Deep Prakashan

Deep Prakashan We Are Here To Enrich The World Of Bengali Literature.
(6)

সিনেমায় অ্যান্টনি অনুপম রায়ের নতুন কমিকস! পড়েছেন কি? শায়েরি, অ্যান্টনির জীবনে বাঁক নেয় নতুন মোড়। সেই সঙ্গে কিডন্যা...
29/06/2024

সিনেমায় অ্যান্টনি অনুপম রায়ের নতুন কমিকস! পড়েছেন কি? শায়েরি, অ্যান্টনির জীবনে বাঁক নেয় নতুন মোড়। সেই সঙ্গে কিডন্যাপ, রহস্য আর মজা একইসঙ্গে! ভাবাই যায় না!

সংগ্রহ করতে ক্লিক করুন এই লিংকে

https://boichitro.in/product/cinemay-antony-anupam-roy/?fbclid=IwAR3DOl7JCqZXWbbDhl372oGvNOOvqyWR5AsVcifaVyTVk27_8EXlGxvdQTY

হোয়াটস অ্যাপ করেও সারাদেশে ছাড় সহ বই ডেলিভারি পেতে যোগাযোগ করুন 9674480588 নম্বরে!

বাংলাদেশ : বাতিঘর, বুকস অফ বেঙ্গল, তক্ষশীলা, রকমারি, ইন্দো বাংলা বুকস।

মুদ্রিত মূল্য ৩০০/-

পাঠ প্রতিক্রিয়ার জন্যে শ্রাবণীকে আন্তরিক ধন্যবাদ জানাই 🙏❤️🎓📑বইয়ের নাম - চেকমেট📑🎓 ✍🏻লেখক - জয়ন্তনারায়ন চট্টোপাধ্যায় ...
29/06/2024

পাঠ প্রতিক্রিয়ার জন্যে শ্রাবণীকে আন্তরিক ধন্যবাদ জানাই 🙏❤️

🎓📑বইয়ের নাম - চেকমেট📑🎓
✍🏻লেখক - জয়ন্তনারায়ন চট্টোপাধ্যায়
🖨️প্রকাশক - দীপ প্রকাশন
📒প্রচ্ছদ - সৌম্যদীপ প্রধান
📖পৃষ্ঠা সংখ্যা - ২২৩
💰মূল্য - ২৫০₹

📜🌿~উপন্যাস সম্পর্কে আলোচনা~🌿📜

📜এই উপন্যাসের শুরু তেই কন্দর্পনারায়ণ এর চেম্বারে আসে, মা ‹নীলিমা ঘোষ› ও মেয়ে ‹নিবেদিতা ঘোষ› এক জটিল কেস নিয়ে।
ঘটনা ঠিক এই রকম ~ নিবেদিতা একজন উচ্চশিক্ষিতা মেয়ে। কিন্তু সে সিজোফ্রেনিয়ায় রোগে আক্রান্ত। তাঁকে ঘিরে তৈরি হয়েছে এই উপন্যাস।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনে নিবেদিতার
শ্বশুরবাড়ি। সেই শ্বশুরবাড়ি যাওয়ার পর ই যতো সব অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। নিবেদিতার দেওর
নৃশংস-ভাবে খুন হয়ে যায়। যদিও তার দেওর এর স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিলো না প্রথম থেকেই। এর পরই দেওর কে হত্যার অপরাধে নিবেদিতাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে টানা দু-মাস, নিবেদিতা প্রেসিডেন্সী সংশোধনাগারে আছে। অনেক চেষ্টা করেও তাকে জামিনে বের করে আনা যায়নি! আর এখান থেকেই শুরু হয় কন্দর্পনারায়ণ এর কাজ......

🌿📜কন্দর্পনারায়ণ কি পারবে নিবেদিতাকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে আনতে? কন্দর্পনারায়ণ কিভাবে এই কেস সলভ করে সেটাই দেখার...
ভীষণ interesting একটা গল্প, এখনো পড়া হয়নি? তাহলে তারাতারি পড়ে ফেলুন......

🌿📜এখানে লেখক সম্পর্কে একটু বলতেই হয়। তিনি নীজে একজন আইনজীবী। কলকাতা হাইকোর্টসহ অন্য বিভিন্ন আদালতে মামলা করতে করতে যে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন, সেখান থেকেই তৈরি হয়েছে এই গল্পগুলো। তার সঙ্গে মিশেছে লেখকের কল্পনা!

✨:«ব্যক্তিগত মতামত»:✨

🌿📜এর আগের বেশ কয়েকটি বই পড়েছি। সেখানেও কন্দর্পনারায়ণ চরিত্রটাকে ভীষণ ভালো ভাবে চিনেছি।
তিনি একজন ক্রিমিনাল লইয়ারই, অনেক জটিল কেস তিনি সততার সাথে সলভ করে থাকেন। এই মামলার পরতে পরতে লুকিয়ে ছিলো রহস্য কন্দর্পনারায়ণের সাথে সাথে আমি এই কেস সলভ করতে নেমে পড়েছিলাম। শুরু থেকে না বুঝলেও গল্পের মাঝামাঝি এসে বুঝতে পেরেছি কে ঘটাচ্ছে এই ঘটনা গুলো! ভীষণ ভীষণ ভীষণ ভালো লেগেছে।
এই গল্পের প্লট অসাধারণ শেষ টা তো একদম চেকমেট! গল্পের গতি ভীষণ ভালো, এই উপন্যাস একবার শুরু করলে শেষ না পর্যন্ত বই ছেড়ে ওঠা যায় না। এককথায় অসাধারণ বললেও কম বলা হবে। অপরাধীরা অতি ধুরন্ধর তার পর ও ক্রিমিনাল লইয়ারই গোয়েন্দা হয়ে এই কেস সলভ করে। পুরো উপন্যাস জুড়ে লেখক প্রত্যেকটি চরিত্রকে সুনিপুণ হাতে বিশ্লেষণ করেছেন। যেটা আমার ভীষণ ভালো লেগেছে। লেখকের লেখনীশৈলী ভীষণ ভালো। লেখককে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা বই পাঠকদের উপহার দেওয়ার জন্য। পরবর্তী বই এর অপেক্ষায় রইলাম, আপনার লেখার দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন........

