে যেমন বিষাদ নেমে আসে তেমন...
30/01/2024

আর একদিন। কাল উৎসব শেষ হবে। আবার অপেক্ষা আগামী বছরের। মেলা খানিক ফাঁকা, খানিকটা উৎসবের শেষ রাতে যেমন বিষাদ নেমে আসে তেমন করে মেলার মুখে বিসর্জনের ছায়া পড়েছে। মন কেমনের মধ্যেও যেমন আগামীর অপেক্ষা থাকে সেটুকু থেকে গেল। সাথে কয়েকটি ছবি বলে গেল বই ভালোবাসা মানুষের কথা।

সুখের ছবি কেউ পাঠককেউবা কবি
29/01/2024

সুখের ছবি
কেউ পাঠক
কেউবা কবি

পাঠক, লেখক, পরিজন, প্রিয়জনের মেলা আমাদের বইমেলা। বনপলাশির উঠোন আজ নানা মানুষের সাথে আড্ডা গল্পে বাঙ্ময়। বই যখন টেবিলের উ...
28/01/2024

পাঠক, লেখক, পরিজন, প্রিয়জনের মেলা আমাদের বইমেলা। বনপলাশির উঠোন আজ নানা মানুষের সাথে আড্ডা গল্পে বাঙ্ময়। বই যখন টেবিলের উল্টোদিকের মানুষ গুলোর হাতে ভারী যত্নে থাকতে দেখি চোখ ঝাপসা হয় মন ভালো হয়। ছবিতে রইলো রবিবারের জমজমাট বইমেলা।

মেলা মানে মেলা কিছু। বই দেখা, বই কেনা এসব তো আছেই। এছাড়াও  হটাৎ যখন ছোটবেলার একটা চেনা মুখ সামনে এসে যায়। সে এক অদ্ভুত অ...
27/01/2024

মেলা মানে মেলা কিছু। বই দেখা, বই কেনা এসব তো আছেই। এছাড়াও হটাৎ যখন ছোটবেলার একটা চেনা মুখ সামনে এসে যায়। সে এক অদ্ভুত অনুভূতি। টুকরো টুকরো সুখ গুলো বুনে বুনে মেলার নকশী কথার আলপনা আঁকা হয়ে যায়।

হাতে হাতে বনপলাশি ,হাসি মুখে বনপলাশি , গল্প টেবিল বনপলাশি, লেখকের বনপলাশি, পাঠকের বনপলাশি, অমলতাসের কচি কাঁচাদের বনপলাশি...
26/01/2024

হাতে হাতে বনপলাশি ,হাসি মুখে বনপলাশি , গল্প টেবিল বনপলাশি, লেখকের বনপলাশি, পাঠকের বনপলাশি, অমলতাসের কচি কাঁচাদের বনপলাশি, ভালোবাসার বনপলাশি, ভালোলাগার বনপলাশি

সামনে বুম।  কয়েকটি প্রশ্ন। আর আমাদের কথা বলার জন্য ছিলেন দুজন এমন মানুষ যাঁরা বনপলাশির ভিত, স্তম্ভ, ছাদ।
25/01/2024

সামনে বুম। কয়েকটি প্রশ্ন। আর আমাদের কথা বলার জন্য ছিলেন দুজন এমন মানুষ যাঁরা বনপলাশির ভিত, স্তম্ভ, ছাদ।

স্যাঁত স্যাঁতে বৃষ্টি ভেজা জবুথবু শীতের দুপুরে সন্ধ্যে নেমে এসেছে যেন মেলার বুকে। ইতি উতি বই প্রেমীরা বইয়ের সাথে মগ্ন। ভ...
24/01/2024

