Little Publisher

Little Publisher Publish books and Resell books of other Publishers
(2)

বইয়ের ব্লার্ব  থেকেভারতীয় জীবন দর্শনে ও সংস্কৃতিতে রামায়ণ ও মহাভারত বিশেষ প্রভাব বিস্তার করে রয়েছে। এই মহাকাব্যগুলো ...
11/08/2023

বইয়ের ব্লার্ব থেকে

ভারতীয় জীবন দর্শনে ও সংস্কৃতিতে রামায়ণ ও মহাভারত বিশেষ প্রভাব বিস্তার করে রয়েছে। এই মহাকাব্যগুলো নিয়ে তাই গবেষণা বা লেখালিখির সংখ্যাও কম নয়। তবে তা অনেক ক্ষেত্রেই ধর্মীয়, তাত্ত্বিক কিংবা এর সামাজিক দিককে প্রতিফলিত করেছে।

মহাভারতের কাহিনির ব্যাপ্তি ও বিশালতা আশ্চর্যজনক। শুধুমাত্র কাহিনি নয়, এই আখ্যানে কাহিনির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যুদ্ধ। তাই কাব্য ও আখ্যানের পাশাপাশি যুদ্ধও এই কাব্যের পটভূমিকা নির্মাণ করেছে। বর্তমান গ্রন্থটি মহাভারতের আখ্যান-কাব্যের বিবর্তনের পরিপ্রেক্ষিতে সাবেকি বিশ্বের বিভিন্ন স্থানের জাতিতত্ত্ব, পশুপালন, অর্থশাস্ত্র, ধাতুবিদ্যা, তিরন্দাজি, রথ-শিল্প ও যুদ্ধপ্রক্রিয়ার এক তুলনামূলক অন্বেষণ। সেই সঙ্গে এই যুদ্ধে কারা লিপ্ত হয়েছিল, কেমন করেই বা তারা শামিল হয়েছিল যুদ্ধে এবং মহাকাব্যটি আজ আমাদের হাতে যে রূপে আছে, সেই রূপটি এল কীভাবে— সেই আলোচনাও স্থান পেয়েছে। বাংলা মহাভারত চর্চার ধারায় এই গ্রন্থ এক অমূল্য সংযোজন।

সূচি

পরিচিতি ও প্রবর্তন

মহাকাব্যের আকার, কাঠামো ও বিন্যাস

কুরু-পাঞ্চাল ও পাণ্ডব

উপজাতীয় পরিযাণ

পরিযাণের প্রত্নতাত্ত্বিক চিত্রণ

দ্যূতক্রীড়া

আরণ্যক

যুদ্ধের পুনর্গঠন ১

রথ-যুদ্ধের কৌশল ও বিন্যাস

যুদ্ধের পুনর্গঠন ২

পরিণতি এবং অন্তঃফল

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

নির্দেশিকা

বয়সের হিসেবে 'দীপুদা' র মধ্যে দী মেজভাই। বড়ভাই অবশ্যই পুরী। কিন্তু পুরীর ক্ষেত্রে পূজাচার ধর্মকর্মের প্রয়োজনীয়তাই ছি...
06/08/2023

বয়সের হিসেবে 'দীপুদা' র মধ্যে দী মেজভাই। বড়ভাই অবশ্যই পুরী। কিন্তু পুরীর ক্ষেত্রে পূজাচার ধর্মকর্মের প্রয়োজনীয়তাই ছিল প্রবলতম প্রেরণা। দার্জিলিং প্রকৃতিপ্রধান সন্দেহ নেই; তবে পৃথকভাবে ব্যবসায়িক গুরুত্ব কম নয়। সে হিসেবে দীঘার প্রকৃতিময়তা সম্ভাবনার সঙ্গে মিলেমিশে একাকার। তবে দার্জিলিং-এর আগে দীঘা বিদেশি পর্যটকদের কাছে অবসর যাপনের স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। অতঃপর এর নানানতরো সম্ভাবনার দিক অন্বেষণ অব্যাহত থেকেছে। ১৮ শতকে হেস্টিংস থেকে ২০ শতকের স্নেইথ।

