11/09/2024
কবিগুরু লিখে গেছিলেন 'আলোকেরই ঝর্ণাধারায় ধুইয়ে দাও'। সেই আলোকেরই ঝর্ণাধারার মূর্ত প্রকাশ বাংলা রঙ্গমঞ্চ বোধহয় দেখেছিলো তাপস সেনের মধ্যে দিয়ে। যিনি 'অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে' আমাদের নাটকের 'সব দীনতা মলিনতা ধুইয়ে' দিলেন। পাঁচ দশক ধরে খবরের কাগজের পাতাগুলি জুড়ে অসংখ্য কুচি কুচি নাটকের বিজ্ঞাপনে একটা লাইন ছিল প্রায় অবধারিত— ‘আলো: তাপস সেন’।
সেই আলোর পথযাত্রীটি সমস্ত রাত্রি না থেমে আমাদের পার করে দিলেন বুক ভাঙা সে আঁধার, আর নিজে শুন্য হাতে ক্যাথিটার ধরে হোঁচট খেতে খেতে চলে গেলেন অনন্তের দিকে। সেই অনন্ত যাত্রাটিকে আমরা Balarko Theatre Group মনে রাখতে চাই নিজেদের জন্য, আগামীর জন্য। কিন্তু বিশাল নদী পেরোতে তো চাই তেমনই প্রকান্ড এক নৌ-যান, যে জানে নদীর মনের খবর। আশিস গোস্বামী ঠিক সেই মানুষটিই। প্ৰিয় শিশুটিকে যেমন স্নেহপরায়ণ অভিভাবক ঘাড়ে তুলে দেখাতে চেষ্টা করেন বিশাল এক আয়োজন, শতবর্ষের এই দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা সেভাবেই দেখতে চলেছি আশিস গোস্বামীর সম্পাদনায় আলোক পুরুষ তাপস সেন-কে। আমাদের সেই দেখাটির নাম 'Luminous Century : Tapas Sen'
বালার্ক নাট্যপত্র ও প্রকাশনা আনন্দিত এই কাজটির সাথে নিজেকে সংযুক্ত রাখতে পেরে। তাপস সেনের আলোক-ধন্য একাধিক নাটকের দুষ্প্রাপ্য আলোকচিত্র সম্বলিত এই বইটি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। আজ তাঁর জন্মদিন ১১ সেপ্টেম্বরে আপনাদের সে খবর জানিয়ে রাখলাম। এই তমশাঘন সময়ে আমরা উৎসবে ফিরতে পারবো কিনা জানিনা, তবে তাপস সেনের মতো মহাজনেদের দেখানো আঁধারকে আলোকিত করার অদম্য লড়াইয়ের পথে থাকলে হয়তো ফিরে পেতে পারি হারানো বিবেকবোধ-টিকে।
জয়তু থিয়েটার।
Ministry of Culture, Government of India Sahitya Akademi Sangeet Natak Akademi NCZCC Centre for Cultural Resources and Training - CCRT, New Delhi Paschimbanga Natya Akademi