অন্তরীপ Antareep

অন্তরীপ Antareep Antareep is the fastest growing most loved new generation bengali magazine published by Antareep Pub.
(9)

চন্দ্রকুহেলিপুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের অরণ্যঘেরা অঞ্চলের এক রহস্যাবৃত কিংবদন্তি থেকে এই কাহিনি দানা বেঁধেছে। স্থানীয় কিছু...
04/01/2024

চন্দ্রকুহেলি

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের অরণ্যঘেরা অঞ্চলের এক রহস্যাবৃত কিংবদন্তি থেকে এই কাহিনি দানা বেঁধেছে। স্থানীয় কিছু গোষ্ঠীর আদিবাসীদের বিশ্বাস, এই জঙ্গল-পাহাড়ের গভীরে নাকি ‘কাভু’ নামে প্রচলিত এমন একটা জায়গা আছে, যেখানে এমনিতে কেউ যেতে পারে না, এমনকি কেউ খুঁজেও পায় না। কখনও কারও সামনে দৈবাৎ সেই স্থানের উদয় হয়। অপার্থিব জ্যোৎস্নার মধ্যে সেই মায়াবী জায়গায় নাকি পরীরা নামে। তারপর সেই কাভুর উপর উঠে তারা আপনমনে নাচে, আর এই সময় কেউ যদি সেখানে গিয়ে পড়ে তাহলে তার আর ফেরা হয় না। পরীরাই হয়তো তাকে নিয়ে উধাও হয়ে যায়। একদল তরুণ তরুণী এই লোককথা শুনে এর সত্যতা সম্বন্ধে তাদের কৌতূহল নিরসন করতে অকুস্থলে যাওয়া স্থির করে। তারপর কী হয়? কুড়িয়ে পাওয়া নীল রঙের পালকটা কি আদৌ কোনও অচেনা পাখির? নীল শাড়ি পরা মহিলার সঙ্গে তার কীসের যোগসূত্র? এক পূর্ণিমায় শিকার উৎসবের রাতে কি সব রহস্যের জট খুলবে নাকি আরও কোনও ভয়াল অভিজ্ঞতার সাক্ষী হবে তারা?
------------------------------------------------------------------

এই দেশের গ্রাম-গ্রামান্তরে সেই কবে থেকেই ভয় আর ভয়ের আড়ালে লুকিয়ে থাকা তেনাদের গা-ছমছমে উপস্থিতি। লক্ষণীয় বিষয়, আমাদের দেশজ ভূতেরা, গ্রাম-গঞ্জের লৌকিক কাহিনিতে প্রাচীনকাল থেকে রয়ে যাওয়া অশরীরিদের জায়গা নিচ্ছে রক্তচোষা ভ্যাম্পায়ার থেকে নেকড়ে-মানব, জম্বিরা। এই মাটির ভূতেরা কোথায় গেল তবে? তেনাদের কথা বলবে কে? চেনা মাটির অচেনা ভয়দের সঙ্গে এবার পরিচয়ের পালা পাঠকদের।
ছ’টি কাহিনি নিয়ে গড়ে উঠেছে ‘চেনা মাটির অচেনা ভয়’ লৌকিক ভয়ের কাহিনি সংকলন, লিখেছেন ছ’জন দক্ষ কাহিনিকার। এই দেশের নানান অঞ্চল থেকে উঠে আসা এই কাহিনিগুলি পাঠকের মনে আমাদের এই দেশের মাটির সঙ্গে সম্পৃক্ত ভয়ালরসের রোমাঞ্চকে পুনরায় সঞ্চারিত করবে, এমনটাই আমাদের বিশ্বাস। চেনা মাটিতে অচেনা ভয়ের আঁচড় দীর্ঘস্থায়ী হোক, এই আশা। বইমেলাতে প্রকাশিত হতে চলেছে ‘চেনা মাটির অচেনা ভয়’ গ্রন্থটি। শীঘ্রই বিস্তারিত জানানো হবে।

সদ্যপ্রকাশিত অন্তরীপ ডিসেম্বর ২০২৩ (হে মহাজীবন) সংখ্যাটিতে তন্ময় সরকার-রচিত উপন্যাস 'নিকষিত হেম' পড়ে সুপাঠক এবং আলোচক জয়...
04/01/2024

সদ্যপ্রকাশিত অন্তরীপ ডিসেম্বর ২০২৩ (হে মহাজীবন) সংখ্যাটিতে তন্ময় সরকার-রচিত উপন্যাস 'নিকষিত হেম' পড়ে সুপাঠক এবং আলোচক জয়দীপ চক্রবর্তী মহাশয় তাঁর অনুভূতির কথা একটি মনোজ্ঞ লিখিত আলোচনা আকারে প্রকাশ করলেন। আলোচককে ধন্যবাদ জানিয়ে তাঁর লিখিত আলোচনাটি এখানে দেওয়া হল।

#অন্তরীপডিসেম্বর২০২৩হেমহাজীবন...
নিকষিত হেম
তন্ময় সরকার

অল্প সময়ের মধ্যে যদি এই সময়ের কোনো সাহিত্য পত্রিকা একান্ত আপন হয়ে ওঠে তা হল 'অন্তরীপ'—এই পত্রিকার বিষয়ের সঙ্গে আমরা হেসেছি, কেঁদেছি, বিহ্বল হয়েছি, নিশ্চুপ হয়েছি আর কত কীনা হয়েছি! ধন্যবাদ এই পত্রিকার সম্পাদকীয় বিভাগকে যাঁরা সত্যিই লেখা নির্বাচনের বিষয়ে একদম হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সবথেকে মন ছুঁয়ে যাওয়া ব্যাপারটি হল প্রতি সংখ্যায় নতুন সজীব লেখার উপস্থিতি—বেশি কালোয়াতি প্যাঁচপয়জারওয়ালা লেখা সাহিত্যবোদ্ধাগণের পছন্দসই হতে পারে কিন্তু আমাদের মতো সাধারণ পংক্তির পাঠকদের জন্য সহজ নিরাভরণ লেখা মনটুকু চুরি করে নেয়, হৃদয়ে সরাসরি প্রবেশ করে।
এরকমই এক লেখা এবার এই পত্রিকার ডিসেম্বর '২৩ সংখ্যায় (হে মহাজীবন) পড়লাম। তন্ময় সরকার কে আমি জানি না, তাঁর কোনো লেখা আমি কোনোদিন পড়েছি বলে মনেও করতে পারছি না। কিন্তু এসব বাহ্য—'নিকষিত হেম' একদম সোজা পাঁজরে গিয়ে সিঁধ কেটেছে।
রবি ঠাকুরের বিখ্যাত পংক্তি—"শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান!...—একি শুধু দেবতার!" যাঁরা বাংলা সাহিত্য নিয়ে পড়েছেন তাঁরা আরও বিস্তারিত যেতে পারবেন। কিন্তু আমরা উচ্চমাধ্যমিক স্তরে সাহিত্যের ইতিহাসে বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস-এর কথা পড়েছিলাম। পূর্বরাগের সেই বিখ্যাত পদ "রাধার কী হইল অন্তরে ব্যথা" কিংবা "সই কেবা শুনাইল শ্যাম নাম" ইত্যাদি সহজিয়া প্রেমের আর্তি! শুনলেই মন চকিতে পুলকিত হয়ে ওঠে—কী এক যাদু আছে এই সহজ নিরাভরণ উচ্চারণে!
মধ্যযুগীয় চৈতন্য পূর্ববর্তী বীরভূমের নানুরের মানুষ চণ্ডীদাস ও তাঁর সাধন সঙ্গিনী রজকিনী(ধোপা) রামী-র সঙ্গে যে সম্পর্কের কথা কথিত আছে তার ওপর ভিত্তি করেই এই উপন্যাস।
চমৎকার এক সহজ প্রেমের উপন্যাস লিখেছেন তন্ময়। প্রেম মানেই বিষাদ, যন্ত্রনা ইত্যাদি। আপনার এই সহজ কলমের প্রশংসা না করে থাকা গেল না। একটাই প্রত্যাশা কলম-কে এরকমই সহজ সাবলীল রাখবেন—আপনার লেখায় সাহিত্য রস, গল্প বলার সামর্থ্য সব বিদ্যমান।
ইতিহাস, সমাজ প্রভৃতি যেভাবে এই উপন্যাসে নিয়ে এসেছেন তা লা-জবাব। অনেক শুভেচ্ছা আর প্রত্যাশা রইল আপনার কলমের প্রতি। মনটাকে চুবিয়ে ছাড়লেন একেবারে!
-------------------------------------------------------------------