এখন সে ঝাউবনও নেই, নেই সন্ন্যাসী কাঁকড়ার ঝাঁক। চটজলদি রূপ ফেরাতে বালুতটের ইতিউতি জবরদখল করেছে কংক্রিট স্ল্যাব, আহেতুকি চিল্ড্রেন'স পার্ক। হুমড়ি খাওয়া হোটেলারণ্যের হুমকিতে মুখ ফিরিয়ে নিয়েছে দামাল নীল ঢেউও। তবে যাই হোক, দীঘা ছাড়া বাঙালি বাঁচে কী করে? ব্যস্ত জীবনের ফাঁকে। কাঁকে টুক করে দীঘা! প্রথম পিকনিকের স্মৃতি থেকে ছোটবেলার বন্ধুদের ফিরে পাওয়া, উঠতি বয়েসের বেপরোয়া প্রেম থেকে মাঝবয়েসের হিসেবি পরকীয়া, নশিল্পী হাস্য থেকে মোহিনী লাস্য, পয়লা প্রেমে হাফসোল থেকে সুখী গৃহকোণের হিসেবি টালমাটাল- সবেরই ঠিকানা এই সৈকতশহর। দীঘার প্রেক্ষাপটে গল্প- উপন্যাস লেখা হয়েছে। এই শহরকে লোকেশন করে সিনেমা তৈরি হয়েছে। এবার ব্যক্তিগত রংদার স্মৃতি মনের সিন্দুক থেকে ঝেড়ে পুঁছে একগুচ্ছ স্বাদু লেখনীতে সাজানো এই সংকলন।

এমন যে একটা বই আছে, জানা ছিল না। খুব সম্ভবত, ২০০০ সালের পর আর কোনো মুদ্রণ হয় নি। সহজ ভাষায়, ছোট্ট বই, সঙ্গে দেবাশিস দে...
15/04/2023

এমন যে একটা বই আছে, জানা ছিল না। খুব সম্ভবত, ২০০০ সালের পর আর কোনো মুদ্রণ হয় নি। সহজ ভাষায়, ছোট্ট বই, সঙ্গে দেবাশিস দেবের অলংকরণ।

বইয়ের ব্লার্ব থেকে:জন্ম থেকে জীবনের অন্তিম পর্যন্ত (অভাবিত দুর্ভাগ্যের তমসা যাঁর ছায়াসঙ্গিনী, তাকেই সন্ধানী আলোয় নবরূ...
01/04/2023

বইয়ের ব্লার্ব থেকে:

জন্ম থেকে জীবনের অন্তিম পর্যন্ত (অভাবিত দুর্ভাগ্যের তমসা যাঁর ছায়াসঙ্গিনী, তাকেই সন্ধানী আলোয় নবরূপে নবতর আবিষ্কারের প্রয়াস। কেবল রামায়ণের ধ্বনিসাম্যে সীতায়ন নয়, এই ধ্রুপদী উপন্যাস জনকনন্দিনী সীতার জীবন-পরিক্রমার এক আধুনিক গদ্যগাথা

ষষ্ঠত্রিংশতি বর্ষে উপনীতা সীতা তখন সন্তানসম্ভবা। এই অলোকসামান্যা চিরন্তনী সেই মুহূর্তে হোমশিখার মতো পবিত্র মাতৃত্বের বিভায় । বহু আকাঙ্ক্ষিত সুখমরুৎ-এর স্পর্শ অনুভব করছেন তিনি। সহসা প্রজাবন্ধক রাম লোকাপবাদের ভয়ে বৈদেহীকে বিসর্জনের সংকল্প নিলেন। তাঁর আদেশে নৈমিষারণ্যে বাল্মীকির আশ্রমসংলগ্ন একটি স্থানে সীতাকে নির্বাসনে রেখে গেলেন লক্ষণ। গর্ভিণী স্ত্রী ও গর্ভস্থ সন্তানকে উপেক্ষা করে দাশরথি সেদিন রাষ্ট্রতত্ত্বকে উচ্চে স্থান দিয়েছিলেন। কিন্তু সেই আর্য-রাষ্ট্রতত্ত্ব আসলে হৃদয়হীন পুরুষশাসনের আগ্রাসন ও বিবিধ উদ্দেশ্যসাধনের শস্ত্র ছাড়া আর কিছুই নয়। চি দুঃখের পথে চলতে চলতে লব-কুশের জননী এই সত্যটি উপলব্ধি করে হয়ে উঠেছিলেন এক পরিবর্তিত, আত্মনির্ভর, স্বয়ম্প্রভ সীতা। কিন্তু কীভাবে ? কোন তপশ্চর্যায়? তারই নিবিড় আলেখ্য মল্লিকা সেনগুপ্তের এই অভিনব উপন্যাস ।