#চেকমেট #উপন্যাস
#লেখক #জয়ন্তনারায়ন_চট্টোপাধ্যায়
#প্রকাশক #দীপ_প্রকাশন

♡~🍁~~📖~♡~📖~~🍁~♡
🍂🍁📚📖📚🍁🍂

লিখলেন- সংঘমিত্রা মুখার্জী🙏অর্পিতা ۔۔"সে ছিল অন্তরালে "۔۔পড়া শেষ হয়েছে ۔۔বেশ কিছু দিন হলো ۔۔۔আজ বলব ۔۔কিছু কথা ۔۔۔সত্যি ...
29/06/2024

লিখলেন- সংঘমিত্রা মুখার্জী🙏
অর্পিতা ۔۔"সে ছিল অন্তরালে "۔۔পড়া শেষ হয়েছে ۔۔বেশ কিছু দিন হলো ۔۔۔
আজ বলব ۔۔কিছু কথা ۔۔۔
সত্যি কথা বলতে ۔۔এই উপন্যাস এর কাহিনী এতো টান টান মসৃন ۔۔যে ۔۔আমি ওইটার মধ্যেই যেন۔۔ ঢুকে ছিলাম ۔۔۔۔۔নয়নার মধ্যে যেন۔۔۔ মিশেই গিয়েছিলাম۔ ۔একটা ঘোরের মধ্যে ছিলাম ۔۔۔۔۔এমন মিষ্টি মধুর স্বভাবের উকিল সবার ভাগ্যে জোটে না . . নয়নার কপালে জুটেছিল ۔۔
নয়নার যেই দুর্ভাগ্যর মধ্যে দিয়ে যাওয়া . . সেই সূত্রেই সে একজন ভালোমানুষের সন্ধান পেয়েছিল ۔۔
কিন্তু প্রথম জীবনে একজনকে মন দিয়ে নয়নাকে এমন প্রতারণার কবলে পড়তে হয়েছিল যে ভাবলেই গায়ে কাঁটা দেয় ۔۔শিউরে উঠতে হয় ۔۔সত্যি মানুষ এতটাও নিচে নামতে পারে ۔۔‼۔ ۔
উপন্যাসটির বাকি চরিত্রগুলোও আপাতদৃষ্টিতে আলাদা আলাদা মনে হলেও ۔۔সবাই একে অপরের সঙ্গে ۔۔ ওতোপ্রোতো ভাবে জড়িয়েছে ۔۔
স্কুলের হেডমিস্ট্রেস এর নিজের ছেলেকে মানুষ করবার জন্য আত্মত্যাগের কোন۔ তুলনা নেই ۔۔۔সম্পত্তি পাওয়ার হাতছানিতেও কোন লোভ নেই ۔۔۔ছেলেকেও তেমন ই নির্লোভ একজিন۔۔ সৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে সামর্থ হয়েছে ۔۔কাহিনীর শেষে মোচড়টা দারুন ۔۔۔
এক কথায় অনবদ্য একটি۔উপন্যাস 🙏💓

পুনশ্চ :۔۔এই বইটি সংগ্রহ করলম্ যেদিন ۔۔সেইদিন আমার তোমার সঙ্গে প্রথম দেখা . . .

তাই এই মুহূর্তটা আমার কাছে একটি বিশেষ মুহূর্ত 💓💞🙏
সে ছিল অন্তরালে
অর্পিতা সরকার
দীপ প্রকাশনা

বিনোদন থেকে খেলার ময়দান, বাতাসের মত স্বচ্ছন্দ যাতায়াত যাঁর, যাঁর গদ্য পড়ে আমাদের বেড়ে ওঠা, যাঁর কলমের মুন্সিয়ানার জ...
29/06/2024

বিনোদন থেকে খেলার ময়দান, বাতাসের মত স্বচ্ছন্দ যাতায়াত যাঁর, যাঁর গদ্য পড়ে আমাদের বেড়ে ওঠা, যাঁর কলমের মুন্সিয়ানার জোরে খবরের কাগজের শেষের পাতা প্রথমে পড়ার অভ্যাস তিনি গৌতম ভট্টাচার্য।

সাক্ষাৎকার অনেকেই নেন , কিন্তু তারকা জীবনের গোপন সুড়ঙ্গ পথের বা মনে লুকানো সিন্দুকের ধারণা থাকে না অধিকাংশের। গৌতম ভট্টাচার্য জানেন সেইসব চোরাগলি। তাই তিনি বারবার আমাদের এমন অজানা নদীর ধারে বা স্বর্গীয় উপত্যকায় পৌঁছে দিয়েছেন তা নতুন করে চিনতে বাধ্য করেছে সেইসব নক্ষত্রদের। সারা বছর যাযাবরের মত মাঠ ময়দান ঘুরে বেড়িয়েছেন দুনিয়ার তাবৎ বিখ্যাত সব মাঠে। পৌঁছেছেন খেলোয়াড়ের অন্দরমহলে। সাংবাদিক থেকে বন্ধু হয়ে উঠলেও যাঁর কলম কোনদিন কাউকে ছেড়ে কথা বলেনি সেই মানুষটির কলমেই এবার গা ঘেঁষাঘেঁষি করে দেখা ১৬ জন মহা তারকার গোপন স্কোর বোর্ড।
ঘরে বসে ছাড় সহ বই পেতে পারেন সহজেই এই লিঙ্কে ক্লিক করে

https://boichitro.in/product/dugout-goutam-bhattacharya/

9674480588 নম্বরে হোয়াটস আপ করে অর্ডার দিন আর ঘরে বসে ছাড় সহ বই পান সহজেই।
এছাড়াও বই পাবেন কলেজ স্ট্রীটে দীপ প্রকাশন সহ বই পাড়ার সর্বত্র।

আপনার কপিটি আজ ই অর্ডার দিন। Mrp 325/-

বুদ্ধদেব গুহ র অন্যতম বেস্টসেলার বই "এলোঝেলো"।"শিলাদিত্য" পত্রিকার একটি সংখ্যায় বুদ্ধদেব গুহ লিখেছিলেন : "দীপ প্রকাশন থে...
29/06/2024

বুদ্ধদেব গুহ র অন্যতম বেস্টসেলার বই "এলোঝেলো"।

"শিলাদিত্য" পত্রিকার একটি সংখ্যায় বুদ্ধদেব গুহ লিখেছিলেন : "দীপ প্রকাশন থেকে প্রকাশিত আমার লেখার একটি সংকলন আছে যার নাম এলোঝেলো। আদপে এলোঝেলো এক রকমের পিঠে, যা শীতকালে বানানো হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনার একটি পোষা কুকুর ছিল, যার নামও ছিল এলোঝেলো। লেখার সময় তাই আমার মধ্যে পিঠে ও কুকুর দুইয়েরই প্রভাব ছিল বলা যেতে পারে। এমনকি শিলাদিত্য পত্রিকায় ধারাবাহিক লেখার সময়ও মনের ভুলে নাম দিয়ে ফেলেছিলাম এলোঝেলো!"

জঙ্গলের জীবন, প্রকৃতির অপার বিস্ময় যেন ফুরোয় না সেখানে। অনেক গুলি গল্প, স্মৃতি কথার জাল বুনেছেন লেখক অসামান্য দক্ষতায়। এ এক এমন মায়া কাজল যা ধুলেও ওঠে না চোখ থেকে।

ঘরে বসে বইটি সংগ্রহ করতে পারেন বিশেষ ছাড় সহ এই লিঙ্কে ক্লিক করে-

https://boichitro.in/product/elojhelo/

হোয়াটস আপ করেও বইটি পেতে পারছেন ঘরে বসেই ছাড় সমেত! 9674480588 নম্বরে মেসেজ করে অর্ডার দিলেই ছাড় সমেত বই পান ঘরে বসেই।

কলেজ স্ট্রিটে দীপ প্রকাশন সহ সর্বত্র বইটি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ : বাতিঘর, বুকস অফ বেঙ্গল, রকমারি, কথা প্রকাশ, ইন্দো বাংলা বুকস, রকমারি।

আপনার কপিটি আজ ই অর্ডার দিন!

