24/08/2019
একটা দশ বছরের বালক খবরের কাগজ
বিক্রি করে, একদিন একটা বাড়ির গেট বাজাচ্ছে।
বাড়ির মালিক এসে জিজ্ঞাসা করলে কী হয়েছে?
বালক - মাসি, আমি আপনার বাগান সাফ করে
দিবো?
মালিক - না আমার বাগান পরিস্কার করতে হবে না, আজ খবরের কাগজ আনিস নি?
বালক- করুণ সুরে, হাত জোড় করে বললো
প্লিজ আন্টি প্লিজ, আমি ভালো করে পরিষ্কার
করতে পারি , আজ পত্রিকাটি ছাপা হয়নি, গতকাল দশরার ছুটি ছিল।
মালিক - "আচ্ছা ঠিক আছে, কত টাকা নিবি?
বালক - টাকা লাগবে না মাসি,
খাবার দিলেই হবে।
মালিক - ওহ ঠিক আছে ভাল কাজ কর।
দেখে মনে হচ্ছে ছেলেটি দরিদ্র এবং ক্ষুধার্ত।
মালিক- বালক টিকে বললো আই আগে
খাবার খা , পরে কাজ করবি।
বালক- না মাসি আমি প্রথমে কাজ করি
তারপরে খাবার খাবো।
মালিক - ঠিক আছে বলে নিজের কাজে
চলে গেলেন।
বালক - এক ঘন্টা পর এসে বললো মাসি দেখুন
পরিষ্কার-পরিচ্ছন্নতা ঠিকমতো করা হয়েছে কিনা।
মালিক - বাহ! খুব ভাল পরিষ্কার হয়েছে
এখানে বস আমি, খাবার আনি।
মালিক- তাকে খাবার দিলো, খাবার দেওয়ার
সাথে সাথে শিশুটি পকেট থেকে একটা পেকেট
বের করে খাবার টি ঢেলে নিলো।
মালিক - ক্ষুধার্ত বালক টিকে বললো
এখানে বসে খা।
প্রয়োজনে আরও দেবে।
বালক - না মাসি, আমার মা অসুস্থ বাড়িতে
আছেন, আমি সরকারী হাসপাতাল থেকে ওষুধ
এনেছি, কিন্তু ডাঃ সাহেব বলেছেন খালি পেটে
ওষুধ খাওয়া হবে না।
মালিকের চোখে ছলছল জল, চোখ ভিজে গেলো
তাকে মায়ের আদরে পাশে বসিয়ে খাইয়ে
তারপরে তার মায়ের জন্য রুটি বানিয়ে
তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলো।
বাড়ি ফিরে আসার সময় বালকের মাকে বললো
বোন, আপনি খুব ধনী, আপনি আপনার ছেলের
যে সম্পদ দিয়েছেন তা আমরা দিতে পারিনি।
মা আড় চোখে ছেলের দিকে তাকাচ্ছিল…
ছেলে তার অসুস্থ মাকে আঁকড়ে ধরে বসে পড়লো… !!
Editing by..... md Mahafuz