একটুকরো ছোটবেলা
17/12/2022

একটুকরো ছোটবেলা

ছোটদের ভালো গল্পের বই, দামও সাধ্যের মধ্যে।
13/11/2022

ছোটদের ভালো গল্পের বই, দামও সাধ্যের মধ্যে।

'ছোটদের গদ্য' গড়ে উঠেছে তিনটে কিশোর কাহিনী ‘‌সকালবেলার আলো’‌, ‘‌সুপুরি বনের সারি’‌ ও ‘‌শহর পথের ধুলো’‌ নিয়ে।  সঙ্গে আছ...
29/10/2022

'ছোটদের গদ্য' গড়ে উঠেছে তিনটে কিশোর কাহিনী ‘‌সকালবেলার আলো’‌, ‘‌সুপুরি বনের সারি’‌ ও ‘‌শহর পথের ধুলো’‌ নিয়ে। সঙ্গে আছে 'শব্দ নিয়ে খেলা'; 'কথা নিয়ে খেলা' ও 'বিদ্যাসাগর'।
শঙ্খ ঘোষের ত্রয়ী কিশোর উপন্যাস ছোটদের ঘিরে লেখা ছোটদের জন্য। কাহিনী এগোতে থাকে পদ্মা নদীর ধারে বেড়ে ওঠা এক কিশোরের চলার পথে পথে, দুই বাংলা তখন এক ছিল। ভারী সুন্দর সেই পৃথিবী, কিন্তু তারপর দেশভাগ, অনেকেই ছেড়ে আসতে চাইছে তাদের চিরদিনের দেশ। পিছনে পড়ে থাকছে হারিয়ে যাওয়া কোনো প্রিয়জন, কত প্রিয়ছবি। সে অল্প অল্প করে বুঝে নিচ্ছে যে তাকে চলতে হবে একেবারেই একা।
নিজেদের ভিটেমাটি ছেড়ে মস্ত এক অচেনা কলকাতায় তার পায়ের ধুলো পড়ে। শহরের পথে পথে, আর অলিতেগলিতে, একটু একটু করে সে দেখে নিচ্ছে কত মানুষজন, চোখের সামনে খুলে যাচ্ছে শিল্পের সংস্কৃতির রাজনীতির নতুন কত জগৎ। কৈশোর পার করে সে এগিয়ে চলেছে ছমছমে এক যৌবনের দিকে।

যদিও শঙ্খ ঘোষের আলাদা 'গদ্যসংকলন' পাওয়া যায়, তবুও ঠান্ডা মাথায় পড়ে সাহিত্য ও সংস্কৃতি নিয়ে তাঁর ভাবনা অনুধাবন করার ...
08/10/2022

যদিও শঙ্খ ঘোষের আলাদা 'গদ্যসংকলন' পাওয়া যায়, তবুও ঠান্ডা মাথায় পড়ে সাহিত্য ও সংস্কৃতি নিয়ে তাঁর ভাবনা অনুধাবন করার জন্য এই বর্ইগুলো খুবই মূল্যবান।

নির্মল হোক
05/10/2022

নির্মল হোক

সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা।
01/10/2022

সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা।

পূজাবার্ষিকীগুলোর সঙ্গে এটাও এল।
21/09/2022

পূজাবার্ষিকীগুলোর সঙ্গে এটাও এল।

শিল্পী রামকিঙ্কর নিয়ে বেশি কিছু বলা বাহুল্য। তাকে নিয়ে দুটো বই শুধু এখানে রাখছি।শিল্পী রামকিঙ্কর: আলাপচারিসোমেন্দ্রনাথ ব...
16/09/2022

শিল্পী রামকিঙ্কর নিয়ে বেশি কিছু বলা বাহুল্য। তাকে নিয়ে দুটো বই শুধু এখানে রাখছি।
শিল্পী রামকিঙ্কর: আলাপচারি
সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

রামকিঙ্কর আধুনিক ভারতের শ্রেষ্ঠ ভাস্কর এবং অন্যতম শ্রেষ্ঠ চিত্রী।

শান্তিনিকেতন, দিল্লী ও কলকাতায় তাঁর যে সৃষ্টিগুলি ছড়িয়ে পড়েছে তার সঙ্গে শিল্পানুরাগী সমাজের পরিচয় আছে। বিশেষত শান্তিনিকেতনে খোলা আকাশের নীচে তাঁর ভাস্কর্যগুলি বহুজন পরিচিত। বাংলায়, বাংলার বাইরে এবং ভারতের বাইরেও আজ দূরবিস্তৃত তাঁর খ্যাতি।