সদ্য প্রকাশিত হয়েছে অন্তরীপ ডিসেম্বর ২০২৩ বিশেষ সংখ্যা 'হে মহাজীবন'। অন্তরীপের এই বিশেষ সংখ্যাটি ভরে রয়েছে বাঙালির মনীষী ও মহীয়সীদের জীবনভিত্তিক ৩টি উপন্যাস, ৪টি ছোটোগল্প, বেশ কিছু কবিতা ও ৪টি সরস বিশেষ নিবন্ধে। আগ্রহী পাঠক নিজ কপিটি আজই সংগ্রহ করুন আপনার নিকটবর্তী সংবাদপত্র, বা পত্রিকা বিক্রয়কেন্দ্র থেকে। কলেজস্ট্রিট বইবাজার ছাড়াও এই সংখ্যাটি পাওয়া যাবে জেলার বিভিন্ন সংবাদপত্র ও পত্রিকা বিক্রেতার কাছে।

মুদ্রিত মূল্য: ১২০.০০ টাকা

অন্তরীপ ডিসেম্বর ২০২৩ 'হে মহাজীবন' বিশেষ সংখ্যাটি ঘরে বসে আকর্ষণীয় ছাড়সহ সংগ্রহ করতে পারেন অন্তরীপের নিজস্ব অনলাইন বিপণি থেকে। লিঙ্ক পাবেন প্রথম মন্তব্যে।


৩৯তম বাঁকুড়া জেলা বইমেলায় ইবুকলিস্ট পাবলিশারের ১০৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে অন্তরীপ পাবলিকেশনের সমস্ত বই ও বেশ কিছু পত্র...
03/01/2024

৩৯তম বাঁকুড়া জেলা বইমেলায় ইবুকলিস্ট পাবলিশারের ১০৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে অন্তরীপ পাবলিকেশনের সমস্ত বই ও বেশ কিছু পত্রপত্রিকা। আগ্রহী পাঠকরা সংগ্রহ করুন।

৩৯তম বাঁকুড়া জেলা বইমেলা
ই-বুকলিস্ট পাবলিশার, স্টল নম্বর: ১০৮
২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি, ২০২৪
স্থান: বাঁকুড়া খ্রিশ্চান কলেজ মাঠ
সময়: বেলা ১২:৩০ - সন্ধ্যা ০৭:৩০

03/01/2024
প্রাণের প্রদীপঅদিতি সরকারএ সব কাজের জন্য বাড়িতে না থেকে দূরে থাকাই ভালো। তাই কিছুদিনের জন্য বীণার ডায়োসেশন কলেজের হোস্ট...
03/01/2024

প্রাণের প্রদীপ
অদিতি সরকার

এ সব কাজের জন্য বাড়িতে না থেকে দূরে থাকাই ভালো। তাই কিছুদিনের জন্য বীণার ডায়োসেশন কলেজের হোস্টেলে যাওয়াটাই উচিত বলে মনে হল। কলেজে ভালো ছাত্রী হিসেবে বীণার অত্যন্ত সুনাম ছিল। তাছাড়া সে ওই কলেজ থেকেই বি এ পাশ করে তখন বি টি পড়ছিল। তাই তার কলেজ হোস্টেলে থাকার ইচ্ছেটায় কারওরই কোনও সন্দেহ হল না।
আর মা-বাবা তো কোনওদিনই তার কোনও কাজে, কোনও সিদ্ধান্তে কখনও আপত্তি করেননি। তাঁরা মনে-প্রাণে বিশ্বাস করতেন, তাঁদের মনু কোনওরকম অন্যায় কাজ করতেই পারে না।
ওদিকে কমলার পরম স্নেহের পাত্র সুধীর ঘোষ তখন প্রাণপণে রিভলভার জোগাড়ের চেষ্টা করছে।
সুধীরকে বীণা চিনত না, কমলাও চেনাননি। দরকার ছিল না। সে-সময় বিপ্লবী দলগুলোর নীতিই ছিল তাই। যতটুকু নিতান্ত প্রয়োজন, তার বেশি কাউকে কিছুই জানানো হত না।
রিভলভালের দাম প্রচুর, তাতে চোরাই জিনিস।
কমলার এক বান্ধবী বিনা প্রশ্নে ষাট টাকা দিলেন। আস্তে আস্তে যা-হোক তা-হোক করে বাকি টাকাও জোগাড় হল। কুযাশাচ্ছন্ন এক সন্ধ্যায় রিভলভারের দাম বাবদ দুশো আশি টাকা সুধীরের হাতে তুলে দিলেন কমলা।
আরও একটা জিনিস কমলার কাছে চেয়ে রেখেছিল বীণা।
একটুখানি পটাসিয়াম সায়ানাইড।
সে-কথা শুনে সামান্য কয়েক মুহূর্ত প্রশ্নভরা চোখে তাকিয়ে রইল সুধীর। তারপর খুব ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, “আচ্ছা, আনব।”

***

একটাই শঙ্কা বীণাকে একটু উৎকণ্ঠিত করছিল।
আগ্নেয়াস্ত্র চালানোর কোনও অভিজ্ঞতাই তার ছিল না। রিভলভার দিয়ে কীভাবে কী করতে হয়, কিছুই তার জানা নেই। প্রচেষ্টা ব্যর্থ হলে সে বড়ো লজ্জার ব্যাপার হবে। কমলাদিকে বারবার তাই অনুরোধ করছিল সে, “সময় যে কমে আসছে কমলাদি। একটু প্র্যাকটিস করলে হত না?”

অলংকরণ: সঞ্জীব পাল
-------------------------------------------------------------------

সদ্য প্রকাশিত হয়েছে অন্তরীপ ডিসেম্বর ২০২৩ বিশেষ সংখ্যা 'হে মহাজীবন'। অন্তরীপের এই বিশেষ সংখ্যাটি ভরে রয়েছে বাঙালির মনীষী ও মহীয়সীদের জীবনভিত্তিক ৩টি উপন্যাস, ৪টি ছোটোগল্প, বেশ কিছু কবিতা ও ৪টি সরস বিশেষ নিবন্ধে। আগ্রহী পাঠক নিজ কপিটি আজই সংগ্রহ করুন আপনার নিকটবর্তী সংবাদপত্র, বা পত্রিকা বিক্রয়কেন্দ্র থেকে। কলেজস্ট্রিট বইবাজার ছাড়াও এই সংখ্যাটি পাওয়া যাবে জেলার বিভিন্ন সংবাদপত্র ও পত্রিকা বিক্রেতার কাছে।

মুদ্রিত মূল্য: ১২০.০০ টাকা

অন্তরীপ ডিসেম্বর ২০২৩ 'হে মহাজীবন' বিশেষ সংখ্যাটি ঘরে বসে আকর্ষণীয় ছাড়সহ সংগ্রহ করতে পারেন অন্তরীপের নিজস্ব অনলাইন বিপণি থেকে। লিঙ্ক পাবেন প্রথম মন্তব্যে।


পিছিয়ে থাকা দেশে অলৌকিক বিশ্বকাপ জয়ের প্রথম রাতটি এসেছিল প্রায় চার দশক আগে। আজ মনে হয়, এই চল্লিশ বছরে এক অসামান্য জার্নি...
02/01/2024

পিছিয়ে থাকা দেশে অলৌকিক বিশ্বকাপ জয়ের প্রথম রাতটি এসেছিল প্রায় চার দশক আগে। আজ মনে হয়, এই চল্লিশ বছরে এক অসামান্য জার্নির সাক্ষী হয়ে থাকা গেল। কপিল দেব থেকে যশপ্রীত বুমরাহ, সুনীল গাভাসকার থেকে শুভমান গিল— ভারতীয় ক্রিকেটে এত চরিত্রের আনাগোনা দেখতে দেখতে এখন ভাবি, সত্যিই দেখেছি তো? বাইশ গজে দেখা কয়েকজন অসাধারণ খেলোয়াড় ও কয়েকটি খেলা নিয়ে ক্রিকেট লেখা-খেলার প্রথম ম্যাচ, অনুষ্ঠিত হ'ল এই বইয়ের দুই মলাটের বাউন্ডারির ভিতরে।

