ParulBoi

ParulBoi ‘Parulboi’ - an exceptionally unique genre publication of the ‘Parul Family’. The foundation
(1)

07/05/2024
বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো প্রাইমারি স্কুল এডমিনিস্ট্রেশন: সার্ভিস বুক- লিভ-পেনশন ও শিক্ষকের দায়িত্ব-কর্তব্য...
08/02/2024

বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো প্রাইমারি স্কুল এডমিনিস্ট্রেশন: সার্ভিস বুক- লিভ-পেনশন ও শিক্ষকের দায়িত্ব-কর্তব্য বইটি। গতকাল অর্থাৎ ৭ ফেব্রুয়ারি নবান্নে মাননীয় শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় বইটির আবরণ উন্মোচন করলেন। উপস্থিত ছিলেন বইটির লেখক ড. পার্থ কর্মকার ও ড. রিপন পাল.....

বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক জীবনীকার অমিত্রসূদন ভট্টাচার্যের আজ একাশিতম জন্মদিন।  তাঁর রচিত বিখ্যাত আত্মকথন "আমার সকাল আমার...
08/11/2023

বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক জীবনীকার অমিত্রসূদন ভট্টাচার্যের আজ একাশিতম জন্মদিন। তাঁর রচিত বিখ্যাত আত্মকথন "আমার সকাল আমার সন্ধ্যা"। একাশিতম জন্মদিনে এই শ্রদ্ধেয় বঙ্কিম-রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপককে জানাই পারুলবই পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য,,,

কথামৃতকামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে। জীবের স্বাধীনতা যায়। কামিনী থেকেই কাঞ্চনের দরকার। তার জন্য পরের দাসত্ব। স্বাধীনতা ...
10/07/2023