এই ভারতবর্ষের বুকেই বিভিন্ন আনাচে কানাচে রয়েছে এমন কিছু জায়গা যেগুলো প্রকৃত অর্থেই ' হন্টেড ' বা ভৌতিক lগল্পের ভৌতিক নয় ...
29/06/2024

এই ভারতবর্ষের বুকেই বিভিন্ন আনাচে কানাচে রয়েছে এমন কিছু জায়গা যেগুলো প্রকৃত অর্থেই ' হন্টেড ' বা ভৌতিক l
গল্পের ভৌতিক নয় , সত্যিকারের ভৌতিক l এই জায়গাগুলির বেশ কিছু সরকার কর্তৃকও ' হন্টেড ' বলে চিহ্নিত l
কোন জায়গা সেগুলি ? কেনই বা 'হন্টেড 'তারা ? কি করে হল ' হন্টেড ' ? জানতে হলে পড়তে হবে পল্লবী সেনগুপ্তর লেখা দীপ প্রকাশনের জনপ্রিয় বই ' আতঙ্কের নেপথ্যে ' l

বইটি পড়েছেন কি? ঘরে বসে ছাড় সহ বইটি পেতে ক্লিক করুন এই লিঙ্কে

https://boichitro.in/?product=atangker-nepathye-bengali

হোয়াটস আপ করেও ছাড় সহ বই ডেলিভারি পেতে 9674480588 নম্বরে যোগাযোগ করুন। Mrp 250

এছাড়াও বই পাবেন দীপ প্রকাশন সহ কলেজ স্ট্রিটে সর্বত্র। আজই আপনার কপিটি অর্ডার দিন।

*** সুইফট বুকস-এ EXCLUSIVE ***জলে জঙ্গলে পাহাড়ে | রাজা ভট্টাচার্য | দীপ প্রকাশন তিন বন্ধু তারা, সহপাঠীও বটে। আর্য, অরিত্...
29/06/2024

*** সুইফট বুকস-এ EXCLUSIVE ***

জলে জঙ্গলে পাহাড়ে | রাজা ভট্টাচার্য | দীপ প্রকাশন

তিন বন্ধু তারা, সহপাঠীও বটে। আর্য, অরিত্র আর ঋতম। গড়পড়তা বাঙালির মতােই তারাও ভালবাসে পড়াশুনাের ফাঁকে ফাঁকে বেরিয়ে পড়তে সুদূরের সন্ধানে। আর সেই সূত্রেই তাদের সামনে সহসা খুলে যায় অসম্ভবের দরজা। কখনও পাহাড়ের নির্জনতায়, কখনও নিবিড় অরণ্যের মধ্যে লুকিয়ে-থাকা গােপন গুহায়, কখনও বা পৃথিবীর সবচাইতে বিচ্ছিন্ন জনজাতির বাসস্থানের অত্যন্ত কাছে। ডুবে-যাওয়া এক জাহাজের ধ্বংসাবশেষে আশ্চর্য সব অভিজ্ঞতার মুখােমুখি হয় তারা। ভ্রমণ কখন যেন বদলে যায় অভিযানে, অ্যাডভেঞ্চারে। এমনই তিনটি অ্যাডভেঞ্চারের কাহিনির সঞ্চয়ন এই বই। জলে জঙ্গলে পাহাড়ে।

ডাইরেক্ট লিঙ্ক - https://swiftboox.app/?book_id=1568

রিডিং অ্যাপের লিঙ্ক :
Android অ্যাপ ডাউনলোড লিঙ্ক - https://tinyurl.com/swiftboox
iPhone / iPad অ্যাপ ডাউনলোড লিঙ্ক - https://tinyurl.com/swiftboox-ios-download

পড়ুন শুধুমাত্র সুইফটবুকসে !!

*** এবার বই পড়া যত্রতত্র, হাতে থাকলেই মোবাইল যন্ত্র 😍😊 ***

সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানায় দীপ প্রকাশন 🍂
29/06/2024

সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানায় দীপ প্রকাশন 🍂

লেখিকা সাগরিকা রায়ের জন্মদিনে দীপ প্রকাশনের তরফে অফুরন্ত শুভেচ্ছা 🎁🎂
28/06/2024

লেখিকা সাগরিকা রায়ের জন্মদিনে দীপ প্রকাশনের তরফে অফুরন্ত শুভেচ্ছা 🎁🎂

ছোটদের দেবারতি' প্রকাশিত হয়েছে। 💙🤗 সূচীতে রয়েছে পূর্বতন নীলাম্বরের খিদে গ্রন্থের তিনটি কাহিনী, রম্যরচনা ও একটি অপ্রকাশিত...
28/06/2024

ছোটদের দেবারতি' প্রকাশিত হয়েছে। 💙🤗 সূচীতে রয়েছে পূর্বতন নীলাম্বরের খিদে গ্রন্থের তিনটি কাহিনী, রম্যরচনা ও একটি অপ্রকাশিত উপন্যাস। পাওয়া যাচ্ছে অনলাইন অফলাইন সহ সর্বত্র। সূচি- ঐতিহ্যের ডায়েরি, বটকৃষ্ণ বাবুর বুলেট, নীলাম্বরের খিদে, মোখা মুখি, শুভঙ্করের ফাঁকি।

আমাজনেঃ https://www.amazon.in/dp/B0D1QJL8ZG?ref=myi_title_dp

অথবা WhatsApp এ https://wa.me/919674480588

বাংলাদেশ - তক্ষ শিলা, বুকস অফ বেঙ্গল, ওপারের বই, ইন্দো বাংলা বুকস, বাতিঘর, রকমারি। Mrp 285/-

এই পাঠ প্রতিক্রিয়াটি লিখলেন- আশা দাস🙏আমি চন্দ্রাবলী বলছি।লেখিকা: অর্পিতা সরকার পাবলিশার: দীপ প্রকাশন চন্দ্রাবলী এক স্পর...
28/06/2024

এই পাঠ প্রতিক্রিয়াটি লিখলেন- আশা দাস🙏
আমি চন্দ্রাবলী বলছি।
লেখিকা: অর্পিতা সরকার
পাবলিশার: দীপ প্রকাশন

চন্দ্রাবলী এক স্পর্ধার নাম।

সব রকমের প্রতিকূলতার মধ্যে থেকেও কী করে নিজের শিরদাঁড়াকে সোজা রাখতে হয়, তার নাম চন্দ্রাবলী ।

ঘুমিয়ে নয়, যারা লাইব্রেরিতে তাড়াতাড়ি বই জমা দেবার জন্য সারারাত বই পড়তে পড়তে স্বপ্ন দেখে, তার নাম চন্দ্রাবলী।

যে তার নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে হাসি মুখে সরে যেতে পারে, নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য, তার নাম চন্দ্রাবলী।

এক দিদির, তার ভাই এর প্রতি নিস্বার্থ ভালোবাসার নাম চন্দ্রাবলী।

সবার লাঞ্চনাকে অবজ্ঞা করে নিজের চিকন ঠোঁটের কোনে নরম হাসি দিয়ে নিজেকে জিতিয়ে যাওয়ার নাম চন্দ্রাবলী।

কী নেই এই উপন্যাসে? তীব্র লড়াই, অসম্ভম প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা, ভাই বোনের মান অভিমান, স্বপ্নছোঁয়ার লড়াই।

