বালার্ক নাট্যপত্র ও প্রকাশনা

  • Home
  • India
  • KOLKATA
  • বালার্ক নাট্যপত্র ও প্রকাশনা

বালার্ক নাট্যপত্র ও প্রকাশনা Theatre Research

কবিগুরু লিখে গেছিলেন 'আলোকেরই ঝর্ণাধারায় ধুইয়ে দাও'। সেই আলোকেরই ঝর্ণাধারার মূর্ত প্রকাশ বাংলা রঙ্গমঞ্চ বোধহয় দেখেছিলো ত...
11/09/2024

কবিগুরু লিখে গেছিলেন 'আলোকেরই ঝর্ণাধারায় ধুইয়ে দাও'। সেই আলোকেরই ঝর্ণাধারার মূর্ত প্রকাশ বাংলা রঙ্গমঞ্চ বোধহয় দেখেছিলো তাপস সেনের মধ্যে দিয়ে। যিনি 'অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে' আমাদের নাটকের 'সব দীনতা মলিনতা ধুইয়ে' দিলেন। পাঁচ দশক ধরে খবরের কাগজের পাতাগুলি জুড়ে অসংখ্য কুচি কুচি নাটকের বিজ্ঞাপনে একটা লাইন ছিল প্রায় অবধারিত— ‘আলো: তাপস সেন’।
সেই আলোর পথযাত্রীটি সমস্ত রাত্রি না থেমে আমাদের পার করে দিলেন বুক ভাঙা সে আঁধার, আর নিজে শুন্য হাতে ক্যাথিটার ধরে হোঁচট খেতে খেতে চলে গেলেন অনন্তের দিকে। সেই অনন্ত যাত্রাটিকে আমরা Balarko Theatre Group মনে রাখতে চাই নিজেদের জন্য, আগামীর জন্য। কিন্তু বিশাল নদী পেরোতে তো চাই তেমনই প্রকান্ড এক নৌ-যান, যে জানে নদীর মনের খবর। আশিস গোস্বামী ঠিক সেই মানুষটিই। প্ৰিয় শিশুটিকে যেমন স্নেহপরায়ণ অভিভাবক ঘাড়ে তুলে দেখাতে চেষ্টা করেন বিশাল এক আয়োজন, শতবর্ষের এই দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা সেভাবেই দেখতে চলেছি আশিস গোস্বামীর সম্পাদনায় আলোক পুরুষ তাপস সেন-কে। আমাদের সেই দেখাটির নাম 'Luminous Century : Tapas Sen'
বালার্ক নাট্যপত্র ও প্রকাশনা আনন্দিত এই কাজটির সাথে নিজেকে সংযুক্ত রাখতে পেরে। তাপস সেনের আলোক-ধন্য একাধিক নাটকের দুষ্প্রাপ্য আলোকচিত্র সম্বলিত এই বইটি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। আজ তাঁর জন্মদিন ১১ সেপ্টেম্বরে আপনাদের সে খবর জানিয়ে রাখলাম। এই তমশাঘন সময়ে আমরা উৎসবে ফিরতে পারবো কিনা জানিনা, তবে তাপস সেনের মতো মহাজনেদের দেখানো আঁধারকে আলোকিত করার অদম্য লড়াইয়ের পথে থাকলে হয়তো ফিরে পেতে পারি হারানো বিবেকবোধ-টিকে।
জয়তু থিয়েটার।

Ministry of Culture, Government of India Sahitya Akademi Sangeet Natak Akademi NCZCC Centre for Cultural Resources and Training - CCRT, New Delhi Paschimbanga Natya Akademi

এই বছর আমরা ৮ মে (২৫ বৈশাখ) রবি ঠাকুরকে স্মরণ করব গিরিশ মঞ্চে, সন্ধ্যা ৬টা থেকে বিশেষ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। প্রথমে জ...
07/05/2024