ক্রিকেট রোম্যান্সের ব্যালকনি থেকে
অনীশ মুখোপাধ্যায়
প্রচ্ছদনির্মাণ: রাকেশ কুমার বিশ্বাস
প্রচ্ছদচিত্র: আন্তর্জাল-প্রাপ্ত
মূল্য: ২৫০.০০ টাকা
----------------------------------------------------------------------

অন্তরীপের ওয়েবসাইট-এ একটি উল্লেখযোগ্য বদল আমরা এনেছি। এর ফলে ক্রেতা তাঁর অর্ডার ডিটেলস এবং ট্র‍্যাকিং আপডেট অতি সহজেই পেয়ে যাবেন। অন্তরীপের নিজস্ব ওয়েবসাইট থেকে যে-কোনও অর্ডার প্লেস করার সময়ে দয়া করে ওটিপির মাধ্যমে প্রথমে সাইন-আপ করে নিন। বাদবাকি পদ্ধতি আগের মতোই রয়েছে। আপনার অর্ডারটি সহজেই প্লেস করুন, এবং নিজের বাড়িতে বসে অন্তরীপের বইগুলি আকর্ষণীয় ছাড়সহ উপভোগ করুন।
বাড়িতে বসে আকর্ষণীয় ২০-৩০% ছাড়সহ বইটি সংগ্রহ করতে পারেন প্রথম মন্তব্যে দেওয়া লিংক-এ ক্লিক করে।

কবি চণ্ডীদাস তাঁর ভক্তিরস দিয়ে স্বর্গে আরোহণ করতে চাননি, খোঁজেননি কোনও অমর্তলোকের শুদ্ধতা। তাঁর জীবনরসের কাব্য মাটির রসে...
02/01/2024

কবি চণ্ডীদাস তাঁর ভক্তিরস দিয়ে স্বর্গে আরোহণ করতে চাননি, খোঁজেননি কোনও অমর্তলোকের শুদ্ধতা। তাঁর জীবনরসের কাব্য মাটির রসে সজীব। এই মাটির পৃথিবীতেই তাঁর স্বর্গ, শুদ্ধ পার্থিবতার মাঝেই তাঁর চরম মোক্ষের সন্ধান। সে-জন্যে চণ্ডীদাসের কাছে সকল সত্যের বড়ো সত্য হল— ‘মানুষ-সত্য’। তিনি মানুষের কাছে কাব্যের দুয়ার অবাধ করে দিয়েছেন— সেখানে প্রবেশ করে মর-পৃথিবীতেই বাঙালি খুঁজে পেয়েছে এক অচীন জীবন, ছুঁয়েছে অপার স্বর্গ-সুখ।
চণ্ডীদাসের কবি-জীবন তাঁর কাব্য-জীবনের পরিপূরক। সেই প্রেম, ব্যথা, নিবেদন ও আত্মত্যাগের অপূর্ব জীবনকথা ফুটে উঠেছে তন্ময় সরকারের উপন্যাস ‘নিকষিত হেম’-এ। অন্তরীপ ডিসেম্বর ২০২৩-এর বিশেষ সংখ্যা ‘হে মহাজীবন’-এ প্রকাশিত হয়েছে এই উপন্যাসটি।
-------------------------------------------------------------------

সদ্য প্রকাশিত হয়েছে অন্তরীপ ডিসেম্বর ২০২৩ বিশেষ সংখ্যা 'হে মহাজীবন'। অন্তরীপের এই বিশেষ সংখ্যাটি ভরে রয়েছে বাঙালির মনীষী ও মহীয়সীদের জীবনভিত্তিক ৩টি উপন্যাস, ৪টি ছোটোগল্প, বেশ কিছু কবিতা ও ৪টি সরস বিশেষ নিবন্ধে। আগ্রহী পাঠক নিজ কপিটি আজই সংগ্রহ করুন আপনার নিকটবর্তী সংবাদপত্র, বা পত্রিকা বিক্রয়কেন্দ্র থেকে। কলেজস্ট্রিট বইবাজার ছাড়াও এই সংখ্যাটি পাওয়া যাবে জেলার বিভিন্ন সংবাদপত্র ও পত্রিকা বিক্রেতার কাছে।

মুদ্রিত মূল্য: ১২০.০০ টাকা

অন্তরীপ ডিসেম্বর ২০২৩ 'হে মহাজীবন' বিশেষ সংখ্যাটি ঘরে বসে আকর্ষণীয় ছাড়সহ সংগ্রহ করতে পারেন অন্তরীপের নিজস্ব অনলাইন বিপণি থেকে। লিঙ্ক পাবেন প্রথম মন্তব্যে।


বৃহত্তর পাঠক-মহলে জাপানি রহস্যকাহিনির পরিচয় ও জনপ্রিয়তা হিগাশিনোর লেখনীর মাধ্যমে হলেও জাপানে এই ধারার সাহিত্যের প্রচলন উ...
01/01/2024

বৃহত্তর পাঠক-মহলে জাপানি রহস্যকাহিনির পরিচয় ও জনপ্রিয়তা হিগাশিনোর লেখনীর মাধ্যমে হলেও জাপানে এই ধারার সাহিত্যের প্রচলন উনিশ শতকের শেষার্ধ থেকেই শুরু হয়েছে। রুইকো কুরোইওয়া-র 'মুজান' থেকে হিগাশিনোর 'দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স'-এর মধ্যে সময়কালের ব্যবধান একশো ষোলো বছর। এই একশো ষোলো বছরের মধ্যে জাপানে বহু প্রতিভাধর লেখক সৃষ্টি করেছেন বহু অসাধারণ রহস্যকাহিনি ও উপন্যাস। তাদের মধ্যে অবশ্যম্ভাবী রূপেই লক্ষ করা যায় জাপানের নিজস্ব সংস্কৃতি, গল্পকথন, সামাজিক আলো-আঁধার এবং বিচিত্র সব চরিত্রের সমাহার, হিগাশিনোর লেখনীতেও যেমন থাকে।
কিন্তু যে-কোনও কারণেই হোক বৃহত্তর পাঠকবৃত্তে আজও হিগাশিনো-পূর্ববর্তী রহস্যকাহিনিগুলি তেমন প্রচার পায়নি। বাংলায় তো তারা একেবারেই অচেনা। অথচ এইসমস্ত পথপ্রদর্শক কাহিনি ও পথিকৃৎ লেখকদের পথে পদসঞ্চার করেই সৃষ্টি হতে পেরেছে কেইগো হিগাশিনো নামক মহাবিস্ফোরণটির।
তাই অন্তরীপের প্রচেষ্টায় প্রকাশিত হতে চলেছে তিনজন পথিকৃৎ জাপানি রহস্য-লেখকের লেখার একটি প্রতিনিধি স্থানীয় সংকলন। অনুবাদের রয়েছেন একালের বিশিষ্ট লেখক-অনুবাদকরা। অন্তরীপের বিশ্বাস, বাঙালি পাঠক এই সংকলনটিতে খুঁজে পাবেন জাপানি রহস্যকাহিনির মূল স্বাদের অনুভব, গ্রন্থটিকে অবিলম্বেই নিজেদের প্রিয় করে তুলবেন। ৪৭তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলায় প্রকাশিত হতে চলেছে 'উদিত সূর্যের অন্ধকার
(হিগাশিনোপূর্ব জাপানি পথপ্রদর্শন রহস্যকাহিনি সংকলন)' গ্রন্থটি।

‘কবীশ্বরী’ ও ‘নক্ষত্রপ্রভা’ দু’টি আলাদা উপন্যাস। দু’জন আলাদা নারীর কাহিনি। তাঁদের একজন কবিয়াল, অপরজন বিজ্ঞানী। কবিগানের ...
01/01/2024