কথামৃত
কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে। জীবের স্বাধীনতা যায়। কামিনী থেকেই কাঞ্চনের দরকার। তার জন্য পরের দাসত্ব। স্বাধীনতা চলে যায়। তোমার মনের মতো কাজ করতে পার না।
গল্প
জয়পুরে গোবিন্দজীর পূজারীরা প্রথম প্রথম বিবাহ করেনি। তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তারা যায়নি। বলেছিল—রাজাকে আসতে বল। তারপর রাজা ও পাঁচজনে তাদের বিয়ে দিয়ে দিল। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য, আর কাহারও ডাকতে হয় না। নিজে নিজেই গিয়ে উপস্থিত। মহারাজ আশীর্বাদ করতে এসেছি। এই নির্মাল্য এনেছি, এটি ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়। আজ ঘর খুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি—এই সব।
বারোশো ন্যাড়া আর তেরশো নেড়ী তার সাক্ষী উদয় সাড়ী—এ গল্প তো জ্ঞান। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরশো ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হল। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হল, লোককে যা বলবে তাই করবে। যেই দিক দিয়ে যাবে সেই দিকেই ভয়। কেননা, লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, – তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আহ্নিক করে এস। ন্যাড়াদের এত তেজ যে, ধ্যান করতে করতে সমাধি হল। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে তার হুঁশ নেই।আবার ভাটা পড়েছে তবু ধ্যান ভাঙে না। তেরেশোর মধ্যে একশো বুঝেছিল— বীরভদ্র কি বলবেন। গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল। আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না। বাকী বারোশো দেখা করলে। বীরভদ্র বললেন—এই তেরোশো নেড়ী তোমাদের সেবা করবে। তোমরা এদের বিয়ে কর। ওরা বললো যে আজ্ঞা, কিন্তু আমাদের মধ্যে একশোজন কোথায় চলে গেছে। ওই বারোশোর এখন প্রত্যেকের সেবা দাসী সঙ্গে থাকতে লাগল। তখন আর সেই তপস্যার তেজ নেই। মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না। কেন না, সে সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায়। (বিজয়ের প্রতি) তোমরা নিজে নিজে তো দেখছ, পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছে। আর দেখ, অত পাশ করা, কত ইংরাজী পড়া পণ্ডিত, মনিবের চাকরী স্বীকার করে তাদের বুট জুতোর গোঁজা দুবেলা খায়। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নেই। তাই এত অপমানবোধ আর অত দাসত্বের যন্ত্রণা।
যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। ঘরে মেয়ে মানুষ আসক্তি থাকলেও থাকে না।
যিনি ঈশ্বরলাভ করেছেন, তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, তাই মা বলে সবাইকে পূজা করেন। মেয়ে মানুষকে ঘৃণা করবে না। তারা সব মাতৃতুল্য। মায়ের জাত।
কথামৃতের এই ধরনের গল্প -কথা ও গানগুলির এক অভূতপূর্ব সংকলন এই বইটি। এই সংকলনটির উদ্দেশ্য যাতে ব্যস্ততার যুগে স্বল্প সময়ে সহজে এটি পাঠ করে শ্রীম কথিত শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত মহাসমুদ্রে ডুব দিয়ে সকলে আত্মার শান্তি পায়, প্রাণের আরাম হয় এবং চারিদিকে আনন্দের হিল্লোল বয়ে যায়।
শ্রীশ্রী কথামৃতের অমৃত সমুদ্র থেকে কিছু মণিমুক্তা চয়ন করে একটি সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই সংকলনটিতে। মাষ্টার মশাইয়ের নিজস্ব অনপনেয় ভঙ্গীর লেখনীতে কোন রূপান্তর না ঘটিয়ে হুবহু একইরকম রেখে দিয়ে এই বইটির প্রকাশ।
কথামৃতের গল্প-কথা ও গানগুলি
সম্পাদক - অশোক কুমার রায়
প্রকাশক- পারুলবই #পারুলবই #
পৃষ্ঠা ৩০৪
মূল্য ৩৪৯
সাইজ ডিমাই
হোয়াটসঅ্যাপে বই অর্ডার করতে যোগাযোগ করুন ৯৮৩৬৬০৯৭০৬ #9836609706 এই নম্বরে। whatsapp -এ ক্রয়ের উপর আপনি পান 20% ডিসকাউন্ট সঙ্গে ডেলিভারি ফ্রি।
আমাদের অ্যামাজন লিংক
https://www.amazon.in/.../B0BCWGNMFM/ref=cx_skuctr_share...
#পারুলবই #নতুনবইয়েরখবর

পারুলবইয়ের পক্ষ থেকে আমাদের সকল পুস্তক প্রেমী বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা,,
29/06/2023

পারুলবইয়ের পক্ষ থেকে আমাদের সকল পুস্তক প্রেমী বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা,,

মিষ্টান্ন পাকবিপ্রদাস মুখোপাধ্যায়প্রকাশকাল ১৩১১ বঙ্গাব্দ(গুরুদাস চট্টোপাধ্যায় কর্তৃক)পুনঃমুদ্রণ ১৪৩০ বঙ্গাব্দ (হেরিটেজ...
16/06/2023