এই বছর আমরা ৮ মে (২৫ বৈশাখ) রবি ঠাকুরকে স্মরণ করব গিরিশ মঞ্চে, সন্ধ্যা ৬টা থেকে বিশেষ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। প্রথমে জীবনকৃতি সম্মান জানাবো প্রখ্যাত নট চপল ভাদুড়ী মহাশয়কে। আমাদের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করবেন নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়।

এরপর বালার্ক প্রকাশিত তীর্থঙ্কর চন্দ-এর ‘নাটকসমগ্র’ প্রথম খণ্ড নিয়ে একটি বিশেষ কথোপকথনে অংশ নেবেন নাট্য সমালোচক গবেষক ভবেশ দাস এবং তীর্থঙ্কর চন্দ মহাশয়।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে আমরা রবি ঠাকুরের ‘তোতাকাহিনী’ অবলম্বনে উপস্থাপিত করব ‘তোতার কাহানি’ নাটক।
সমগ্র অনুষ্ঠানটির প্রবেশ অবাধ! আসুন বন্ধু এবং সহযোদ্ধারা, দেখা হোক— কথা হোক।

আগামী ৮ মে ২০২৪, সন্ধ্যা ৬টায় গিরিশ মঞ্চে বালার্ক থিয়েটার গ্রুপ জীবনকৃতি সম্মান জানাবে বাংলা রঙ্গমঞ্চের অন্যতম শ্রেষ্ঠ ন...
04/05/2024

আগামী ৮ মে ২০২৪, সন্ধ্যা ৬টায় গিরিশ মঞ্চে বালার্ক থিয়েটার গ্রুপ জীবনকৃতি সম্মান জানাবে বাংলা রঙ্গমঞ্চের অন্যতম শ্রেষ্ঠ নট চপল ভাদুড়ী-কে। বাংলা রঙ্গমঞ্চের আরও এক অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব শ্রী দেবেশ চট্টোপাধ্যায় মহাশয় আমাদের সকলের হয়ে অর্পণ করবেন এই সম্মান।
উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বালার্ক প্রকাশিত তীর্থঙ্কর চন্দ-এর ‘নাটকসমগ্র’ প্রথম খণ্ড নিয়ে থাকবে একটি বিশেষ কথোপকথন। অংশগ্রহণে তীর্থঙ্কর চন্দ এবং ভবেশ দাস।

উক্ত অনুষ্ঠানের তৃতীয় পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরকে হৃদয়ে ধারণ করে আমরা মঞ্চস্থ করব আমাদের রবীন্দ্র-নির্ভর প্রযোজনা তোতার কাহানি।

* উক্ত দিনে তীর্থঙ্কর চন্দ-এর ‘নাটকসমগ্র’ প্রথম খণ্ড বইটি বিশেষ ছাড়ে (মুদ্রিত মূল্য ₹৬০০) পাওয়া যাবে।

যে-কোনো প্রয়োজনে কথা বলুন ৮৪৭৮৯২৩০২৯/ ৮৯৮১২৯৯৯০১/ ৮০০১২৩৬৮৬২ নম্বরে।

বালার্ক প্রকাশিত তীর্থঙ্কর চন্দ-এর ‘নাটকসমগ্র’ (প্রথম খণ্ড) বইটি কলেজ স্ট্রিটে ধ্যানবিন্দুতে পাওয়া যাচ্ছে। আগ্রহীরা আমা...
26/04/2024

বালার্ক প্রকাশিত তীর্থঙ্কর চন্দ-এর ‘নাটকসমগ্র’ (প্রথম খণ্ড) বইটি কলেজ স্ট্রিটে ধ্যানবিন্দুতে পাওয়া যাচ্ছে।

আগ্রহীরা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন।
8478923029/8981299901/8001236862

প্রথমেই ধন্যবাদ জানাই নিরুপম ভট্টাচার্য এবং রানাঘাট সৃজক নাট্যদল-কে। মূলত ওঁদেরই ভালোবাসায় আর তীর্থঙ্কর চন্দ স্যারের স্ন...
10/04/2024