ব্যক্তিত্বের অসামান্য স্বকীয়তাও রামকিঙ্কর নামটির আকর্ষণকে অতিরিক্ত মাত্রা দিয়েছে। আত্মভোলা, সৃষ্টিমগ্ন, খ্যাতি অখ্যাতিতে উদাসীন, সংগীত ও নাটক-পাগল, আড্ডাপ্রিয় এই মানুষটি আজ কিংবদন্তীতে পরিণত।

কিন্তু রামকিঙ্করের যে একটি চিন্তার জগৎ আছে যা রীতিমতো ঋদ্ধ, গভীর এবং ব্যাপক এ কথা অনেকেরই অজানা। ব্যক্তিগত নিবিড় পরিচয়ে কাছে আসা শিল্পী-বন্ধু, অন্তরঙ্গ সুহৃদ এবং ছাত্রছাত্রীদের কেউ কেউ তার খোঁজ পেয়েছেন। কিন্তু সেই গণ্ডীর বাইরের অথবা উত্তরকালের মানুষ এর সন্ধান পাবেন না। কেন না রামকিঙ্কর সতীর্থ বিনোদ বিহারীর মতো কলম ধরেননি কখনও।

লেখকের এই অনুভব থেকেই এ গ্রন্থের জন্ম। রামকিঙ্করের সঙ্গে লেখকের প্রায় চল্লিশ বছরের ঘনিষ্ঠ সম্বন্ধ। সেই নিবিড় পরিচয়ের পটভূমিকায় শিল্পীর সঙ্গে বৎসরাধিককালব্যাপী বৈঠকে অন্তরঙ্গ আলোচনাই এ গ্রন্থে ঐকান্তিক যত্নে উপস্থাপিত।
দে'জ, ১৬০ পাতা, ২০ পাতায় শিল্পীর কিছু কাজের ছবি।

আর

আমি চাক্ষিক, রূপকার মাত্র
রামকিঙ্কর বেইজ

বিশ শতকের প্রথম ভাগে এদেশে শিল্পকলার ক্ষেত্রে আধুনিকতার সূচনা হয়েছিল যাঁদের হাত ধরে, রামকিঙ্কর বেইজ তাঁদের অন্যতম। চিত্রকলা এবং ভাস্কর্য, উভয় মাধ্যমেই তাঁর কাজের পরিমাণ ও গুণমান বিস্ময়কর।
রামকিঙ্করকে বোঝার জন্য তাঁর কাজই যে বার-বার দেখতে হবে, বহু বার বহু সময় নিয়ে দেখতে হবে, তা বলাই বাহুল্য। সেই সঙ্গে ভালো হয় যদি তাঁর শিল্পদৃষ্টি ও শিল্পচিন্তা সম্পর্কেও খানিক ধারণা থাকে।
এই বইয়ে সংকলিত তাঁর নিজের পাঁচটি রচনা, একটি বক্তৃতার বয়ান, কয়েকটি চিঠি, চারটি সাক্ষাৎকার, এবং সেই সঙ্গে কয়েকটি সাক্ষাৎকারের বয়ান ভেঙে বিষয় অনুযায়ী সাজিয়ে তৈরি করা একটি রচনায় মনে হয় সে-ধারণা তৈরির ক্ষেত্রে কিছুটা সাহায্য মিলবে।
বইপত্তর
১১০ পৃষ্ঠা

পাঠকের পড়ার ঘরে।
15/09/2022

পাঠকের পড়ার ঘরে।

দুটো বই, যাঁরা লেখক, তাঁরা অনেকদিন ধরেই লেখালেখি করেন।কিন্তু, এই দু'জনেই আসলে, আদতে পাঠক, প্রচুর পড়েন। তাঁদের সেই পাঠাভ্...
27/08/2022

দুটো বই, যাঁরা লেখক, তাঁরা অনেকদিন ধরেই লেখালেখি করেন।
কিন্তু, এই দু'জনেই আসলে, আদতে পাঠক, প্রচুর পড়েন। তাঁদের সেই পাঠাভ্যাসের আভাস আমরা পাব, তাঁদের লেখা এই বইদুটো পড়ে।