মিষ্টান্ন পাক
বিপ্রদাস মুখোপাধ্যায়
প্রকাশকাল ১৩১১ বঙ্গাব্দ(গুরুদাস চট্টোপাধ্যায় কর্তৃক)
পুনঃমুদ্রণ ১৪৩০ বঙ্গাব্দ (হেরিটেজ বুক)
হার্ড বাইন্ডিং
দাম ৩৪৯ টাকা
বাঙালির মিষ্টি প্রেমের কত যে বাহার তা হয়তো অনেকেই জানেননা,,,,,,,,
আপনি যদি হন মিষ্টি প্রেমী, তাহলে আপনাকে সংগ্রহ করতেই হবে এই বইটি,,,
প্রায় পাঁচশোর বেশি মিষ্টি তৈরীর প্রণালী আছে এই বইটিতে।
সাদা রঙের গোলাকার রসের এই মিষ্টি না খেলে জীবনটাই বৃথা আপনার। তাই রসগোল্লা অবশ্যই খাওয়া মাস্ট।
……..ভালো চমচম একবার মুখে দিলেই তা মিলিয়ে যাবে। এই মিষ্টি দেখলে লোভ সামলানো তো বেশ মুশকিল!
…..... আরে ভাই,কেশর দেওয়া দুধে ছোট ছোট গোল আকারের মিষ্টি, যা একবার খেলে স্বর্গীয় অনুভূতি।
…… ক্ষীর কদম খেতে ভালোবাসেন সবাই। ছানা ও ক্ষীরের মাখো মাখো রসায়ন দেখলেই খেতে ইচ্ছে করবে ।
আর অবশ্যই খাবার শেষে পাতে যদি মিষ্টি দই না পরে তাহলে গোটা খাওয়া-দাওয়াটাই বৃথা। একভাঁড় মিষ্টি দই রসনা তৃপ্তিতে যথেষ্ট।
বাঙালির খাওয়া-দাওয়ায় মিষ্টি একটি অতি জনপ্রিয় উপকরণ। বাঙালির কোন উপলক্ষ-অনুষ্ঠানই মিষ্টি ছাড়া পূর্ণতা পায় না। বাঙালির মিষ্টি সম্ভারও কম বৈচিত্র্যময় নয়। এর মধ্যে আছে লেডিকেনি, চমচম, পানিতোয়া, কালোজাম, আমৃতি, রসমালাই—হরেক রকম। রসগোল্লার মতোই গোলাকার লাল রঙের লেডিকেনি নামে মিষ্টিটি তৈরি হয়েছিল ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের স্ত্রীর সম্মানে। লোকমুখে যার চলতি নাম লেডিকেনি।
আর এই মিষ্টি প্রেমের সঙ্গে যদি থাকে একশো তেরো বছর আগের একটি বই তাহলে মন্দ কি!
হার্ড বাইন্ডিং
দাম ৩৪৯ টাকা
আজকের বিশেষ মূল্য ৩০০.০০
হোয়াটসঅ্যাপে অর্ডারের উপর
ডেলিভারি সম্পূর্ণ ফ্রি
#
Follow this link to view our catalog on WhatsApp: https://wa.me/c/917980234638
আমাদের অ্যামাজন লিংক
https://www.amazon.in/.../B0C5TJQC8P/ref=cx_skuctr_share...
#বাংলাবই #নতুনবইয়েরখবর #বইপোকা #বইয়েরখবর #পারুলবই #কলকাতা

14/06/2023
লোক ঐতিহ্য ও কালের প্রেক্ষাপটে  #রসিক- নাচনী #সম্পাদনা পার্থসারথী ব্যানার্জি ও মধুসূদন মাজীপালা-পার্বণে গ্রামীণ মেলার লৌ...
14/06/2023