স্যাঁত স্যাঁতে বৃষ্টি ভেজা জবুথবু শীতের দুপুরে সন্ধ্যে নেমে এসেছে যেন মেলার বুকে। ইতি উতি বই প্রেমীরা বইয়ের সাথে মগ্ন। ভীড় কিছুটা কম আজ। কিন্তু এর মধ্যেও যাঁরা আসছেন, বইয়ের সাথে সময় কাটাচ্ছেন তাঁদের বলি– আমাদের সেরা উৎসব বইমেলা আর সেই উৎসবের আবহে আরো একটু আলোকিত আজ আমাদের ১০৫ নম্বর টেবিল। আমাদের উৎসব সংখ্যা যে আজ এসে গেছে। আসুন। কথা হোক। আড্ডা হোক। গল্প হোক বইয়ের সাথে আমাদের সাথে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ হাতে পেলাম বনপলাশির উৎসব সংখ্যা। বনপলাশি পরিবারের ঐকান্তিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও কিছুতেই যে...
24/01/2024

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ হাতে পেলাম বনপলাশির উৎসব সংখ্যা। বনপলাশি পরিবারের ঐকান্তিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও কিছুতেই যেন সম্ভব হচ্ছিল না। কিন্তু সব বাধা দূরে সরিয়ে সে এলো স্বমহিমায়। আজকের এই মুহূর্তটি খুব ভাললাগার একটি মুহূর্ত। আপনাদের সকলের শুভেচ্ছা, ভালবাসা, আশীর্বাদ আমাদের সাথে আছে জানি। বনপলাশি পরিবারের যাঁরা অভিভাবক তাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। শুভেচ্ছা সম্পাদকমন্ডলীর সকল সদস্যদের, আর ভালবাসা আমাদের অমলতাস এর ক্ষুদে সদস্যদের।
আপনারা যারা বনপলাশির উৎসব সংখ্যার খোঁজ করছিলেন, তাদের ঠিকানা এখন কলকাতা বইমেলার লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন এর 105 নম্বর টেবিল। আমরা আছি আপনাদের অপেক্ষায়।
ভাল থাকুন। সৃষ্টিতে থাকুন। কৃষ্টিতে থাকুন।

24/01/2024

বীথি কর। লেখিকা বীথি কর। তাঁর অনুভূতি, তাঁর ব্যথা, তাঁর প্রাপ্তি সে সব নিয়ে অকপট বীথি। ও অনুভূতিকে লুকিয়ে রাখতে শেখেনি। আর সেটাই ওর লেখার জন্য পাঠক মহলে ভালোবাসার কারণ। শুনে নিই এবার লেখিকার কথা।
Edited by YouCut:https://youcutapp.page.link/BestEditor

24/01/2024

বীথির দিদিয়া পরিচয় যার খুব প্রিয় সেই দিদিয়াও খুব খুশি।
Edited by YouCut:https://youcutapp.page.link/BestEditor

24/01/2024

সম্পর্কে একটা মজা আছে হাত থেকে হাত বেঁধে ছোট চারা একদিন মহীরুহ হয়। অধুনা টেবিল নম্বর ১০৫এর প্রতিবেশী রিতা দি শ্রয়ণের খুব কাছের মানুষ সেই সুবাদে বিথীরও। তিনিও কাল ছিলেন বীথির সাথে, বনপলাশির সাথে। বীথির শুভ দিনে বনপলাশির বন্ধু সংযোজন সুখের। তাঁর কথা শুনে নেওয়া যাক।
Edited by YouCut:https://youcutapp.page.link/BestEditor

24/01/2024

বীথির বন্ধু, দিদি, প্রিয়জন। মুনমুন।সেও খুব খুশি আজকের এই দিনে বীথির জন্য তাঁর অনুভূতি টুকু ধরা থাক তার কথায়।
Edited by YouCut:https://youcutapp.page.link/BestEditor