‘কবীশ্বরী’ ও ‘নক্ষত্রপ্রভা’ দু’টি আলাদা উপন্যাস। দু’জন আলাদা নারীর কাহিনি। তাঁদের একজন কবিয়াল, অপরজন বিজ্ঞানী। কবিগানের আসর একজনের দুনিয়া, আর প্রকৃতির রহস্যসন্ধান অন্যজনের চিন্তনবিশ্ব। দু’জনের মধ্যে পাঁচিল তুলে দাঁড়িয়ে রয়েছে একটি শতক। তবুও অবোধ্য কোনও ম্যাজিকে দুই নারীর কাহিনি হয়তো এসে মিশে যায় এক বিন্দুতে। সমাজ সংসারের সঙ্গে নিয়ত সংঘর্ষে, প্রতিরোধের অদম্য অভিলাষে, নিয়তির অমোঘ পাশাখেলায় সে কাহিনি দু’টি, সে মানুষ দু’টি, সেই নারী দু’জন স্থান-কাল-পাত্রের বিভিন্নতা অতিক্রম করে একে অন্যের প্রতিচ্ছবি হয়ে জেগে থাকে শেষে। এই প্রতিচ্ছবিটি মানুষের ব্যক্তিপরিচয়, লিঙ্গপরিচয়, কালপরিচয় ছাপিয়ে ক্রমে হয়ে ওঠে মহাকালের খাতায় মানবজীবনের চিরকালীন খতিয়ান। এই গ্রন্থে বিবৃত হয়েছে সেই খতিয়ানলেখটিই। ৪৭তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলাতে প্রকাশিত হতে চলেছে 'কবীশ্বরী || নক্ষত্রপ্রভা' গ্রন্থটি।

কবীশ্বরী || নক্ষত্রপ্রভা
অভীক মোহন দত্ত
প্রচ্ছদ: সৌরীশ মিত্র

এই দেশের গ্রাম-গ্রামান্তরে সেই কবে থেকেই ভয় আর ভয়ের আড়ালে লুকিয়ে থাকা তেনাদের গা-ছমছমে উপস্থিতি। দ্রুত অগ্রসরমান নগরায়নে...
31/12/2023

এই দেশের গ্রাম-গ্রামান্তরে সেই কবে থেকেই ভয় আর ভয়ের আড়ালে লুকিয়ে থাকা তেনাদের গা-ছমছমে উপস্থিতি। দ্রুত অগ্রসরমান নগরায়নের তোড়ে সেইসব দেশজ ভয়ের উপাদান ক্রমেই অতীতের হলুদ পাতার আশ্রয়ে চলে যাচ্ছে। তবু, ভয় পেতে আমরা বোধহয় ভালবাসি। অজানার ভয়, অন্ধকারের ভয়। লক্ষণীয় বিষয়, আমাদের ভূতেরা, গ্রাম-গঞ্জের লৌকিক কাহিনিতে প্রাচীনকাল থেকে রয়ে যাওয়া অশরীরিদের জায়গা নিচ্ছে তন্ত্র-মন্ত্র অথবা বিদেশি ‘হরর’; রক্তচোষা ভ্যাম্পায়ার থেকে নেকড়ে-মানব, জম্বিরা। এই মাটির ভূতেরা কোথায় গেল তবে? তেনাদের কথা বলবে কে? চেনা মাটির অচেনা ভয়দের সঙ্গে এবার পরিচয়ের পালা পাঠকদের।
ছ’টি কাহিনি নিয়ে গড়ে উঠেছে ‘চেনা মাটির অচেনা ভয়’ লৌকিক ভয়ের কাহিনি সংকলন, লিখেছেন ছ’জন দক্ষ কাহিনিকার। এই দেশের নানান অঞ্চল থেকে উঠে আসা এই কাহিনিগুলি পাঠকের মনে আমাদের এই দেশের মাটির সঙ্গে সম্পৃক্ত ভয়ালরসের রোমাঞ্চকে পুনরায় সঞ্চারিত করবে, এমনটাই আমাদের বিশ্বাস। চেনা মাটিতে অচেনা ভয়ের আঁচড় দীর্ঘস্থায়ী হোক, এই আশা। ৪৭তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলাতে প্রকাশিত হতে চলেছে ‘চেনা মাটির অচেনা ভয়’ গ্রন্থটি।

অন্তরীপ ডিসেম্বর ২০২৩ (হে মহাজীবন) সংখ্যায় কৌশিক মজুমদার লিখিত উপন্যাস 'সিংহদমন' পড়ে তাঁর অনুভূতি একটি সুলিখিত আলোচনা আক...
31/12/2023

অন্তরীপ ডিসেম্বর ২০২৩ (হে মহাজীবন) সংখ্যায় কৌশিক মজুমদার লিখিত উপন্যাস 'সিংহদমন' পড়ে তাঁর অনুভূতি একটি সুলিখিত আলোচনা আকারে প্রকাশ করলেন শ্রী রক্তিম মজুমদার মহাশয়। আলোচককে ধন্যবাদ জানিয়ে তাঁর আলোচনাটি এখানে দেওয়া হল।

🍁পাঠ প্রতিক্রিয়া: সিংহদমন (কৌশিক মজুমদার)
🍁অন্তরীপ / ডিসেম্বর ২০২৩
🍁মুদ্রিত মূল্য: ১২০ টাকা

ম্যাগাজিনটা হাতে পাওয়ার পর একটু উল্টেপাল্টে দেখলাম । প্রিয় ম্যাগাজিন । বছর শেষের আয়োজন , "হে মহাজীবন..." । সমাজের সর্বাঙ্গীন পচন আর মূল্যবোধ অবক্ষয়ের এই যুগে দাঁড়িয়ে নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ । পাতা উল্টে হাতে ঠেকলো সম্পাদকীয় । "বাণী-সংকলন বা কর্মকান্ডের শুষ্ক পর্যালোচনা নয় । অন্তরীপের এই বিশেষ সংখ্যাটি ভরে রয়েছে বাঙালির মনীষী ও মহীয়সীদের জীবনভিত্তিক উপন্যাস , গল্প , কবিতা ও সরস প্রবন্ধে ।"

আর এই প্রতিশ্রুতি যে শুধুমাত্র হাওয়ায় ছড়িয়ে দেওয়া বুলি নয়, তা শুরুতেই প্রমাণ করে দেখিয়েছে অন্তরীপ । লেখক কৌশিক মজুমদারের "সিংহদমন" উপন্যাস সম্বন্ধে আমার ব্যক্তিগত অভিমত সে কথাই বলে ।

কর্নেল সুরেশ বিশ্বাস । অস্বীকার করার উপায় নেই , কীর্তিমান এই মানুষটির সম্পর্কে এক তিল পূর্ব ধারণা ছিলো না । 'হেড পিস্'-এ চোখ বুলিয়ে নেহাতই এক " লায়ন টেমার" মানুষের কল্পিত চিত্র মাথায় রেখে পড়তে শুরু করি...

মারাত্মক হোঁচট খেলাম । "উপোদ্‌ঘাত" অংশটুকুতেই , উপন্যাস শুরুর পূর্বের কল্পিত চিত্র ভেঙে খান খান হয়ে গেলো । মুখোমুখি হলাম , নির্ভীক , কূট-বুদ্ধি সম্পন্ন এক প্রবল ব্যক্তিত্বের । আকস্মিকতায় , নিজের অজান্তেই চেয়ারে এলিয়ে থাকা মেরুদন্ড সোজা হয়ে গেলো ।

উপন্যাসের বাকি অংশে ঠিক একই রকম টানটান থাকতে হলো । এমন এক চরিত্রকে প্রত্যক্ষ করলাম , যিনি পরিত্রাণের সমস্ত পথ বন্ধ হয়ে যাবার পর , নিজের পথ নিজেই তৈরি করে নিয়েছেন । নিপুণ তুলির টানে , এক ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবন উপাদান নিয়ে লেখা রোমাঞ্চকর ইতিহাস , বায়োস্কোপের পর্দার মতো ফুটে উঠলো দৃশ্যপটে । অনায়াসে উপন্যাস শেষ করে ফেললাম 'ওয়ান সিটিং'য়ে ।

লেখকের ভাষায় এটি একটি ইতিহাস আশ্রয়ী কাল্পনিক উপন্যাস । টানটান এই উপন্যাসটি একদমে পড়ে ওঠার পর মনে হলো , কল্পনার ঘটনাগুলো যেন ঠিক একইভাবে ঘটে গিয়েছিলো সুদূর অতীতে । শুধুমাত্র প্রামাণ্য দলিলটুকুই হারিয়ে গেছে , এই যা...