চন্দ্রাবলী নিজের কালো অক্ষর গুলোকে জব্দ করে নিজের স্বপ্নকে তৈরী করেছিলো।আর অর্পিতাদি নিজের কলম দিয়ে চন্দ্রাবলী কে তৈরী করছে।
----------------------------------------------
‘আমি চন্দ্রাবলী বলছি' উপন্যাসটিতে চন্দ্রাবলী সেইসব মেয়েদের কথা বলবে যাদের গোটা জীবনটাই একটা স্ট্রাগল- একটা কঠিন লড়াই। সমাজ, সংসারে অবহেলিত হয়েও যাদের প্রাণশক্তি নষ্ট হয়ে যায় না। যারা প্রতি রাতে ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে নতুন স্বপ্ন দেখে। না ঘুমন্ত অবস্থায় নয়। এ স্বপ্ন সে দেখে জেগে জেগে। প্রতিটা মুহূর্তে ভাবে কী করে এই প্রতিকূল অবস্থার মধ্যে থেকে সেই স্বপ্নটাকে সে ছুঁতে পারবে। নিত্য নতুন লড়াই করে মেয়েটা।
প্রেমের হাতছানি, সুখী জীবনের হাতছানির থেকেও যার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্বপ্ন ছোঁয়ার লড়াইটা। একমুঠো শিউলি ফুলের সতেজতার মতোই তার জীবনেও প্রেম আসে। নিষ্পাপ, নির্ভেজাল সে প্রেম। ভালোবাসে মেয়েটা। এতটা ভালোবাসে যেন সে নিজে নিঃস্ব হয়ে যায়। আর কাউকে ভালোবাসার ক্ষমতা থাকে না মেয়েটার।
আর অগ্নিভ? সেও কি ততটাই ভালোবাসে চন্দ্রাবলীকে? হ্যাঁ বাসে। একইভাবে সেও অফুরান ভালোবাসে চন্দ্রাবলীকে।
চন্দ্রনাথ ও চন্দ্রাবলী দুই ভাইবোনের তীব্র মান-অভিমানের লড়াইয়ে কী হবে শেষ পর্যন্ত? তারপর? স্বপ্নছোঁয়ার লড়াইটা কি জিততে পারবে চন্দ্রাবলী?
Arpita Sarkar

ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই পেয়ে যাবেন আমাদের প্রকাশনার লেটেস্ট ক্যাটালগ 🏆
28/06/2024

ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই পেয়ে যাবেন আমাদের প্রকাশনার লেটেস্ট ক্যাটালগ 🏆

সুনীল আমার মেয়ে মেমকে বিয়ে করার প্রস্তাব দিতে আমার কাছে এসেছিল ইংলিশে কুড়ি পাতা ওর বক্তব্য লিখে সেটাকে রিহার্সাল দিয়ে। আ...
28/06/2024

সুনীল আমার মেয়ে মেমকে বিয়ে করার প্রস্তাব দিতে আমার কাছে এসেছিল ইংলিশে কুড়ি পাতা ওর বক্তব্য লিখে সেটাকে রিহার্সাল দিয়ে। আমি দেড় লাইন শুনেই সুনীলকে বলেছিলাম, "ওকে ডান। তুমি ভালো ছেলে। অনেকদিনের চেনা। আমার মেয়েরও তোমাকে পছন্দ। তোমরা সুখী হবে।"

সত্যি বলছি, মেমকে সেদিন সুনীলের প্রপোজ করার কান্ডকারখানা মনে পড়লে আজ ছ বছর পরেও আমার অবাক লাগে। মজা পাই।

দিল্লি থেকে টাইট প্যান্ট, তাতে গুঁজে পরা ফুল স্লিভ শার্ট, ব্লেজার, চকচকে জুতো পরে সেজেগুজে ভোর চারটের ফ্লাইট ধরে সকাল সাড়ে সাতটায় আমাদের বাড়ীতে এসে হাজির সুনীল। শুধু বিয়ের সুটটা পরে আসেনি এই যা! আমি তো অবাক। এই সাত সকালে এরকম সেজেগুজে হাজির কেন? সেদিন রাতেই আবার ও দুবাই চলে যাবে। সাহেবকে বললাম , "আরে ওকে শর্টস দে, গেঞ্জি দে। সুনীল আগে কম্ফোর্টেবল হোক।"

মেম তখন আমার ভয়ে পালিয়ে গেছে ঘর থেকে । সাহেব ছিল আমার ঘরে। আমার ছেলে মেয়েরা এখনও আমাকে ভয় পায়। কিন্তু সেদিন সাহেব সুনীলকে দেখেই মুচকি মুচকি হাসছিল।

তারপর আমাকে ইনিয়েবিনিয়ে বলল। আমি একটু শুনেই হ্যাঁ করে দিই। সুনীলের ওপর আমার বরাবরের অগাধ বিশ্বাস।

সুব্রত ভট্টাচার্যের বিতর্কিত আত্মজীবনী "ষোলো আনা বাবলু" তে অকপট উক্তি করেছেন সুব্রত ভট্টাচার্য জামাতা সুনীল ছেত্রীর বিষয়ে ♥️

বইটি পড়েছেন? প্রকাশের পরেই জনপ্রিয় হয়েছে বইটি। ইতিমধ্যে বইটি পা দিয়েছে পঞ্চম সংস্করণে!

ঘরে বসে ছাড় সহ বইটি পেতে ক্লিক করুন এই লিঙ্কে

https://boichitro.in/?product=sholo-ana-bablu-subrata-bhattacharya

হোয়াটস আপ করেও ছাড় সহ ডেলিভারি পেতে 9674480588 নম্বরে যোগাযোগ করুন।

বই পাবেন কলেজ স্ট্রীট দীপ প্রকাশন সহ সর্বত্র।

বাংলাদেশ :বাতিঘর, তক্ষ শিলা, বুকস অফ বেঙ্গল, ইন্দো বাংলা বুকস, রকমারি।

Mrp 350/-

ছোটদের জন্যে মনের মত রঙিন কমিকস সম্ভার ছোটা ভীমের নতুন দুটি কমিকস নিয়ে এল দীপ প্রকাশন ♥️ভালো মানের কাগজে ছাপা সম্পূর্ণ র...
28/06/2024

ছোটদের জন্যে মনের মত রঙিন কমিকস সম্ভার ছোটা ভীমের নতুন দুটি কমিকস নিয়ে এল দীপ প্রকাশন ♥️

ভালো মানের কাগজে ছাপা সম্পূর্ণ রঙিন কমিকস দুটি কচি কাঁচাদের জন্যে আদর্শ উপহার!