অবলোকনকথা: চয়ন সমাদ্দার
প্রকাশক: ঋত প্রকাশন

গোদাদোরাস: দেবাশিস মৈত্র
প্রকাশক: বার্ডউইং

এখনকার সাহিত্যিকদের লেখায় ভরা উল্লেখযোগ্য পুজোবার্ষিকী পত্রিকা।
27/08/2022

এখনকার সাহিত্যিকদের লেখায় ভরা উল্লেখযোগ্য পুজোবার্ষিকী পত্রিকা।

নতুন সংস্করণের দাম ৮৫০ টাকা।
21/08/2022

নতুন সংস্করণের দাম ৮৫০ টাকা।

প্রথম খন্ড এই মূহুর্তে হাতে নেই। কিন্তু, এই সমগ্র আসলেই দারুণ।
19/08/2022

প্রথম খন্ড এই মূহুর্তে হাতে নেই। কিন্তু, এই সমগ্র আসলেই দারুণ।

পায়ে পায়ে
16/08/2022

পায়ে পায়ে

08/08/2022

Delivered.

কিছু সাবেকি রান্নার নথি।
07/08/2022

কিছু সাবেকি রান্নার নথি।

এসে গেছে; লাগলে জানবেন।
01/08/2022

এসে গেছে; লাগলে জানবেন।

ঠাকুমা-দিদিমার কথায় ছোটবেলার গন্ধ নাকে আসে। বিভিন্ন বয়সের পঁয়ত্রিশ জনের স্মৃতিচর্চার মধ্যে দিয়ে তৈরি হয়েছে প্রায় আড়াইশো ...
23/07/2022

ঠাকুমা-দিদিমার কথায় ছোটবেলার গন্ধ নাকে আসে। বিভিন্ন বয়সের পঁয়ত্রিশ জনের স্মৃতিচর্চার মধ্যে দিয়ে তৈরি হয়েছে প্রায় আড়াইশো পাতার বই। যাঁদের কাছে শুধু ভালবাসা, আব্দার নয়, কখনো কখনো ভরসার ছায়াও পাওয়া যেত, তাঁরা মূর্ত হয়ে উঠেছেন নাতি নাতনিদের কলমে।
এঁরা কেউই হয়তো সেই অর্থে অসাধারণ কেউ নন; যে সময়ে তাঁরা জীবন কাটিয়েছেন, কাটিয়েছেন ঘরের মধ্যে। কিন্তু, তাঁদের সময় চলেছে, বিংশ শতাব্দীর শুরু থেকে তাকে ছাড়িয়েও। দুটো বিশ্বযুদ্ধ, দেশভাগ আর তারপরের আরো সামাজিক নড়াচড়া চুপিসারে বা সশব্দে ঘরের মধ্যেও সময়ের ছাপ রেখে গেছে। এইসময়ের মধ্যেই প্রযুক্তিও ঢুকতে শুরু করেছে মানুষের শোয়ার ঘর পর্যন্ত। বিংশ শতাব্দীর সামাজিক ইতিহাসের একটা ঝলক পাওয়া যাবে এই বইয়ের মধ্যে।

প্রকাশক: বই টই
মুদ্রিত মূল্য: 350 টাকা

লাগলে জানবেন।
13/06/2022

লাগলে জানবেন।

অবলোকনকথা' ইতিহাসের গল্প বলে। তবে, এক বিশেষ ভঙ্গিমায়। ফ্যান্টাসির সাহায্যে ইতিহাসের কিছু মৌনতাকে সে মুখর করে। অবলোকন নাম...
08/06/2022

অবলোকনকথা' ইতিহাসের গল্প বলে। তবে, এক বিশেষ ভঙ্গিমায়। ফ্যান্টাসির সাহায্যে ইতিহাসের কিছু মৌনতাকে সে মুখর করে। অবলোকন নামক মেটাফরের সাহায্যে গড়তে চায় বহুস্তরী ন্যারেটিভ৷ কোনও ঝুঁকি না নিয়েই বলা চলে, বাংলায় এই ধরনের বই বিরল।

প্রতিটি পরিবেশ দিবসে কীসের অঙ্গীকার করি? গাছ যে লাগাচ্ছি তার বেঁচে থাকার ব্যবস্থা করেছি তো? স্থানাভাব আমাদের আছে, তা বলে...
08/06/2022