সুলেখক কৌশিক মজুমদার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই । ছিমছাম , নির্মেদ লেখাকেও কিভাবে তথ্যপূর্ণ করে তুলতে হয় , তা বোধহয় কৌশিক বাবুই জানেন । তবে উপন্যাসের শেষাংশে গতি কিছুটা বেড়ে গিয়েছিলো বলে মনে হলো । আবার এমনও হতে পারে, আর অতিরিক্ত দু'একটা পাতা মোহাবিষ্ট হয়ে থাকতে চেয়েছিলাম !

উপন্যাসের শেষে কেন জানিনা ম্যাসন সিরিজের গণপতির কথা মনে পড়লো । প্রথমে বুঝতে পারিনি । পরে বুঝলাম ।

কৌশিক বাবু-ও জাদুকর । অক্ষরের জাদুকর । লেখার ঠাস বুনোটে পাঠককে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখার ক্ষমতা রাখেন ।
-------------------------------------------------------------------

সদ্য প্রকাশিত হয়েছে অন্তরীপ ডিসেম্বর ২০২৩ বিশেষ সংখ্যা 'হে মহাজীবন'। অন্তরীপের এই বিশেষ সংখ্যাটি ভরে রয়েছে বাঙালির মনীষী ও মহীয়সীদের জীবনভিত্তিক ৩টি উপন্যাস, ৪টি ছোটোগল্প, বেশ কিছু কবিতা ও ৪টি সরস বিশেষ নিবন্ধে। আগ্রহী পাঠক নিজ কপিটি আজই সংগ্রহ করুন আপনার নিকটবর্তী সংবাদপত্র, বা পত্রিকা বিক্রয়কেন্দ্র থেকে। কলেজস্ট্রিট বইবাজার ছাড়াও এই সংখ্যাটি পাওয়া যাবে জেলার বিভিন্ন সংবাদপত্র ও পত্রিকা বিক্রেতার কাছে।

মুদ্রিত মূল্য: ১২০.০০ টাকা

অন্তরীপ ডিসেম্বর ২০২৩ 'হে মহাজীবন' বিশেষ সংখ্যাটি ঘরে বসে আকর্ষণীয় ছাড়সহ সংগ্রহ করতে পারেন অন্তরীপের নিজস্ব অনলাইন বিপণি থেকে। লিঙ্ক পাবেন প্রথম মন্তব্যে।


অন্তরীপ ডিসেম্বর ২০২৩ (হে মহাজীবন) সংখ্যার কিছু অংশ পড়ে তাঁর ভালো লাগার কথা একটি সুলিখিত আলোচনা আকারে প্রকাশ করলেন শ্রী ...
30/12/2023

অন্তরীপ ডিসেম্বর ২০২৩ (হে মহাজীবন) সংখ্যার কিছু অংশ পড়ে তাঁর ভালো লাগার কথা একটি সুলিখিত আলোচনা আকারে প্রকাশ করলেন শ্রী অগ্নিভ কুণ্ডু মহাশয়। আলোচককে ধন্যবাদ জানিয়ে তাঁর আলোচনাটি এখানে দেওয়া হল।

অন্তরীপ (ডিসেম্বর ২০২৩)
দাম: ১২০ টাকা

----------------------------------------------------

সূচিপত্র আর প্রচ্ছদ দেখে আগেই আকর্ষিত হয়েছিলাম, কেনার পর বুঝলাম সংখ্যাটা সর্বার্থেই দারুণ, ফাটাফাটি! পুরোটা পড়ে উঠতে না পারলেও যেটুকু পড়েছি তাতে তৃপ্ত।

-----------------------------------------------------------

বেঙ্গল কেমিক্যাল: প্রফুল্লচন্দ্রের মানসপুত্র
অনির্বাণ চন্দ (প্রবন্ধ)

ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসে মনমতো কাজ করার সুযোগ না পেয়ে প্রফুল্লচন্দ্রের ধীরে ধীরে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল জগতে পদার্পণের গল্প উঠে এসেছে অনির্বাণবাবুর লেখায়। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠা, অর্থনৈতিক সংগ্রাম, প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ভারতীয় সমাজ ও অর্থনীতিতে প্রভাব, সমৃদ্ধি, প্রফুল্লচন্দ্রের নাইটহুডপ্রাপ্তি, অতঃপর ধীর লয়ে বেঙ্গল কেমিক্যালের অবক্ষয়ের ইতিহাস সংক্ষেপে বর্ণিত।

-----------------------------------------------------------

এক অনাথ ও এক যোদ্ধাগায়কের কাহিনি
দেবজ্যোতি ভট্টাচার্য (ছোট গল্প)

বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধের শেষে খানসেনাদের প্রতিহিংসার বলি হয় জয়দেব শায়ের পুরো পরিবার। লালন ফকিরের অনুগামী এই পরিবারের অকালমৃত্যুর পর জয়দেবের বেড়ে ওঠা আমেরিকায় ইউনাইটেড নেশনসের এক কর্মীর পরিবারে। ছোটবেলায় চোখের সামনে দেখা খানসেনাদের সেই নারকীয় হত্যাকাণ্ডের সময়ে তার পরিবার বাধা দেওয়ার চেষ্টা করেনি একটুও! মেনে নিয়েছিল এই মৃত্যু! কেন? এর উত্তর খুঁজতে গিয়ে জয়দেবের শেষ পর্যন্ত কোন উপলব্ধি হল সেই নিয়েই গল্প।

----------------------------------------------------------

সিংহদমন
কৌশিক মজুমদার (উপন্যাস)

সুরেশ বিশ্বাস ছিলেন প্রথম বাঙালি যিনি ইউরোপিয়ান সার্কাসে সিংহের খেলা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন পাশ্চাত্যে। এটুকুতে শেষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন অভিজ্ঞতার ঝুলিসহ তিনি ব্রাজিলীয় সেনাবাহিনীর অন্যতম উচুঁ পদে প্রথম কোন বিদেশি হিসেবে সাহসিকতা ও বীরত্বের ছাপ রাখেন সার্কাসজীবনের বাইরে। এহেন বীর বাঙালির জীবনীর উপর গবেষণা ও কল্পনার মিশ্রণে গতিময় এক উপন্যাস উপহার দিয়েছেন কৌশিকবাবু। সুরেশের জীবনসংগ্রাম পাঠকের মনে আলোড়ন ফেলবে তা বলাই বাহুল্য। দারুণ!

----------------------------------------------------------

বেদনার সৌন্দর্যময় উদ্ধার ও কান্তকবির গান
তমাল বন্দ্যোপাধ্যায় (প্রবন্ধ)

রজনীকান্ত সেনের বিভিন্ন গীতিকবিতার কথার অন্তর্নিহিত অর্থ উদ্ধার করতে গিয়ে তমালবাবু উপলব্ধি করেছেন বেদনা, বিষণ্ণতা ও ভক্তির সংশ্লেষণ কিভাবে এতকাল ঋদ্ধ করেছে বাঙালি পাঠকশ্রোতাদের। রবিকবি বা অতুলপ্রসাদের লেখনীর সাথে তুলনামূলক আলোচনার পাশাপাশি কান্তকবির জীবনদর্শনেরও একটা চিত্র পরিষ্কার ফুটে উঠেছে মৃদুগম্ভীর ভাষায়। আমার মত চরম নির্বোধ পাঠকের কাছে এরকম লেখা নতুন করে ভাবতে শেখায়, কিছুক্ষণের জন্য হলেও নির্বাক করে দেয়।

------------------------------------------------------------

শ্রীমধুসূদন
রাজা ভট্টাচার্য (কবিতা)