অর্ডার করতে ক্লিক করুন এই লিঙ্কে

https://boichitro.in/?product=chota-bheem-comics-vol-4-chota-bheem-o-kathure

https://boichitro.in/?product=chota-bheem-comics-vol-2-chota-bheem-o-babban-singha

হোয়াটস আপ অর্ডার - 9674480588

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটে দীপ প্রকাশন সহ সর্বত্র। প্রতিটির মূল্য 100/-

আজই আপনার কপিটি অর্ডার দিন 🧸

খেপি মা, কাটোয়া, পূর্ব বর্ধমান।কাটোয়ার খেপি মা তলায় প্রায় ৫০০ বছরের বেশি সময় ধরে এই কালী পুজো চলে আসছে। খেপি মা দক্ষিণা ...
28/06/2024

খেপি মা, কাটোয়া, পূর্ব বর্ধমান।

কাটোয়ার খেপি মা তলায় প্রায় ৫০০ বছরের বেশি সময় ধরে এই কালী পুজো চলে আসছে। খেপি মা দক্ষিণা কালী ,দেবীর পুজো হয় তান্ত্রিক মতে। বলা হয়, এক সময় ঝোপে জঙ্গলে পূর্ণ ছিল মাতৃ মন্দির, সেসময় ডাকাতির আগে মায়ের পূজো দিয়ে যেত ডাকাতদল। যদিও সেসব অতীত ইতিহাস এখন কালের গর্ভে।

কথিত আছে দেয়াসিন নামে এক সাধিকা মায়ের পুজো করতেন। তাঁকে সবাই খেপি বলতেন সেসময়। তার থেকেই দেবীর নাম হয় খেপি মা। পুজোর এক বিশেষ রীতি আছে। মালোদের ছোঁওয়া না পেলে বেদীতে ওঠেন না দেবীমা তাই প্রতিবছর মূর্তি বেদীতে তোলার সময় ডাক পড়ে মালোদের। বছরের পর বছর ধরে এই প্রথা চলে আসছে। এখন যে এলাকায় মায়ের মন্দির এক সময় তার নাম ছিল মালোপাড়া। মালোদের বাস ছিল এই এলাকায় সেই থেকেই এই রীতির প্রচলন। সারাবছর পূজিতা হলেও কালী পুজোর রাতে হয় মায়ের মহাপুজো। দূরদূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মনের বাসনা নিয়ে। প্রচুর সংখ্যায় ছাগ বলি হয় মায়ের পুজোয়। পুজোর পরের দিন ভোগ বিতরণ হয় দর্শনার্থীদের মধ্যে। তখন মন্দির এলাকায় তিল ধারণের জায়গা থাকেনা। মায়ের পুজোয় সোনার সাজ বিশেষ উল্লেখযোগ্য। পুজোর দিনে অসংখ্য সোনার গয়নায় সজ্জিতা দেবীর অপরূপ রূপ দেখে মন ভরে যায়। বিসর্জনের শোভাযাত্রায় ওই গয়না পরেই নগর পরিক্রমণ করানো হয় দেবীকে। থাকে বিশেষ পুলিশি প্রহরা। দেবীর বিসর্জনের পর কাঠামো তুলে এনে সারাবছর মন্দিরে রেখে পূজো করা হয়। শহরবাসীর সঙ্গে একাত্ম এই খেপি মা। তাঁদের নিত্য নৈমিত্তিক সুখ দুঃখের সঙ্গে দেবী জড়িয়ে আছেন। তাই খেপি মায়ের পুজোকে ঘিরে সবসময় বাড়তি আবেগ কাজ করে অধিবাসীদের মনে। কালী পুজোর সময় ছাড়াও সারাবছর সন্ধ্যা আরতির সময় ভিড় জমান ভক্তগণ।

সমুদ্র বসুর লেখা বাংলার শক্তিকথা ও কালীকথা বইটির দ্বিতীয় খণ্ডে উত্তর চব্বিশ পরগণা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার এমন অনেক জানা অজানা কালী ক্ষেত্রের বিবরণ পাওয়া যায়। ২৯৫ পাতার বইটিতে উপরি পাওনা অনেকগুলি কালী ক্ষেত্রের রঙিন ছবি।

মুদ্রিত মূল্য : 400 টাকা

দীর্ঘদিনের ভাবনার ফসল এই বই "সমকাল" যা সাধারণ পাঠক সহ উপযোগী হবে গবেষকদের জন্যেও। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বনভূমির ভৌগোলিক...
28/06/2024

দীর্ঘদিনের ভাবনার ফসল এই বই "সমকাল" যা সাধারণ পাঠক সহ উপযোগী হবে গবেষকদের জন্যেও। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বনভূমির ভৌগোলিক গঠন উদ্ভিদ প্রাণী বৈচিত্র্য সম্পর্কে বিস্তারিত ও তথ্যমূলক উপস্থাপন, দিঘা উপকূলের অতীত ও বর্তমান অবস্থা, আদি গঙ্গার অতীত ও বর্তমান, পূর্ব কলকাতার জলাভূমির অতীত ও বর্তমান, মালদহ মুর্শিদাবাদে গঙ্গার ভয়ংকর ভাঙ্গনের কারণ, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন মেদিনীপুরের নদ নদী খাল বিল জলাশয়ের বর্তমান অবস্থা, কলকাতার বস্তি সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে এই বইয়ে। এছাড়া ঘূর্ণি ঝড়ের কবলে পড়ে সুন্দরবন অঞ্চল কীভাবে বিপন্ন হয়ে উঠেছে সেই নিয়েও রয়েছে প্রতিবেদন।

গবেষণা গ্রন্থ হিসেবে এই গ্রন্থ সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস। ড. নিত্যানন্দ প্রধানের বইটি ঘরে বসে ছাড় সহ পেতে ক্লিক করতে পারেন এই লিঙ্কে

https://boichitro.in/product/samakal-dr-nityananda-pradhan/

হোয়াটস আপ করেও ছাড় সহ বই পেতে যোগাযোগ করতে হবে 9674480588 নম্বরে।

বাংলাদেশ : বাতিঘর, রকমারি, বুকস অফ বেঙ্গল, তক্ষশীলা, ইন্দো বাংলা বুকস।

বইটির মুদ্রিত মূল্য : 350

*** সুইফট বুকস-এ EXCLUSIVE ***এক ডজন রহস্য গল্প | রজতশুভ্র মজুমদার | দীপ প্রকাশন এই সময়ের অন্যতম জনপ্রিয় গল্পকার রজতশু...
28/06/2024

*** সুইফট বুকস-এ EXCLUSIVE ***

এক ডজন রহস্য গল্প | রজতশুভ্র মজুমদার | দীপ প্রকাশন

এই সময়ের অন্যতম জনপ্রিয় গল্পকার রজতশুভ্র মজুমদারের “এক ডজন রহস্য গল্প” রহস্য গল্পের ধারায় এক নবতর সংযোজন। রহস্য গল্প মূলত খুনখারাপি, রক্তপাত আর সন্ত্রাসের কোলাজ-এই ক্লিশে ধারণা থেকে বেরিয়ে এসে রজতশুভ্রর রহস্য গল্প নির্মাণ করে এক রহস্যাবৃত সাধারণ জগৎ, রচনার অসাধারণ নৈপুণ্যে যে জগতের অনাস্বাদিত উত্তেজনা ও অভূতপূর্ব রোমাঞ্চ অনায়াস দক্ষতায় পাঠককে পৌঁছে দেয় এক অভাবিত উপসংহারে। গল্পগুলোর বেশিরভাগই আনন্দবাজার গ্রুপের পত্রপত্রিকায় প্রকাশিত। এই সংকলনের একাধিক গল্পের চলচ্চিত্রায়ণের কাজ চলছে। কিছু গল্প ইতিমধ্যে ইংরেজি-সহ অন্যান্য ভাষায় অনূদিতও হয়েছে।

ডাইরেক্ট লিঙ্ক - https://swiftboox.app/?book_id=2175

রিডিং অ্যাপের লিঙ্ক :
Android অ্যাপ ডাউনলোড লিঙ্ক - https://tinyurl.com/swiftboox
iPhone / iPad অ্যাপ ডাউনলোড লিঙ্ক - https://tinyurl.com/swiftboox-ios-download

পড়ুন শুধুমাত্র সুইফটবুকসে !!