প্রথমেই ধন্যবাদ জানাই নিরুপম ভট্টাচার্য এবং রানাঘাট সৃজক নাট্যদল-কে। মূলত ওঁদেরই ভালোবাসায় আর তীর্থঙ্কর চন্দ স্যারের স্নেহে আগামীকাল শুভাশিস গঙ্গোপাধ্যায় মহাশয় এবং আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে আবরণ উন্মোচন হতে চলেছে বালার্ক নাট্যপত্র ও প্রকাশনা প্রকাশিত তীর্থঙ্কর চন্দ-এর ‘নাটকসমগ্র’ (প্রথম খণ্ড) বইটির।

কাল সন্ধ্যা ৬টায় দেখা হবে তবে কল্যাণী সেন্ট্রাল পার্ক স্টেট ব্যাঙ্কের পাশে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের তাপস সেন-কুমার রায় নাট্যভবনে।

ও হ্যাঁ, আগামীকাল অব্দি ৬০০টাকা দামের এই বইটি ২৫% ছাড় দিয়ে ৪৫০টাকায় পাওয়া যাবে। বুকিং-এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।
8478923029/8981299901/ 8001236862

বালার্ক প্রকাশনার নতুন বই তীর্থঙ্কর চন্দের ‘নাটকসমগ্র’ (প্রথম খণ্ড)-এর আবরণ উন্মোচিত হবে আগামী ১১ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবা...
08/04/2024

বালার্ক প্রকাশনার নতুন বই তীর্থঙ্কর চন্দের ‘নাটকসমগ্র’ (প্রথম খণ্ড)-এর আবরণ উন্মোচিত হবে আগামী ১১ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার (সন্ধ্যা ৬টায়), কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের তাপস সেন-কুমার রায় নাট্যভবনে, রানাঘাট সৃজক আয়োজিত নাট্য-সন্ধ্যায়।

৩৯২ পৃষ্ঠার (রয়্যাল) বইটির মুদ্রিত মূল্য ₹৬০০। বিশেষ ২৫ শতাংশ ছাড়ে, ₹৪৫০-এ বইটি ওইদিন পাওয়া যাবে। এ ছাড়াও ১১ এপ্রিল পর্যন্ত অগ্রিম বুকিং-এ একই ছাড় দেওয়া হবে (ডাকমাশুল আলাদা)।

অগ্রিম বুকিং-এর জন্য পোস্টারে প্রদত্ত নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আশা করছি খুব শিগগিরই জানাতে পারব প্রথম প্রকাশের দিনক্ষণ।
05/04/2024

আশা করছি খুব শিগগিরই জানাতে পারব প্রথম প্রকাশের দিনক্ষণ।

অষ্টাদশ শতকের ৭০-এর দশকে প্রকাশিত একটি পাঁচালি আকারের বিপুলায়তন বই। আংশিক উইপোকা-খাওয়া সেই বইয়ের জরাজীর্ণ একটি কপি ছি...
02/04/2024

অষ্টাদশ শতকের ৭০-এর দশকে প্রকাশিত একটি পাঁচালি আকারের বিপুলায়তন বই। আংশিক উইপোকা-খাওয়া সেই বইয়ের জরাজীর্ণ একটি কপি ছিল অপেরা মাস্টার মুরারি রায়চৌধুরীর কাছে। বইটি সম্পর্কে তিনি বলছেন— “দেবকণ্ঠ বাগচী মহাশয়ের লেখা বই ‘সুরের রূপ’ সংগীত নিয়ে হলেও এই বই সেই সময়ের গান ও থিয়েটারের মূল্যবান দলিল বলেই আমার মনে হয়। সেই স্বর্ণযুগের বহু গুণী মানুষের লেখা গানের কথায় এই বই সমৃদ্ধ, যেমন— বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, গিরিশচন্দ্র, ক্ষীরোদপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, জ্যোতিরিন্দ্রনাথ প্রভৃতি আরো অনেক গুণীজনের লেখা গানের লিপি এই বইতে সুরের স্বরলিপিতে আবদ্ধ। এ ছাড়াও আছে অতীত দিনের বহু অভিনেত্রীর এবং গায়িকার দুষ্প্রাপ্য ছবি, যাঁদের সঙ্গে সংগীতের পথ চলায় ছিলেন দেবকণ্ঠ বাগচী মহাশয়। অজানা তথ্যের সন্ধানও পাওয়া যেতে পারে এই সব ছবি, লেখা, গান ইত্যাদির মাঝে যদি অনুসন্ধান করা যায়। এ বই যেন সেই সময়ের এক টুকরো ইতিহাস।”