প্রতিটি পরিবেশ দিবসে কীসের অঙ্গীকার করি? গাছ যে লাগাচ্ছি তার বেঁচে থাকার ব্যবস্থা করেছি তো? স্থানাভাব আমাদের আছে, তা বলে বড় বড় গাছ কেটে, পুকুর বুজিয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে স্নেক প্ল্যান্ট লাগিয়ে অক্সিজেনের ঘাটতি মেটাতে পারব তো? পাড়ার মুদীর দোকান ধুকছে, অন্যদিকে প্রতিটি শহরের শোভা বনর্ধনকারী শপিংমলগুলির ছাড়া বিষ বাতাসে পৃথিবী টলমল। এযুগের ভরসা এসেছে ধোঁয়া উড়িয়ে বিজয়রথে। 'হোম ডেলিভারি'। খাওয়ার ওষুধ থেকে চাল, চিনি, তেল, গম, কোল্ডপ্রেস তেল, মিলেট। নামে 'অর্গ্যানিক' কিনছি আসলে সেই পেট্রোল, তাঁরাও বাজার দখলের লিপ্সায় চলে আসছেন ভোঁ করে, ডাকলেই, বাড়িয়ে চলেছি কার্বন ফুট প্রিন্ট। এই সব আমরা ভেবেছি কখনও? বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে প্রতিদিন বরফ গলে যাচ্ছে। ফলে মেরুভালুকের মূল খাবার সীলমাছ, সেই ভাণ্ডারে টান পড়ায় ভাল্লুকেরা মানবজমিনে ঘুরেটুরে বেড়াচ্ছে খাবারের আশায়, এবং অপ্রতুল খাদ্য আর খাদ্যের ঘাটতিতে মরণোন্মুখ দশায় পৌঁছে যাচ্ছে।

ঠিক দশবছর আগে লুইস পিউ ভৌগলিক উত্তরমেরুতে সাঁতরে চমকে দিয়েছিলেন বিশ্বকে। আবেদন রেখেছিলেন তাবড় তাবড় বিশ্বনেতাদের কাছে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সঠিক পদক্ষেপের। দশ বছর চলে গেলেও পৃথিবী সাবধান হয়নি কিছুই। ডোনাল্ড ট্রাম্পের পছন্দের টপ এনভায়রনমেন্টাল অ্যাডভাইসার নমিনি ক্যাথলিন হার্নেট হোয়াইট জানেনই না বিশ্ব উষ্ণায়ণ বলে কোনও বিষয় এই পৃথিবীতে আছে।
আমরা যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড বাতাসে ছেড়েছি, যে হারে গাছ কেটেছি, যে পরিমাণ বর্জ্য ও বিষ মাটিতে আর জলে দিয়েছি সারা পৃথিবীর প্রকৃতি সে ক্ষতি এ বছরে আর পূরণ করতে পারবে না। ভয়ের বিষয় হচ্ছে প্রতিবছর এই আর্থস ওভারশুট ডে এগিয়ে আসছে। তার আগে অবধি আমরা গাছ কেটে রাস্তা চওড়া করে ভাববো উন্নয়ন হচ্ছে। সুন্দরবন উজাড় করে কয়লাচালিত তাপবিদ্যুতকেন্দ্র বানিয়ে ভাবব উন্নয়ন হচ্ছে। উত্তর মেরুতে অয়েল ড্রিলিং করব এ কথা ভুলে গিয়ে অসুস্থ, ছিন্নভিন্ন এই প্রকৃতিকে নিয়ে আমাদের সতর্ক হবার কথা ছিল। তা হইনি বলে কোনও তৃতীয় বিশ্বযুদ্ধ নয় বিষযুদ্ধে এই পৃথিবী উজাড় হয়ে যাবে।প্রকৃতির উপর অধিকার জাহির করতে গিয়ে আস্তে আস্তে যে বিপদের সামনে দাঁরিয়েছি আমরা নিজেরাই তার গভীরতা আন্দাজ করতে পারছি না। ইতিমধ্যে দূষিত বাতাসদীর্ণ দিল্লির পর কলকাতাতে শুরু হয়েছে (সোসাল মিডিয়ায়) বিশুদ্ধ বাতাসের জন্যে নাগরিক সচেতনতা। আমরা বুঝবো তো?