*** এবার বই পড়া যত্রতত্র, হাতে থাকলেই মোবাইল যন্ত্র 😍😊 ***

সাপ্তাহিক বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে সাহিত্যিক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের নতুন বই "না জানা ঠাকুরবাড়ি" সম্পর্কে বিস...
27/06/2024

সাপ্তাহিক বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে সাহিত্যিক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের নতুন বই
"না জানা ঠাকুরবাড়ি" সম্পর্কে বিস্তারিত বিশেষ প্রতিবেদন ❤️ সাপ্তাহিক বর্তমান পত্রিকার কর্তৃপক্ষ মন্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাই 🥰

 #নিঃসঙ্গ_মহুয়া – একটি পাঠ-প্রতিক্রিয়াগতবছর হঠাৎ এক কলেজের বন্ধুর ফোন পেলাম, ‘আমার মা তোর সঙ্গে কথা বলবেন। সাপ্তাহিক বর্...
27/06/2024

#নিঃসঙ্গ_মহুয়া – একটি পাঠ-প্রতিক্রিয়া

গতবছর হঠাৎ এক কলেজের বন্ধুর ফোন পেলাম, ‘আমার মা তোর সঙ্গে কথা বলবেন। সাপ্তাহিক বর্তমানের ধারাবাহিক নিঃসঙ্গ নক্ষত্র মা নিয়মিত পড়েন। আমি দেখেছি মা প্রতি সপ্তাহে তোর লেখার জন্য অপেক্ষা করে থাকেন’।

বন্ধুরা ভালোবাসা দেবে এটাই স্বাভাবিক কিন্তু তাদের বাবা-মায়ের ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। আর এক কলেজের বন্ধু অরিন্দম থাকে মুম্বাইতে। সে তার মা’কে (দুর্গাপুর) উপহার দিয়েছিল সম্প্রতি প্রকাশিত ‘নিঃসঙ্গ মহুয়া’। মায়ের ফেসবুক নেই তাই ছেলে তার মায়ের পাঠ-প্রতিক্রিয়া জানিয়েছে। হয়ত এভাবেই বেড়ে চলে ভালোবাসার বৃত্ত। মাসিমাকে আমার প্রণাম জানাই।

অরিন্দম ব্যানার্জি লিখেছে -

আমার মাকে গতসপ্তাহে বইটা পাঠিয়েছিলাম। মা, তোমার লেখার অনেক প্রশংসা করেছে। আগেও করেছিল, বইটা পড়ে আবারও বললো: "লেখার স্টাইল সাবলীল এবং ঝরঝরে, কোন ভণিতা নেই, বাগাড়ম্বর নেই। পরিচ্ছন্ন লেখা।" প্রচ্ছদটিও মায়ের পছন্দ হয়েছে।

আমি বইটা এখনও পড়িনি। তাই আমার তরফ থেকে একটা প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে রাখলাম, যেহেতু জানি তোমার লেখা ভাল হবেই। পড়ার পর ফাইনাল সার্টিফিকেট ইস্যু করে দেব।

অর্পিতা সরকারের লেখা থ্রিলার সেই ডায়েরিটা পাঠক পাঠিকাদের ভালোবাসায় পা দিল অষ্টম মুদ্রণে! লেখিকাকে অভিনন্দন পাঠক পাঠিকাদে...
27/06/2024

অর্পিতা সরকারের লেখা থ্রিলার সেই ডায়েরিটা পাঠক পাঠিকাদের ভালোবাসায় পা দিল অষ্টম মুদ্রণে! লেখিকাকে অভিনন্দন পাঠক পাঠিকাদের কৃতজ্ঞতা জানাই ♥️

প্রকাশের পরেই পাঠক পাঠিকাদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে সুজাতা মুখোপাধ্যায়ের নতুন বই "বাঁচতে গিয়ে মরণ"।আপদকালীন পরিস্থ...
27/06/2024

প্রকাশের পরেই পাঠক পাঠিকাদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে সুজাতা মুখোপাধ্যায়ের নতুন বই "বাঁচতে গিয়ে মরণ"।

আপদকালীন পরিস্থিতিতে চিকিৎসা করাতে গিয়ে যে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ সেই নিয়ে এমন অকপট লেখা বই বাজারে অপ্রতুল। সেই সঙ্গে রয়েছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, মেডিকেল ইনসিওরেন্স, ডাক্তার, হসপিটাল নিয়ে এমন অনেক তথ্য যা সাধারণ মানুষের তো বটেই কাজে লাগবে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সব মানুষের।

ঘরে বসে ছাড় সহ বইটি পেতে ক্লিক করুন এই লিঙ্কে

https://boichitro.in/?product=banchte-giye-moron-dr-sujata-mukhopadhyay

হোয়াটস আপ করেও ছাড় সহ বই বাড়ীতে পেতে যোগাযোগ করুন 9674480588 নম্বরে।

বাংলাদেশ : বাতিঘর, বুকস অফ বেঙ্গল, তক্ষ শিলা, ইন্দো বাংলা বুকস।

Mrp 250/-

কৃশানু দেকে পাঠ প্রতিক্রিয়ার জন্যে আন্তরিক ধন্যবাদ জানাই ♥️ #বইপোকা  #পাঠপ্রতিক্রিয়া #দীপপ্রকাশন    #ইভেন্ট ছুটির দিনের...
27/06/2024

কৃশানু দেকে পাঠ প্রতিক্রিয়ার জন্যে আন্তরিক ধন্যবাদ জানাই ♥️

#বইপোকা
#পাঠপ্রতিক্রিয়া
#দীপপ্রকাশন

#ইভেন্ট
ছুটির দিনের গল্প
লেখক -শীর্ষেন্দু মুখোপাধ্যায়
প্রকাশনা - দীপ প্রকাশনা
মুল্য -290

অনেক দিন শারীরিক অসুস্থতার জন্য পাঠ প্রতিক্রিয়া দিতে পারিনি, এর আগের সপ্তাহের রবিবার দুপুরে এই বই টা পড়ার পর লিখতে বসলাম।
কি লিখবো বলে ভাবতে বসলাম, সত্যিই তো পাঠপ্রতিক্রিয়া লেখার কথা। ছুটির দিনে তো ছুটির দিনের গল্পের কথা লেখাই যায়।এক একটা ছুটির দিন এক এক দিনের মতো অন্যরকমের অনুভূতি।ভালো,খারাপ,সুখ,দুঃখ সমস্ত কিছু মিলিয়ে তেমনই বত্রিশটি গল্পের সম্ভার নিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে খুব সুন্দর করে সাজানো।যেমন প্রথম গল্পটি উকিলের চিঠিতে মিছরির তার উকিল স্বামীর জন্য দীর্ঘ প্রতীক্ষার পর যখন চিঠি পেলো।তাতে তার একান্ত অনুগত উকিল বাবুটির রোজনামচা শুনিয়ে দিলেন চিঠির মাধ্যমে।যে কদিন তাদের মধ্যে যোগাযোগ নেই কিন্তু তার জন্য উকিল বাবুর মনের যে শুন্যতা,মন খারাপ করা,আবার পসার না জমার জন্য যে মিছরিকে নিজের কাছে নিয়ে যেতে পারছেনা তার অক্ষমতা প্রকাশ করা,সবশেষে টাকা পাঠানোর অনুরোধ অদ্ভুত এক বাস্তবতার সামনে এনে দেয়।এখানেই গল্পের সমাপ্তি।এইরকমই আরও একত্রিশটি গল্প ও একইভাবে মানুষের জীবনের বিভিন্ন অঙ্গিকতা,পাঁচমিশালি জীবনের কূটকাচালি নতুনভাবে উঠে এসেছে।।

আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় - এর থেকে তুলে আনা এইসব রত্ন সমন্বিত গল্পগুলোকে তুলে এনে সংকলন করা হয়েছে।।

সুতরাং গ্রীষ্মের দুপুরবেলা ভাত ঘুম দেওয়ার আগে পাতা ওল্টাতে ওল্টাতে ছোট গল্পের ছোট চরিত্রগুলোকে মনে করিয়ে দেওয়া যায়।কারণ চরিত্রগুলোর অনুভূতির প্রকাশ সীমাবদ্ধতা তৈরী করলেও তার প্রভাব পাঠকের মনে দাগ কেটে যায়।।

শুভ জন্মদিন 🎂♥️
27/06/2024

শুভ জন্মদিন 🎂♥️

ভবেশ বাবু পাড়ার মোড়ের পুরোহিত মশাইকে ডেকে এনেছিলেন একদিন, তিনি তো মূর্তি চিনতে পারলেনই না, উল্টে অতীনের কার্যকলাপ দেখে...
27/06/2024

ভবেশ বাবু পাড়ার মোড়ের পুরোহিত মশাইকে ডেকে এনেছিলেন একদিন, তিনি তো মূর্তি চিনতে পারলেনই না, উল্টে অতীনের কার্যকলাপ দেখে স্তম্ভিত! প্রবীণ পুরোহিত বহুদিন পুজো করেন এই এলাকায়, অতীনকে বড় হতে দেখেছেন। তিনি ব্যাকুল হয়ে অতীনের হাত চেপে ধরলেন, "বাবা একাজ করো না নিষেধ করছি। ইনি কে চিনতে পারছি না, এনার বীজমন্ত্র জানা নেই। এভাবে দেবীর পুজো করতে নেই বাবা, ওঁরা কুপিত হন। ইনি দশ মহাবিদ্যার কেউ নাকি অষ্ট দেবীর, নাকি ৬৪ যোগিনীর কেউ তার কিছুই জানা নেই। তার ওপর তিব্বতীয় মূর্তি, ওদের তান্ত্রিক পন্থা বড় সাংঘাতিক বাবা। অনেক অপদেবী, ডাকিনী বিদ্যার উল্লেখ আছে, আলাদা পুজোর উপকরণ লাগে, নানান মুদ্রা আছে। যৌগিক মণ্ডল আছে। লক্ষ্মী বাবা, তুমি এঁকে সসম্মানে ফিরিয়ে দিয়ে এসো, কোত্থেকে কী অনর্থ হয়ে যাবে.."

খিলখিল করে হেসে উঠেছিল অতীন, সেই হাসি শুনে থমকে গিয়েছিলেন অথর্ব পুরোহিত। হাসতে হাসতে অতীন বলেছিল, মায়ে পোয়ে ব্যাপার কাকু, টেনশন নেবেন না। মা আমার সঙ্গে কথা বলেন, হাসেন, মাথায় হাত বুলিয়ে ভালবাসেন। খাবেন, মা নিশ্চয়ই খাবেন আমার বেড়ে দেওয়া ভোগ, আমি আপনাকে দেখাব কাকু। আপনি শুনতে পাচ্ছেন মায়ের ডাক? শুনতে পাচ্ছেন?

বৃদ্ধ পুরোহিত প্রায় কেঁদে ফেলেছিলেন। "তুমি শান্ত হও বাবা, এভাবে হয়না। ওভাবে খাবার দিলেই দেবী গ্রহণ করেননা। ভোগ নিবেদনের পদ্ধতি আছে, মন্ত্র আছে, নিয়ম আছে"।

পুরোহিতকে টেনে বাইরে এনেছিলেন ভবেশ বাবু। তারপর কিছু কথা হয় ওনাদের মধ্যে, আর কেউ তার ব্যাপারে কিছু জানে না।

এবং ইনকুইজিশন
অভীক সরকার
দীপ প্রকাশন

পুরুলিয়ার নির্বাণ আশ্রমে দলাদলি! মহা সংকটে প্রতিষ্ঠান তার ওপর বিষ ফোঁড়া হিসেবে উপস্থিত বহিরাগত মানুষেরা। আশ্রমের আচার্য ...
27/06/2024

পুরুলিয়ার নির্বাণ আশ্রমে দলাদলি! মহা সংকটে প্রতিষ্ঠান তার ওপর বিষ ফোঁড়া হিসেবে উপস্থিত বহিরাগত মানুষেরা। আশ্রমের আচার্য সত্যানন্দ বুঝে উঠতে পারছিলেন না এই বিপদ থেকে মুক্তি মিলবে কেমন করে? আশ্রমের নিরাপত্তার জন্যেই বা কি করবেন তিনি? আশ্রমের মূল মন্ত্র সম্ভোগ থেকে সমাধি তাতে আকৃষ্ট হয়ে প্রচুর ভক্ত আসেন এখানে। তাঁদেরই একজন আশ্বাস দিলেন আচার্য্কে উপযুক্ত পারিশ্রমিক পেলে বুলগেরিয়া থেকে আগ্নেয়াস্ত্র এনে দিতে পারবেন তিনি। আশ্রমের নিরাপত্তার কথা ভেবে রাজী হলেন আচার্য প্রভূ । নির্ধারিত রাতে সেই আগ্নেয়াস্ত্র বিমান থেকে ফেলেও দেওয়া হল আশ্রমের চৌহদ্দির মধ্যে। কিন্তু সামান্য ভুলে বাক্স বোঝাই সেই অস্ত্র গিয়ে পড়ল কাছাকাছি দুটি গ্রামে। মিডিয়া শুরু করল হইচই! তারপর? আশ্রম এর কি হল আশ্রমিক রা কি বেঁচে গেলেন? আচার্য ই বা কোথায়?