বালার্ক নাট্যপত্র ও প্রকাশনা শুরু থেকেই বাণিজ্যিক সাফল্য-ব্যর্থতার কথা মাথায় না রেখে যে-কাজ জরুরি মনে হয়েছে, আপন আনন্দে করেছে। “সুরের রূপ”-এর পুনরুদ্ধার সংস্করণও তার ব্যতিক্রম নয়— এই অর্থে যে, আমরা জানতাম এই ফ্যাক্সিমিলি সংস্করণ (আমাদের জানা মতে অন্য কোনো উপায় ছিল না) প্রস্তুত করতে যা ব্যয় হবে, বই বিক্রি করে আমরা কখনোই সেই পরিমাণ অর্থ তুলতে সক্ষম হব না। তবু...

আশিস গোস্বামী সম্পাদিত এই পুনরুদ্ধার সংস্করণ প্রকাশিত হয়েছিল ৯ মার্চ ২০২৪, পবিত্র সরকার, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, রামেন্দু মজুমদার, মুরারি রায়চৌধুরী প্রমুখ বিশিষ্টজনের উপস্থিতিতে। কিছু ত্রুটি থাকায় প্রকাশিত হওয়ার পরপরই আমরা বইটি তুলে নিয়েছিলাম। অবশেষে সংশোধিত বই আমরা হাতে পেয়েছি।
https://youtu.be/kftzBjvueFM?si=0WeH9qyq0eSDvKdB

৪৭৬ পৃষ্ঠার এই বইয়ের মুদ্রিত মূল্য ₹৮০০।
প্রচ্ছদ: তরুণকান্তি বারিক।

এই বইটির ক্ষেত্রে আমার কোনো ছাড় দিতে অপারগ। বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। ৮৯৮১২৯৯৯০১/৮৪৭৮৯২৩০২৯/৮০০১২৩৬৮৬২

বালার্ক নাট্যপত্র অ্যাক্টর ৪ সংখ্যা প্রকাশিত হতে চলেছে। আশা করা যায় ২২-২৪ ডিসেম্বর ২০২৩ পুরুলিয়া লিট্‌ল ম্যাগাজিন মেলা...
13/12/2023

বালার্ক নাট্যপত্র অ্যাক্টর ৪ সংখ্যা প্রকাশিত হতে চলেছে। আশা করা যায় ২২-২৪ ডিসেম্বর ২০২৩ পুরুলিয়া লিট্‌ল ম্যাগাজিন মেলায় পত্রিকা পাওয়া যাবে। পাওয়া যাবে অন্যত্রও।

এই সংখ্যায় যে-সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের কথা থাকছে তাঁদের অধিকাংশই সাধারণ রঙ্গালয়ের সময়কালের। সদ্য পেরোনো সাধারণ রঙ্গালয়ের সার্ধশতবর্ষের কথা মাথায় রেখে সেই সময়ের প্রচুর দুষ্প্রাপ্য ছবির একটি আলেখ্যও যুক্ত হয়েছে এই সংখ্যায়।

সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

Address

Satyendra Pally 1st Lane
Kolkata
700049

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918981299901

Website

Alerts

Be the first to know and let us send you an email when বালার্ক নাট্যপত্র ও প্রকাশনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বালার্ক নাট্যপত্র ও প্রকাশনা:

Videos

Share

Category

Nearby media companies