24/01/2024

বীথির ভাই বীথির ডাক খ্যাত গবলু থুড়ি শ্রয়ণ সেন-যার পায়ের তলায় সর্ষে বহু মানুষের ভিড়ের মধ্যে যে তার মনি কে খুঁজে নিয়েছে। ভাইবোনের সম্পর্কের উষ্ণতা টুকু পাওয়া গেল ওর বক্তব্য থেকে।
Edited by YouCut:https://youcutapp.page.link/BestEditor

24/01/2024

বনপলাশি সম্পাদক মন্ডলীর সদস্য জীবনানন্দ বসু। তিনিও উচ্ছসিত।

24/01/2024

বীথি কর। এখন একটা নাম। আর তার না বলা কথা যে বুঝে নেয় সে মা। বীথি করের মা আজ গর্বিত। শুনে নেওয়া যাক তাঁর কথা।
Edited by YouCut:https://youcutapp.page.link/BestEditor

24/01/2024

পরিচয় বিশিষ্ট সাংবাদিক। সাংবাদিক শম্ভু সেন। কিন্তু ওই বিশিষ্ট সাংবাদিকের আড়ালে একটা অনেকটা বাবার মতো মানুষ রয়েছে। আজকের দিনে তিনি বীথির গর্বিত কাকু এই অনুভূতি থেকেই যা বলার বললেন।
Edited by YouCut:https://youcutapp.page.link/BestEditor

24/01/2024

বনপিলাশিকে যিনি আকাশের উচ্চতার কাছে পৌঁছতে অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিনিয়ত তিনি তাঁর বোনের বই নিয়ে তো গর্বিত হবেনই। শুনে নেওয়া যাক তাঁর বক্তব্য।

24/01/2024

বীথির বই প্রকাশে যা বললেন আমল কর মহাশয়, যিনি প্রতিনিয়ত বীথির লেখাকে লেখা হয়ে উঠতে শেখান।

22/01/2024

বনপলাশির 105 নম্বর টেবিলে সাহিত্য চর্চা হয় এমন করেও। ওরাই ভবিষ্যত আমাদের। ভরসা হয় এ পৃথিবী ওদের হাতে সুরক্ষিত। গানে গল্পে আড্ডায় জমজমাট লিটিল ম্যাগাজিনের 105 নম্বর টেবিলে বন্ধুরা কাল আবার দেখা হোক, কথা হোক, কবিতা হোক, গল্প হোক।

একটু লেট পোস্ট হলো বনপলাশির তরফে। গতকাল বনপলাশি প্রকাশনার নতুন বই মৌমিতা দাসের "আমি ও মধ্যম পুরুষ"।
22/01/2024

একটু লেট পোস্ট হলো বনপলাশির তরফে। গতকাল বনপলাশি প্রকাশনার নতুন বই মৌমিতা দাসের "আমি ও মধ্যম পুরুষ"।

৪৭ তম আন্তর্জাতিক বইমেলার প্রথম দিনের কিছু খন্ডচিত্র। সারাদিনের ব্যস্ততার শেষে আজ একটু অল্পসময়ের জন্য গুছিয়ে বসেছিলাম।...
18/01/2024

৪৭ তম আন্তর্জাতিক বইমেলার প্রথম দিনের কিছু খন্ডচিত্র। সারাদিনের ব্যস্ততার শেষে আজ একটু অল্পসময়ের জন্য গুছিয়ে বসেছিলাম। যদিও খুব অল্পসময় ছিলাম। তবু ছিলাম। আসলে যা কিছু নিজের সেখানে কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না। কোনো বাধাই অজুহাত হয়ে দাঁড়ায় না। সবার আমন্ত্রণ রইল। ভাল থাকুন। সুস্থ থাকুন।

চিত্রঋণ: শ্রয়ণ সেন

Address

8/13 Purbapally, Shyamoli Apartment, Flat No. 2B
Kolkata
700110

Telephone

+918777566582

Website

Alerts

Be the first to know and let us send you an email when বনপলাশি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বনপলাশি:

Videos

Share

Category

Nearby media companies