রূপক সাহার কলমে পড়ুন জমাটি থ্রিলার "ফাঁদ". ছাড় সহ পেতে এই লিঙ্কে ক্লিক করুন

https://boichitro.in/?product=faand-rupak-saha

হোয়াটস আপ করেও ছাড় সহ বই ডেলিভারি নিন বাড়িতেই 9674480588 নম্বরে যোগাযোগ করে।

বাংলাদেশ: রকমারি, বুকস অফ বেঙ্গল, বাতিঘর, ইন্দো বাংলা বুকস, তক্ষ শীলা সহ অন্যান্য সর্বত্র।

*** সুইফট বুকস-এ EXCLUSIVE ***নারী : অস্তিত্ব ও সংস্কার | ভবানীপ্রসাদ সাহু | দীপ প্রকাশন নারীদের অসংখ্য মিথ্যাবিশ্বাস-সং...
27/06/2024

*** সুইফট বুকস-এ EXCLUSIVE ***

নারী : অস্তিত্ব ও সংস্কার | ভবানীপ্রসাদ সাহু | দীপ প্রকাশন

নারীদের অসংখ্য মিথ্যাবিশ্বাস-সংস্কার-কুসংস্কার-বিধিনিষেধ-লোকাচারের জালে আটকে ফেলা হয় বা তাঁরা নিজেরাই নিজেদের আটকে ফেলেন— তার অতি ক্ষুদ্রাংশের প্রাথমিক পরিচয় এখানে দেওয়ার চেষ্টা করা হল। এই অন্ধকার দূর করার জন্য এমন অবৈজ্ঞানিক মানসিকতা থেকে মুক্ত হওয়া একটি প্রাথমিক শর্ত।

ডাইরেক্ট লিঙ্ক - https://swiftboox.app/?book_id=2159

রিডিং অ্যাপের লিঙ্ক :
Android অ্যাপ ডাউনলোড লিঙ্ক - https://tinyurl.com/swiftboox
iPhone / iPad অ্যাপ ডাউনলোড লিঙ্ক - https://tinyurl.com/swiftboox-ios-download

পড়ুন শুধুমাত্র সুইফটবুকসে !!

*** এবার বই পড়া যত্রতত্র, হাতে থাকলেই মোবাইল যন্ত্র 😍😊 ***

এক কিশোরী নিজের বাড়িতে সিলিং ফ্যান থেকে ওড়নার ফাঁসে ঝুলছিল। কিছুদিন ধরেই সে বিষণ্ন ছিল। তাঁর পায়ের কাছে পাওয়া গেল এক...
26/06/2024

এক কিশোরী নিজের বাড়িতে সিলিং ফ্যান থেকে ওড়নার ফাঁসে ঝুলছিল। কিছুদিন ধরেই সে বিষণ্ন ছিল। তাঁর পায়ের কাছে পাওয়া গেল একটি সুইসাইড নোট। আপাতদৃষ্টিতে দেখলে এটি "সাধারণ" আত্মহত্যা মামলা। সেভাবেই মৃতার শরীরের সুরত হাল করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হল। নোটটি বাজেয়াপ্ত করা হল। বাড়ীর লোকজন এটি মেয়েটির ই লেখা বলে শনাক্ত করল।

একমাস পরে রিপোর্ট পেয়ে তদন্তকারী অফিসার দৌড়ে আসেন থানার বড়বাবুর কাছে। সেটা নিয়ে বড়বাবু দৌড়ে আসেন এসডিপিওর কাছে। "স্যার, এ তো জটিল কেস। পোস্ট মর্টেম হ্যাঙ্গিং। পেটে বাচ্চাও ছিল"।

চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম। সার্জন তাঁর রিপোর্টে যা লিখেছেন সেটির অর্থ দাঁড়ায় শ্বাসরুদ্ধকর ফাঁসি যা মৃত্যুর পরে সংগঠিত করা হয়েছে। পুরো গলা প্যাঁচানো ফাঁসের দাগ পাওয়া যায়। কিশোরীর পেটে পাওয়া যায় তিন মাসের ভ্রূণ। তদন্তে নতুন মোচড় দেয়।

সুইসাইড নোটটি নিয়ে সংশয় বাড়ে। সে লিখেছিল আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। ওর বাংলা খাতা দেখে ব্যুরোর এক্সপার্ট বলেন, যে মেয়েটি "দায়ি" লিখতে অভ্যস্ত, "দায়ী" নয়! আরও অনেক অসঙ্গতি ধরা পড়ে।

পুলিশ কাস্টডি (দ্বিতীয় সংস্করণ)
দ্যুতিমান ভট্টাচার্য
দীপ প্রকাশন

আধুনিকতা ও অসভ্যতার মধ্যবর্তী দূরত্বের নাম চেতনা। স্পষ্টবাদিতা ও ঔদ্ধত্যপূর্ণ উগ্রতার মধ্যবর্তী দূরত্বের নাম মমত্ববোধ। র...
26/06/2024

আধুনিকতা ও অসভ্যতার মধ্যবর্তী দূরত্বের নাম চেতনা। স্পষ্টবাদিতা ও ঔদ্ধত্যপূর্ণ উগ্রতার মধ্যবর্তী দূরত্বের নাম মমত্ববোধ। রসিকতা ও আঘাতের মধ্যবর্তী দূরত্বের নাম সংযম।

চেতনা মমত্ব সংযম। এই তিনটে বৈশিষ্ট্য আপনাকে আরো হাজার জন মানুষের থেকে আলাদা করে দেবে। 💚💛💚

সঙ্গের ছবি: কৃষ্ণসিন্ধুকী।

"অমরসঙ্গী" আমায় প্রথম আশ্বস্ত করল, আমি মায়ের দুঃখ ঘোচানোর মত জায়গায় পৌঁছতে পারছি। এই প্রথম বুঝতে পারলাম আমি স্টার। আগে ন...
26/06/2024

"অমরসঙ্গী" আমায় প্রথম আশ্বস্ত করল, আমি মায়ের দুঃখ ঘোচানোর মত জায়গায় পৌঁছতে পারছি। এই প্রথম বুঝতে পারলাম আমি স্টার। আগে নিজেই গাড়ি চালিয়ে এদিক ওদিক ঘুরতাম কেউ খাতির করা দূরের থাক খেয়াল টুকু ও করত না। এই প্রথম ড্রাইভার রাখার প্রয়োজন অনুভব করলাম। উঠতি বয়সে আমি প্রচুর ওয়ান ওয়াল শো করেছি। এমনকি রিনাদির সঙ্গেও পারফর্ম করেছি। সেই প্রথম দেখতে পেলাম আমার জন্যে শোয়ের আগে পরে মাতামাতি হচ্ছে, দর্শক আমার জন্যে টিকিট কাটছে। এটাও বুঝলাম আমার দায়িত্ব বাড়ছে শুধু নিজেকে এগিয়ে রাখা নয় এই ইন্ডাস্ট্রিকেও এগোনোর জন্যে যতটা পারব আমাকে করতেই হবে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বুম্বা শট রেডি

ইন্ডাস্ট্রির একমাত্র বিতর্কিত আত্মজীবনী বুম্বা শট রেডি পড়েছেন? রঙিন ছবি, অকপট স্বীকারোক্তি, নজির বিহীন ভাবে কাছ থেকে দেখা নায়ক মনের অনুভূতি, নায়ক মানেই কি সুন্দর মসৃণ নিরাপদ জীবন? পরিবেশনায় এক এবং অদ্বিতীয় গৌতম ভট্টাচার্য।

ঘরে বসে ছাড় সহ বইটি পেতে ক্লিক করুন এই লিঙ্কে

https://boichitro.in/?product=bumba-shot-ready-prosenjiter-atmo-jeeboni

হোয়াটস আপ করেও ছাড় সহ বই ডেলিভারি পেতে যোগাযোগ করুন 9674480588 নম্বরে।

বাংলাদেশ - বাতিঘর, তক্ষ শিলা, রকমারি, বুকস অফ বেঙ্গল, ইন্দো বাংলা বুকস। Mrp 350/-

Address

College Street Kolkata
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Deep Prakashan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies



You may also like