লোক ঐতিহ্য ও কালের প্রেক্ষাপটে
#রসিক- নাচনী #
সম্পাদনা পার্থসারথী ব্যানার্জি ও মধুসূদন মাজী
পালা-পার্বণে গ্রামীণ মেলার লৌকিক দেব দেবীর সামনে নৃত্য পরিদর্শন করা তথা লোক আকর্ষণে শোভাবর্ধন করা ছাড়া ধুমড়ীর মতো সাধারণ স্তরের নাচগুলো কোনদিন রাজা জমিদারদের সভা অলংকৃত করেছে কিনা জানা নেই। তবে বর্তমানে এদের চলাচল পালপার্বণের মধ্যেই সীমাবদ্ধ, বিশেষ করে ভানসিং ইত্যাদি পৌষ পার্বণের মেলা থেকে গাজনের উৎসব পর্যন্ত দিনের মেলাগুলিতে। তাছাড়া শিল্পীরা অধিকাংশই ইতর সম্প্রদায়ভুক্তা, বিশেষ করে কম বয়সে স্বামী পরিত্যক্তা কিংবা দারিদ্রপীড়িত পরিবারের মেয়েরাই এই পথে আসে।
মানভূমের আদি এবং অকৃত্রিম লৌকিক নারী নৃত্যের ধারাবহনকারী ধুমড়ী নাচের শিল্পীরা যাদের স্মৃতি সত্ত্বায় ভেঙে যাওয়া যুথনৃত্যের একক ধারায় অবতরণের পথ বেয়ে সমাজ বিবর্তনের কিছু ইঙ্গিত পাওয়া যেতে পারে তারা সামজস্বীকৃত বিধিসম্মত জীবন যাপন করে বিধিবহির্ভূত জীবন যাপনের যে পথ বেছে নিয়েছে সে পথে আবিলতা আছে, কষ্ট আছে, শিল্পীদের প্রতি সামাজিক অবজ্ঞা আছে, বঞ্চনা আছে। তবু তাদের এই পথে চলন সে কি নিছক শিল্পের প্রতি অনুরাগবশতঃ বা নৃত্য গীতের প্রতি ভালোবাসাই কি তাদের এই পথে আত্মনিবেদন উদ্বুদ্ধ করেছে। নাকি সামাজিক নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা প্রকাশের উদ্দেশ্যেই পথটি তারা পেশা হিসাবে বেছে নিয়েছে। তাদের নৃত্যে ছন্দের তালে কি দারিদ্র্য-বঞ্চনার বিরুদ্ধে সামাজিক শোষণ-পীড়নের বিরুদ্ধে দৃপ্ত প্রতিবাদী ভূমিকা প্রকাশের উদ্দেশ্যেই পথটি তারা পেশা হিসাবে বেছে নিয়েছে। নাকি পরকীয়া প্রেমের মধু রস আস্বাদনই এর আসল লক্ষ্য। বিষয়টি সঠিকভাবে জানতে হলে শিল্পী মনে সন্ধান নেওয়া প্রয়োজন। শিল্পীরা কি আজও সামাজিক অবহেলাকে পাশ কাটিয়ে পূর্বজন্ম পর্যন্ত জের টেনে নন্দন বাসিনীদের আসনে নিজেদের বসিয়ে একাত্ম ভাবনায় তাপদগ্ধ প্রলেপ গান।
প্রকাশক পারুল বই
মুদ্রিত মূল্য ৫৯৯
পৃষ্ঠা ৩৫২
আজকের বিশেষ মূল্য ৪৮০.০০
হোয়াটসঅ্যাপে অর্ডারের উপর
ডেলিভারি সম্পূর্ণ ফ্রি
#
Follow this link to view our catalog on WhatsApp: https://wa.me/c/917980234638
আমাদের অ্যামাজন লিংক
https://www.amazon.in/.../B0BVB97XW6/ref=cx_skuctr_share...
#বাংলাবই #নতুনবইয়েরখবর #বইপোকা #বইয়েরখবর #পারুলবই #কলকাতা

 #বনে জঙ্গলে #যোগীন্দ্রনাথ সরকারঘড়ঘড় শব্দটা আহার আরম্ভ করিবার পূর্বাভাস মাত্র। একটু পরেই সিংহটা আমার ডান পায়ের ডিমে চ...
13/06/2023