চল্লিশ বছর ধরে সন্দেশ পত্রিকায় বেরিয়েছে প্রকৃতি পড়ুয়ার দপ্তর। সত্যজিৎ রায়, সত্যেন বসু প্রমুখের প্রণোদনায় জীবন সর্দার ছদ্মনামে সুনীল বন্দোপাধ্যায় একটানা লিখে গেছেন আমাদের বাড়ির চারপাশের আরশিনগরের কথা। পাখি, পোকা, প্রজাপতি গাছপালা আর জীবজন্তুর আজব জগতের কথা। এম্প্যাথি তৈরি করতে চেয়েছেন শিশুর মনে এই প্রতিবেশীদের জন্যে। বার বার মনে করিয়ে দিয়েছেন প্রকৃতির উপর এই যথেচ্ছাচারের ফল ভাল হবার কথা নয়। লিখছেন হাওয়াতে যদি বিষের ধোঁয়া মেশে আমরা তখন তখনই তার কুফল কতটুকু বুঝি!প্রাণী আর উদ্ভিদের শরীরে ধীরে ধীরে প্রকাশ পায় তার পরিণাম। কিন্তু মহাকাশ থেকে তোলাছবি দেখে বোঝা গ্যাছে পৃথিবীর হাওয়ার ভাল গুণ হারিয়েছে। যদি এ সব সত্যি হয়, তবে, পৃথিবী দূর থেকে সুন্দর হলেও কাছে থাকার মতো নয়। অথচ পৃথিবীটাকে, মানে প্রকৃতিকে আগামীর মানুষের জন্যে নির্মল বিশুদ্ধ রাখতে হবে। পৃথিবীর রূপগুণের কারণ প্রকৃতি। প্রকৃতির সঙ্গে মানুষের সম্প্ররক যে কত নিবিড় সেই খোঁজ নেওয়া শুরু হয়েছে। মানুষ প্রকৃতির একটি অংশ মাত্র, প্রকৃতির প্রভু নয়- এ কথাটি এত কাল কেউ মানতে না চাইলেও আজ বুঝি সেই সময় এসেছে।

প্রকৃতি নিজেই একটি রাজনীতি। রাষ্ট্রের সঙ্গে বহুজাতিকের অশুভ আঁতাত বাধ্য করছে গ্রিন পলিটিক্স সম্পর্কে সচেতন হতে। তাই উরাল হ্রদের চেয়ে সোভিয়েত সেচ কিংবা সুন্দরবন ও তার প্রাণীসম্পদের চেয়ে তাপবিদ্যুত কেন্দ্র গুরুত্বপূর্ণ এমন মনে করতেই পারেন ওয়াকিফহাল মহল। সুন্দরলাল বহুগুনার সেই স্লোগান “ecology is permanent economy”—অমোঘ মনে হয়। শেষ নদীটি মজে যাবার পর, শেষ গাছটি কেটে ফেলার পর, শেষ মাছটি মরে যাবার পরে মানুষ জানবে শুধু টাকা খেলে বাঁচা যায় না।
সুতরাং এ লড়াই একান্ত আমাদের। আমাদের ঠিক করতে হবে কোন পৃথিবীতে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাব আমরা। আমাদের ঠিক করতে হবে পৃথিবী নামের এই আশ্চর্য সবুজ গ্রহটাকে বাঁচাবার জন্যে একটা চমৎকার প্রতিবাদের শুরু আমরাই করব কিনা। আমাদের বেঁচে থাকবার জন্যে একটা জমি না ছাড়া লড়াই লড়বো কিনা। আর সেই লড়াইয়ের হাতিয়ার করে সন্তানের হাতে তুলে দেব কি না প্রকৃতি চেনার, প্রকৃতিকে ভালবাসবার এই সহজপাঠ।

গত চল্লিশ বছর ধরে চলা সন্দেশের পাতা থেকে উদ্ধ্বার করা হয়েছে এই সব লেখা প্রণব মুখোপাধ্যায়ের চেষ্টায়। তাকে সম্পাদনা করে, সাজিয়ে, সময়ানুগ করে তুলেছেন ৯ঋকাল বুকস, এঁকেছেন অভিজ্ঞ শিল্পী যুধাজিৎ সেনগুপ্ত।

প্রকৃতি পড়ুয়ার দপ্তর
জীবন সর্দার
শিল্প- সত্যজিৎ রায়, যুধাজিৎ সেনগুপ্ত
দাম ৬০০ টাকা
#৯ঋকালবুকস

অনেক খুঁজে হয়তো শেষ কপিটা পেয়েছি।
25/05/2022

অনেক খুঁজে হয়তো শেষ কপিটা পেয়েছি।

বইয়ের ব্লার্ব থেকে:যাঁরা কিছুটা হলেও গানের গভীরে যাবার অধিকারী আগেকার দিনে রাজাবাদশার দরবারে উচ্চাঙ্গের গান শুনতে কেবল ত...
14/05/2022