মাইকেল মধুসূদন দত্তের দ্বিশতজন্মবার্ষিকী উপলক্ষ্যে একবছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ওঁর (এবং আমারও) একসময়ের বিদ্যাআরাধনার স্থান হিন্দু স্কুল। অমিত্রাক্ষর ছন্দে লেখা কবিতাটির মাধ্যমে রাজাবাবু নিজে প্রণাম জানিয়েছেন মধুকবিকে, এক অর্বাচীন পাঠককেও কিছুক্ষণ স্থির করিয়ে রেখেছেন। কবিতাটি স্বয়ং কবির মুখ থেকে আবৃত্তিরূপে শোনবার আবদার রইলো মধুকবির জন্মদিনে।
------------------------------------------------------------------

সদ্য প্রকাশিত হয়েছে অন্তরীপ ডিসেম্বর ২০২৩ বিশেষ সংখ্যা 'হে মহাজীবন'। অন্তরীপের এই বিশেষ সংখ্যাটি ভরে রয়েছে বাঙালির মনীষী ও মহীয়সীদের জীবনভিত্তিক ৩টি উপন্যাস, ৪টি ছোটোগল্প, বেশ কিছু কবিতা ও ৪টি সরস বিশেষ নিবন্ধে। আগ্রহী পাঠক নিজ কপিটি আজই সংগ্রহ করুন আপনার নিকটবর্তী সংবাদপত্র, বা পত্রিকা বিক্রয়কেন্দ্র থেকে। কলেজস্ট্রিট বইবাজার ছাড়াও এই সংখ্যাটি পাওয়া যাবে জেলার বিভিন্ন সংবাদপত্র ও পত্রিকা বিক্রেতার কাছে।

মুদ্রিত মূল্য: ১২০.০০ টাকা

অন্তরীপ ডিসেম্বর ২০২৩ 'হে মহাজীবন' বিশেষ সংখ্যাটি ঘরে বসে আকর্ষণীয় ছাড়সহ সংগ্রহ করতে পারেন অন্তরীপের নিজস্ব অনলাইন বিপণি থেকে। লিঙ্ক পাবেন প্রথম মন্তব্যে।


রাক্ষস ও সুন্দরী এ কাহিনি এই বাংলার এক প্রবাসী পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হলেও বাংলার মাটি ছাড়িয়ে তার প্রেক্ষাপট সমুদ্...
29/12/2023

রাক্ষস ও সুন্দরী

এ কাহিনি এই বাংলার এক প্রবাসী পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হলেও বাংলার মাটি ছাড়িয়ে তার প্রেক্ষাপট সমুদ্রবেষ্টিত লাক্ষাদ্বীপ। কথিত আছে, সেই এলাকার সমুদ্রে এক আশ্চর্য জীবের বাস। দ্বীপবাসীদের বিশ্বাস, সে এক সামুদ্রিক জ্বিন। এক সুবিশাল কাষ্ঠখণ্ড হয়ে সমুদ্রে ভেসে বেড়ানো সেই অপদেবতা কোনও দ্বীপে এসে পৌঁছোলে, যদি কোনও যুবতী তাকে স্পর্শ করে তবে সে নাকি মানুষের রূপ পায়। তারপর দ্বীপবাসীদের রক্তমাংসে নিজের পুষ্টিসাধনের শেষে ওই প্রেমিকা হয় তার শেষ আহার। তারপর ফের কাষ্ঠখণ্ডে বদলে গিয়ে সে ভেসে যায় সমুদ্রের গভীরে, আরও দূরের কোনও শিকারের সন্ধানে। এইভাবে অনাদি অনন্তকাল তার জীবনচক্র চলেছে। তার নাম ‘বেরী’। এই বেরীর এক জীবিত বাঙালি প্রেমিকার সঙ্গে দেখা হয়ে যায় গল্পকথকের। তারপর কী হয়? বেরীর গল্প কি কিংবদন্তি নাকি সত্যি? প্রকৃতির অসীম রহস্য কি সমুদ্রের চেয়েও গভীর আর অপার?

------------------------------------------------------------------
এই দেশের গ্রাম-গ্রামান্তরে সেই কবে থেকেই ভয় আর ভয়ের আড়ালে লুকিয়ে থাকা তেনাদের গা-ছমছমে উপস্থিতি। লক্ষণীয় বিষয়, আমাদের দেশজ ভূতেরা, গ্রাম-গঞ্জের লৌকিক কাহিনিতে প্রাচীনকাল থেকে রয়ে যাওয়া অশরীরিদের জায়গা নিচ্ছে রক্তচোষা ভ্যাম্পায়ার থেকে নেকড়ে-মানব, জম্বিরা। এই মাটির ভূতেরা কোথায় গেল তবে? তেনাদের কথা বলবে কে? চেনা মাটির অচেনা ভয়দের সঙ্গে এবার পরিচয়ের পালা পাঠকদের।
ছ’টি কাহিনি নিয়ে গড়ে উঠেছে ‘চেনা মাটির অচেনা ভয়’ লৌকিক ভয়ের কাহিনি সংকলন, লিখেছেন ছ’জন দক্ষ কাহিনিকার। এই দেশের নানান অঞ্চল থেকে উঠে আসা এই কাহিনিগুলি পাঠকের মনে আমাদের এই দেশের মাটির সঙ্গে সম্পৃক্ত ভয়ালরসের রোমাঞ্চকে পুনরায় সঞ্চারিত করবে, এমনটাই আমাদের বিশ্বাস। চেনা মাটিতে অচেনা ভয়ের আঁচড় দীর্ঘস্থায়ী হোক, এই আশা। বইমেলাতে প্রকাশিত হতে চলেছে ‘চেনা মাটির অচেনা ভয়’ গ্রন্থটি। শীঘ্রই বিস্তারিত জানানো হবে।

বাঙালি মনীষার সশ্রদ্ধ উদ্‌যাপনআজ এক যুগসন্ধিক্ষণে উপনীত আমাদের জাতি, আমাদের দেশ, আমাদের একলা শ্যামলা গ্ৰহখানি।    পুরোনো...
29/12/2023

বাঙালি মনীষার সশ্রদ্ধ উদ্‌যাপন

আজ এক যুগসন্ধিক্ষণে উপনীত আমাদের জাতি, আমাদের দেশ, আমাদের একলা শ্যামলা গ্ৰহখানি।
পুরোনো যুগের ইট-কাঠ-পাথর খসে পড়ছে সময়ের প্রচণ্ড প্রহারে। আবার নতুনের আগমনের পদক্ষেপ এখনও দৃঢ় নয়, সমাজের নবীন যাত্রাপথ এখনও অজ্ঞাত, অসংজ্ঞাত। পুরোনো আচার সংস্কার মূল্যবোধের প্রয়োজনীয়তা কমে আসছে কিন্তু নতুনের উচ্ছ্বাস প্রকাশের আয়োজন শিকড় চারিয়ে দিতে পারেনি জীবনের সর্বক্ষেত্রে।
এ কথা অস্বীকার করার উপায় নেই, হৃদয়ে অতীতের ছায়া আর চোখে ভবিষ্যতের হাতছানি নিয়ে আজ এই বর্তমানে আমরা সকলেই কমবেশি দ্বিধাগ্ৰস্ত। সঠিক যাপনপথের সন্ধানে রত।
আমাদের মনে হয়েছে এই সময়ে আমাদের দিশা দেখাতে পারে একমাত্র পূর্বজদের আশীর্বাদ, কীর্তিমানদের যাপিত জীবন থেকে উৎসারিত অনুপ্রেরণা।

বাঙালির ইতিহাসে কীর্তিমান মানুষের অভাব নেই, অভাব নেই মহৎ জীবনগাথার। আজ সময়ের এই প্রদোষক্ষণে তাঁদের কয়েকজনের জীবনের আলোয় ভবিষ্যতের যাপনপথটি উজ্জ্বল করে তোলার আশা রেখেছে অন্তরীপ। এই দ্বিধাদ্বন্দ্বদীর্ণ বছরের শেষে তাই অন্তরীপের বিশেষ সংখ্যার উদ্যোগ ‘হে মহাজীবন’।
বাণী-সংকলন বা কর্মকাণ্ডের শুষ্ক পর্যালোচনা নয়। অন্তরীপের এই বিশেষ সংখ্যাটি ভরে রয়েছে বাঙালির মনীষী ও মহীয়সীদের জীবনভিত্তিক উপন্যাস, গল্প, কবিতা ও সরস প্রবন্ধে।
সাহিত্যের এই মহা-আয়োজনে মহাজীবনের উদ্‌যাপন হয়েছে সামাজিক সাম্য-ভালোবাসা-দুঃসাহসী বন্ধনহীনতা-উচ্চকিত প্রতিবাদের।