#বনে জঙ্গলে #
যোগীন্দ্রনাথ সরকার

ঘড়ঘড় শব্দটা আহার আরম্ভ করিবার পূর্বাভাস মাত্র। একটু পরেই সিংহটা আমার ডান পায়ের ডিমে চাপিয়া দাঁত বসাইয়া দিল, আর ভয়ঙ্কর জোরে রক্ত শুষিতে লাগিল। বাঁ পায়ের ডিমেও কামড় দিল। তারপর এমনি করিয়া এক একটি নরম জায়গায় দাঁত বসাইতে ও রক্ত শুষিতে লাগিল। তাহার এক একটা দাঁত দুই ইঞ্চির কম লম্বা নয়। চোয়ালের জোর এমন যে, কড়ি-কাঠ চিবাইয়া ভাঙিতে পারে। কিন্তু সে আমার একটি হাড়ও ভাঙিবার চেষ্টা করিল না। আমাকে প্রাণে মারিবার চেষ্টাও করিল না।
তোমরা হয়তো ভাবিতেছ যে, এমন কামড় খাইয়াও কি আমার একটু লাগিল না? সত্যই, একটুও লাগে নাই। আমার কেমন এক রকম অদ্ভুত অবস্থা হইল—দাঁত ফুটিবার শব্দও শুনিতে পাইতেছিলাম; মাংসের মধ্যে দাঁত ঢুকিতেছিল, তাহাও টের পাইতেছিলাম, তবু একটুও লাগিতেছিল না। ক্লোরোফরম করিলে যেমন লাগে না, ইহা তেমনি, – অথচ জাগিয়াছিলাম। বুঝিতেছিলাম, খুব গভীর ক্ষত হইতেছে, কিন্তু আবার মনে হইতেছিল, তবু আমি মরিব না। আমার রক্ত যতই কমিয়া আসিতে লাগিল, মাথাটা ততই বিকারের রোগীর মত এলোমেলো হইতে লাগিল ।
যাহা হউক, ততক্ষণে ভ্যান আমার ঘরের কাছে আসিয়া পৌঁছিয়াছে। সিংহটা তাহার পায়ের শব্দ শুনিয়া একবার মাথা তুলিল। টপটপ করিয়া আমারই গরম রক্ত তাহার মুখ বাহিয়া আমার গায়ে পড়িল। তখন ড্যান আমার উত্তর না পাইয়া অস্থির হইয়া দরজা হাতড়াইতেছে। হঠাৎ সিংহটা এক হুঙ্কার ছাড়িল। অমনি দেখি, আমি শূন্যে উঠিয়াছি। আমার উরুতে কামড় দিয়া আমাকে মুখে করিয়া সিংহ লাফ দিয়াছে। সাঁ সাঁ করিয়া শূন্যে উড়িয়া চলিলাম ! এক লাফে সে আমাকে লইয়া ঘরের বাহিরে আসিয়া পড়িল। দরজার ঝাঁপখানি টক্কর লাগিয়া ছটকিয়া পড়িল। সিংহের পা যখন মাটি ছুইল, তখন আমার খুব ঝাঁকানি লাগিল। মাটিতে পড়িয়াই সে ছুট দিল। জঙ্গলে ঢুকিল না, জঙ্গলের কাছে একটা বড় গাছের তলায় আমাকে ফেলিয়া আবার আমার বুকে সামনের পা দিয়া বসিল। যেন দেখাইতে চায়, আমি নিতান্তই তাহার সম্পত্তি ।

প্রকাশক পারুল বই
মুদ্রিত মূল্য ২৯৯
পৃষ্ঠা ২৬০
আজকের বিশেষ মূল্য ২৪০
হোয়াটসঅ্যাপে অর্ডারের উপর
ডেলিভারি সম্পূর্ণ ফ্রি

Follow this link to view our catalog on WhatsApp: https://wa.me/c/917980234638

আমাদের অ্যামাজন লিংক
https://www.amazon.in/gp/product/B0BVG74WW6/ref=cx_skuctr_share?smid=A3NFYTBYZM6C7D

#বাংলাবই #নতুনবইয়েরখবর #বইপোকা #বইয়েরখবর #পারুলবই #কলকাতা #

Address

21 No Ramnath Bisawas Lane, 1st Floor
Kolkata
700009

Alerts

Be the first to know and let us send you an email when ParulBoi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ParulBoi:

Videos

Share

Category