বইয়ের ব্লার্ব থেকে:

যাঁরা কিছুটা হলেও গানের গভীরে যাবার অধিকারী আগেকার দিনে রাজাবাদশার দরবারে উচ্চাঙ্গের গান শুনতে কেবল তাঁদের প্রবেশাধিকার ছিল। একালে কারিগরি উন্নতির কল্যাণে গান শোনার সুযোগ অনন্ত, কিন্তু সঙ্গীতের গভীরে যাবার শিক্ষা কোনও ইশকুল কলেজে দেওয়া হয় না। শ্রোতা বেড়েছে, সমঝদার কমেছে। বহ্বাড়ম্বর বেড়েছে, উপলব্ধি কমেছে। চারদিকে ছড়িয়ে থাকা সুরের চরাচরকে স্পর্শ করার ইচ্ছে নিয়ে এই গ্রন্থের যাত্রা। ঘটনা হল, কেন গান? কীসের গান? কেন যুগ যুগান্তর ধরে গান মানুষের শ্রেষ্ঠ অর্জন হয়ে উঠেছে। সমস্ত শিল্প বিচার করে কেন মানুষকে বলতে হয় 'গানাৎ পরতরং নাহি'। এই গ্রন্থে সেই প্রশ্নেরই উত্তর খোঁজার যাত্রা। গান-যাপনের পথে সলতে পাকানোর প্রস্তুতিটি যার আধেয়।

বৈষ্ণব ও শাক্ত কবিদের গ্রামস্বভাবী, মরমিয়া সৃষ্টিসম্পদের উত্তরসূরি বহু ধরনের গান ছিল বাঙালির প্রেয় ঐতিহ্য। এই সব সঙ্গীতধারাই, পরবর্তীকালে বাংলা নাগরিক গানের মূল স্রোত। অষ্টাদশ শতকের শেষ থেকে বাংলা 'আধুনিক' গানের উৎপত্তি। বাংলা গানে নাগরিক প্রবণতা উন্মেষের প্রাক্কালে বাঙালি শুনত, কবিগান, তরঙ্গ, আখড়াই, ঢপকীর্তন, ঝুমুর ইত্যাদি। পরে হাফ আখড়াই। নাগরিক গানের প্রতি বাঙালি শ্রোতার আগ্রহ দানা বাঁধতে শুরু করে নবাবি শাসন থেকে ইংরেজ শাসনের সন্ধিকাল পর্বে। আজ পর্যন্ত বাংলা গানকে কয়েকটি যুগে ভাগ করলে দেখা যায়, প্রতিটি যুগেই বহু দক্ষ, সৃষ্টিশীল সঙ্গীতকাররা এসেছেন। কিন্তু কয়েকজন দিকপাল সুরশিল্পী, সৃষ্টিশীলতার ব্যাকরণটি যুগধর্মের সঙ্গে সমন্বিত করে 'নতুন' ধারার প্রবর্তন করেছিলেন। শ্রোতাদের কাছে সঙ্গীত উপভোগের নতুন মাত্রা এনে দিয়েছিলেন তাঁরা। তাঁদের গেম চেঞ্জার বলা যেতে পারে। বাংলা গানে সে রকম চারজন সঙ্গীত ব্যক্তিত্বকে নিয়ে পৃথক ও বিশদ চর্চা করা হয়েছে - রামনিধি গুপ্ত, রবীন্দ্রনাথ, সলিল চৌধুরী এবং কবীর সুমন।

বাংলা সাহিত্যে ছোটদের দুনিয়াটা চিরকালই রঙিন। আর আমরা সবচেয়ে খুশি হই বাচ্চাদের হাতে ভাল বই তুলে দিতে পারলে।এই শতাব্দীতে য...
29/04/2022

বাংলা সাহিত্যে ছোটদের দুনিয়াটা চিরকালই রঙিন। আর আমরা সবচেয়ে খুশি হই বাচ্চাদের হাতে ভাল বই তুলে দিতে পারলে।
এই শতাব্দীতে যে সব লেখকেরা শিশু কিশোরদের জন্য ভাল বই লিখছেন, তাদের কিছু বই এখানে রাখছি। চলুন এই বইগুলো সবচেয়ে প্রিয়জনদের হাতে তুলে দি।

Address

P 494 A Keyatala Road
Kolkata
700029

Telephone

+919433882799

Website

Alerts

Be the first to know and let us send you an email when Little Publisher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category