অন্তরীপ চায় মহাজীবনের এইসব আলোকবর্তিকা দিশারি হয়ে উঠুক সাধারণের ধূসর বর্তমানে— এই আয়োজনের সাফল্য বুঝি সেখানেই রাখা।

------------------------------------------------------------------

সদ্য প্রকাশিত হয়েছে অন্তরীপ ডিসেম্বর ২০২৩ বিশেষ সংখ্যা 'হে মহাজীবন'। অন্তরীপের এই বিশেষ সংখ্যাটি ভরে রয়েছে বাঙালির মনীষী ও মহীয়সীদের জীবনভিত্তিক ৩টি উপন্যাস, ৪টি ছোটোগল্প, বেশ কিছু কবিতা ও ৪টি সরস বিশেষ নিবন্ধে। আগ্রহী পাঠক নিজ কপিটি আজই সংগ্রহ করুন আপনার নিকটবর্তী সংবাদপত্র, বা পত্রিকা বিক্রয়কেন্দ্র থেকে। কলেজস্ট্রিট বইবাজার ছাড়াও এই সংখ্যাটি পাওয়া যাবে জেলার বিভিন্ন সংবাদপত্র ও পত্রিকা বিক্রেতার কাছে।

মুদ্রিত মূল্য: ১২০.০০ টাকা

অন্তরীপ ডিসেম্বর ২০২৩ 'হে মহাজীবন' বিশেষ সংখ্যাটি ঘরে বসে আকর্ষণীয় ছাড়সহ সংগ্রহ করতে পারেন অন্তরীপের নিজস্ব অনলাইন বিপণি থেকে। লিঙ্ক পাবেন প্রথম মন্তব্যে।


প্রকাশিত হল অন্তরীপের ডিসেম্বর ২০২৩ বিশেষ সংখ্যা 'হে মহাজীবন'। অন্তরীপের এই বিশেষ সংখ্যাটি ভরে রয়েছে বাঙালির মনীষী ও মহ...
27/12/2023

প্রকাশিত হল অন্তরীপের ডিসেম্বর ২০২৩ বিশেষ সংখ্যা 'হে মহাজীবন'। অন্তরীপের এই বিশেষ সংখ্যাটি ভরে রয়েছে বাঙালির মনীষী ও মহীয়সীদের জীবনভিত্তিক ৩টি উপন্যাস, ৪টি ছোটোগল্প, বেশ কিছু কবিতা ও ৪টি সরস বিশেষ নিবন্ধে। আগ্রহী পাঠক নিজ কপিটি আজই সংগ্রহ করুন আপনার নিকটবর্তী সংবাদপত্র, বা পত্রিকা বিক্রয়কেন্দ্র থেকে। কলেজস্ট্রিট বইবাজার ছাড়াও এই সংখ্যাটি পাওয়া যাবে জেলার বিভিন্ন সংবাদপত্র ও পত্রিকা বিক্রেতার কাছে।

মুদ্রিত মূল্য: ১২০.০০ টাকা

অন্তরীপ ডিসেম্বর ২০২৩ 'হে মহাজীবন' বিশেষ সংখ্যাটি ঘরে বসে আকর্ষণীয় ছাড়সহ সংগ্রহ করতে পারেন অন্তরীপের নিজস্ব অনলাইন বিপণি থেকে। লিঙ্ক পাবেন প্রথম মন্তব্যে।


বাঙালির ইতিহাসে কীর্তিমান মানুষের অভাব নেই, অভাব নেই মহৎ জীবনগাথার। আজ সময়ের এই প্রদোষক্ষণে তাঁদের কয়েকজনের জীবনের আলো...
25/12/2023

বাঙালির ইতিহাসে কীর্তিমান মানুষের অভাব নেই, অভাব নেই মহৎ জীবনগাথার। আজ সময়ের এই প্রদোষক্ষণে তাঁদের কয়েকজনের জীবনের আলোয় ভবিষ্যতের যাপনপথটি উজ্জ্বল করে তোলার আশা রেখেছে অন্তরীপ। এই দ্বিধাদ্বন্দ্বদীর্ণ বছরের শেষে তাই অন্তরীপের বিশেষ সংখ্যার উদ্যোগ ‘হে মহাজীবন’।
বাণী-সংকলন বা কর্মকাণ্ডের শুষ্ক পর্যালোচনা নয়। অন্তরীপের এই বিশেষ সংখ্যাটি ভরে রয়েছে বাঙালির মনীষী ও মহীয়সীদের জীবনভিত্তিক উপন্যাস, গল্প, কবিতা ও সরস প্রবন্ধে।
সাহিত্যের এই মহা-আয়োজনে মহাজীবনের উদ্‌যাপন হয়েছে সামাজিক সাম্য-ভালোবাসা-দুঃসাহসী বন্ধনহীনতা-উচ্চকিত প্রতিবাদের।

অন্তরীপ চায় মহাজীবনের এইসব আলোকবর্তিকা দিশারি হয়ে উঠুক সাধারণের ধূসর বর্তমানে— এই আয়োজনের সাফল্য বুঝি সেখানেই।

অন্তরীপ ডিসেম্বর ২০২৩ (হে মহাজীবন)
মূল্য: ১২০.০০ টাকা

-------------------------------------------------------------------

এই সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে অন্তরীপের ডিসেম্বর ২০২৩ বিশেষ সংখ্যা 'হে মহাজীবন'। অন্তরীপের এই বিশেষ সংখ্যাটি ভরে রয়েছে বাঙালির মনীষী ও মহীয়সীদের জীবনভিত্তিক ৩টি উপন্যাস, ৪টি ছোটোগল্প, বেশ কিছু কবিতা ও ৪টি সরস বিশেষ নিবন্ধে। আগ্রহী পাঠক নিজ কপিটি সংগ্রহ করতে আপনার নিকটবর্তী সংবাদপত্র, বা পত্রিকা বিক্রয়কেন্দ্র অগ্রিম জানিয়ে রাখুন। কলেজস্ট্রিট বইবাজার ছাড়াও এই সংখ্যাটি পাওয়া যাবে জেলার বিভিন্ন সংবাদপত্র ও পত্রিকা বিক্রেতার কাছে।


অদিতি সরকারের লেখনীর সঙ্গে আমরা সকলেই সুপরিচিত। অন্তরীপের শারদীয় সংখ্যাগুলিতে পরস্পর তিনবছর প্রকাশিত লেখিকার ‘হাজার টাকা...
23/12/2023

অদিতি সরকারের লেখনীর সঙ্গে আমরা সকলেই সুপরিচিত। অন্তরীপের শারদীয় সংখ্যাগুলিতে পরস্পর তিনবছর প্রকাশিত লেখিকার ‘হাজার টাকার বউ’, ‘পেটচুক্তি’, এবং ‘কমলা নৃত্য করে’ ইতিমধ্যে বহুজন-আলোচিত ও প্রশংসিত। নারীচরিত্র ও নারীমনকেন্দ্রিক উপন্যাসের ক্ষেত্রে তাঁর কলম যে ঠিক কতটা শক্তিশালী তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। ভারতের বিভিন্ন অঞ্চল ও প্রদেশের বিপন্ন নারীজীবনের অভিঘাতপূর্ণ কাহিনি বারবার তাঁর কলমে ফুটে উঠেছে।
‘নিয়ে যাও নিয়ে যাও বালিকা’— এই আখ্যানের কেন্দ্রস্থলে বিপন্ন নারীজীবন।
পটভূমি বাংলা-ঝাড়খণ্ডের সীমান্ত ঘেঁষা এলাকা। যেখানে কালো মাটির নীচে আর ওপরে প্রায় সমান অন্ধকার।
যেখানে জোর যার মুলুক তার।
যেখানে আপনা মাংসে হরিণা বৈরী।
সেই আঁধারপুরীর অতলে লুকোনো এক ভয়াবহ অকল্পনীয় অন্ধকারের গ্রাস থেকে কি কোনওভাবে বার হয়ে আসতে পারবে পরাশ্রিতা বিউটি? অন্ধকারের লোভী হাত থেকে রেহাই পাবে কি মা-বাবার অতি আদরের পুতলি কমলিনী?
নিয়তি কী লিখে রেখেছে ওই বালিকাদের ভাগ্যে?

নিয়ে যাও নিয়ে যাও বালিকা
অদিতি সরকার
প্রচ্ছদ-অঙ্কন: ওঙ্কারনাথ ভট্টাচার্য
প্রচ্ছদ-রঙ: রাকেশ কুমার বিশ্বাস
মুদ্রিত মূল্য: ২৮০.০০ টাকা
----------------------------------------------------------------------

অন্তরীপের ওয়েবসাইট-এ একটি উল্লেখযোগ্য বদল আমরা এনেছি। এর ফলে ক্রেতা তাঁর অর্ডার ডিটেলস এবং ট্র‍্যাকিং আপডেট অতি সহজেই পেয়ে যাবেন। অন্তরীপের নিজস্ব ওয়েবসাইট থেকে যে-কোনও অর্ডার প্লেস করার সময়ে দয়া করে ওটিপির মাধ্যমে প্রথমে সাইন-আপ করে নিন। বাদবাকি পদ্ধতি আগের মতোই রয়েছে। আপনার অর্ডারটি সহজেই প্লেস করুন, এবং নিজের বাড়িতে বসে অন্তরীপের বইগুলি আকর্ষণীয় ছাড়সহ উপভোগ করুন।
বাড়িতে বসে আকর্ষণীয় ২০-৩০% ছাড়সহ বইটি সংগ্রহ করতে পারেন প্রথম মন্তব্যে দেওয়া লিংক-এ ক্লিক করে।

কালনা বইমেলার আজই শেষ দিন। বইমেলার মরশুমে বিগত বেশ কিছুদিনে উৎসাহী পাঠকদের আনাগোনা যেভাবে ধরা পড়েছে আমাদের স্টলে রইল তার...
22/12/2023

কালনা বইমেলার আজই শেষ দিন। বইমেলার মরশুমে বিগত বেশ কিছুদিনে উৎসাহী পাঠকদের আনাগোনা যেভাবে ধরা পড়েছে আমাদের স্টলে রইল তারই কিছু খণ্ডচিত্র।

কালনা বইমেলাতে অন্তরীপের স্টল নম্বর ২৮, আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে অন্তরীপের সমস্ত বই ও পত্রপত্রিকা। অন্তরীপ পাবলিকেশনের নব্যপ্রকাশিত 'কথা বলো, উজান স্রোত', এবং 'বিষের বিষাণ' বইদুটিও পাওয়া যাচ্ছে এই স্টলে। আগ্রহী পাঠকবন্ধুরা আসুন, আপনার পছন্দের বই ও পত্রিকাটি সংগ্রহ করুন।

কালনা বইমেলা ২০২৩
১৭ - ২২ ডিসেম্বর, ২০২৩
স্টল নম্বর- ২৮
স্থান: কোল্ড স্টোরেজ ময়দান
(ইলেকট্রিক সাপ্লাই অফিসের বিপরীতে, কালনা কলেজের নিকট)

22/12/2023

অন্তরীপের নতুন বই

বিষের বিষাণ
দীপিকা মজুমদার
মুদ্রিত মূল্য : ৩২৫
ছাড় মূল্য : ২৫৩

Call/WhatsApp : 081002 61617

উদিত সূর্যের অন্ধকার      আসছে শীঘ্রই...
21/12/2023

উদিত সূর্যের অন্ধকার
আসছে শীঘ্রই...

অন্তরীপ পাবলিকেশনের সম্পূর্ণ নতুন দু'টি বই প্রকাশিত হয়েছে। বইদু'টি দুই ভিন্ন ধারার।     বইদু'টি পাওয়া যাচ্ছে বিভিন্ন অনল...
21/12/2023

অন্তরীপ পাবলিকেশনের সম্পূর্ণ নতুন দু'টি বই প্রকাশিত হয়েছে। বইদু'টি দুই ভিন্ন ধারার।
বইদু'টি পাওয়া যাচ্ছে বিভিন্ন অনলাইন ও অফলাইন পুস্তকবিক্রেতার কাছে। অন্তরীপের নিজস্ব গ্রন্থবিপণী এবং ওয়েবসাইটেও বইদু'টি উপলব্ধ।

▪️বিষের বিষাণ (বিষ-সিরিজ)
দীপিকা মজুমদার

‘বিষের বিষাণ’ রহস্যগল্পের বইটিতে রয়েছে তিনটি গল্প এবং একটি উপন্যাস। কাহিনির নেপথ্যে যেমন রয়েছে বিজ্ঞানের আলো ও অন্ধকার দিক, পাশাপাশি পুলিশি তদন্ত, মানুষের মনের এবং সমাজের জটিল অন্ধকার পিঠটিকেও চিত্রায়িত করা হয়েছে এই গ্রন্থে।

মূল্য: ৩২৫.০০ টাকা

অন্তরীপ বিপণি
দে বুক স্টোর (দীপুদা)
দে'জ
দাস বুক স্টল
রূপায়ণী
অরণ্যমন
শব্দ
বৈভাষিক
পত্রপাঠ
প্ল্যাটফর্ম
অভিযান
গ্রন্থদীপ

অন্তরীপ: https://www.antareep.in/antareep/product/bisher-bishan-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%A3

বইচিত্র: https://boichitro.in/product/bisher-bishan-dipika-majumdar/

বইওয়ালা এক্সপ্রেস: https://www.boiwalaexpress.in/product/bisher-bishan/

---------------------------------------------------------------------

▪️কথা বলো, উজান স্রোত
মৌসুমী পাত্র

কেমন হবে লালফিতের বাহক এক মানবীর জীবনকাহিনি? তাঁদের চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষার রূপ কেমন এই জগদ্দল কাঠামোয়? সম যোগ্যতামানের মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে আসেন তাঁরা, প্রবেশ করেন এই পেশায়, তারপর? কেমন হয় সেই পথচলা? মূলত সেই ভাবনা থেকেই এই উপন্যাসের পৃথিবীর আলো দেখা।

মূল্য: ৩২৫.০০ টাকা

অন্তরীপ বিপণি
দে বুক স্টোর (দীপুদা)
দে'জ
দাস বুক স্টল
রূপায়ণী
অরণ্যমন
শব্দ
বৈভাষিক
পত্রপাঠ
প্ল্যাটফর্ম
অভিযান
গ্রন্থদীপ

অন্তরীপ: https://www.antareep.in/antareep/product/kotha-bolo-ujan-srot

বইচিত্র: https://boichitro.in/product/katha-bolo-ujaan-srot-mousumi-patra/

বইওয়ালা এক্সপ্রেস: https://www.boiwalaexpress.in/product/kotha-bolo-ujan-srot/

কালনা বইমেলা চলছে পূর্ণোদ্যমে। এই বইমেলার মরশুমে উৎসাহী পাঠকদের আনাগোনা যেভাবে ধরা পড়েছে আমাদের স্টলে রইল তারই কিছু খণ্ড...
21/12/2023

কালনা বইমেলা চলছে পূর্ণোদ্যমে। এই বইমেলার মরশুমে উৎসাহী পাঠকদের আনাগোনা যেভাবে ধরা পড়েছে আমাদের স্টলে রইল তারই কিছু খণ্ডচিত্র।

কালনা বইমেলাতে অন্তরীপের স্টল নম্বর ২৮, আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে অন্তরীপের সমস্ত বই ও পত্রপত্রিকা। আগ্রহী পাঠকবন্ধুরা আসুন, আপনার পছন্দের বই ও পত্রিকাটি সংগ্রহ করুন।

কালনা বইমেলা ২০২৩
১৭ - ২২ ডিসেম্বর, ২০২৩
স্টল নম্বর- ২৮
স্থান: কোল্ড স্টোরেজ ময়দান
(ইলেকট্রিক সাপ্লাই অফিসের বিপরীতে, কালনা কলেজের নিকট)

Address

19/2 Radhanath Mallick Lane
Kolkata
700012

Alerts

Be the first to know and let us send you an email when অন্তরীপ Antareep posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অন্তরীপ Antareep:

Videos

Share

Category

Nearby media companies